নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Whatever you do in life, make sure it makes you happy

স্বপ্নময়

এখনো আমার মধ্যে বেঁচে আছে কিছু রং কিছু ঝরণা-নদী-বনাণী প্রান্তর। এখনো ছোট্ট শিশুর মত কিছু জিজ্ঞাসা আছে। আছে কিছু কৌতুহল কিছু বেহিসাবী ব্যবহার জর্জরিত সমস্যা, তমসায় ভরা অমাবস্যা...

স্বপ্নময় › বিস্তারিত পোস্টঃ

আমি তোমার হাতের ছোঁয়া চাই...

১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৩

আজকাল অর্থহীন বিষয় আসয় নিয়ে লিখতে ইচ্ছেয় কূলোয় না। মনে হয় যেন অভিনয় করছি, নিজেকে ঠকিয়ে যাচ্ছি, কিংবা নিজেকে প্রতিপক্ষ সাজিয়ে খালি মাঠে গোল করে যাচ্ছি সমানে। আমার এই বাজারী চিন্তাবোধ, আত্ম সমালোচনা, অথবা ভেসে যাওয়া বানবাসীদের মত ভাসমান অবোধ সেকেলের স্বপ্ন... যাই ধরা হোক না কেন আমাকে আজ তেমন কিছু লিখতে প্ররোচিত করছে যা আমি এতোকাল লেখার প্রয়োজন মনে করি নাই। আজ থেকে ছয় মাস পর, কিংবা ১ বছর অথবা ৫ বছর্ পর আমি নিশ্চিত এই পোষ্টের পূর্বের পোষ্টগুলো পড়ে লজ্জায় লাল হবো... এমন সস্তা দরের ভালোবাসায় ভাসমান থেকেছি কিংবা ভালোবাসা নামক একটি মহান সস্তা পণ্যের বিজ্ঞাপন আমি হাভাতির মত সময়ের বুকে সাঁটিয়ে যাচ্ছি... গাধা আমি! কত্ত ভেবেছি শব্দের ফাঁদ পেতে মানুষকে কিংবা ঐ জাতীয় কাউকে ইমোশনাল ব্ল্যাক মেইল না করি। কিন্তু ঘুরেফিরে সেই একই জিনিস... আমি চরমতর হতাশ। কিছু লেখক আছেন কিংবা এদের মানুষ নামেও সম্বোধন করা যায়, তারা শব্দে শব্দে কাঁদেন, হাসেন, পরিচিত হন, তারপর, উপন্যাসের প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে রোমাঞ্চ রাখেন, টান টান উত্তেজনা রাখেন, চোখের ইশারায় প্রেমিককে ঘায়েল করেন, তারপর শেষ অনুচ্ছেদে বিচ্ছেদ ঢেলে 'সেরা লেখক' সাজেন। এধরনের ক্রিয়েটিভ চিন্তা-ধারাই যদি একজন লেখকের প্রতিদিনকার স্বপ্ন হয় তবে... ঈশ্বর আই লাভ ইউ, আমাকে আঁতেল বানাওনি।



-- লেখাটা কবে লিখেছিলাম মনে পড়ছে না। ২০০৭ এর দিকে হবে। ড্রাপ্টে মরে পঁচে গন্ধ হয়ে গেছে। বের করে দিলাম। কেনো লিখেছিলাম সেটা অনেক ভেবেও মনে করতে পারছিনা। /:)

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৭

তাজা কলম বলেছেন: স্বগত: কথামালা হলেও ভাল লাগলো। ধন্যবাদ পোষ্ট করার জন্য। +++++

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৭

অনাহূত বলেছেন: ভালো লাগলো ভাইয়া

৩| ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:১২

প্রতীক্ষা বলেছেন: 'কিন্তু ঘুরেফিরে সেই একই জিনিস... আমি চরমতর হতাশ। কিছু লেখক আছেন কিংবা এদের মানুষ নামেও সম্বোধন করা যায়, তারা শব্দে শব্দে কাঁদেন, হাসেন, পরিচিত হন, তারপর, উপন্যাসের প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে রোমাঞ্চ রাখেন, টান টান উত্তেজনা রাখেন, চোখের ইশারায় প্রেমিককে ঘায়েল করেন, তারপর শেষ অনুচ্ছেদে বিচ্ছেদ ঢেলে 'সেরা লেখক' সাজেন।'

কি অসাধারণ সব লেখা!!! আমারও এমন অনেক মনে হইছে!

+++
প্রিয়তে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.