![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
ভেতরে নিরবতার তুফান বইছে,
মৃত্যুর মতো হিমশীতল ঘুম নিয়ে
তবু কেন জেগে আছি?
শিথানে নিঃসঙ্গ কষ্টবোধ নেই
নেই দীর্ঘতম দীর্ঘশ্বাস,
স্বার্থপর কেবলই "তুমিহীন" ভাবনা।।
রাত্রির অন্ধকূপ এ ব্যর্থতা সপে
বেঁচে থাকাটাই জরুরী এখানে।।
তোমার উচ্ছাসে ভরা দিন শেষে,
নিতান্ত অবসরে সুখী বারান্দায় বসে
যদি জানতে চাও "কেমন আছি?"
বিনম্র বিশুদ্ধ উত্তর আমার-
"আজকাল বেঁচে থাকি''
- স্বপ্ন
©somewhere in net ltd.