![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
আমার ভেতরে কোথাও এক চিলতে নির্মল অবসর,
ধাপ্পাবাজ সময়ের বিরস ব্যস্ততা সেখানে যেতে দিচ্ছে না।
তুমি এসো,
তুমি এসো সময়কে উপেক্ষা করে কোন এক মুহুর্তের চুম্বন নিয়ে।
আমি ধ্যানস্থ পূজারী প্রার্থনায় নিবেদন করব প্রেম,
আজন্ম অবসরের বনসাই হয়ে বেড়ে উঠবো তোমার ভেতর,
আমার শেকড় গজাবে তোমার ভেতর।।
আমার ভেতরের অবসর আমি খুঁজে পাচ্ছিনা,
তবু তুমি এসে দেখো ওখানেই কোথাও আছে অবসর।।
- স্বপ্ন
৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৫
স্বপ্ন ফেরারী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , অনুপ্রেরণা পেলাম
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯
ইরিবাসের রাত বলেছেন: ভাল লাগল।আরো লিখুন।