নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিশাপ! তাই কবিতা লিখি। কলঙ্ক! তবু ভালবেসে গায়ে মাখি।- স্বপ্ন

স্বপ্ন ফেরারী

অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!

স্বপ্ন ফেরারী › বিস্তারিত পোস্টঃ

এভাবে আর কতদিন?

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

এতোটা অপচয়
জন্মের কাছে জীবনের এতো ক্ষয়,
তাবৎ হিসেব কষে শেষে শুধুই পরাজয়।।

কত কত দিন
স্মৃতির কাছেই জমে থাকে ঋণ,
আরও কিছুদিন
নিরস কাব্যহীন,
এভাবে আর কতদিন?

অনুশোচনাহীন বিশ্বাসী ভুল
আচমকা ঝড়ে ঝরে যায় ফুল,
আজকাল লিখছিনা কিছু কবিতায়।

দাউদাউ দাবানল গহীন গভীরে
পুড়ে যাওয়া ছাই কি আর পুড়ে?
তবু ব্যর্থ দহন অবিরাম বুকের চিতায়।।

একঝাক প্রশ্নেরাও নিরুপায়
যখন উত্তরহীন রাত ফিরে যায়।
কতরাত আর কতদিন
প্রশ্নবোধক শব্দ রয়ে যাবে কাব্যহীন??

জমাটবদ্ধ যত কথা,
তবু শূন্য থাক কবিতার খাতা।
অতৃপ্ত জীবনের আকুল ব্যাকুলতা
চাই আরও কিছুটা মুগ্ধতা।।

- স্বপ্ন

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম । অনেক চমৎকার লাগলো কবি।

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

স্বপ্ন ফেরারী বলেছেন: ধন্য হলাম দাদা, ভালবাসা জানবেন

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৮

স্বপ্ন ফেরারী বলেছেন: ধন্যবাদ , শুভেচ্ছা জানবেন

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: স্বপ্ন ফেরারী ,




সুন্দর লিখেছেন ---
এভাবে আর কতদিন?

অনুশোচনাহীন বিশ্বাসী ভুলগুলো নিয়ে সত্যিই আর কতদিন ....................

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৯

স্বপ্ন ফেরারী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালবাসা জানবেন

৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন:
সত্যিই তো এভাবে আর কতদিন?

সুন্দর হয়েছে কবিতা।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৭

স্বপ্ন ফেরারী বলেছেন: ধন্যবাদ , শুভেচ্ছা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.