![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
গলির মোড় থামিয়ে সাইকেল ক্রিং ক্রিং
কখনো চকবার কখনো লাল ফড়িং
অপেক্ষা ভেঙে তোমার পায়ের আওয়াজ
রঙিন স্বপ্নের অদল বদল সে চিঠির ভাজ
অভিমান অভিযোগ হাজার বায়নায়
সুখ ছুঁয়ে দেখা তার চোখের আয়নায়
গল্প নয়! তবে কি ছিল সব রূপকথা?
ধুর ছাই! যতবার ভাবি ভাববো না বৃথা অযথা!
বেয়ারা ভাবনারা কেন যে ওসব ভাবে?
কে জানে অভ্যাসে নয়তো ভুলতে না পারা স্বভাবে।।
পেরিয়ে শৈশব আর আবেগী কৈশোর
বিষাদ যান্ত্রিকতায় কিনেছে আমায় আমার শহর।।
জানি তুমিও ভুলেছ সব নতুনের স্রোতে
কিছুই বাকি নেই মুখরিত হাসি কিংবা অশ্রুতে?
ব্যস্ততা থেমে গেলে নিদ্রাহীন রাত অখণ্ড অবসর
নিংড়ে স্মৃতির আনাচকানাচ খুঁজি চেনা কণ্ঠস্বর।।
রোমন্থন নয় জানি এ স্মৃতির আফিম সাজিয়েছে রাতের পেয়ালা
গল্প নয় রূপকথা মেনেই সান্ত্বনায় ভুলি যন্ত্রণার জ্বালা।।
- স্বপ্ন
©somewhere in net ltd.