![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
বুকের গহীন বিরানপাথার ভীষণরকম ফাঁকা!
দুঃসহ দুঃখ অনাথ মানায়, সুখগুলি কেন একা?
ছুঁয়ে থাকার গল্পটাও আজ স্মৃতি নামক কবর
বদলে যাওয়ার জীবন মেনেই বেঁচে থাকার খবর।
ভুলের পাশেই ফুল রয়ে যায় ভুলবো কেমন করে?
তবু "ভুলে গেছি" সহজ মিথ্যে বলছি চিৎকারে!
- স্বপ্ন
July'15
©somewhere in net ltd.