![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
বয়ে যাওয়া সময়ে অনুভূতি যেখানে পাথর
জীবনের মানে এখানেও প্রশ্নের না পাওয়া উত্তরঃ
১।
কি করে শুকায় চোখের সবটা জল?
কেন বুকে পোষা এতো অনল?
কেন জেতার খেলায় ইচ্ছে করেই হারি?
কেন কথা চেপে বুকে চুপচাপ কথার সাথে আড়ি?
কেন কবিতা গান সব লাগে নিষ্প্রান?
কেন এতো বিরহ অভিমান?
কেন গহীনে এতো তোলপাড়?
কেন শুন্যতায় এতো হাহাকার?
কেন অকারণ এতো সংশয়?
কেন কিসের এতোটা ভয় আহত হৃদয়?
কেন বোবা প্রশ্নেরা প্রতিধ্বনি হয়ে ফিরে আসে?
কেন বেবুঝ মন এখনও তোমাকেই শুধু ভালোবাসে?
২।
কতটা সুখে থাকলে মানুষ তার সুখ নিংড়ে দুঃখ খুজে বেড়ায়?
একটি ঝড়ের সাথে ‘ক’ ফোঁটা বৃষ্টি থাকে?
আশাহীন জীবনের অব্যাক্ত হাহাকারের সাথে কতগুলো দীর্ঘশ্বাস থাকে?
‘ক’ফোঁটা চোখের জলের সমান এক ফোঁটা রক্ত?
অথবা ‘ক’ফোঁটা রক্ত সমান এক ফোঁটা চোখের জল?
কতটুকু অভিমানে মৌন হয় হৃদয়?
কতটুকু হারালে নিঃস্ব হয় মানুষ?
কতটুকু ব্যাথায় পাথর হয় মন?
কতটুকু অপূর্ণতায় ধূসর হয় স্বপ্ন?
কতটুকু পাপে হৃদপিণ্ডে দূষিত রক্ত জমে?
কতটুকু একা হলে মানুষ তার অতীত,
অনাগত ভবিষ্যৎ ভুলে নিজেকে একা ভাবে?
কতটুকু ঘৃণা জমলে মনে ভালবাসার নীল বিষ,
ছোবলে ছোবলে ব্যাথাতুর করে সমস্ত দেহ?
কতরাত নির্ঘুমে ঘুমহীন হাজার রাতের এলোমেলো
উত্তরহীন প্রশ্ন উলট-পালট করে দেয় সব ?
- স্বপ্ন
©somewhere in net ltd.