![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মাথাটা মনে হয় শাহারা মরুভূমি।লেখার আইডিয়া তো কিছু পাই না,উল্টা মাথার টেম্পারেচার বেড়ে যায়।তাও মাথার টেম্পারেচার বাড়াইতে মজাই লাগে।
শিরোনামহীনের নতুন অ্যালবাম "বন্ধ জানালা" বাজারে এসেছে এই কিছুদিন আগে।শিরোনামহীন সবসময়ই চেনা পথে না হেঁটে একটু ভিন্নতা উপহার দেয়ার চেষ্টা করে শ্রোতাকে।এবারো তার ব্যাতিক্রম হয়নি।একজন সাধারন শ্রোতা হিসেবে আমার মনে হয়েছে অ্যালবামটিকে সফল বলে চালিয়ে দেয়া যায়। তবে মতদ্বিমত থাকতেই পারে।
অ্যালবামের গানগুলো নিয়ে কিছু মন্তব্য না করে পারছিনা।
বন্ধ জানালাঃঅ্যালবামের শুরু হয়েছে একটি চমৎকার মেলডিয়াস গান দিয়ে।তবে গানটিকে একটি পরিপূর্ণ অর্থবহ গান বলা যাবেনা।মন ভাল করে দেয়ার জন্য এই একটি গানই যথেষ্ট।
প্রিয় লাইন-নেই।
ভালবাসা মেঘঃআগের গানটির ঠিক বিপরীত। অর্থবহ লিরিক্স।
ভালবাসার আত্নপোলব্ধিই যেন গানটিতে ফুটে উঠেছে।তবে প্রথমবার শুনে নাও ভাল লাগতে পারে।আমার ২/৩ বার শোনার পর ভাল লেগেছে।
প্রিয় লাইন-"ইচ্ছে হলে ভালবাসি,না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।"
বুলেট কিংবা কবিতাঃ গানটি বেশ ব্যাতিক্রমী।তবে এর অর্থ উদ্ধার করতে পারিনি।
প্রিয় লাইন-নেই।
সূর্যঃনিঃসন্দেহে এই অ্যালবামের বেস্ট গান সূর্য।এই একটি গানের জন্যই অ্যালবামটিকে হিট বলে চালিয়ে দেয়া যায়।কী লিরিক্স, কী মিউজিক এক কথায় অসাধারণ!
প্রিয় লাইনঃঅনেকগুলো।
"অচিন পাখি দিল ফাঁকি,উদাস বাউল কাকে ডাকি?
..........................................
স্বপ্ন দহন পুন্যে না সয়,সত্য বচন ধর্মে নাড়ায়।
...........................................
কল্প সাধন মাতাল হাওয়া,আপন পথে হারিয়ে যাওয়া।
জীবন দেখার অবাক টানে,সরলরেখার অন্য মানে।"
একাঃ গভীর রাতে,অপার নিস্তব্ধতার মাঝে শোনার মত গান। আনমনা করে দেয়ার মত গান।ছ্যাকা খাওয়া পার্টিরও ভাল লাগবে।
প্রিয় লাইন-
"সারাটা পথ জুড়ে আমি একা,হেঁটে যাই আকাশ তারার পানে চেয়ে।
..........................................
যতদূরে যেতে চাই ওই নিলীমার পথে,আরো দূরে সরে যায় রাতের আকাশে।"
সহসা দ্বীপঃএভারেজ গান।খুব ভালও না,আবার খারাপও না।
প্রিয় লাইন-নেই।
বাস স্টপেজঃঅনেকটা বুলেট কিংবা কবিতা গানটির মত।ভালো লাগেনি।
প্রিয় লাইন-নেই।
সুপ্রভাতঃগানটিতে কেমন জানি একটা তারুণ্য তারুণ্য ভাব আছে,প্রাণের স্পন্দন আছে।একবার শুনেই ভাল লেগেছে।
প্রিয় লাইন-
"একদিন আমরা হাঁটছি আমরা ক'জন,
আমাদের কেউ কেউ উচ্ছাসে,এই শুভ্র সকালে,
ধুলো মাখা পথ-ঘাট,ধুলো মাখা শরীর,
ধুলোয় ধূসর আমরা ক'জন এই সকালে, রাস্তায় হাঁটছি।"
পরিচয়ঃগানটিকে লালনগীতির আধুনিক ভার্সন বলা যেতে পারে।
গানটি গাওয়াও হয়েছে যেন প্রাণ দিয়ে।মনকে ক্ষণিকের জন্য এলোমেলো করে দেয়।গানে দোতারার ব্যবহার যোগ করেছে অন্য মাত্রা।
প্রিয় লাইন-
"খাঁচার পাখি কখন কি আর মনের পাখি হয়?
..................................................
লোহার খাঁচার ছোট্ট ঘরে কোন পাখি কি রয়?"
বাংলাদেশঃঅসাধারণ!!!অসাধারণ!!!অসাধারণ!!!
দেশাত্নবোধক গানগুলো কেন যেন সবসময়ই অসাধারণ হয়।গানে বাঁশির ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।
প্রিয় লাইন-
"যেখানে লাল সূর্যের রং এ রাজপথে মিছিল
..............................................
যেখানে রিমঝিম বৃষ্টি,শুকনো মাটির টানে-
অবিরাম, ঝরে সবুজ সাজায়।
.............................................
একপ্রান্তে সবুজ একপ্রান্তে লাল আমার বাংলাদেশ।"
অনেক কথাই লিখে ফেললাম।তবে লেখটি মনে হয় ব্যর্থ,কোন সমালোচনা করতে পারিনি।কী করব?অ্যালবামটি সত্যি ভাল লেগে গেছে।পরিপূর্ণ বাংলা ব্যন্ড গানের জন্য অনেকদিন ক্ষুধার্ত ছিলাম বলে হয়ত।ওয়েস্টার্ন ইন্সট্রুম্নেট এর ধাঁধা,এর সাথে যোগ হয়েছে গলার বিকৃতি। কোন গানটা যে ভাল লাগাতে হয় সেটাই বুঝতে পারিনা।আর ভাল লাগলেও দু'দিন পরে আর শুনতে ইচ্ছা করে না।এই অ্যালবামে কিছু হলেও মাটির গন্ধ পাই।
এহহে! মনে হচ্ছে কবিতার সারমর্ম লিখে ফেলেছি।আর কিছু লিখবনা।যে হতদরিদ্র আমার বাংলা লেখা,কতগুলা মাইনাস খাই কে জানে।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৫
শন পাপড়ি বলেছেন: আমি আগে জাহাজী শুনি নাই।এই অ্যালবাম শুনেই জাহাজী শুনলাম।তবে এই অ্যালবামটা জোশ।
২| ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৫
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: সব ডাউনলোড করেছিলাম.......শুধু সূর্য গানটি ছাড়া..........
ধরা খাইলাম মনে হয়
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৮
শন পাপড়ি বলেছেন: আমার একটা অপরাধবোধ আছে।এত ভাল অ্যালবামটা ডাউনলোড করেছি আমিও।কিন্তু অ্যালবামটা কিনলে শিরনামহীনের মাত্র ৬ টাকা লাভ হবে অ্যালবাম প্রতি।কেনা উচিত ছিল।
৩| ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: সহসা দ্বীপটাই ভালো লাগেনি।
আমার প্রিয় ট্র্যাকঃ
ভালোবাসা মেঘ
একা
পরিচয়
বন্ধ জানালা
বাংলাদেশ
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫০
শন পাপড়ি বলেছেন: সূর্য ইস দা বেস্ট।
৪| ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৭
গিফার বলেছেন: হু নামাইছি আগেই।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৫
শন পাপড়ি বলেছেন: কেনা উচিত ছিল।যদিও আমিও কিনি নাই।
৫| ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৭
কলুর বলদ বলেছেন: আপনার সাথে একমত।বেস্ট গান সূর্য । কি যেন আছে গানটার মধ্যে !
তবে বাস স্টপেজও আমার খুব ভাল লেগেছে ।
সবমিলিয়ে ফাটাফাটি !! থ্রি চিয়ার্স ফর শিরোনামহীন !!
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫২
শন পাপড়ি বলেছেন: কলুর বলদ বলেছেন:সবমিলিয়ে ফাটাফাটি !! থ্রি চিয়ার্স ফর শিরোনামহীন !!
৬| ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
কলুর বলদ বলেছেন: আপনার সাথে একমত।বেস্ট গান সূর্য । কি যেন আছে গানটার মধ্যে !
তবে বাস স্টপেজও আমার খুব ভাল লেগেছে ।
সবমিলিয়ে ফাটাফাটি !! থ্রি চিয়ার্স ফর শিরোনামহীন !!
৭| ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৩
একরামুল হক শামীম বলেছেন: বন্ধ জানালা আমার কাছে ভালো লাগছে
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৬
শন পাপড়ি বলেছেন: মনে হয় সবার কাছেই লাগবে।
৮| ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:২০
একরামুল হক শামীম বলেছেন: আপনার নিকটা মজার আছে।
শন পাপড়ি খুব ভালা পাই
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৭
শন পাপড়ি বলেছেন: হাওয়াই মিঠাই ছাইসিলাম।পাই নাই।কী আর করা?ত্অয় মিঠা নামই রাখতে চাইছি।
৯| ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:২১
আশরাফ মাহমুদ বলেছেন: সুন্দর।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৮
শন পাপড়ি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৪
আরিফ থেকে আনা বলেছেন: প্রিয় ব্যান্ডদলের পোস্ট, ভাল লাগল। অ্যালবামটাও ভাল লেগেছে