![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
একটি জীবনের ব্যবধান মাত্র
ওপারে ঈশ্বর আমার সমর্থনে,
আমার চাওয়াকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিবে
মদ বাইজিতে মূখর রংমহল!
এটাই কি আমার চাওয়া ছিল?
এখানে আমি অতলে বিলীন
ব্যর্থ বীর্যের ফেনীল জলে হারায় অস্তিত্ব!
নিজেকে নিঃশেষ করার কোন সীমা পরিসীমা নেই,
হৃদপিন্ড এফোঁড় ওফোঁড় করে বিরহ সূঁচ!
নকশী কাঁথার মত সেলাই ক্ষত শিল্প বুকের ভিতর!
মনে নেই কিছু তবু স্মৃতিদেহী শয়তান বলে চলে
অতীত ভুলের ব্যর্থ ইতিহাস!
তাইতো প্রেম ভাবলেই এখনও বাম পাশটা চিন চিন করে,
ছুরি হয়ে উঠে তাবৎ অতীত।
ধাঁরালো ছুরির উপর দাড়িয়ে
মাথার উপরের থমথমে আকাশ দেখি,
অপেক্ষা করি একটা শুভ্র শরৎ এর...
- স্বপ্ন
শান্তনু সাহার কন্ঠে লেখাটার আবৃত্তি নিচের ভিডিও লিঙ্ক
https://www.youtube.com/watch?v=ss0ugNKzgN4
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম