![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
আমি কাউকে বলিনি,
কার ঠোঁট চুষে শুধুই বিষ পেয়েছিলাম!
গোপন প্রিয়ার সে নাম,
আমিও ভুলতে চেয়েছিলাম।।
আমি কাউকে বলতে পারিনি,
কেন ঘুমখেকো জল্লাদ প্রতিরাতে
ব্যথাহত গল্প শোনায় স্মৃতির অজুহাতে?
আমি কাউকে বলি না,
কেউ জানে না যে আছে কাছাকাছি
আমি কি ভুলে আছি কিংবা ভালো আছি।।
আমিতো জানি,
লুকিয়ে কতটা অভিনয়
ঠোঁটে বিষ রেখে কি করে হাসতে হয়!!
- স্বপ্ন
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০
স্বপ্ন ফেরারী বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩২
দেবজ্যোতিকাজল বলেছেন: খুবভাল হয়েছে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ দাদা, অনুপ্রাণিত হলাম।
ভালো থাকবেন
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭
ধ্রুবক আলো বলেছেন: আমিতো জানি,
লুকিয়ে কতটা অভিনয়
ঠোঁটে বিষ রেখে কি করে হাসতে হয়!!
দারুন... অভিনন্দন
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ, ভালবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭
মো:সাব্বির হোসাইন বলেছেন: আমিতো জানি,
লুকিয়ে কতটা অভিনয়
ঠোঁটে বিষ রেখে কি করে হাসতে হয়!!
ভালো হয়েছে।