![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
আধ ফোঁটা এক গোলাপ ছিল
নাটুকে সব সংলাপ ছিল
মিষ্টি প্রেমের প্রলাপ ছিল…
গোলাপী ঠোঁটে খুব ছোট তিল ছিল
তোমাতে আমাতে বেশ মিল ছিল…
ঘরে ফেরার টান ছিল
তার এলো চুলের ঘ্রান ছিল
বেঁচে থাকার গান ছিল
বুকের মাঝে প্রান ছিল…
হঠাৎ-ই দুঃসময় ছিল
পাশাপাশি চলা সংশয় ছিল
ফের একা হবার ভয় ছিল…
ঘর ভাঙা এক ঝড় ছিল
ভালোবাসাটাও পর ছিল!!!
- স্বপ্ন
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪
স্বপ্ন ফেরারী বলেছেন: হুম বিরহও । ধন্যবাদ ,
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
ধ্রুবক আলো বলেছেন: কবিতাটাও খুব সুন্দর ছিলো,,, অভিনন্দন
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০০
স্বপ্ন ফেরারী বলেছেন: অনুপ্রাণিত হলাম, অশেষ ধন্যবাদ
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪১
আহা রুবন বলেছেন: বেশ লাগল। শুভেচ্ছা রইল।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০০
স্বপ্ন ফেরারী বলেছেন: অনুপ্রাণিত হলাম, অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর প্রেমের কাব্য। প্রেমে বিরহ ছিল....