নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে চেনা এবং জানার প্রবল ইচ্ছা।

শুপ্ত

বই পড়া,সামাজিক যোগাযোগ রক্ষা করা,লেখা-লেখি,ভ্রমন,খেলা-ধুলা।

শুপ্ত › বিস্তারিত পোস্টঃ

আমরা সবাই কি দ্বৈত সত্ত্বা????

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

আমরা রক্তেগড়া মানুষ গন কি একই চরিত্র বহন করে থাকি? ভিতরে ভিতরে আমারা সবাই পশু। প্রত্যেকটা মানুষ তার চলার পথে একটা পশুকে বহন করে বেড়াচ্ছে। কি আমি, কি আপনি প্রত্যেকেই। কি সাংঘাতিক ব্যাপার তাই না? জগত সংসারে আমরাই সম্ভবত একমাত্র প্রাণী যারা দ্বৈত সত্ত্বা নিয়ে বেঁচে আছি। পশু এবং মানুষ এই দুটি সত্ত্বায় ঝুলন্ত অদ্ভুত প্রাণী আমরা। ভাবতেই শরীরের সমস্ত পশম দাড়িয়ে যায় গা শিউরে উঠে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

বিজন রয় বলেছেন: হ্যাঁ আমরা সবাই কি দ্বৈত সত্ত্বা।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

শুপ্ত বলেছেন: হ্যাঁ আমরা সবাই দ্বৈত সত্ত্বা। আপনার কি সন্দেহ আছে নাকি???

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

বরফের গরম বলেছেন: সেই পশুটার নাম হচ্ছে ইবলিস। যাকে আমরা শয়তান বলে জানি। আপনে যখন ছোটবেলায় স্কুলে পড়েন, পড়তে বসেছেন। শয়তান আপনাকে গুতাবে না যে আপনি আপনার মায়ের অজান্তে বেশী ভাত খেয়ে ফেলুন। আপনার বাবার সিগারেটের প্যাকেটটা ফেলে দিন। এই সামান্য ব্যাপারে নিয়ে শয়তানের মাথা ব্যাথা নেই। সে আপনাকে গুতাবে - অমুক বাড়ির অমুক ছেলেকে মেরে ফেল। ছেলেটা খুব খারাপ।

তারপর আপনি যখন বড় হবেন, যদি কোম্পানীর মালিক হন, কর্মচারীর বেতন বাড়িয়ে দিন, অথবা কমিয়ে দিন - এটা আপনাকে বুদ্ধি দিবে না শয়তান। সে বলবে - অমুক কর্মচারীটা আমার কোম্পানীর চরম ক্ষতি করতেছে। ওকে শুধু চাকরী থেকে বের করলে চলবে না। তাকে গুম খুন করে ফেলতে হবে।

আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছেন। প্লেন বানাই, রকেট বানাই। পাশাপাশি শয়তানও লাগিয়ে দিয়েছে পরীক্ষা করার জন্য। যখন আমাদের বুদ্ধি বিবেক কমে যায় তখন আমরা শয়তানের খপ্পরে পড়ি শয়তানের কথা মানি কথামত জ্ঞান খাটাই। আর তখনই আমরা হয়ে যাই মানুষের স্থলে পশুতে পরিণত।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

শুপ্ত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য প্রকাশ করার জন্য।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:


আমাদের অনেক স্বত্বার বাস। একেক সময় একেক স্বত্ব তার রূপ প্রকাশ করে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

শুপ্ত বলেছেন: বিস্তারিত লিখলে আরো ভাল। হতো???

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: এজন্যেই তো মানব জাতি এতোটা ইন্টারেস্টিং!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২

শুপ্ত বলেছেন: তার পর ও ভাই এই জাতিটাকে ই সবাই ভয় করে।সেই একটাই কারন আমাদের চিন্তা ও ধ্যান ধারনা কিছুটা ভাল থাকলে ও বেশির ভাগই খারাপ থাকে।মুখে বলি এক আর কাজের সময় আরেক।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: আমাদের মুখোশের তো অভাব নেই!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১

শুপ্ত বলেছেন: আপনার কথা বাস্তবের সাথে শতভাগ মিল আছে সে জন্য অনেক ধন্যবাদ।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি বা আমি ও আমরা সবাই শ্রেষ্ঠ সৃষ্ট তাত কোন সন্দেহ নেই। আমরা একি সত্ত্বার মানুষ কিন্তু পশু সত্ত্বাকে দারণ করি মাত্র।
ইচ্ছা শক্তির স্বাধীনতার কারণে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

শুপ্ত বলেছেন: এখানে কি শুধু ইচ্ছা শক্তিই এর জন্য দায়ী????

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


কর্মই সব কিছুর যোগফল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

শুপ্ত বলেছেন: কর্মই জীবন,কর্মই ধর্ম তাই নয় কি???

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০

নেক্সাস বলেছেন: মুখ ও মুখোশের জীবন আমাদের। ব্লগে এটার প্রচলন একটু বেশি। দ্বৈত স্বত্তা কে ছাপিয়ে অনেকের বহুস্বত্তা

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১

শুপ্ত বলেছেন: সত্যিই আজ আমাদের মাজে বহু সত্ত্বার বাস দিন দিন প্রচুর পরিমানে বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার সুচারু মতামত প্রদান করার জন্য।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

উদাসী স্বপ্ন বলেছেন: মাথার উপ্রে দিয়া গেলো

০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪

শুপ্ত বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.