নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রস্তুত সন্ন্যাসী

স্বপ্নেরা খুঁজে পাক বাস্তবের ঠিকানা

অপ্রস্তুত সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

অন্তিম মুহূর্ত

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২১

সোনালী সূর্যটা প্রতিদিনই পূব আকাশ থেকে হেসে ওঠে, কিন্তু হাসিটাও আজ মলিন হয়ে উঠেছে। এখন হাসার জন্য হাসা হয়না, বাচাঁর জন্য হাসা হয়। যখন নিছক এ অজুহাতের মৃত্যু ঘটবে তখন হয়ত মুখের রেখার বিস্তৃত হওয়ার চিত্র ও মানুষ ভুলে বসবে।।

মহাকালের এই মহা মঞ্চে অভিনেতা হওয়াটা বাঞ্ছনীয়। তবে এক্ষেত্রে সফলতা শতভাগ বলা যায়। অভিনয়টা নেহাৎ খারাপ নয়। করে যাও যত দিন ঝুলে আছো, যখনই ঝরবে তখনি যবনিকা পতন হবে।

বদলে যাওয়ার মিছিলে বড্য সে কেলেই রয়ে aaগেলে তুমি। তাই তো মহাকাল তোমাকে ছাড়াই এগুতো চায় । তুমি ভেবোনা তোমার অপেক্ষায় জাতি অপেক্ষমান। না, তুমি কোন বীর নও। নিছক তুমি, তোমাতে মহাবিশ্ব
বিস্মিত হয় না।। কীটের চেও জঘন্য তুমি। তুমি নিপাত যাও, নিঃস্ব হয়ে যাও, ধ্বংস হয়ে যাও ।

সোনালী সূর্য, গোধুলী বেলা, মিটিমিটি তারা কিংবা জোছনা ধারা কোন কিছুই তোমার জন্যে নয়। যদি মনে করো তুমি এর অংশীার তবে বোকার নরকের বাদশা তুমি।

ধরা তোমার অস্তিত্ব বিলীন হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। তুমি অতীরঞ্জিত নরকবাসী। পুষ্প তোমার জন্য ফোটে না, তেমনি ধরাও তোমাকে ধারণ করে না। ধরাকে নোংরা করার প্রাশ্চিত্ত তোমাকে করতে হবে, এর ফলাফলও তোমাকেই ভোগ করতে হবে।।

"আমি অপার হয়ে বসে আছি, ওগো দয়াময়, ওপারে লয়ে যাও আমায়".......

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫২

হাসান মাহবুব বলেছেন: মহাবিোশ্বের তুলনায় আমাদের প্রাণ যতই ক্ষুদ্র হোক না কেন, প্রকৃতির জীবনধারায় যতই অনাহুত হই না কেন, একসময় আমাদের অস্তিত্ন লীন হয়ে যাবে মৃত্যুপরবর্তী অধিবাস্তবতায়, মেঘ, ফুল, তারাদের সাথে আমরাও জ্বলবো, প্রস্ফুটিত হবো। ততক্ষণ অপার হয়ে বসে থাকি...

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

অপ্রস্তুত সন্ন্যাসী বলেছেন: যথার্থ বলেছেন।। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.