![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ই সাধারণ একজন মানুষ। ফেসবুকেঃ https://facebook.com/MahbubHasanM/
যেদিকে তাকাই-শুধু পরিবর্তনের হাওয়া। আমি শুভ পরিবর্তন গুলোর কথা বলছি।
আমাদের ছোট্ট এ দেশটির অনেক কিছুই বদলেছে, আবার প্রয়োজনীয় অনেক কিছুই অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে।
ইন্টারনেট ইউসেজ এর মুল্য ৫/৬ বছর আগে যা ছিল এখন ও তাই আছে।
আগে পার কিলো বাইট দুই পয়সা ছিল, এখনো তাই।
এক জিবি ৩৫০টাকা ছিল, এখনো তাই। ভাবা যায়!
কিছু কিছু প্যাকেজের মুল্য কমেছে কিন্তু তা আশানুরুপ নয়।
অতীতের কথা বাদ দিলাম।
তখন ব্যান্ডউইথের মুল্য অনেক বেশি ছিল। কিন্তু এখন তো আগের অবস্থা নেই। সরকার দফায়-দফায় ব্যান্ডউইথের মুল্য কমিয়ে ৮০০০টাকাতে এনেছে। তারপরেও আমরা ভোক্তারা এর সুফল ভোগ করতে পারছিনা।
এটা গেল সার্ভিস প্রোভাইডারদের ভোক্তাদের বাশ দেবার কথা।
এবার আসুন দেখি সরকারের নীতি নির্ধারক মহল কি করছে।
২০১২ সালের হিসাব মতে, বাংলাদেশের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ১৬৪ (আরেক সূত্রমতে ২০০) জিবিপিএস/সেকেন্ড।
এর মধ্যে মাত্র ২৬গিগাবাইট ব্যান্ডউইথ আমরা সবাই মিলে ব্যবহার করি।
তবে আসল কথা হল, আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি বর্তমানে কত আছে এবং কত ব্যান্ডউইথ পড়ে আছে, কেউই এ ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছেনা।
প্রশ্ন জাগেনা- বাকি ব্যান্ডউইথ তাহলে গেল কোথায়? সরকারের নীতি নির্ধারকদের কথা অনুযায়ী এই ২৬গিগাবাইট ব্যান্ডউইথ বাদে বাকি ব্যান্ডউইথ রিজার্ভ রাখা হয়!
ব্যান্ডউইথ সোনা নাকি জমি যে রিজার্ভ অবস্থায় ফেলে রেখে দিলে এর মুল্য বা চাহিদা বাড়বে অথবা ইন্টারনেট ইউজারদের কোন উপকারে আসবে!
মুল্য যতই কমানো হোক, প্রায় ৮০% ব্যান্ডউইথ ফেলে রাখলে সেটা দেশের কোন উপকারে আসবে?
প্রয়োজন হলে ব্যান্ডউইথের দাম আরো কমিয়ে সম্পুর্ন ব্যান্ডউইথ সকল সার্ভিস প্রোভাইডারদের মধ্যে বন্টন করে দেওয়া হোক।
কারন কয়েক শ কোটি টাকার ব্যান্ডউইথ ফেলে রেখে তো কোন উপকারে আসছেনা!
ভাবছেন কি গর্দভ সরকারের নীতি নির্ধারক মহলের লোকগুলো! ভুলেও তা ভাবতে যাবেন না।
ওরা আপনার আমার চাইতে অনেক অনেক বুদ্ধিমান এবং নিজের আখের গোছাতে সচেষ্ট।
বিভিন্ন সূত্রমতে, কিছু প্রভাবশালী মহল সরকারের উঁচু পর্যায়ের কিছু অফিসিয়ালের সাথে যোগসাজশ করে অব্যবহৃত ব্যান্ডউইথ দিয়ে অবৈধ ভিওআইপি বিজনেস চালাচ্ছে।
যে কারনে আমরা টাকা দিয়ে কলা কিনছি ঠিকই কিন্তু কপালে কলার খোসা ছাড়া আর কিছুই জুটছেনা।
অথচ আমাদের যে ব্যান্ডউইথ রিজার্ভ আছে বলা হচ্ছে সেই ব্যান্ডউইথ গুলো সঠিকভাবে এ্যালোকেট করলে এবং যে টাকা আমরা ইন্টারনেট ইউজের জন্য ব্যয় করি, তাতে আমাদের কমপক্ষে ৭থেকে ৮গুণ বেশি স্পীড পাবার কথা।
তথ্যগুলো আপনারা আমার থেকে অনেক ভাল জানেন, ব্লগে বা ফেসবুকেও কম লেখালেখি হল না।
কথা সেটা নয়। কথা হল আর কতকাল এভাবে চুপ থাকব আমরা? আর কতকাল নিজেদের পশ্চাৎদেশ সার্ভিস প্রোভাইডার আর সরকারের নীতি নির্ধারকদের দিকে মেলে বসে থাকব?? পশ্চাৎদেশে আর কত বাশমারা খেলে আপনাদের ঘুম ভাঙ্গবে???
ব্লগে/ফেবুতে তো অনেক লাফালাফি হল, মাঠে নামার সময় কি এখনো হয়নি?
কেবল ফেসবুক আর ব্লগে প্রতিবাদ করেই আমাদের দ্বায়িত্ব শেষ মনে না করি।
যদি সৎ উপার্জনের টাকায় ইন্টারনেট ইউজ করে থাকেন, তাহলে আসুন এবার পথে নামি।
ব্লগে অনেক বড় বড় ব্লগার আছেন, যাদের একটি ডাকে হাজার হাজার মানুষ আসবে।
তাদের কেউ একজন কি এই বিষয়ে স্ট্যান্ড নিতে পারেন না?
কাউকে না কাউকে দ্বায়িত্ব নিতে হবেই। কেউ একজন স্ট্যান্ড না নিলে এরা সারাজীবন ধরে আমাদের টাকা ভ্যাম্পায়ারের মত চুষেই খাবে।
*আপডেটঃ
আমরা শাহবাগ/বিটিসিএল কার্যালয় অথবা কোন টিভি চ্যানেলের সামনে মানব বন্ধন করার মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করব।
আমি জানি শুধু মানব বন্ধনে কোন কাজ হবেনা, তবে প্রাইমারি স্টেপ হিসাবে এটার বিকল্প কিছু দেখছিনা।
একটু আগে একটা টেলিভিশন চ্যানেলের সাথে কথা হয়েছে।
ওরা এটা নিয়ে নিউজ করবে এবং মানব বন্ধনের দিন রিপোর্টার পাঠাবে।
তবে তার জন্য আপনাদের হেল্প দরকার।
ওরা একটা প্রেস নোট চেয়েছে। কতটুকু ব্যান্ডউইথ রিজার্ভ আছে, কতটুকু ইউজ হচ্ছে ইত্যাদি বিষয় গুলো নিয়ে একটা ডিটেইল রিপোর্ট ও চেয়েছে।
প্রেস নোট কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আমার কোন আইডিয়া নেই।
আর কিছু না পারেন, অন্তত এই উপকার টুকু করেন।
কবে-কিভাবে আমরা রাস্তায় নামতে পারি, সরকার কে আমাদের পাওনা ব্যান্ডউইথ দেবার কথা কিভাবে বলতে পারি আইডিয়া দিন।
সবাই আরেকটিবার জাগুন! মেসেজ টি সবার কাছে পৌছে দিন।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ব্রো
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
মোমের মানুষ বলেছেন: সময় এসেছে এবার পথে নামার
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
স্বর্ণমৃগ বলেছেন: ঠিক!
তৈরি থাকুন
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
নাজমুল৪৩৩ বলেছেন: পোস্ট স্টিকি করা হউক, ও যোগ্য কাউকে আন্দোলনের ডাক দেয়ার জন্য অনুরোধ করছি। ছাত্র ও যুব সমাজ মুখিয়ে আছে একটা আন্দোলনের জন্য। বর্তমান প্রজন্ম আন্দোলন নামে যে কিছু সত্যিই আছে সেটাই ভুলে যাছে। এক হই, একি কাতারে দাড়াই। গড়ে তুলি আন্দোলন।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
নগত টাকা বলেছেন: আসলেই সময় এসেছে ...চলেন হাতে হাত রেখে নেমে পড়ি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
একজন ঘূণপোকা বলেছেন: সময় এসেছে এবার পথে নামার
সহমত !! সাথে আছি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ব্রো
তৈরি থাকুন
৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
হাসান মাহবুব বলেছেন: একসময় কলরেট নিয়া হাংকিপাংকি খেলসে, এখন সেটায় ইস্তফা দিয়ে ইন্টারনেট নিয়া লাগসে রক্তচোষার দল। এরাই আবার দিনবদলের কথা বলে, বিশেষ বিশেষ দিবসে মানুষরে সেন্টু খাওয়ানো এ্যাড কাম শর্টফিলিম বানায়। ভন্ডামীর চুড়ান্ত।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
স্বর্ণমৃগ বলেছেন: সে কথা মনে হলে মাথা এখনো বিগড়ে যায় ব্রো।
৭টাকা ৮টাকা প্রতি মিনিট!
ঠিক কইছেন।
মানুষের আবেগে সুড়ুসুড়ি দেওয়া শর্টফিল্ম বানিয়ে এরাই আবার ভন্ডামী করে।
প্লীজ কিছু একটা করেন!
৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
এম এম হোসাইন বলেছেন: +++++++++++++++
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
প্লাস চাইনা ব্রো, এ্যাকশন চাই
তৈরি থাকুন
৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
বিধুভূষণ ভট্টাচার্য বলেছেন: সবাই আরেকটিবার জাগুন! মেসেজ টি সবার কাছে পৌছে দিন।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ডিজিটাল দেশ আমাদের।।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
স্বর্ণমৃগ বলেছেন: ডিজিটাল নাম দিয়া ঐটা আরেকটা ভন্ডামীর চূড়ান্ত!
১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
হ য ব র ল ৩২৭ বলেছেন: ফেসবুক আর ব্লগে লেখালেখি করে মানুষকে সচেতন করা যায় ঠিকই , কিন্তু আসল কাজ করতে হবে মাঠে নেমে।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
আমিও সেটাই বলতে চেয়েছি ব্রো।
আসল কাজটা আমাদের মাঠেই। তবে মাঠে এক হতে হলে এই ফেসবুক আর ব্লগ থেকেই তো সবার কাছে মেসেজ পৌছাতে হবে
১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
পাইকারী বলেছেন: ++++ ভাই সাথে আছি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
খায়ালামু বলেছেন: ++++++++্
আমি আছি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
রোদেলা দুপুর বলেছেন: আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
স্বর্ণমৃগ বলেছেন: অপেক্ষায় থাকলে সেদিন আসতে বহুদ্দেরি!
তৈরি থাকুন
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
মাতবার বলেছেন: সময় এসেছে এবার পথে নামার
সহমত !! সাথে আছি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
পাপাই বলেছেন: ++++++++
সহমত !! সাথে আছি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
অসম সমীকরন বলেছেন: পাশে পাবেন...
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +++ sathey achi
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
সুমনদেশ বলেছেন: ব্যান্ডউইথ-এর মূল্য সরকার কমালেই কী ইন্টারনেট আমাদের মত সাধারণ আয়ের মানুষের কাছে সহজ ও সস্তা হবে? সরকার থেকে সস্তায় ব্যান্ডউইথ কিনে চড়া দামে আইএসপিগুলো মানুষের কাছে বিক্রি করে। গ্রামীণ ফোন বা সিটিসেলের নষ্টামি তো আমরা সবাই জানি। সেই আদ্যিকালে তারা যে দামে প্যাকেজ করতো এখনো সেই দামই রাখছে। সেই সাথে আছে 'ফেয়ার পলিসি'র নামে প্রতিবন্ধকতা। কেন আমি এই ২০১৩ সালে এসেও দেড়-দুশ টাকায় মাসিক আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবো না? সাবমেরিন ক্যাবল এসে আমাদের কী লাভ হলো??
সরকার, সরকারের মন্ত্রী-আমলা, আইএসপি সবাই এ ব্যাপারে অপরাধী।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
স্বর্ণমৃগ বলেছেন: সুন্দর বলেছেন!
সহমত।
১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
সুমনদেশ বলেছেন: গ্রামীণ, সিটিসেল-জুম, বাংলা লায়ন, কিউবি- সবাইতো রক্তচোষা বাটপার। একদিকে অব্যবহৃত ব্যান্ডউইথ অন্যদিকে সাধারণ ভোক্তা পর্যায়ে চড়া মূল্য- আর কত সহ্য করা যায়?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
স্বর্ণমৃগ বলেছেন: আর সহ্য করতে হবেনা
তৈরি থাকুন
খুব শীঘ্রি আমরা রাজপথে নামব
২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
টাক্কা বলেছেন: জুম আল্ট্রাতে ১এমবিপিএস মাসে ভ্যাটসহ ৮০৫০টাকা, লিমিট ৬গিগাবাইট মাত্র। অথচ সরকারী মুল্যই ৮হাজার টাকা। কতবড় রক্তচোষা হলে এরকম প্যাকেজ দিতে পারে?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
স্বর্ণমৃগ বলেছেন: খোদা!
এদের সারাদিন ধরে জুতালেও তো রাগ পড়বেনা
২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
ভিয়েনাস বলেছেন: সময় এসেছে সচেতন হওয়ার......
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
সাথেই থাকুন, ইভেন্ট আসছে খুব শীঘ্রি
২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
নিয়েল ( হিমু ) বলেছেন: সাথে আছি ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ব্রো
তৈরি থাকুন
২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
লিঙ্কনহুসাইন বলেছেন: বিশ্বের যেই কোন দেশের তুলনায় বাংলাদেশে নেটে দাম কম ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
স্বর্ণমৃগ বলেছেন:
২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
শার্লক বলেছেন: নামতে হবে তবে সবাই হেলমেট পইরা নাইমেন, পিপার স্প্রে প্রয়োগ করতে পারে।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
স্বর্ণমৃগ বলেছেন: মন্দ বলেন নি!
২৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
বিষন্ন একা বলেছেন: লিন্কিন পার্ক বলেছেন:
সময় এসেছে এবার পথে নামার
সহমত !! সাথে আছি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ব্রো
তৈরি থাকুন
২৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
তন্ময় ফেরদৌস বলেছেন: অন্তর্জালের সচ্ছ হিসাব চাই।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
আর অন্ধকারে থাকতে চাইনা
২৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
*কুনোব্যাঙ* বলেছেন: সাথে আছি
+++++++++
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
২৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
syful বলেছেন: SATHE ACHI.andolon hobe 64 district a
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
সাথে থাকুন
২৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
জাওয়াদ তাহমিদ বলেছেন: ফেবুতে শেয়ার দিলাম।
গত কয়েকদিনে ঝিপিরে বাশ দিয়া যাইতেছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি হোন পথে নামার জন্য
৩০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
জাওয়াদ তাহমিদ বলেছেন: অন্তর্জালের সচ্ছ হিসাব চাই।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০
স্বর্ণমৃগ বলেছেন: ঠিক।
আমরা সবাই চাই
৩১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬
মিলন হোসেন১৫৮ বলেছেন: sathey achi
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
৩২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১
হাবিব০৪২০০২ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক তবে এটা করতে সামুকে সাহস দেখাতে হবে।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
পাশে থাকুন
৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সাথে আছি।++
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
পাশে পাব আশা করি
৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
মারসেনারি বলেছেন: ফেবুতে শেয়ার দিলাম
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
তৈরি থাকুন
৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
বাংলাদেশের বিবেক বলেছেন: পোস্ট স্টিকি করা হোক ++++
সময় এসেছে এবার পথে নামার.....
সাথে আছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
স্বর্ণমৃগ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।
এবার তৈরি হোন পথে নামার জন্য
৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
samolbangla09 বলেছেন: ++++++++, পোস্ট স্টিকি করা হোক। সাথে আছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
পোস্ট আপডেট করা হয়েছে।
আবারো পড়ার অনুরোধ জানাচ্ছি।
৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: সময় এসেছে এবার পথে নামার নামতে হবে। তবে সবাই হেলমেট পইরা নাইমেন, পিপার স্প্রে প্রয়োগ করতে পারে।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
পোস্ট আপডেট করা হয়েছে।
আবারো পড়ার অনুরোধ জানাচ্ছি।
৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
আন্ধার রাত বলেছেন:
আমার মনের কথা কেউ অনেকদিন পর লিখল।
আপনার লেখা ফেবুতে শেয়ার করলাম।
আমাদের দেশের মানুষ জ্বলে উঠতে দেরী করে ফেলে, কিন্তু এখন থেকে দ্রুত জ্বলে উঠুক এই কামনা করি।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
ঠিক বলেছেন।
পোস্ট আপডেট করা হয়েছে।
আবারো পড়ার অনুরোধ জানাচ্ছি।
৩৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
প্রযুক্তি বলেছেন: খুবই সত্য কথা। ব্যরিস্টার জমিরউদ্দিনের ছেলে এই লাইসেন্স পেয়ে এখন সিম্পলকল এর মালিক। টাকার কুমির এখন লন্ডনের গ্যান্টস হিলে দশ বেডরুমের বাসা নিয়ে থাকে।
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
সাথে থাকুন
৪০| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
মুন্তাসীর আর রাহী বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক...
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
সাথেই থাকুন
৪১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
দেবদাস. বলেছেন: ঠিক বলেছেন , সাথে আছি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
এবার পথে নামার জন্য তৈরি হোন
৪২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
জাহিদ হাসান বলেছেন: সারা বাংলায় ব্রডব্যান্ড ইন্টানেট চাই ।
আন্দোলন করতে হয় করব । দরকার পড়লে আত্নাহুতি দেবো ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
আপনার মত এই আগুন টা সবার মধ্যে দরকার।
৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
জাহিদ হাসান বলেছেন: এই দেখুন ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরেও ইন্টারনেট সংযোগ দিতে রাজী নয় সরকারী ব্রডব্যান্ড বিটিসিএল ।থ্রিজির তো ঢাকার বাইরে আসার কোন খবরই নেই । তাই ঢাকা সিটি বাইরের নেটিজেনরা এখন চরম বিপদে ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
স্বর্ণমৃগ বলেছেন: ইনশাল্লাহ আমরা আন্দোলনে নামব খুব শীঘ্রি...
৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
ইয়াংিক বলেছেন: sathei paben. Kormosuchi den.
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
স্বর্ণমৃগ বলেছেন: দেশের পরিস্থিতি একটু ঠান্ডা হোক। যুদ্ধাপরাধী ইস্যুর নিস্পত্তি হোক, তারপর আমরা মাঠে নামব ইনশাল্লাহ।
৪৫| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
অশ্রু হাসান বলেছেন: জি দাদা আর ঠকা যায় না, এইবার সময় অধিকার আদায়ের
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
লিন্কিন পার্ক বলেছেন:
সময় এসেছে এবার পথে নামার
সহমত !! সাথে আছি