![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
যাদের শ্রমে অট্টালিকা দেয় আকাশ পানে উঁকি,
উপেক্ষা করে বীর দর্পে জীবনের শত ঝুঁকি,
রক্ত বেরোয় শরীর হতে হয়ে ঘামের বিন্দু,
জীবন তবু তাদের কেন যেন বিষাদ সিন্ধু?
তপ্ত রোদের জ্বলেও যারা করে জমি চাষ,
গৃহস্থ বাড়ির আঙ্গিনায় ফসল বারো মাস।
আহার যোগায় তারা সব মানুষের জন্য,
চাষীর ঘরে থাকে না কেন সারাবছর অন্ন?
গ্রীষ্ম শীতে পোশাক সাজসজ্জারও অঙ্গ,
হরেক রকম পোশাকে বিশ্ববাসী করে রঙ্গ।
বঞ্চিত কেন থাকে তবু পোশাক শ্রমিক শ্রেণী,
এসব প্রশ্নের উত্তর কি পাবো না কোনদিনই?
উন্মুক্ত কর আজ সবাই মানবতায় বক্ষ,
ভালবাসার বন্ধনে থাক মালিক-শ্রমিক পক্ষ।
বঞ্চিত না হোক কেউ; কেউ না হোক লাঞ্ছিত,
পরস্পরের নির্ভরশীলতা ভালবাসায় হোক সঞ্চিত।
০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৮
শরীফ বিন ঈসমাইল বলেছেন: আমিও ভাই সেটাই ভাবছি ....!!!
কিভাবে সম্ভব.......???
তবে ভাই ফেসবুক আর গুগল প্লাসে লিংক শেয়ার করছিলাম হয়ত সেখান থেকে হবে।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ সকাল ১০:৪৫
আমি মিন্টু বলেছেন: ভাই আপনার পোস্টটি এত তারাতারি এতবার পঠিত হল কিভাবে বড় চিন্তায় পড়ে গেলাম