নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রস্তুত সন্ন্যাসী

স্বপ্নেরা খুঁজে পাক বাস্তবের ঠিকানা

অপ্রস্তুত সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

অলস ব্যস্ততা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৮

প্রতিদিনই কিছুটা সময় কাটছে অসল ভাবে । জনমানুষে পরিপূর্ণ এই শহরে হাজার মানুষের ভীরেও সময় কাটছে নিঃসঙ্গতার সাথে বন্ধুত্ব করে ।

ছাদের এক কোনে বসে বসে কর্ম ব্যস্ত মানুষ গুলোর অস্হিরতা দেখি আর তাদের ব্যস্ততা পরিমাপ করি । সেখান থেকে দুরন্ত এ মন কখনো চলে যায় মেঘলা আকাশের দিকে । ক্লান্তিহীন মেঘ বিস্তীর্ণ আকাশের বুকে কেমন অবলীলায় ভেসে বেড়াচ্ছে । সেখানেও এ মন হতে পারে না স্হির ।

জানি, উপভোগ করতে চাইলে উপলক্ষ্যের অভাব নেই । কিন্তু অভাব শান্ত মনের স্হবিরতার ।
অপার্থীব এ সৌন্দর্য উপভোগ করতেও প্রয়োজন হয় পার্থিব নিকোটিন নেশার । তাই আর মেঘের দেশে বেড়াতে যাওয়া হয় না । যেতে হয় গলির মোড়ের ছোট্ট খুপড়িতে । সেখান থেকে দাম দিয়ে যন্ত্রণা কিনতে হয় । কারণ মানুষ সুখে থাকার চেয়ে যন্ত্রণা উপভোগ করতেই হয়ত বেশি পছন্দ করে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.