![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
জীবন মানে হিসেবের প্রচণ্ড গরমিল
কাটাকাটি শব্দের অবান্তর অন্ত্যমিলঃ
৫৬।
আত্মপাপের ঘেন্না দেখি নিজেই নিজের চোখে,
চিৎ হয়ে থুঃ থুঃ ছিটাই নিজেই নিজের মুখে!!
৫৭।
মগজ জুড়ে ক্লান্তি পোকা অসাড় মন আর দেহ,
দুয়ার এঁটে ঘুমিয়ে গেছি ডাক দিও না কেহ!
৫৮।
মনের সাথে করে আপোষ আজকাল ভালো থাকি আমি,
আগুনে জল ঢেলে জেনেছি যে করেই হোক ভালো থাকাটাই আসলে দামী!
৫৯।
সন্ধ্যা হলেই ফিরছি ঘরে বিষাদের সিঁড়ি বেয়ে,
যান্ত্রিকতায় জীবন বেঁচে ক্লান্তিটুকু ছুঁয়ে!
৬০।
"সময়" আমাকে সময় দিও,
"আমি" তুমিও আমাকে নিও।।
৬১।
জ্বর কি রোমান্টিক ব্যাধি?
উষ্ণ হাত ছুঁয়ে পাশে থাকতো কেউ যদি!
৬২।
কথার কাছাকাছি থেকে ফিরে আসি নীরবতা নিয়ে,
তবু ভালবাসায় বেঁচে রই বিরহ হয়ে!
৬৩।
আগুনের কাছে ফিরে যাই নিজেকে পোড়াবো বলে,
আগুন পোড়ায় না, পোড়ায় আমাকে জলে!
৬৪।
সমস্ত দিন হাওয়ায় সময় উড়িয়ে,
শরীরে ক্লান্তি মেখে ফিরে আসি আঁধারের কাছে!
৬৫।
মনখারাপের গোপন খবর কে যেন করলো ফাঁস,
অভিমানী মেঘেরা যত বৃষ্টি হল, ছুটি পেল আকাশ!
৬৬।
মুখোমুখি হব না দু'জনা, তবু একই রকম বাঁচা…
নাগরীক সমাজে তুই আমি কাক আর পেঁচা !!!
৬৭।
স্বপ্ন আমার যেন বন্দী শিবিরে নিশাচর সন্যাসী
ভাবনার পায়ে শিকল তবু ইচ্ছে সর্বনাশী!
৬৮।
সময়ই বিকিয়ে দিয়েছে স্মৃতির নিলাম,
মনে নেই!
সম্বোধনহীন সে সম্পর্কের আদৌ ছিল কি কোন নাম।।
৬৯।
মন জানে মনের কি দারুণ অসুখ,
দুঃখের পাতা উল্টালেই দেখি তোমার প্রিয় মুখ।।
৭০।
রমণীদের হৃদয় খুঁড়ে জেনেছে বহুগামি মন,
ভালবাসা নয় কেবলই মায়ার রক্তক্ষরণ ।।
৭১।
ঈশ্বর,
আমি মানুষের হৃদয় ছুঁয়ে দেখেছি!
আমরা ভালো নেই, শুধু তোমাকেই ভালো রেখেছি।।
৭২।
আমার ভীষণ অসুবিধা আর মুঠো ভরা দ্বিধা,
মেয়ে তোর শকুনি চক্ষে দারুণ ক্ষিধা, খুঁজে শুধুই সুবিধা!
- স্বপ্ন
©somewhere in net ltd.