![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
মাঝে মাঝেই ইচ্ছে হয় যদি পারতাম,
সব ছেড়ে দিয়ে সাইবেরিয়ার পাখিদের দলে ভিড়ে যেতে।
হাজার মাইল পথ উড়ে দূরে বহু দূরে জিড়িয়ে নিতাম।
অন্যের রুঢ় কথায় কষ্ট নয়,
বরং নিজের সত্তার কাছে নিজস্বত্তার কাছে
খুব অন্যায় করছি প্রতিনিয়ত।
কেন ভুলগুলা উপলব্ধি করতে পারিনা!
শুধু ভুল হয়ে যায়,
কেন নষ্ট হয়ে যাই?
আমি ভাবতে পারিনা আর…
শান্তি একফোঁটা প্রশান্তির আশায় নিজেকেই খুন করি প্রতিদিন।
কাছের মানুষেরা হয়তো বুঝতে পারে,
তাই তারাও এড়িয়ে যায় স্পষ্ট ইঙ্গিত রেখে।
আমি কি ক্লান্ত এই বিরামহীন নিজেকে শেষ করায়?
আমি থেমে যেতে চাই…
আমি জীবন চাই তোমাদের মতো…
বেঁচে থাকা নয় বাঁচাতে চাই ''আমি'' কে.…
- স্বপ্ন
Nov'14
©somewhere in net ltd.