![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
জানি থাকবে বাতাস বৈরি
দিনক্ষণ মেপে আমিও তৈরি,
ছেড়ে পিছুটান ভুলে মায়াজাল
ঠিকঠিক উড়াবো নতুন পাল।।
চেনা এ শহর
একঘেয়ে রাত প্রহর,
স্মৃতির আগুন জ্বেলে
কবিতায় বিষ ঢেলে
নিজেকে আর খোঁজবো না
নীল নীল ব্যথায় নতুন করে ভিজবো না।।
আমার ভেতর আমিও পেয়েছি আমার দেখা,
গহীন গভীরে আমি ঈশ্বরের মতোই ভীষণতর একা!!
- স্বপ্ন
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪১
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
খুবই সুন্দর কবিতা! বাহ!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৬
স্বপ্ন ফেরারী বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
মেহেদী রবিন বলেছেন: কবিতা ভালো