নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিশাপ! তাই কবিতা লিখি। কলঙ্ক! তবু ভালবেসে গায়ে মাখি।- স্বপ্ন

স্বপ্ন ফেরারী

অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!

স্বপ্ন ফেরারী › বিস্তারিত পোস্টঃ

বিসর্জন

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২০

একটা একটা ব্যথার পেরেক বুকে ঠুকে,
এই খেয়ালি জীবনের তপ্ত ঠোঁটে চুমো রেখে
আমার ন্যূনতম আফসোস নেই!
কেননা আমি জেনে গেছি জীবনের মুগ্ধতা,
বিসর্জনেই প্রকৃত ভালো থাকা।।

ভালবাসা উপেক্ষার সমানুপাতিক আবেগী সূত্র জেনে
জটিলতার সহজ সমাধানে এসেছি,
তোমাকে উপেক্ষা করার ধৃষ্টতা আমার নেই।
এই যে হাত বাড়িয়ে মুঠো খুলে দিলাম
আঙুল আঙুল রেখে গভীর স্পর্শে ছুঁয়ে দেখো
এরপর ব্যক্তিগত মনে স্বাক্ষর রাখো
"কোন উত্তাপ নেই"

ওগো ভালবাসার মেয়ে
বিসর্জনের হার মেনে নিয়ে
নিরাপদ আশ্রয়ের আবরণে
সুনিশ্চিত সান্ত্বনার বালিশে মাথা রেখে
তুমিও খুঁজে নাও জীবনের মুগ্ধতা
তুমিও শিখে নাও "ভালো থাকা"

- স্বপ্ন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: বিসর্জনেই প্রকৃত ভালো থাকা।............... কিন্তু তা খুব কঠিন।
আমার মনে হয় তা শুধু কবিরাই পারে।

সুন্দর কবিতা।
++++

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

স্বপ্ন ফেরারী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৬

ঋতো আহমেদ বলেছেন: হুম, সুন্দর কবিতা। ভালো লেগেছে।

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

স্বপ্ন ফেরারী বলেছেন: অশেষ ধন্যবাদ দাদা, ভালো থাকবেন

৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩০

অনুকথা বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

স্বপ্ন ফেরারী বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.