![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, মানবতার স্বার্থে, জাতীয় এই ট্র্যাজেডির সময় সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দিতে ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত ঘোষণা করছি।” বিরোধীদলীয় নেত্রী
ধন্যবাদ মাননীয় বিরোধীদলীয় নেত্রী। দেশের জাতীয় ইস্যুগুলোতে এভাবেই আপনারা ঐক্যবদ্ধ হবেন, একজন আরেকজনের ডাকে সারা দিবেন এটাই জনগনের প্রত্যাশা।
আমরা জনগন বলিনা যে, আপনারা আমাদের ঘরে ঘরে খাবার পৌছে দেন! আমরা শুধু বলি আমাদেরকে খাবার সংগ্রহের পরিবেশটা করে দেন!!আমাদের খাবার আমারাই সংগ্রহ করে নিব।
আমরা জনগন বলিনা যে, আপনাদের ক্ষমতা আমাদেরকে দিয়া দেন! আপনাদের ক্ষমতা আপনাদের হাতেই থাকুক, আমরা বলি আমাদেরকে শুধু আপনাদের ক্ষমতা দখলের নোংরা খেলার বলি বানাবেন না প্লিজ।
আপনারা সব ইস্যুতে ঐক্যবদ্ধ থাকুন এইটাও আমরা বলিনা। আমরা শুধু বলি, আমাদের জাতীয় ইস্যুগুলোতে আপনারা ঐক্যবদ্ধ হোন ! জাতীয় সংকটগুলোকে একসাথে মোকাবেলা করুন । যখন দেশবিরোধী শক্তি দেশকে নিয়ে নোংরা খেলায় মত্ত হয় তখন আপনারা জাতিকে দ্বিধান্বিত করবেন না প্লিজ ।শুধু ঐক্যের ডাক দিন।দেখবেন, দেশপ্রেমী জনগনই সেই অপশক্তিকে রুখে দিয়েছে! যেমনটি দিয়েছিল বায়ান্ন,উনসত্তর এবং একাত্তরে..।
*শান্তিপ্রিয় বাংলাদেশীদের ঘরে ঘরে শান্তি নেমে আসুক* জয়বাংলা
©somewhere in net ltd.