![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
বড্ড জটিল অতীত; আহত হলেও ফিরব না!
টুকরো টুকরো স্মৃতি আর নিংড়াবো না।
ক্লান্ত যখন এতোটা পথ ছুটে
এসব দেখে পরিচিত সেই বাদামওয়ালাও মজা নিল ঠিক লুটে!
আর যে ছিল বোকা মেয়ে, রিকশা উল্টে পা ভেঙে যায়
আমার তাতে কি আসে যায়!
আমার আছে মায়া ছেড়া জাল
ফাঁক গলিয়ে পালাবোই চিরকাল
বিষাক্ত বিরহ স্লোগানে
পিছুটান অভিযোগ পুড়ে যাক আগুনে
কষ্টে পেয়েই নষ্ট হলাম ভাবলে তুমি যখন
যা ভেবেছ তাই ভেবে নাও নষ্ট আমি এখন!
তুমি না হয় ভালই থেক ভালোর সাথে মিশে
আলোর থুথু আঁধার আমার বুকের বাম পাশে।।
- স্বপ্ন
April /২০১৫
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
স্বপ্ন ফেরারী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
ছদ্দবেশি লৌকিক বলেছেন: সুন্দর প্রকাশ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
স্বপ্ন ফেরারী বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
সুমন কর বলেছেন: ভালো লাগল।