![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তা দিয়ে কয়েক বন্ধু একসাথে হেটে অথবা গার্ল্ ফ্রেন্ডের সাথে এক রিকশায় রোমান্স করতে করতে যাচ্ছেন। হঠাৎ সামনে দেখলেন একটা স্থুলকায় মেয়ে ঘামতে ঘামতে হেটে আসছে অথবা মাথাটা নিচু করে রিকশা দিয়ে আসছে । তখন আপনি মেয়েটার দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন এলিয়েন দেখছেন!! মেয়েটা কাছাকাছি আসতেই পাশের বন্ধুকে অথবা বয়ফ্রেন্ডকে আঙুলের খোচা দিয়ে অথবা কুনুই দিয়ে গুতা মেরে মেয়েটিকে দেখিয়ে ফিক করে হেসে দিলেন!! যেন ভীষন এক মজার জিনিস দেখলেন!! মেয়েটা কষ্ট পেল কিনা বা বিব্রতবোধ করলো কিনা তা ভাবার প্রয়োজনও মনে করলেন না!!
হয়তো আপনি এখন আনেক স্লীম এবং সু-সাস্থ্যের অধিকারী। আপনার সন্তান নেই অথবা থাকলেও সে অনেক সুন্দর! কিন্তু আপনি অথবা আপনার সন্তান যে এমনটি হবেনা এটার নিশ্চয়তা কি আপনি দিতে পারেন??
আমার এক আন্টি যে নাকি ছাত্রজীবনে অনেক সুন্দরী ছিল। সেই আন্টিই একটা অপারেশনের পর এতমোটা হয়েছে যে সে সিড়ি ভেঙে দোতলায় উঠতে পারেনা। বাথরুমের কমোড মেঝের এক ধাপ উপরে হওয়ায় সে মাঝে মাঝে বাথরুমের মেঝেতেই পশ্রাব করে।! আমার এক ফ্রেন্ডের বাবার মেরুদন্ডের হাড়ে প্রবলেমের জন্য অপারেশন করাতে হয়। তার আগে তিনি ব্যবসার কারণে দাপুটের সাথে সারা দেশ চষে বেড়াতেন, প্রচুর হাটাহাটি করতেন। কিন্তু অপারেশনের কিছুদিন পর তিনি এত মোটা হনযে দু-কদম হাঁটলেই তার হাঁসফাঁস শুরু হয়ে যায়! রিকশা দিয়ে কোথাও যেতে চাইলে রিকশাওয়ালারা তার কাছে দুই জনের ভাড়া চায় !এবং আশেপাশের আপানার/আমার মতো বিবেকহীনরা মুখ টিপে হাসে!!
ভেবে দেখুন তো যদি কোন কারণে আপনার এই পরিণতি হয় আর আপনার অসহায়ত্ত্বকে নিয়ে যদি অন্যরা এইভাবে হাসাহাসি করে তখন আপনার কেমন লাগবে?
আল্লায় না করুক যদি আপনার একটি সন্তান এমন হয়!! সে সর্বদা হীনমন্নতায় ভুগে,তাকে দেখে আপনি কষ্ট পান,তার ভবিষ্যৎ নিয়ে আপনি সর্বদা চিন্তিত থাকেন কারণ আপনার সেই সন্তানটি রাস্তায় বেরুতে পারেনা,স্কুলে/কলেজে যেতে পারেনা অন্যদের ঠাট্টা বিদ্রুপের কারণে!! তখন আপনার কেমন লাগবে??
আমাদের আনন্দ/মজা করার অনেক বিষয় আছে এই বিশাল পৃথিবীতে। কিন্তু অন্যের অসহায়ত্ত্বকে পুজি করেই আনন্দ নেয়াটা আমাদের অভ্যেসে পরিণত হয়েছে।
অথচ যদি আমরা এটা না করতাম তবে ওই ভাই বা বোনটি রিকশায়/ হেটে পথে যেতে যেতে মাথা নিচু করে রাখতোনা! বাসে এক কোণে বসে নিরবে চোখের জল ফেলতোনা। সেও আপনার আমার মতো দু-চোখ দিয়ে প্রকৃতি দেখতো, মানুষগুলোকে দেখতো এবং বুক ভরে নিঃশ্বাস নিত!!
কানা হোক,খুড়ো হোক, ল্যাংড়া হোক; বেঁটে হোক, মোটা হোক,চিকন হোক এই পৃথিবীটাকে এনজয় করার অধিকার তো সবারই থাকা উচিত ! তাইনা
২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬
নাম বলবো না বলেছেন: আমাবর্ষার চাঁদ বলেছেন: এগুলো পরিহার করা আমাদেরই উচিত................
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬
আমাবর্ষার চাঁদ বলেছেন: এগুলো পরিহার করা আমাদেরই উচিত................