![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
সময়ের স্মৃতিপটে
দেখেছি মানুষ বদলায় অকপটে।।
স্পর্শহীন ব্যাকুল ব্যথিত হৃদয়
এই বুঝি অনাকাঙ্ক্ষিত পরাজয়!
ভাঙন নয় তবুতো পাথরের হয় ক্ষয়।।
বিশ্বাস জমা রেখে মুঠো খুলে দেখেছি আপন হল পর!
যখন আকাশ নেমেছে মাথার উপর,
নিরুপায় কচ্ছপ সেজে নিজের পিঠেই বয়ে চলেছি নিজের ঘর।।
- স্বপ্ন
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ, ভালবাসা জানবেন ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪
মেহেদী রবিন বলেছেন: বাহ বেশ
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪২
স্বপ্ন ফেরারী বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৭
স্বপ্ন ফেরারী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।