![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
যে টান থাকার কথা ছিল
ফিরে যাওয়া ফেরানোর…
যে শিকল থাকার কথা ছিল
মায়ায় বেধে রাখার…
যে প্রশ্ন থাকার কথা ছিল
পথ আগলে দাড়ানোর...
যে ভালোবাসা থাকার কথা ছিল
পাথর হৃদয় ছুঁয়ে যাওয়ার..
তার কিছুই হয়তো ছিল না।।
আছে শুধু সমুদ্র বিষাদ,
বধির পাহাড় নিরবতা,
অভিমানী হাজারও নির্ঘুম রাত,
আর ঈশ্বরের মতো একা!
শুধুই অনাহুত এই বেঁচে থাকা!!!
- স্বপ্ন
©somewhere in net ltd.