![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়া,সামাজিক যোগাযোগ রক্ষা করা,লেখা-লেখি,ভ্রমন,খেলা-ধুলা।
পৃথীবীর মানুষগুলো কেমন যেন অনেকটা স্বার্থপর ও কঠিন হয়ে গেছে। স্বার্থ ছাড়া কিছুই বুজে না। এই দুনিয়াতে কেউ কারোর জন্য নয়। আজ বুঝলাম জীবনটা অনেক কঠিন হয়ে গেছে, যেমনটা হয়ে গেছে পৃথীবিটা। যদি নিজের কলিজাটা ও রান্না করে খেতে দেওয়া হয় তার পর ও বলবে যে লবন কম হয়েছে। বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে দিন দিন। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, তবে দুঃস্বপ্ন নয়। স্বপ্ন নিয়েই মানুষ বাচতে শিখে। তবে এই স্বপ্ন যে কিছু কিছু সময় কাল হয়ে যায় তা বুজতে পারে অনেক পরে। তার পর ও মানুষ যে সামাজিক জীব। তাদের কে সমাজ সংসার নিয়ে বাচতে হয়। কেননা একা কোন মানুষ বাচতে পারে না। এই সামাজিকতা রক্ষা করতে গিয়েই সহ্য করতে হয় নানা রকম যন্ত্রনা । ত্যাগ তীতিক্ষা ও করতে হয়। কেননা দেখতে অবিকল মানুষের মতো হয়ে ও তারা যে মানুষ রুপী অমানুষ। তাদের দ্বারা যে কোন সৎ কার্য সম্পাদন করা যায় না। যতো কুমন্ত্রনা আছে তাদের কাছ থেকে পাওয়া যায়। আজ কাল যেন বীবেক নামে যে কোন বস্তু আছে তা তারা বুজতে চায় না বা পারে না।
২| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩২
চাঁদগাজী বলেছেন:
মানুষ ক্যাপিটেলিজমের শিকারে পরিণত হয়ে অসম প্রতিযোগিতয়া নেমেছে; এতে শুধু নিজের জন্য চেস্টা করে ক্লান্ত হয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৪১
বর্ণিল হিমু বলেছেন: আপনিও স্বার্থপর, নিঃস্বার্থ হইলে এতক্ষণ পৃথিবীতে টিকে থাকতে পারতেন না.....!