![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
যৌবন! এখন আমার শ্রেষ্ঠ সময়,
সমস্ত অস্থি মজ্জায় প্রেমের নেশায় উন্মাতাল আমি।
ষোড়শী তরুনীর নেশাক্ত প্রণয়ে প্রেমের তৃষ্ণা নিবারনে ব্যাস্ত আমি।
উদ্দ্যেম যৌবনে প্রেমিক পুরুষ আমি! আমি শুধু আমাকেই ভালবাসি।
ভালবাসার ভাগা-ভাগিতে প্রিয়তম স্বহধর্মীকে ছাড়িয়ে গেছে আমার সন্তান।
আমার রক্ত আমার সন্তানের ধমনীতে বহমান,
আমার স্ত্রীর ধমনীতে নয়।
আমার রক্তকে আমি ভালবাসি!
আমি শুধু আমাকেই ভালবাসি।
অস্তিত্বে মিশে আছে ইসলাম,
পৃথিবীর আদি সনাতন সব ধর্মের যুক্তি মানতে নারাজ।
আমি মুসলমান!
আমি শুধু আমাকেই ভালবাসি।
সুসভ্য বৃটিশ অথবা কৃষাঙ্গ-
ভ্রু কুচকে নাক ছিটকাই,
শুধু বাঙালীর সাথেই বুক মিলাই।
বাঙালী আমি!
আমি শুধু আমাকেই ভালবাসি।
পুরুষ শাসিত সমাজ, পুরুষের আধিপত্ব্যকেই আমি চাই।
নারীর বিজয় আমি মানিনা।
পুরুষ আমি!
আমি শুধু আমাকেই ভালবাসি।
যার ভ্রুণ থেকে আমার জন্ম, তাকেও রেখে আসি বৃদ্ধাশ্রমে নির্দ্বিধায়!
আমার সন্তান-স্ত্রীর তথাকথিত সুখের আশায়।
স্বার্থ আমাকে গ্রাস করেছে!
স্বার্থপর আমি!
আমি শুধু আমাকেই ভালবাসি।
সহস্র সংগ্রাম-সংঘাতে, চাওয়া পাওয়ার-
চুলছেড়া হিসাবের টানাপোড়নে
জীবনকে ভোগ করে চলেছি প্রতিনিয়ত।
জীবন নিংড়ে খুজে বেড়াই
বেঁচে থাকার মানে।
জীবন ও জগতের আজন্ম লালিত তৃষ্ণায়,
মৃত্যু আমার কাম্য নয়।
জীবিত আমি!
আমি শুধু আমাকেই ভালবাসি।
(সংক্ষিপ্ত/অসমাপ্ত)
-স্বপ্ন
২৭০৯১৩
[ #পুনশ্চঃ মানুষ আলটিমেটলি নিজেকেই ভালবাসে,
লেখাটা অসমাপ্ত আকারে লিখেছিলাম টাইপ করার আলসেমীতে।
মূল লেখাটা পরবর্তীতে আর খুঁজে পাইনি।
তাই লেখাটা অসম্পূর্ণ এভাবেই রয়ে গেছে :-( ]
©somewhere in net ltd.