![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
ধরো মুঠো ভরে ক্ষমা দিয়ে দিলাম,
কি লাভ তাতে?
আমিতো জানি অলস অক্ষম সান্ত্বনার আরেক নাম ক্ষমা!!!
এই যে দু'হাত ভর্তি সান্ত্বনা জড়ো করছো,
জানো কি দিন শেষে এসব করুণা হয়ে যায়!
ক্ষমা সান্ত্বনা করুণা একই শব্দাবলী,
ভালবাসা থেকে যোজন দূরত্ব!
মেয়ে আমি ভালবেসেছিলাম....
- স্বপ্ন
April '15
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০০
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই, অনুপ্রাণিত হলাম।
আপনিও ভালো থাকবেন
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৬
করুণাধারা বলেছেন: ভাল, খুব ভাল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪
স্বপ্ন ফেরারী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৮
স্বপ্ন ফেরারী বলেছেন: ধন্য হলাম, ভালবাসা জানবেন
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯
আকবর হাসান বলেছেন: খুব ভালো হয়েছে, ভাই। ভালো থাকুন।