নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিশাপ! তাই কবিতা লিখি। কলঙ্ক! তবু ভালবেসে গায়ে মাখি।- স্বপ্ন

স্বপ্ন ফেরারী

অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!

স্বপ্ন ফেরারী › বিস্তারিত পোস্টঃ

[অন্ত্যমিল সমগ্র -১]

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

জীবন মানে হিসেবের প্রচণ্ড গরমিল
কাটাকাটি শব্দের অবান্তর অন্ত্যমিলঃ
১।
নিরন্তর অবকাশ জবাই করল বিরক্তির কসাই,
মন্থর সময় ধীরেধীরে হয়ে যাচ্ছে অসহ্য বনসাই!
২।
রাত আর আমি মিলে
ঘুম খেয়েছি গিলে...
৩।
মাথার ভেতর ব্যথার পোকা খুবলে খাচ্ছে মগজ,
কাব্য কথা পদ্য গদ্য অবাধ্য আজ শূন্য শাদা কাগজ।।
৪।
এক আমি জেগে থাকি- অন্য আমি ঘুমে,
"আমি"র ভেতর দ্বৈত আমি - সত্যি বিভ্রমে!
৫।
ভাবনাগুলো মনের কোণে রইল পড়ে অলস,
বিষাদ বিকেল জড়িয়ে আছে অসাড়তার খোলস!
৬।
যার যার মতো করে ভাল থাকি,
তুমি আমি আমরা আমিতে একাকি!
৭।
আপোষহীন অভিমান জেদ হয়ে যায়,
নির্বোধ মেয়ে জানেনা জেদ কতোটা দূরত্ব বাড়ায়!
৮।
তোমাকে ভুলেই গেছি শুধু অভ্যাসটাই পুরনো বাতিক!
আজকাল আমিও অনুভূতিহীন, সময়ের সাথে সমানুপাতিক।।
৯।
তুমি জানতে চাও, "কেমন আছি?"
আমিও জানতে চাই, "কেন আছি?"
১০।
আমরা কি খুব দ্রুত হাঁটছি?
কিংবা পাঁচ ইঞ্চি ব্যক্তিগত পৃথিবীতে নিথর ডুবে আছি!
১১।
বিষাদ ছুঁয়েছে মন, ভাবনারা এবেলা চুপ থাক প্লিজ,
আমার সবটা আজ মনখারাপের দখলে, সেই নিয়েছে লীজ।।
১২।
উলট পালট বুকের গহীন হঠাৎ যেন নিম্নচাপ,
ধ্যাত বিশ্রী সময় কারণ ছাড়া শুধুশুধুই মনখারাপ!
১৩।
অশান্ত বিকেলে ক্লান্তির ক্ষিপ্র তুফান,
বিষাদের ছাই জমে এস্ট্রেতে শেষতক ধোঁয়াতে অবসান।।
১৪।
এক পৃথিবী কষ্ট এক চুমুকে গিলে খাব ,
এবার নাহয় নষ্ট হব!
১৫।
আমার হয়ে গেছে, বোতল এবার রেখে দে,
নেশা চোখে ঘোর লেগেছে, কে আছিস অল্প কিছু ঘুম মেখে দে।।
১৬।
অভিশাপ! তাই কবিতা লিখি,
কলঙ্ক! তবু ভালবেসে গায়ে মাখি।।
১৭।
স্বরচিত নিঃসঙ্গ শব্দাবলী দিয়ে বদলে যাওয়ার কবিতা লিখতে পারি না,
অমন গাঢ় নীল চোখে কি যে দেখেছিলাম ছাই; অন্য কোথাও আকাশ দেখিনা।।
১৮।
মদের নেশায় বুঁদ হলে বল তুমি মাতাল,
মদে আমার হয়না কিছু তুমিই করলে কাঙাল!!
১৯।
ভাবনার স্নায়ু শিরা উপশিরা একটা একটা ছিঁড়ছে,
আমার চোখে সন্ধ্যা নামে, সময় শুধু ছুটছে...
২০।
স্পর্শের রঙ নেই, কেন চিহ্ন খুঁজো অহেতুক?
একদিন প্রেমিকার চিবুক ছুঁয়েছিল প্রেমিকের বুক!
সম্পর্ক চিতার আগুনে, তবু অনুভূতি জীবন্ত বাঁচুক।।
২১।
চুম্বন এঁকে রাত্রির নাভিমূলে,
বলি "যাদুধন আমাকে নাও তোমার কোলে"।।
২২।
বৃথা আমায় খুঁজে বেড়াও ইনবক্সে,
আস্তো একটা জীবন মেলে দিয়েছি প্রকাশ্যে।।
২৩।
হৃদয়ের ব্যবচ্ছেদে
কি পেলে কবিতার চাষাবাদে???
২৪।
সপ্তাহ শেষের ছুটির দু'দিন ভাঙল ঠুনকো কাঁচটা!
রাত ফুরালেই যন্ত্রমানব, আবার ন'টা-পাঁচটা।।
২৫।
আগুন গিলে নিমিষেই করে দিতে পারি পানি,
কে জানে ভালবাসায় বিষ মিশেছিল কতখানি?
২৬।
আমি ডুবি পাপে আর তুমি বাঁচো পুণ্যে…
সময়ের টুটি চেপে হিসেব মেলাও বন্ধু যোগ বিয়োগ আর শুণ্যে…
২৭।
ক্লান্তির তৃষ্ণায় চাইছি নে ঠাণ্ডা জল,
মুঠোফোনের এপাশে অবসাদ, নেই কোন মিসডকল!
২৮।
প্রয়োজন শেষে সত্যি বলতো আমি কি আর তোমার থাকি?
থাক তবে নিরবতা, যদিও ঢের কথা রয়ে গেল এখনো বাকি!
২৯।
অভিমানের বয়স বেড়ে তা হয় অভিযোগ,
নয় সান্ত্বনা নয় অজুহাত ভাষাহীন নীরবতায় কাটাকাটি সময়ের যোগ বিয়োগ।।
৩০।
ইঞ্চি ছয়েক কষ্ট গিলে মাতাল রাতে জমছে শোক,
মদের গেলাস উল্টে ফেলে নতুন কোন কাব্য হোক।।
৩১।
এভাবেই চলে যায় জমিয়ে মায়ার ঋণ,
স্মৃতি আঁকড়ে শুধু আমি একাকী রাতদিন!
৩২।
প্রত্যেক শব্দ শ্রমিক
একেকজন স্বপ্ন প্রেমিক!
৩৩।
বদলে যাওয়া আগুনের রঙ এখানে এখন নীল,
প্রশ্ন রেখো না, "কেমন থাকে নিঃস্ব গাঙচিল?"
ক্লান্ত ডানায় বিষাদ মেখে উড়ছে অনাবিল!
৩৪।
বেওয়ারিশ ঘুড়িই জানে
উড়তে হয় সূতোর টানে!
নাটাই দিয়ে তোমার হাতে
এবার যাবো আকাশ ছুঁতে!
৩৫।
নিহত ভালবাসার পাশে পরস্পর জমা থাকে ঘৃণা,
হৃদয়ের দাবী নিয়ে দু'জনেই জানে দু'জনেই হৃদয়হীনা!!
৩৬।
আগুন কোথায়, বন্ধু আমার চোখেই শুকায় জল
রাতের নেশায় মাতাল হলে আমার কি দোষ বল?
৩৭।
অবিরাম ছুটে চলেছি সময়ের পিছু,
বেলা শেষে ক্লান্ত মেলেনা কিছু!
৩৮।
কোথাও যাওয়ার নেই তবু পালাতে ইচ্ছে হয়,
কিচ্ছু অবশিষ্ট নেই তবু কাটছে না হারানোর ভয়!
৩৯।
এখানে ঈশ্বরে মানুষে লড়াই দারুণ জমছে
অমরত্ব ঈশ্বরই পায় মানুষ শুধু মরছে!
৪০।
বন্ধন এভাবেও থেকে যায় হজম করে শোকতাপ,
হৃদয়ে হৃদয়ে কথার পাহাড় তবু দু'জনা নিশ্চুপ চুপচাপ!
৪১।
এতোটা পাশাপাশি এসে যদি শুরুতেই ফিরে যেতে হয়,
জানা নেই ক্লান্তির ডানায় কতোটা উড়লে পাখির আকাশ ফুরোয় !
৪২।
কতটা দূরে থাকে মানুষ আত্মকেন্দ্রিক অভিমানে!
তবুও ফিরতে হয় চেনা চেনা ঘ্রাণে
আবেগের টানে...
৪৩।
কবিতার দামে জীবন বেচে দেওয়া যায়!
জীবনের নামে কবিতায় বেঁচে থাকা দায়।।
৪৪।
আজ কাজল থাক, নয়নে মাখো কলঙ্ক কালি!
হুম আজ কবিতা থাক, এসো ভালবেসে ফেলি।।
৪৫!
উঁহু ভালবাসা নয়, বিষ খেয়ে ফেলি একচোট!
যতবার ছোঁয় এ ঠোঁটে ঐ ঠোঁট।।
৪৬।
অলস বিকেল নিকোটিন ধোঁয়া চা
সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিদিন বাঁচা...
৪৭।
আমি কেবলই তোমার খেয়ালী আবদারে!
নিলেনা খবর আমার একলা থাকার অবসরে।
৪৮।
আপন ব্যাধি নিয়ে দু'চোখে
ক্লান্তিহীন রাত জাগি ভীষণ অসুখে।।
৪৯।
এমন একটা গুমোট বিকেল নাম রেখেছি "তুই",
বিষাদ আবেগে ক্লান্তির মেঘে ইচ্ছে আকাশ ছুঁই।
৫০।
আমায় বৃথা ডেকনা আর তোমাদের বিলাসী আবদারে,
হৃদয়ে হৃদয়ে বিস্তর ব্যবধান যেখানে বিভক্তির কাঁটাতারে ।।
৫১।
ভালবাসা নামক যা ছিল প্রাক্তন অনুভব,
সময় জলে গহীনতলে ডুবছে অসম্ভব!
৫২।
সূর্য্যের মুখোমুখি দাড়িয়ে আলো ফিরিয়ে দিয়েছিলাম,
রাতের বুকে কেবলই লিখে রেখেছি একটি দীর্ঘঃশ্বাসের নাম!
৫৩।
আমাকে খুঁজো না আর মুখরিত কোলাহলে,
আমিতো ভিড়েছি এবার মৌনতার মিছিলে।।
৫৪।
ছোঁয়া দু প্রকার স্পর্শ অথবা অনুভব,
নিঃসঙ্গ পাঁচটি আঙুল মানে কি এসব?
স্পর্শহীন ব্যাকুলতা ছুঁতে চাইছে অসম্ভব!!
৫৫।
ছুঁয়ে থাকার গল্পটাও আজ স্মৃতি নামক কবর,
বদলে যাওয়ার জীবন মেনেই বেঁচে থাকার খবর।

- স্বপ্ন

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

বিলিয়ার রহমান বলেছেন:

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

স্বপ্ন ফেরারী বলেছেন: ধন্য হলাম, আপনি সময় ব্যয় কররে পড়েছেন বলে

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

বাহ!!! খুবই চমৎকার সব অনুকাব্য পড়লাম!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

স্বপ্ন ফেরারী বলেছেন: ধৈর্য নিয়ে পড়েছেন জেনে খুশী হলাম।
আর আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম। ভালবাসা জানবেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.