![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট যে প্রকাশ করতে পারে তাকে আমি সবচাইতে সৌভাগ্যবান মনে করি । না কাঁদতে পারার কষ্ট আমি জানি ................
আমি ঠিক করেছি আর কখনো আমি লগ ইন করব না যদি এই বছর আমি একটা কাজে সফল না হই।
আমি জানি আমি সফল হব না এবং আর কখনোই আমি ব্লগে ফিরব না ।
এই পোস্টটা ব্যর্থতার প্রমাণ হিসেবে থাকবে।
অনেক মজার মানুষের,অনেক ভাল মানুষ,অনেক খারাপ মানুষের সঙ্খে দেখা হয়েছে। কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন।
সবাইকে আগাম জন্মদিন,প্রথম চাকরি সব কিছুর শুভেচ্ছা।আপনাদের জীবনের সব আনন্দের আগাম শুভেচ্ছা।এই শুভেচ্ছা তো আর ওই পোস্টে আমার দেয়া হবে না।
ভাল থাকবেন সবাই।
২| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
যোগী বলেছেন:
কখনোই লগইন করবেন না,
এ রকম ফালতু রিজিড হওয়ার কোন দরকার নাই। যে লোক জীবনে একটা কাজে বিফল হয়ে হুট করে এমন রিজিড ডিসিশান নেয়, তার ব্যাক্তিত্বের দৃড়তা নিয়ে অনেক হন্দেহ থাকে।
যেটা আপনার সথে যায় না সেটা করতে গেলে অযথায় জীনবে অনেক বিদম্বনার স্বীকার হবেন। কি দরকার, লাইফ কে ইজি করেন। যখন যেটা খুশি করব এই রকম মানুষিকতা রাখেন। খুব অল্প সময়ের জীবনে ফাউল সেন্টিমেন্ট নিয়া আসলে কনোই লাভ নাই।
আরে মিয়া নিজেকে যদি লুজার মনে করেন, তাহলে লুজার লাইফই এনজয় করেন।
কখনো গেইনার হলেতো সেটা স্পেশালই এনজয় করবেনই।
৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:০৯
গোবর গণেশ বলেছেন: ফি--------------------------রে
এ----------------------সো
৪| ২৫ শে মে, ২০১৩ ভোর ৫:৫৭
ঘুড্ডির পাইলট বলেছেন: সফল হোন এবং আমাদের সাথে থাকুন ।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৫
রসায়ন বলেছেন: কি মন জানালা আর আসবে না ?
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: দোয়া রইল আপনি যেন সফল হন এবং আমাদের সাথেই থাকেন। আর যদি মনমত সফলতা শিগগীরই নাও আসে কেন আমাদের ছেড়ে যাবেন? সবসময়, সব অবস্থায় আমদের সাথেই থাকুন এটাই চাওয়া।