![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
গোলাপের হৃদপিণ্ড নিংড়ে রক্ত কণার শেষ বিন্দুটাও শুষে নিয়ে,
তোমার তৃষ্ণা মিটালে!
আর আমাকে শুনালে ভালোলাগার কথা-
''লাল নয় শাদা গোলাপই নাকি তোমার প্রিয়''
আমার স্বচ্ছ আকাশে কালিমা এঁকে,
তুমি বললে-
''বৃষ্টিতে ভিজবো বলেই আকাশকে মেঘ কালো বানালাম ''
বুক পাঁজরে আগুন জ্বেলে
হাড় পোড়ানো কয়লা নিয়ে ফিরে গেলে-
শীতের তিব্রতায় উষ্ণতা পাবে বলে।
চৈতী রাতের অতৃপ্ত যৌবনা চাঁদকে ফিরিয়ে দিলে,
এ বেলায় জোনাক দেখবে বলে।
চাঁদই কেবল জানে একটি চাঁদের মৃত্যু বিষাদ,
ভয়ার্ত আঁধার যন্ত্রনা!
অথচ তোমার দু'চোখে ছিল জোনাক মুগ্ধতা!
যোগ্য প্রেমিক করে গড়ে তোলার শর্তে,
রোজ তোমার ঘুম ভাঙা সকালে,
জানতে চেয়েছ আমার নির্ঘুম রাতের গল্প!
এতটাকাল নিজেকেই কেবল যোগ্য করেছি,
শুধু তোমাকেই ভালোবাসি বলে।
অতঃপর শুনালে প্রেমের মহান বাণী-
''তোমাকে ভুলে যেতে হবে, আমার যোগ্য নাকি তুমি নও ''
চিরকুটের শেষ কথা, ''ভালো থেকো''
বড্ড দ্বিধায় পরে গেলাম, কথাটা নিছক প্রার্থনা নাকি আবেদন!!!
ভালো কি আমায় থাকতেই হবে???
- স্বপ্ন
সুলগ্নার কন্ঠে কবিতাটির আবৃত্তি লিঙ্কঃ https://youtu.be/mW7rEPhKtzM
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ দাদা, ভালবাসা জানবেন
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
মো:সাব্বির হোসাইন বলেছেন: ভালো লেগেছে।
শুভকামনা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
স্বপ্ন ফেরারী বলেছেন: সাব্বির ভাই, আপনার ভালো লাগা আমাকেও মুগ্ধ করল। শুভকামনা রইল
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
ধ্রুবক আলো বলেছেন: চাঁদই কেবল জানে একটি চাঁদের মৃত্যু বিষাদ,
ভয়ার্ত আঁধার যন্ত্রনা!
অথচ তোমার দু'চোখে ছিল জোনাক মুগ্ধতা!
+++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই, ভালো থাকবেন
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮
অরুনি মায়া অনু বলেছেন: দু:সপ্ন!!!!
অবাক হলাম, সেই সাথে খুশিও হলাম। ব্লগে স্বাগতম
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
স্বপ্ন ফেরারী বলেছেন: হা হা হা, মায়া কাটাতে ফেসবুক ছাড়লাম। কিন্তু মায়া আমায় ছাড়ল না!
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
কানিজ রিনা বলেছেন: প্রার্থনাই বটে, অন্ধাকার বনে জোনাকিরাই শেষ
অবল্মবন, যে আলোয় কোন তাপ নাই শুধু মুগ্ধতা
আর মুক্তির আলোয় আলো খোজা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
স্বপ্ন ফেরারী বলেছেন: খুব সুন্দর আনার অনুভূতি প্রকাশ, ভালো লাগলো।
শুভকামনা রইল, ভালো থাকবেন
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
কানিজ ফাতেমা বলেছেন: বাহ ! দারুন হয়েছে । শুভ কামনা ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬
স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩
অরুনি মায়া অনু বলেছেন: মায়া আগে এসেছে এখানে, দু:স্বপ্ন পরে | কে যে কার পিছে পিছে এলো
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮
স্বপ্ন ফেরারী বলেছেন: আমি কি জানতাম এখানেও তুই!
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২০
অরুনি মায়া অনু বলেছেন: তোরে অনেক আগেই বলতে চেয়েছিলাম ব্লগে আসার কথা, কিন্তু বলা হয়নি | এসে ভালই করেছিস | তুই ভাল লিখিস জানি আমি | মায়ারে যত তাড়াবি মায়ার মায়ায় তত জড়াবি | বেশি বেশি লেখ | ভাল লাগবে দেখিস |
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১
স্বপ্ন ফেরারী বলেছেন: এখানে সবচেয়ে বেশি যেটা ভালো লাগা কাজ করছে, সেটা হল ইনবক্স এর উটকো ঝামেলা নেই!
আমি শান্তি পেয়েছি।
তাছাড়া তোকে পেয়েও বেশ ভালো লাগছে আমার
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ভালহয়েছে