![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় একটা খেলা খেলতাম । "টিলো টিলো" টাইপ খেলা । প্রতি রাতে কারেন্ট যাবার সুবাদে খেলার সুযোগ হতো ।
খেলার নিয়ম অনুযায়ী একজন চোখ বন্ধ করে দেওয়ালের দিকে ফিরে এক থেকে একশ পর্যন্ত গুনবে এই সময়ে অন্য সবাই একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লুকিয়ে পরবে । গুনাশেষে সবাইকে খুজে বের করতে হবে । একটিপ, দুইটিপ এগুলো বলে লুকিয়ে থাকা অন্যদের চিন্হিত করতে হবে ।
বয়স অনুযায়ী খেলাটা মজারই ছিল । কিন্তু দুঃখের বিষয় আমার এখনও প্রায় প্রতিদিন এই খেলা খেলতে হয় । তবে নিয়ম কিছুটা পরিবর্তিত হয়েছে । আগে খেলতাম বন্ধুদের সাথে আর এখন খেলতে হয় বস্তুদের সাথে ।
প্রায়শই বিভিন্ন দরকারি জিনিসপত্র সময়ে অসময়ে লুকিয়ে পরে । আর দরকারের সময় হন্তদন্ত হয়ে খুঁজতে হয় । ছোটবেলার মত এখন একশ পর্যন্ত গুনি না, উল্টা দিকে ফিরেও থাকিনা । তাও অধিকাংশ বস্তুই চোখের সামনে দিয়েই লুকিয়ে পরে । আর আমি খুঁজতেই থাকি খুঁজতেই থাকি।।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬
অপ্রস্তুত সন্ন্যাসী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা