![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
ব্যক্তিগত মনের বনে আগুন,
দাউদাউ পুড়ে যাচ্ছে নিজস্ব সময়।
চারিদিক জনজৌলুস এতো চিৎকার,
অথচ বোবা বোধ গহীনে কোন শব্দ পায়না।
কেবল বোতল বন্দী আবেগের ছিপি খুললেই শুনি-
হুড়মুর নিজস্ব পৃথিবীর ভাঙনের শব্দ
তপ্ত হৃদপিন্ডে কষ্ট খই ফোটার শব্দ
ক্ষিপ্ত স্রোতের উত্তাল ঢেউ এর শব্দ
বৈশাখী ঝড়ো হাওয়ার সাঁইসাঁই শব্দ!!
অতঃপর শুন্য বোতলের ছিপি এটে
শুনশান শ্বশান ঘাটে নিরবতার বালিশে মাথা রেখে-
মৃত্যুর মতো শীতল ঘুম নিয়ে বেঁচে থাকি,
অবশিষ্ট উচ্ছিষ্ট ব্যক্তিগত সময়ে আগুন জ্বেলে।
- স্বপ্ন
©somewhere in net ltd.