![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
"তোমাকে ভালবাসি"
এই অশ্লীল শব্দটি যদিও তোমার নিষ্পাপ ঠোঁট ছুঁয়ে,
আমার কানকে স্পর্শ করেনি কখনওই!
তবু তোমার দু'চোখে খুন হই যত্রতত্র।
দু'চোখে এতো সাহস কেন তোমার
প্রনয়ের দাবী আদায়ের মিছিল নিয়ে সামনে আসো!
দু'চোখে এতো আকুতি কেন তোমার
আমি ওই চোখে চোখ রাখতে পারি না!
দু'চোখে এতো প্রেম কেন তোমার
আমি ওই চোখে তাকালে নিজেকে বাঁচাতে পারি না!
তাই....
দূরে দূরে অনেক ঘুরে ক্লান্ত শেষে
গভীরে আরও গভীরে তোমার খুব কাছে এসে
যদি রয়ে যাই তোমাতে ভালবেসে!
তবুও কি ওই দু'চোখ
পুড়াবে এ বুক??
বলবে না কিছু নরম ঠোঁটে
একবার না হয় বল "ভালবাসি" অকপটে।।
- স্বপ্ন
May'15
[পুনশ্চ: কবিতার মেয়েটি সদ্য কিশোরী, প্রতিনিয়ত তার চোখে মুখে ভালবাসার ছোঁয়া লেগে থাকে। কিন্তু ভীরু মন, মুখ ফুটে বলতে পারে না কিছুই কেননা বড়রা আগেই বলে দিছে এই বয়সে ভালবাসায় জড়িয়ো না।।
নিজের সাথে যুদ্ধ করে মেনে নিয়েছে হয়তো ভালবাসা অশ্লীল!!!! এখানে এরকম একটা মেয়ের গল্প বলা হয়েছে, তাই গল্পের স্বার্থে অল্প কথায় বুঝিয়েছি কবিতা বলে।]
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৫
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
এক কথায় চমৎকার!!!