![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
না ফেরার দসখত দেইনি কোথাও,
তবু বৃথা ভাবলে চলে গেছি ফিরবো না!
আঁধারে মিশে গেছি আলোর আশায়,
কায়াতে মায়া পায়নি যা পেয়েছি ছায়ায়।
দূর হতে দূরত্ব বাড়েনি,
পাশাপাশিতে ছিল যত বিস্তর ব্যাবধান!
তেমনি আছি অব্যাক্ত রেখে ঘৃনা অভিমান,
সূতো কাটা ঘুড়িতে ব্যর্থ যেমন নাটাইয়ের টান।
তোমরা বলো আমিও জানি হেরে গেছি বাজি,
অবোধ মন তবু ভালোবেসে ঠকতে এখনও রাজি!
- স্বপ্ন
©somewhere in net ltd.