নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে ভেবে অবাক হই-জীবন টা এত সুন্দর কেন!!!

স্বর্ণমৃগ

খুব ই সাধারণ একজন মানুষ। ফেসবুকেঃ https://facebook.com/MahbubHasanM/

স্বর্ণমৃগ › বিস্তারিত পোস্টঃ

সকল ব্লগার ভাই-বোনদের দৃষ্টি আকর্ষন করছিঃ এক ভাইয়ের আকুতি-আমার বোনের সম্ভ্রম বাচাতে এগিয়ে আসুন!

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

মাথার মধ্যে আগুন জ্বলছে। অক্ষমতায় সমস্ত হাত পা কাপছে।

আমি নিশ্চিত পোস্ট টি পড়ার পরে আপনার মাথার মধ্যেও আগুন ধরে যাবে।

ফেসবুকের এক ভাই একটু আগে মেসেজ দিলেন।

পুরো মেসেজ টা এখানে তুলে দিচ্ছিঃ

"ভাই, আপনার কাছে একটা হেল্প চাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার এক বোন (কাজিন) আজ প্রথম ক্লাস করতে গেছে, আইটি ডিপার্টমেন্টে, ফার্স্ট ইয়ার।

ভাই! বোনটা আমার সারাদিন কাঁদল, কাঁদল আমার খালা...

কিছুই করতে পারলাম না ভাই!

ও জাহানারা হলে থাকে।

ওর ডিপার্টমেন্টের বড় আপুরা ওকে ডেকে শারিরীক এবং মানসিকভাবে লাঞ্চিত করে আধমরা করে দিয়েছে।

ওর বড় আপুরা ওকে বলেছে ক্লাসের বড় ভাইদের কাছে গিয়ে তোমার ব্রেস্টের মাপ দিয়ে আসো...ভাই! সব বলতে পারছিনা।

কাল ঐ বড় আপুরা সবাইকেই হলে থাকতে বলেছে, হল ছাড়া যাবেনা। আজ নাকি ওরা কেবল মাংস "ধুইছে", কাল "কশাবে"!

ভাই, আমাদের প্রভাবশালী কোনো মামা/খালু নেই।

আপনি তো ব্লগে লিখেন, এত বড় একটা গ্রুপ চালান-

আপনি চাইলে হয়ত কিছু করতেও পারেন।

আপনার ও বোন আছে, দয়া করে একজন ভাই হিসাবে একটু হেল্প করেন ভাই..."



ক্লাসের প্রথমদিন নতুনদের উপর র‍্যাগিং নতুন কিছু নয়।

প্রথমে র‍্যাগিং দিয়ে শুরু হলেও পরে ভার্সিটির বড় ভাই/নেতাদের মনোরঞ্জনে শরীরটাও বিকিয়ে দিতে হয় টিকে থাকতে হলে।

খবরের কাগজে/ব্লগে এগুলো নিয়ে পড়তে পড়তে অনেকের কাছে হয়ত ডাল-ভাতের মত হয়ে গেছে ব্যাপার টা।

কিন্তু মনে রাখুন-

আজ অন্য কারো বোন লাঞ্ছিত হচ্ছে, কাল হতে পারে আপনার বোন/আত্নীয় টিও।

সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যে যেভাবে পারেন প্লীজ হেল্প করেন!

আপনাদের মধ্যে জাহানীরনগর ইউনিভার্সিটির কেউ থাকলে প্লীজ এগিয়ে আসুন।

আগামীকাল ঐ বোনটির লাঞ্ছিত হওয়া যেভাবে পারেন বন্ধ করেন।

আর একটি মেয়েও যেন লাঞ্ছিত না হয়, আর একটি মেয়ের স্বপ্ন যেন অঙ্কুরেই শেষ না হয়ে যায়।

মন্তব্য ৮৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভয়াবহ ব্যাপার।
আমাদের অধঃপতন চুড়ান্ত সীমায়।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

অরিন্দম007 বলেছেন: সকল ব্লগার ভাই-বোনদের দৃষ্টি আকর্ষন করছিঃ এক ভাইয়ের আকুতি-আমার বোনের সম্ভ্রম বাচাতে এগিয়ে আসুন! Click This Link শিরোনামের লেখাটা পড়লাম । তাড়াতাড়ি আইনের আশ্রয় নিন । আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে

ভারতে একারণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এসব নোংড়ামি নিষিদ্ধ হয়েছে ।
এজন্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

শীতের সকাল বলেছেন: X( X( X( X(
মেজাজটা বিলা হইয়া গেলো।

সভ্যতার ধ্বংস বোধহয় বেশি দূরে নয়।
আইনি সহায়তা নিতে পারেন।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পুলিশের আশ্রয় নিচ্ছেন না কেন?

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

স্পেলবাইন্ডার বলেছেন: এতো দেখছি পতিতালয়ের মত অবস্থা! বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করে? বাখোয়াজ আনোয়ার হোসেন কোথায় গেল! নাকি এটাই আধুনিকতা, মুক্তমনা, অসাম্প্রদায়িক চেতনার প্রথম পাঠ!

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

অরিন্দম007 বলেছেন: ফেসবুকে যার মাধ্যমে এই মেসেজ পেলেন, তার ফেসবুক আইডি বা মোবাইল নাম্বার অনুগ্রহ করে দিলে কৃতজ্ঞ থাকবো ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

স্বর্ণমৃগ বলেছেন: এখানে দিতে পারছিনা।
আপনি আপনার আইডি দিয়ে আমার সাথে ফেসবুকে মেসেজ দিন

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

স্পেলবাইন্ডার বলেছেন:




আপনার এই পোস্ট স্টিকি করার দাবী জানাচ্ছি।


স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক


৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

১৪ বলেছেন: পোষ্টটা ষ্টিকি করার আবেদন জানাচ্ছি ।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

শীতের সকাল বলেছেন: মডু তুমি কোথায় আছ, কি করিতেছ হায়...
জলদি আস দেখে যাও আমার এক বোনের সম্ভ্রম চলে যায়।
নজরে আন প্রতিবাদ কর..........হাতে রাখ হাত
এভাবেই হোক শুরু অন্যায়ের প্রতিবাদ।।



১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

আহ্‌সান হাবীব বলেছেন: পোস্ট স্টিকি করার আবেদন জানানোর আগে ঘটনার অথেনটিসিটি যাচাই করা উচিত।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

স্বর্ণমৃগ বলেছেন: এতক্ষন একের পর এক ফোন করলাম সম্ভাব্য সব জায়গায়...
শুধু ফোন করে বসে থাকতে পারলাম না। আমার নিজের বোন হলে পারতাম না।
ক্ষমতাসীন দলের এক বড় ভাই আছেন, তার সাথে দেখার করার উদ্দেশ্যে বের হচ্ছি।
দেখি কদ্দুর কি করতে পারি।
আপনারাও যে যার মত চেষ্টা চালান।
ফিরে এসে সবার উত্তর দিব...

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আপনাকে বাস্তবসম্মত উপদেশ দেই। এখানে ব্লগার বা অন্যরা কিছুই করতে পারবে না। যেসব মেয়ে আপনার বোনের উপর এমন নির্যাতন চালিয়েছে এরা নিয়মিত ধরনের বেশ্যা তা বুঝা যাচ্ছে। এখন যদি আপনার বোনের পক্ষ হয়ে ভার্সিটিতে কেউ কিছু করতে যায় তবে ওসব বেশ্যাগুলো ওদের খদ্দের ছাত্রনেতাদের ডেকে আনবে। এবং এরা ছাত্রলীগ হবে বলেই ধরে নেয়া যায়। কি করবেন তখন? ভুলে যাবেন না জাহাঙ্গীরনগর হচ্ছে ছাত্রলীগের ধর্ষক মানিকের ইউনিভার্সিটি। আপনার বোনকে জাহাঙ্গীরনগর থেকে আগে সরিয়ে নিয়ে আসুন। ওখানে পড়াশোনা হবে না। সরিয়ে নিয়ে এসে এরপর ব্লগ ভিত্তিক আন্দোলন অথবা র‍্যাব-পুলিশকে জানান। সবার আগে আপনার বোনকে ওখান থেকে সরানোর ব্যবস্থা করেন। অতি সত্ত্বর।

আজ থেকে বছর দশেক আগেই আমার ব্যাচমেট মেয়েরা জাহাঙ্গীরনগরে ভর্তির ইচ্ছা করত না। আর এখন যে এই ইউনিভার্সিটির কি হাল তা অনুমেয়।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

সরল জীবন বলেছেন: জাবি নিয়ে যা শুনি তাহলে ওইগুলি সবই সত্য কিছুই মিথ্যা নয়। সেঞ্চুরিয়ান মানিকের মত তাহলে ডাবল ট্রিপল সেঞ্চুরিয়ান আপুরাও কম যায় না।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: এই দেশ, সমাজ, এদেশের মানুষ সব নষ্ট হয়ে গিয়েছে। আওয়ামীলিগ ক্ষমতায় থাকা মানে নারী নির্যাতনের আরো পোয়াবারো হওয়া। অনুগ্রহ করে সুশীলতা দেখিয়ে আমার কথার বিরোধিতা করবেন না। সব দেখা হয়ে গিয়েছে। আপনার বোনকে আগে সরান ওখান থেকে।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

সাত সাগেরর মাঝি বলেছেন: এতো দেখছি পতিতালয়ের মত অবস্থা!
বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করে?
বাখোয়াজ আনোয়ার হোসেন কোথায় গেল!
নাকি এটাই আধুনিকতা, মুক্তমনা,
অসাম্প্রদায়িক চেতনার প্রথম পাঠ!

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

হাসান ফেরদৌস বলেছেন: জাবির র‍্যাগিং কালচার নিয়ে ব্লগে অনেক লেখালেখি হয়েছে কিন্তু সেই কালচার এখনো আগের মতোই চলছে। যারা এই কালচারের ভুক্তভোগী তারাই জানেন এটা কতটুকু ভয়ংকর। এই ব্যাপারে জাবির প্রশাসন নিরব কেন সেটা নিয়ে আমার প্রশ্ন। সেন্চুরীয়ান মানিকের মতো শত শত মানিক হয়ত জাবিতে ঘুরে বেড়াচ্ছে। সবাইকে জাগতে হবে..........

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

সাত সাগেরর মাঝি বলেছেন: এতো দেখছি পতিতালয়ের মত অবস্থা!
বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করে?
বাখোয়াজ আনোয়ার হোসেন কোথায় গেল!
নাকি এটাই আধুনিকতা, মুক্তমনা,
অসাম্প্রদায়িক চেতনার প্রথম পাঠ!

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

সাত সাগেরর মাঝি বলেছেন: পোস্ট স্টিকি করার দাবী জানাচ্ছি।
স্টিকি করা হোক স্টিকি করা হোক
স্টিকি করা হোক

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

আহ্‌সান হাবীব বলেছেন: @নিঃসঙ্গ ঢেউ, এই মানিককে কি জাবি'র স্টুডেন্টরাই ক্যাম্পাস থেকে তাড়ায়নি?
আর এখন তো প্রথমদিনেই নবাগতদের হাতে চলে যাচ্ছে রেজিস্টার, প্রক্টর এর মোবাইল নাম্বার।
এমন কিছু যদি ঘটে থাকে এখনই ফোন করলে প্রক্টরিয়াল বডি সংশ্লিষ্ট হলে চলে যাবে।

২০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

ইয়াংিক বলেছেন: মডুকে বললাম না। জানা আপনাকেই বলছি পোস্ট টা কি স্টিকি করা যায় না?

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

আলো চাই বলেছেন: Breast er map saho erkm aro kharap kotha bole thakle eta abossoi matra chhariye jay.complain krle oi apur ba vairer upojukto sasti hobe.nirvoye thakte bolun. Kapor o kachabena"karo kase map o dite hobena.ami ekhanei asi,most senior.victim k bolben j tar ek baro vai ju te ase.kono voy nei.

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

অাতিক বলেছেন: হলের প্রভোস্টরাও ওদের হাতের পুতুল। অভিযোগ করলে ঘটনা স্থলে যাবে ঠিকই কিন্তু পড়ে আপনার উপর প্রেসার পড়বে ২ গুনের ও বেশি

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: এটা র‍্যাগিং এবং অবশ্যই নিন্দনীয়। তবে এটা নিয়ে বিশেষ কিছু ভাবার অবকাশ মনেহয় নেই। মেয়েদের জন্য জাহাঙ্গীরনগর অনেক নিরাপদ একটা ইউনিভার্সিটি যদি সে মেয়ে নিজে নিরাপদ চায়।

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আহসান হাবীব@ আপনি কি জাবির? আপনার ছবি দেখে ছাত্র বয়সেরই মনে হলো। সেটা হলে বয়সে আপনি আমার চেয়ে যথেষ্ট ছোট। এ কারনেই বোধহয় বিশ্ববিদ্যালয়কে প্রটেক্ট করতে চাইছেন। ছোট ভাই, চোখ খুলুন। মানিককে কি তাড়িয়েছেন? কি শাস্তি তাকে দিতে পেরেছেন? কি এমন হয়েছে তার? উপরন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ে আজ অসংখ্য মানিক ঘুরে বেড়াচ্ছে। এর প্রমান তো এই পোষ্টেই আছে। আরো অসংখ্য নির্যাতনের কাহিনী আছে জাহাঙ্গীরনগরকে নিয়ে। কেন এসব হচ্ছে? এসব হচ্ছে আপনাদের তথাকথিত প্রগতিশীল গাঞ্জাখোর, ডাই্লখোর প্রগ্রতিবাদী কিছু বেশ্যা -বেশ্যার খদ্দেরদের গড়ে তোলা কালচারের কারনে। এরা নিজেরা বেশ্যা মানসিকতার সেই সঙ্গে অন্যদের ও জোর করে তাই বানাতে চায়। এদের সহায়ক- খদ্দের হচ্ছে ছাত্রনেতা নামের পশুগুলো। রেজিস্টার, প্রক্টর এসব শিখাতে আসবেন না। বিশ্ববিদ্যালয় জীবন পার করে এসেছি। ভালোমতই জানি কোন ঘোড়ার ডিম হয় এসব মাজা ভাঙ্গা রেজিস্টার-প্রক্টর দিয়ে। কাজেই এসব হাসির কথা শোনাবেন না।

২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

ফাহীম দেওয়ান বলেছেন: একচেটিয়া, বা দলীয়ভাবে মন্তব্য না করে, সবাইকে অনুরোধ করছি আগে খোজ নিন, জানুন তারপর ষ্টেপ নিন। আমার বিশ্বাস জাবি র অনেক শিক্ষার্থী আছেন এই ব্লগে, যারা তথ্য দিয়ে বা সরাসরি হস্তক্ষেপ করার মতো অবস্থায় থাকতে পারে। তাদেরকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। একচেটিয়া মন্তব্য জাবির বর্তমান অধ্যায়নরত মেয়ে শিক্ষার্থীদের সামাজিক জীবনকে হুমকির মুখে ফেলবে।

তাই ধৈর্য্য ধরা উচিৎ। যারা নারী নির্যাতনের ঘটনা শুনেই ব্লগে ব্লগে গিয়ে রাজনৈতিক বাচালতার পরিচয় দিচ্ছেন তাদের কে সংযমি হবার অনুরোধ করছি। প্রতিটা সিরিয়াস ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লোটার অভ্যাস ত্যাগ করে সুস্থ ব্লগিং করুন।
লেখকের আসল উদ্দেশ্য তিনি একজন নির্যাতিত বোন কে সাহায্য করার জন্য সবার কাছে সহায়তা চাইছেন। আমার মনে হয় কোন রাজনৈতিক ক্যাচাল করার জন্য নয়।

@ লেখক - আমার কোন মাধ্যম নেই জাবির তথ্য জানার বা কারো মাধ্যমে সরাসরি এব্যাপারে কোন সহায়তা করার। তবে সামুতে আছেন এমন জাবির ভাই বোন্দের প্রতি অনুরোধ রইলো, তারা যেন দ্রুত এগিয়ে আসেন এব্যাপারে। আপডেট এর অপেক্ষায় রইলাম। অবশ্যই একটা ভালো সংবাদের জন্য। আল্লাহ্‌ সকল বিপদ গ্রস্থকে সাহায্য করুন।

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: বাহ!কি ছুন্দর মোর দ্যাছ

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: বাহ!কি ছুন্দর মোর দ্যাছ

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

বাসকপাতা বলেছেন: ভাই আমি জাবির ছাত্র, হলেই থাকি । আপনার পোস্ট ফেইসবুকে পড়ে সামুতেও পেলাম । শুনে অবাক হলাম । আজকে সবাইকে ফুল দিয়ে বরন করা হয়েছে এবং শুধুমাত্র পরিচয় পর্ব ছাড়া আর কিছুই হয়নি ।আমি খোঁজ নিয়েছি গত দুই দিনে আইটির কোন মেয়ে জাহানারা ইমাম হলে ছিলনা। আপনি যদি এই ব্যাপারটা সত্য বলে প্রমান করতে পারেন তাহলে আপনাকে আমি সর্বাত্মক সহযোগীতা করব । আর যদি না পারেন তাহলে পুরো ঘটনার সত্যতা যাচাই না করে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের নামে এমন মিথ্যাচার করতে পারেন না ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

স্বর্ণমৃগ বলেছেন: নো অফেন্স-আপনি জাবির ছাত্র এটা জেনেই আপনার মন্তব্যের পেছনের কারন টাও ধরতে পেরেছি।
দেখুন, এখানে আমার কোন ব্যক্তিস্বার্থ নেই। তাই কোন বিশ্ববিদ্যালয়ের নামে মিথ্যাচার করে আমার মুল্যবান সময়গুলো নষ্ট করার কোন কারন নেই।

একটু আগে আবারো ফোন দিলাম। আরো কিছু তথ্য পেলাম।
আপনি ঠিক বলেছেন। গত দুদিন ছিলনা, ঐ মেয়ে হলে আজই উঠেছে।
এটা ঘটেছে পরিচয় পর্বের পরে, বিচ্ছিন্নভাবে।
যারা করেছে তারা সবাই সেকেন্ড ইয়ারের মেয়ে।
এই ঘটনা শেষে শুধু জাহানারা হল নয়, যারা প্রীতিলতা হলে উঠেছে তাদেরকেও আগামীকাল হল ছাড়তে নিষেধ করেছে।

২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

টুকরো কাগজ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক। দেশটা দোপেয়ে কুকুরে ভরে গেসে

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

মনজু মজুমদার বলেছেন: ভাই ও বোনেরা যারা আতঙ্কিত তাদের বলছি, অন্যান্য যে কোন বিশ্ববিদ্যালয়ের চেয়ে জাহাঙ্গীরনগর মেয়েদের জন্য বেশ নিরাপদ। মানিকযুগ অনেক আগেই চলে গেছে। দীর্ঘ আট বছরের অভিজ্ঞতায় র‌্যাগ নামক যে বস্তুটি সম্পর্কে জানি, তা হলো কিছুক্ষনের জন্য বিব্রতকর হলেও স্টুডেন্ট লাইফের বাকী সময়টা ওই র‌্যাগ দাতাই তার সবচেয়ে কাছের জন হবেন। বিষয় টি লিখে রাখুন। তার পরেও অতিরিক্ত যে হয়না তানা, হয়, সেটা অবশ্যই খারাপ। আপনাদের জানিয়ে রাখি র‌্যাগিং বন্ধে ক্যাম্পাসে ব্যানার বিলবোর্ড টানানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় জরুরী নাম্বার আছে। একজন র‌্যাগদাতা দোষী হলে আজীবনের জন্য বহিস্কার হতে পারেন। প্রয়োজনে ওই নাম্বার গুলোতে যোগাযোগ করুন।

৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

আহ্‌সান হাবীব বলেছেন: আমি জাবি'র স্টুডেন্ট হিসেবে বলছি যেকোন ধরনের সহযোগিতা লাগে, আমি এগিয়ে যাবো।
আমি কখনোই র‌্যাগিং এর পক্ষে নেই।
কিন্তু এটাও সত্য যে জাবি'র মত জুনিয়র-সিনিয়র এর মধ্যে এতো ভাল সম্পর্ক আর কোথাও নেই।
শুধু বলতে চাই যে ঘটনার সত্যতা যাচাই করা উচিত।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

স্বর্ণমৃগ বলেছেন: দেখুন, এখানে আমার কোন ব্যক্তিস্বার্থ নেই। তাই কোন বিশ্ববিদ্যালয়ের নামে মিথ্যাচার করে আমার মুল্যবান সময়গুলো নষ্ট করার কোন কারন নেই।

একটু আগে আবারো ফোন দিলাম। আরো কিছু তথ্য পেলাম।
আপনি ঠিক বলেছেন। গত দুদিন ছিলনা, ঐ মেয়ে হলে আজই উঠেছে।
এটা ঘটেছে পরিচয় পর্বের পরে, বিচ্ছিন্নভাবে।
যারা করেছে তারা সবাই সেকেন্ড ইয়ারের মেয়ে।
এই ঘটনা শেষে শুধু জাহানারা হল নয়, যারা প্রীতিলতা হলে উঠেছে তাদেরকেও আগামীকাল হল ছাড়তে নিষেধ করেছে।

৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

আলো চাই বলেছেন: Khoj nilam Jahanara Imam hall e IT er 9 jon allot hoisa. Tader class roll+name list amr hate ekhn.Victim er nam bolun, dekhi kono poramorsho ba ok nirvoye rakha jay kina.

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

স্বর্ণমৃগ বলেছেন: ভিক্টিমের নাম/রোল দেওয়া কি রিস্কি নয় ব্রো?
একটু কষ্ট করে উপরের মন্তব্যে আমার উত্তর টা দেখুন, আরো কিছু ইনফো পেয়ে যাবেন।
খোজ নিলে আরো বেশি জানতে পারবেন।

৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

আলো চাই বলেছেন: Monju mojumdar & ahsan habib jothartoi bolechhen. Tobe otirikto kono kichhui valo noy.

৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

মোর জ্বালা বলেছেন: ফাহীম দেওয়ান ভাই, বাসকপাতা ভাই, মনজু মজুমদার ভাই, আহ্‌সান হাবীব ভাই আপনাদের সাথে একমত । @লেখক আপনি তো মোটামুটি না জেনেই বাংলাদেশের আকাশে বাতাসে গুজব রটাইলেন ।
করছেন কি !!!!!!!!!!!!

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

নিশাচর ভবঘুরে বলেছেন: এটা হলো, রাজনৈতিক নেতাদের মেয়ে সাপ্লাই দেওয়ার প্রসেস। একটা ভালো মেয়েকে এইসব প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে গিয়ে, জঙ্গলে পাঠানোর প্রসেস শুরু হয়। মজার নামে কাউকে মানসিক রোগী বানানোর এই প্রক্রিয়ার প্রতিবাদ জানাই

৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

আহ্‌সান হাবীব বলেছেন: @ আলো চাই, আমিও আপনার সাথে শামিল হতে চাই।
দয়া করে আপনার নাম্বারটা একটু দিবেন।
আমার মেইল আইডি- [email protected]

৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

আহ্‌সান হাবীব বলেছেন: @ নিশাচর ভবঘুরে, এই ক্যাম্পাস সম্পর্কে কতটুকু জেনে কমেন্ট করছেন?

৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

মনজু মজুমদার বলেছেন: নিশাচর ভবঘুরে নামক উজবুকটারে কান বরাবর একটা রাম চটকানা দেয়া হউক

৩৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

আহ্‌সান হাবীব বলেছেন: সহমত @মনজু মজুমদার

৪০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

আলো চাই বলেছেন: Nishachor voboghure@apnar dharona thik noy.JU te ekhn jara politics korche tara agerkar chheye khub e valo.
Ahsan habib, apnar e bishoye agrohote valo lagcche,bt victim er pokkho hote reply nei. Apnar fb te reqst jacce check korun.

৪১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

স্বাধীকার বলেছেন:
যদি নিশ্চিত থাকেন এরকম ঘটনা সত্যিই ঘটেছে এবং ঘটবে-এখনই একটি মেইলে আপনার ফোন নাম্বারটি জানান। আমেই আপনাকে ফোন দিচ্ছি। সম্ভব হলে মেয়েটির অবস্থান রুম নম্বরসহ জানান। আমি রাতেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। দরকার হলে ওকে বাসায় নিয়ে আসা হবে। আপনি নিশ্চিত থাকতে পারেন। কারো বুকের পাটা হবেনা কিছু বলার বা করার। র‌্যাগিং এর মতো জঘন্য সংস্কৃতি আমাদের প্রিয় ক্যাম্পাসে হোক সেটা তো চাইনা, বরং চিরতরে বন্ধ করার চেষ্টা করছি। প্রক্টর অফিসসহ আমি নিরাপত্তা কর্মকর্তার সাথে ইতিমধ্যেই কথা বলেছি-আপনি শুধু জানান তাড়াতাড়ি।

সঙ্গত কারণে আমি বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশে আর কোনো ক্যাম্পাস কেমন জানিনা, কিন্তু জাবি মেয়েদের জন্য খুবই নিরাপদ একটি ক্যাম্পাস। এখানের বিষয় নিয়ে সংবাদপত্রে নেতিবাচক সংবাদ আসে, আমরা কষ্ট পাই। কিন্তু এ ক্যাম্পাস আমাদের যা দিয়েছে-তার মূল্য অনেক। ধর্ষকদের জায়গা এখানে হয়নি, র‌্যাগিং এর জায়গাও এখানে হতে দেওয়া যাবেনা।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

স্বর্ণমৃগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো!
আপনি প্লীজ আমাকে ফেসবুকে মেসেজ দিন, ওখানেই নাম্বার দিচ্ছি।

https://www.facebook.com/shornomrigo

৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

আহ্‌সান হাবীব বলেছেন: @লেখক, ঘটনা যদি আসলেই ঘটে থাকে প্লিজ চুপ করে থাকবেন না।
স্বাধীকারের মন্তব্যের জবাব দিন।

৪৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

এম এম হোসাইন বলেছেন: সরাসরি প্রশাসন/প্রক্টরকে ঘটনাটি জানান। ওনারা ছাত্রীর পরিচয় গোপন রাখবেন, তবে ছাত্রীর কাছ থেকে বিস্তারিত জেনে র‌্যাগ প্রদানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। গত কয়েক বছর ধরে জাবিতে র‌্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রদানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি ছাত্রত্ব বাতিলও করে দিতে পারে। আমার জানা মতে জাবিতে এখন র‌্যাগের বিরুদ্ধে প্রশাসন অনেক কঠোর।

৪৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

নিশাচর ভবঘুরে বলেছেন: @আহসান হাবীবঃ নয়া পাখা গজানো পাখি হয়ে, আমাকে জাবি চেনাও? সেঞ্চুরি মানিক চেনাও? ছিঃ

@মনজু মজুমদারঃ তোমার অণ্ডকোষ বরাবর লাথি মারা দরকার হারামি, এই ধরনের র‍্যাগিং কে সমর্থন দেবার কারনে। আর এই চাইতে কত বাজে র‍্যাগিং হয়, আমি বান্ধবীদের কাছ থেকে শুনেছি। সুবিধালোভী পুরুষ হইবার চাও? সেই দিন আর নাই, এটা মনে রাইখো।

৪৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

নিশাচর ভবঘুরে বলেছেন: @স্বাধীকার ভাইঃ আপনাদের সময়কার সংস্কৃতি এখন অনেক বদলে গেছে। জাবির ক্যাম্পাস এখন মানুষের জন্য না। নরক হয়ে গেছে। আপনাদের সময় র‍্যাগিং আর র‍্যাগিং পরবর্তী সময়ে বড়ভাই-ছোটভাই সম্পর্ক, সেসব এখন আর নেই। এখন র‍্যাগিং হয়, একটা ছেলে বা মেয়ের নৈতিকতা মুছে দেওয়ার জন্য, গাঁজার আসরে নাম লেখানোর জন্য।

৪৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

আহ্‌সান হাবীব বলেছেন: আপনার মন্তব্যের জবাবেই বলতে চাই, আপনি যে র‌্যাগিং এর কথা বলছেন তা আপনার বান্ধবীরাই দিয়ে থাকে।

৪৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

সাঈদা আনোয়ার বলেছেন: কাক কাকের মাংস খায় না কিন্তু আমরা নারীরাই নারীর ক্ষতি বেশী করি ।

৪৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

আন্ডারটেকার বলেছেন: স্বাধীকারের কথায় বেশ ভালো লাগছে। আশা করি সবার সহোযোগীতায় এসব নোংরামী চিরতরে বন্ধ হবে।

৪৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

মোমের মানুষ বলেছেন: আগে আপনার বোন কে নিরাপদে নিয়ে আসুন। তারপর যা করার করুন.......।
আন্দোলন করে আপনার বোনকে কোন বিপদে ফেলবেন না

৫০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

মোমের মানুষ বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক

৫১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

নিশাচর ভবঘুরে বলেছেন: @আহ্‌সান হাবীবঃ আমার বান্ধবীরা ক্যাম্পাসের কিছুনা? তারা ছাত্রী না? জব্বর কথা কইলা। জুনিয়র পোলাপান বেয়াদপ হইছো সেটা মনজুর থাবড়া মারার কথাতে সহমত দিয়াই বুঝাই দিছো। থাকো কে মানা করছে? শুধু মনে রাইখো, ব্লগ তোমার ক্যাম্পাস না যে, যোবায়েরকে মেরে ফেলে, আবার ক্যাম্পাসে বুকের ছাতি ফুলিয়ে হাঁটবা।

৫২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

নিশাচর ভবঘুরে বলেছেন: পোষ্ট স্টিকি করার আবেদন জানাই, মডারেটরদের প্রতি।

৫৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

ফাহীম দেওয়ান বলেছেন: @ লেখক - প্লিজ স্বাধিকার ভাইকে তথ্য দিয়ে সাহায্য করেন।
ভালো একটা খবরের অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ স্বাধীকার ভাই।


@নিশাচর ভবঘুরে - প্লিজ ক্যাচাল বাদ দিয়ে পারলে হেল্প করেন।
স্বাধীকার ভাই জাবির প্রাক্তন ছাত্র। জাবির ব্যাপারে তিনি অনেক বেশী জানেন। তাকে ব্যাপারটা দেখতে দিন।

৫৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

নিশাচর ভবঘুরে বলেছেন: @ফাহিম দেওয়ানঃ আমিও তাই ভাবছিলাম। আগে সমস্যার সমাধান হোক। পরে কে ভালো, কে মন্দ সেটা বের করা যাবে

৫৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

মনজু মজুমদার বলেছেন: নিশাচর ভবঘুরে, আমি র‌্যাগিং এর পক্ষে না কারন কিছু সময়ের জন্য বিব্রত হওয়াও ভালো কিছু না। আমাদের সময়ে এটা ছিল, আমরা জুনিয়র দের র‌্যাগ দিছি। যাদের র‌্যাগ দিছি তারা বাকী আমাদের রুমে আইসা গায়ের সাথে গা লাগাইয়া দোস্তের মত ঘুমাইছে। চইলা আসার সময় শব্দ কইরা কানছে। তোমরা বোকাচোদারা এই জিনিষ বুঝবানা। তবে খারাপ র‌্যাগিং ছিল, সেইটা তখনও সাপোর্ট করিনাই এবং এই কারনে এইটা এখন বন্ধ। র‌্যাগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হইছে। আমি যে কোন ধরনের র‌্যাগিংয়ের বিরুদ্ধে। আর আমারে লাথি মারতে চাইলে আসতে পারো মারতে না পারলেও ওই জিনিষ দেখায়া দিমু নে। বুঝতে পারছি তোমার ওই জিনিষ টা নাই। শোনো আমি ৩১ ব্যাচের, পুরান কলা ভবনে গিয়া আমারে আগামী রবিবারে পাইবা। আমন্ত্রন জানাইলাম।

৫৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

আলো চাই বলেছেন: Nishachor vobughure@ apnar ondokosh niye kora cmmnt tau dekhlam age. Na jene kotha bollen cz apnar cheye jara present stud tarai apnar chheye valo janen.tachhara apnar cmmnt er vasa babohar o valona. Plz..apni chup thakun. Blog jemo JU na, temni ahsan habib k tumi kore sommodhon korte parenna. Ahsan amar o junior kintu blog e thik e apni bole sommodhon korsi.so apni nijer dike kheyal korun.!

৫৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

আলো চাই বলেছেন: Nishachor vobughure@ apnar ondokosh niye kora cmmnt tau dekhlam age. Na jene kotha bollen cz apnar cheye jara present stud tarai apnar chheye valo janen.tachhara apnar cmmnt er vasa babohar o valona. Plz..apni chup thakun. Blog jemo JU na, temni ahsan habib k tumi kore sommodhon korte parenna. Ahsan amar o junior kintu blog e thik e apni bole sommodhon korsi.so apni nijer dike kheyal korun.!

৫৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

ক্ষণিক বলেছেন: এটা ফেইসবুক থেকে কপি পেস্ট করে লেখা

৫৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

রঙধনু বলেছেন: অথরিটির কন্টাক্ট ইনফো ..............

Phone : 880-2-7791040 (Off.), 880-2-7791850 (Res.)
Fax : 880-2-7791052
PABX : 880-2-7791045-51; Ext.- 1204 (Off.), 1307 (Res.)

E-mail : [email protected], or, [email protected]

Website : http://www.juniv.edu

৬০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

রঙধনু বলেছেন: @ ক্ষণিক --- হুমম, ফেইসবুকে লেখাটা ব্লগার স্বর্ণমৃগ ভাইয়ের-ই লেখা।

৬১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

নিশাচর ভবঘুরে বলেছেন: @মনজু মজুমদার: তোমার মাথা ভালোই কাম করে দেখি। তুমি বোকাচোদা সব বুঝে বসে আছো? স্বাধিকার ভাইরে বলা কথাগুলা আবার পইড়া দেখো। তোমার ঐ জিনিষ তোমার হাতেই ব্যাবহৃত হতে থাক, আমি দেখে কি করুম? আমি ঐ জিনিষের ব্যাবসা করিনা। তুমি করো, তুমি নিয়াই থাকো। আমার আছে কিনা দেখতে চাইলে, ভিলেজ পলিটিক্স না করে ধানমন্ডির দিকে আসো। ক্যাম্পাসের দেয়ালের ভেতরে বইসা আওয়াজ কমে দেও। রবিবারের গাঁজার আড্ডায় আসতে পারলাম না বলে দুঃখিত।


@আলো চাইঃ ভালো ব্যাবহারের জন্য যোগ্যতা লাগে। ছেলেটা মনজু গাধার কথায় সহমত জানিয়ে তার যোগ্যতা হারিয়েছে।

৬২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

রঙধনু বলেছেন: জাহানীরনগর ইউনিভার্সিটির ফেইসবুক ফ্যান পেইজ। প্রতিবাদ জানাতে পারেন সেখানে গিয়ে,

Click This Link

৬৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

স্বাধীকার বলেছেন:
আমি দুঃখিত আমার পরিচয় এখানে দিতে পারছিনা বলে।

ইতিমধ্যেই ক্যাম্পাসে এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাকে জানানো হয়েছে, প্রক্টর সহপ্রক্টর সবাই জেনেছেন। আশা করছি আর কিছুই হবেনা।
একটা কথা বলি-সব সময় আমি ছাত্রলীগের সমালোচনা করি। কিন্তু বর্তমানে ছাত্রলীগের যে প্রেসিডেন্ট জাবিতে আছে(জনি) তাকে আমি ব্যক্তিগতভাবে জানি-সে ভালো ছেলে, মেধাবী, তার রেজাল্টও ভালো। ভালোকে যদি ভালো না বলি তাহলে মন্দরা উৎসাহিত হবে। ইতিমধ্যেই জনিও বিষয়টি জেনেছে। আমাদের সাবেক জাকসুর একজন নেতা এখানের ব্লগার ও জামান ভাইও জেনেছেন। তিনি এখনো ক্যাম্পাসেই আছেন। আশা করছি ঘটনাটির সমাধান রাতের মধ্যেই হবে।
চাইবো যারা র‌্যাগিং দিয়েছে-তারা সাবধান হয়ে যাবে, এখান থেকে শিক্ষা নিবে। সময়ের সাথে অনেক কিছুর পাল্টায় যেমন সম্পর্ক নৈতিকতা, কালচার, সংস্কৃতি-তারপরও জাবিতে মেয়েদের জন্য এখনো নিরাপদ পরিবেশ আছে। আমাদের বাম ছাত্র সংগঠন গুলোও সেখানে অনেক ক্রিয়াশীল দীর্ঘদিন যাবৎ। সবচেয়ে বড় বিষয় হলো জাবি ক্যাম্পাস সকল ধরণের মৌলবাদী রাজনীতিমুক্ত। এখানের পরিবেশ এমনই যে, যে যা করতে চায়, তাই অবাধে করতে পারে। নিশ্চয় আমরা ভালটাকেই সাধুবাদ জানাবো।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

স্বর্ণমৃগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো
মেয়েটার নাম-রোল নম্বর জেনেছি, কিন্তু বিশ্বাসযোগ্য কাউকে ছাড়া ইনফো দেওয়াটা আমার জন্য খুবই অস্বস্তিকর...
ভাল থাকবেন।

৬৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

মনজু মজুমদার বলেছেন: নিশাচর ভবঘুরে তোমার মুখের ভাষাই বইলা দেয় তুমি সুযোগের অভাবে অধর্ষক।

আমারে ভুল বুঝছো তোমারে আমি ক্যাম্পাসে মারার লাইগা ডাকিনাই। আমরা আমরা কেমনে থাকি একটু দেইখা গেলা। তোমার হয়ত ভুল ভাঙতেও পারে।

৬৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

নিশাচর ভবঘুরে বলেছেন: যারা নিজেদের জাবির ছাত্র বলে দাবী করছেন, তাদের জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের স্ট্যাটাস (যিনি এই স্ট্যাটাস লিখেছেন, তিনি নিঃসন্দেহে দারুন একজন মানুষ, একজন ছাত্র। নিজের ক্যাম্পাসের প্রতি ভালোবাসা অটুট রেখেই তার বলা কথাগুলো, আশা করি নতুন পাখা গজানোদের লজ্জিত করবে। -


বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বিষয়টার সাথে আমি একদমই পরিচিত ছিলামনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে প্রথম র‌্যাগিং এর স্বীকার হই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে এরকম হেনস্থা হতে হবে জানলে কখনোই ভর্তি পরীক্ষা দিতে যেতাম না। অন্তত আমি যে পরিমাণ ভিতু টাইপের ছিলাম তাতে করে র‌্যাগিং বিষয়টা কোন মতেই আমার জন্য নয়। এমনিতেই বাবা-মাকে ছেড়ে কোন দুর-দুরান্ত থেকে ভিন্ন একটি জায়গায় গেছি পড়ালেখা করার উদ্দেশ্যে, সেখানে কোথায় সবাই সহযোগিতা করবে তা না সব সময় আতঙ্কে থাকতে হয়। মন চাইলেই কোথাও যেতে পারিনা, নিজের মত করে খেতে পারিনা, ঘুমাতে গেলে ভয় লাগে। এত এত আতঙ্কে ছিলাম যে দুইটি পরীক্ষা বাকি থাকতেই বাড়িতে চলে আসি। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঠিকই কিন্তু অনেকদিন এই আতঙ্কে ছিলাম।

র‌্যাগিং বিষয়টা আমাদের ঐ সময় অনেক বেশি ছিল। নতুন ব্যাচের প্রায় সবাইকে এক সাথে নিয়ে গিয়ে র‌্যাগিং করত সিনিয়ররা(পড়ুন পলিটিকালরা)। কখনো গভীর রাতে মুক্তিযুদ্ধের ট্রেনিং, কখনোবা বিভিন্ন অস্ত্র দিয়ে ভয় দেখানো, কখনো বাজে কোন কিছু করে দেখানো। সাধারনত খুব বিকৃত রুচির কেউ না হলে এরকম কাজ করাতে পারেনা। তবে আমাদের পরের ব্যাচগুলো থেকে র‌্যাগিং বিষয়টা নিয়ে বেশ আতঙ্ক তৈরি হওয়ার ফলে কর্তৃপক্ষ বেশ সোচ্চার হয়ে ওঠে। আমরা এর বিরুদ্ধে বেশ আন্দোলনও করেছিলাম। বিশ্ববিদ্যালয় শেষ করে আসা অবধি র‌্যাগিংটা অনেক কমে আসে। কিন্তু আমরা যে সময় র‌্যাগিং এর স্বীকার হয়েছি তখন মেয়েরা অন্তত আমাদের মত করে র‌্যাগিং এর স্বীকার হয়নি। আমাদের বান্ধবীরা আমাদের র‌্যাগিং এর কথা শুনে হাসত। তারা বিশ্বাস করতে পারতনা আমরা হলের ভেতর বা বাইরে এতটা আতঙ্কিত আছি। কেননা মেয়েদের হলগুলোতে বা বাইরেও এরকম কোন আলামত ছিলনা।

কিন্তু একটু আগে জানতে পারলাম জাহানারা ইমাম হলে নতুন ব্যাচের কোন এক মেয়েকে অমানবিক নির্যাতন করা হয়েছে এই র‌্যাগিং এর মাধ্যমে। শুনে খুবই খারাপ লাগল। বিশ্ববিদ্যালয়ে যদি এরকম অমানবিকতা চলতে থাকে তাহলে তা নতুন করে আতঙ্ক সৃষ্টি করবে। গত কয়েকদিন আগেও দেখে এলাম কর্তৃপক্ষ র‌্যাগিং এর বিষয়ে নীতিমালা টাঙ্গিয়ে রেখেছে প্রধান ফটকে। আমার মনে হয় ঘটনা যদি সত্যি হয় তাহলে কর্তৃপক্ষের সহযোগিতা নেয়াই ভাল। জাবিতে বর্তমান অধ্যায়নরত সকলকে র‌্যাগিং এর বিরুদ্ধে সোচ্ছার হবার জন্য অনুরোধ করছি।

৬৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

নিশাচর ভবঘুরে বলেছেন: @মজনুঃ তাই? তুমি সুযোগ পাইয়া ধর্ষক হইয়া িচি চুলাকচ্ছো খুশিতে? শোন, মারার জন্য না। আমিও তোমাকে এমনিতেই চায়ের দাওয়াত দিছি আর আছে নাকি দেখাইবার দাওয়াত দিছি। তোমার জিনিষ দেখার সাধ মিটাইয়া চায়ের আড্ডা জমাইতাম। আর জাবি আমার খুব প্রিয় ক্যাম্পাস। মাসের পর মাস থাকার অভিজ্ঞতা আছে, আমার। সত্যটুকু বললাম বলে তোমার খারাপ লাগলো? ৬৫ নং মন্তব্যের লেখাগুলো পড়ে দেখো।

৬৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

মনজু মজুমদার বলেছেন: আমার নিজের কাছেই খারাপ লাগতেছে, তোমার সাথে কথা বইলা কেন সময় নষ্ট করলাম। নাহ, তোমারে খুব বেশি গুরুত্ত্ব দিয়া ফেলছি। বেনামে ব্লগিং করার একটা মজা আছে বটে। আমি কেমন ইচ্ছে করলেই জানতে পার। তোমারে না করছে কে?

আর তোমার কমেন্টগুলাতে শুধু জনন অঙ্গ বিষয়ক বর্ননাই পাইতেছি। তোমার করা প্রথম কমেন্ট টা আবার পড়, এরপরেও তোমার সাথে যে কিভাবে এত ভালো ব্যবহার করতেছি বুঝতে পারতেছিনা।

৬৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

আন্ডারটেকার বলেছেন: আশ্চর্য , কোথায় একজনের সমস্যায় সবাই এক হবে, সেটা না করে আপনারা নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করেছেন?

৬৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

একজন ঘূণপোকা বলেছেন: অনেকে অনেক কথা বলতাছে, তারা ব্যাবস্থা না কি জানি নিবে। তাদের বলি ভাই আপনি কি ছাত্রলিগ করেন, যদি করেন তবে জাবিতে আপনার পদ কি? সাধারন স্মপাদক বা সভাপতি। যদি না হয় তবে আপনারা আমার বাল ফালাইতে পারবেন। ব্যবথা নেয়ে তো দুরের কথা। নিজের চামড়ারি যেখানে বেইল নাই

এবার নিজের কথা বলি, আমার বাড়ি জাবি ক্যাম্পাসের পাসে। জাবি আগে কি ছিল বা এখন কি হয়েছে তা আমি মনে হয় অনেক ভালই বলতে পারব। জাবি পরিবরত্ন হয়েছে কচু।


নিজের উনি বলে হুদাই সাপোর্ট না দিয়ে একটা আন্দোলন শুরু করুন। আর ২য় বছরের উথে গেলে সবাই র্যা গিং এর পক্ষে সাপোর্ট দিবে জানা কথা।

সম্পুরক ভাল না ছাই। কি যে একটা মানশিক টচার তা তো আপনারা ভাল জানেন। অনেকে পড়ালেকার প্রতি আগ্রহো হারিয়ে ফেলে।

আর ব্যাপারটা এমন যেন র্যা গ না খেলে সম্পুরক ভাল হঅয় না

৭০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

স্বাধীকার বলেছেন:
আপাতত নাম রোল রুম নম্বর এসব শেয়ার করার দরকার নেই। আমরা এমনিতেই হলে সেটা বন্ধকরতে বদ্ধ পরিকর আছে। আমার বন্ধু আছে সেখানে ৫ জন, ছোট ভাইও আছে কয়েকজন যারা জাবির শিক্ষক। তাদেরকেও বিষয়টি জানানো হয়েছে।
এখানে নাম উল্লেখ করা সমীচিন হবেনা, তাছাড়া মেয়েটিকে আগামী চার বছর বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে-সে বিবেচনায় নাম পরিচয় গোপন থাকাটাই সমীচিন। তবে আপনি নিশ্চিত থাকেন মাহবুব ভাই, অবশ্যই এর প্রতিকার পাবেন। শুধু এ বিষয়ে নয়, যেকোনো সময় জাবির যেকোনো বিষয়ে প্রয়োজন পড়লে ফেবুতে নক করবেন, আশা করি সমাধান হবেই হবে। সকল নোংরামীকে বন্ধ করতেই হবে-এসব নোংরামী আমাদের প্রাক্তনদের খুব কষ্ট দেয়। আমাদের সমাজ এসব র‌্যাগিং নামক অশ্লীলতাকে ঘৃণা করে।
ভালো থাকবেন। ফেবুতে ম্যাসেজ দিয়েছি।

৭১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

দ্য ইমোশনাল বলেছেন: জাহাঙ্গীরনগর থেকে বলছি:
আমরা বাংলাদেশীরা তিল কে ফুলিয়ে ফাঁপিয়ে তাল বানাতে ওস্তাদ। জাহাঙ্গীরনগরে জাহানারা ইমাম হলের র্যাগিং এর অভিযোগের ব্যাপারেও তাই হচ্ছে! ঘটনা অলরেডি তিল থেকে ঢোল হয়ে গেছে!! কয়েকটা পেজে দেখলাম দাবী করছে মেয়েটাকে নাকী বড়ভাইদের মনোরঞ্জন করতে পাঠানো হইছে!! এটা কী?
কিছু মানুষ ভার্সিটি প্রশাসন কে ব্লেম দিচ্ছে। অথচ প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। প্রশাসন গত তিন বছরে র্যাগিং এর বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিছে। ক্যাম্পাসের সবখানে র্যাগিং বিরোধী পোষ্টার ঝুলছে, প্রশাসন এর নম্বর টানানো হলে হলে, ক্যাম্পাসের সকল পয়েন্টে, সব প্রোগ্রামে র্যাগিং এর বিরুদ্ধে সচেতনতা তৈরীর চেষ্টা চলছে, গত তিনবছরে সুনির্দিষ্ট অভিযুক্তরা সবগুলো বহিষ্কার হয়েছে। র্যাগিং ৯০ভাগ কমে গেছে।
আর মেয়েদের র্যাগিং বিচ্ছিন্ন ঘটনা। নরমালি মেয়েদের হলে র্যাগিং খুবই রেয়ার। ছেলেরাও মেয়েদের র্যাগ দেয়না।
এই ঘটনার দায় কোনভাবেই ভার্সিটির নয়, কারন সাইকো পাবলিক সবখানেই আছে। প্রশাসন এর পক্ষে আট দশ হাজার ছাত্রছাত্রীর রুমে রুমে গিয়ে পাহারা দেয়া তো আর সম্ভব না।
প্রশাসন আর কী করতে পারে?

*অলরেডি এই ঘটনায় প্রশাসন পদক্ষেপ নিয়েছে, তদন্ত চলছে, অভিযোগ প্রমানিত হলে বহিষ্কার হবে।
*ভাইয়েরা দয়াকরে জাহাঙ্গীরনগর নিয়ে লোকমুখে শোনা গালগল্প ছাড়া বন্ধ করেন। এতে হিট বাড়ে কিন্তু কাজের কাজ কিছু হয়না।

৭২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

রঙধনু বলেছেন: এই ঘটনার অসাধারণ এন্ডিং হয়ছে, নিজেকে প্লাস ফ্যামিলিকে রিস্কে ফেলতে কে চায় বলুন ???
---------------------------------------
আপডেট এবং ডিসক্লেইমারঃ

বাংলা মুভির মতই ঘটনার মোড় এখন পুরোপুরি উল্টোদিকে।
মেয়েটার ভাইয়ের সাথে কথা হয়েছে। যেই মেয়ে গতকাল রাতেও ফোন করে কান্নাকাটি করেছে, আজ সেই মেয়েই কারো প্রশ্নের মুখোমুখি হলে সবকিছু অস্বীকার করবে বলে জানিয়েছে।
মেয়ের ফ্যামিলি এখন আর তাকে জাবি’তে পড়াতে চাইছেনা।
আমার কাছে কলরেকর্ডিং ও আছে কিন্তু ওটা নিয়ে আর মাথা ঘামাতে চাইনা, কাউকে শোনাতেও চাইনা। আমাকে বারবার কেঁদে-কেঁদে অনুরোধ করা হয়েছে ব্যাপার টি এখানেই শেষ করার জন্য...
হল প্রভোস্টের পক্ষ থেকে সব মেয়েকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু কোন মেয়েই স্বীকার করেনি এবং ঘটনার কোন সত্যতা নাকি পাওয়া যায়নি।
অবাক হইনি। সাইলেন্স কোড অব কন্ডাক্ট বলে কথা!

৭৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ক্ষণিক বলেছেন: গতকাল রাত থেকেই ফেসবুকে একটি খবর সবাই সেয়ার করেছেন “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আই.টি. - ১ম বর্ষের একজন ছাত্রীকে জাহানারা ইমাম হলের সিনিয়র আপুরা র‍্যাগ (rag) দিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে।” প্রমাণ সহ বলতে পারি এই খবরটি সম্পূর্ণ একটই গুজব ছাড়া আর কিছুই না।

জা.বি’র একজন বর্তমান ছাত্র আমি, আমি যখন গতকাল রাতেই এই খবর শুনতে পাই সাথে সাথেই খবরের সত্যতা অনুসন্ধান করার চেষ্টা করেছি। এবং আজ সকাল ১০ টা থেকে সশরীরে ক্যাম্পাসে থেকে এর সত্যতা সম্পর্কে অনুসন্ধান করেছি। এবং অনুসন্ধান করে জেনেছি এটি একটি গুজব। অনুসন্ধান প্রক্রিয়া এবং এটি যে একটি গুজব তাঁর প্রমাণ নিচে দিচ্ছি।

১. রাতে মাহাবুব হাসান ভাই প্রথম এই খবরের স্ট্যাটাস দিয়েছিলেন এবং রাতেই আমি তার সাথে ফোনে যোগাযোগ করে ‘কথিত’ লাঞ্ছিত মেয়েটির নাম এবং রোল নাম্বার সংগ্রহ করেছিলাম। এবং রাতেই জাহানারা ইমাম হলে আমার সহপাঠী এবং জুনিয়র মেয়ের সাথে আলাপ করার চেষ্টা করেছি মেয়ের পরিচয় গোপন রেখে। রাতে কিছুই জানতে পারিনি কারন তখন প্রায় মধ্যরাত।

২. আজ সকালে মাহাবুব ভাইয়ের সাথে যোগাযোগ করে কথিত ভিক্তিম মেয়ের ‘কথিত’ ভাইয়ের মোবাইল নাম্বার সংগ্রহ করি এবং তার সাথেও যোগাযোগ করি। কিন্তু সে এই ব্যাপারে আমার সাথে কথা বলতে নারাজ ছিলেন। তখনি সন্দেহ করছিলাম এটি একই গুজব।

৩. এর পর আমি যোগাযোগ করি জাহানারা ইমাম হলের হল সুপারের সাথে এবং প্রভোস্ট এর সাথে। জাহানারা ইমাম হলে আইটি- ১ম বর্ষের মাত্র দুইজন মেয়ে হলে উঠেছে। এবং সেই জুইজনের কেউই র‍্যাগের স্বীকার হয়নি এবং এই সম্পর্কে কিছুই জানে না। এবং পরবর্তীতে আমি হল সুপারের কাছে কথিত ভিক্টিম মেয়ের নাম বলেছি এবং হলের রেজিস্ট্রি খাতা খুঁজে জানতে পেরেছি, যেই মেয়ের নাম আমাকে বলা হয়েছে সেই নামের মেয়ে এখনো হলেই উঠেনি। সেখানে তাকে র‍্যাগ দেয়ার প্রশ্নই আসেনা। এখানে একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই- হলে প্রথম যেদিন কেউ উঠে সেদিনই একটা স্লিপের মাধ্যমে তাকে হলের রুম নাম্বার ঠিক করে দেয়া হয়, অর্থাৎ সেই নামের কেউ হলে উঠে থাকলে সেটার প্রমাণ তো থাকবেই। এখানেও প্রমান হয় ঘটনা গুজব ছাড়া কিছুই না।

৪. এর পর আমি যোগাযোগ করি ‘ব্লগার শারমিন রেজওয়ানা’ আপুর সাথে। তিনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী। তিনিও গতকাল রাত থেকে ভার্সিটির ‘এসিস্ট্যান্ট প্রোক্টর’ এর সাথে যোগাযোগ করেছেন, এবং জাহানারা ইমাম হলের দুই জন হল সুপারের সাথে যোগাযোগ করেছেন। তিনিও এই ঘটনার কোনও সত্যতা খুঁজে পান নি। অর্থাৎ এটি একটি গুজব ছাড়া আর কিছুই না।

৫. সব শেষ যখন আমি নিশ্চিত হলাম এটি একটি গুজব, তখম আমি আবার সেই ‘কথিত ভিক্টিম’ মেয়ের কথিত লতায় পাতায় ভাইকে (কাজিন) ফোন করেছি, যার মাধ্যমে মাহাবুব ভাই এই ব্যাপারে জেনেছিলেন। সেই কথিত ভাইকে ফোন করে ঝাড়ি দেয়ার পর তিনি নিজে আমাকে বলেছেন, “সরি ভাই, আমি পুরো ব্যাপারটার জন্য দুঃখিত। আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন কাজ করবো না।” সব শেষে আবারো প্রমাণ হয় এটি একটি রটানো গুজব।

অনেকেই দেখলাম সকালে ফেসবুকে বলেছেন, ভিক্তিম মেয়েটি নিরাপদে আছে বলে ভার্সিটির ভিসি আশ্বস্ত করেছেন। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারলাম, ভিসিকে মেয়েটির নাম ধাম, রোল নাম্বার কিছুই জানানো হয়নি। এক্ষেত্রে ভিসি কিভাবে আশ্বস্ত করেছেন যেখানে ভিক্টিমেরই কোনও খবর তিনি জানেন না, আর অস্তিত্ব নেই! এটিও একটি গুজব।

একটি অসাধু মহল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামে সব সময়েই খারাপ কথা গুজব আকারে প্রচার করে আসছে। জাবি প্রশাসন সব ধরণের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ভাবে সোচ্চার। আর র‍্যাগিং নামক কুপ্রথা ও ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আরো বেশি সোচ্চার। ক্যাম্পাসের প্রতিটি ভবনে , মূল গেইটে র‍্যাগিং এর বিরুদ্ধে অভিযোগ কয়ার জন্য প্রক্টর, মহিলা প্রোক্টর এবং প্রশাসনের ফোন নাম্বার পোস্টারিং এর মাধ্যমে দেয়া আছে। একটি মাত্র ফোন করলেই দ্রুততম সময়ে র‍্যাগিং এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়। সেখানে এমন র‍্যাগিং কখনোই হওয়া সম্ভব না। বিগত কয়েক বছর ধরেই র‍্যাগিং নামক অসামাজিক কাজটি একেবারেই বন্ধ আছে।

সব শেষে বলব, গুজবে কান দিবেন না। এবং গুজব ছড়িয়ে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। গতকাল রাতে যিনি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি ইতোমধ্যে ডিস্ক্লেইমার ও দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। আর তিনি বলেছিলেন “প্রথমে র‍্যাগিং দিয়ে শুরু হলেও পরে ভার্সিটির বড় ভাই/নেতাদের মনোরঞ্জনে শরীরটাও বিকিয়ে দিতে হয় টিকে থাকতে হলে।" এতি সম্পূর্ণ মিথ্যে কথা। গত ৪১ বছরের ইতিহাসে জাবিতে এমন কিছুই হয়নি। বরং আমি নিশ্চিত করতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জুনিয়রের মাঝে যে সুসম্পর্ক বিরাজমান টা দেশের অন্য কোনও ভার্সিটিতে পাওয়া যাবে না। এই বিসয়ে গতকালকের স্ট্যাটাসদাতা দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়েছেন।

আবারো বলছি, গুজবে কান দিবেন না। র‍্যাগিং এর বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। র‍্যাগিং প্রতিরোধ করতে জাবি যেমন বদ্ধ পরিকর তেমনি ভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যেন ব্যাবস্থা নেয়া হয় সেই আশা করছি।
-
গতকাল রটে যাওয়া গুজব ঠেকাতে এবং সত্য ঘটনা সবাইকে জানানোর জন্য ফ্রেন্ডলিস্টের সবাইকে বলবো, এই স্ট্যাটাসটি সেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিবেন।

ধন্যবাদ
Click This Link

৭৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

বাসকপাতা বলেছেন: সত্যটা জেনে তারপর ব্লগিং করুন ভাইয়া, সস্তা জনপ্রিওতা পাওয়ার জন্য এসকল মিথ্যা নাটক বন্ধ করুন । আমি জাবির আই আই টির একজন ছাত্র, দয়া করে আমদের আই আই টি পরিবার কে কলঙ্কিত করবেন না ।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:২৩

স্বর্ণমৃগ বলেছেন: বাসকপাতা, আমি সস্তা জনপ্রিয়তার জন্য ব্লগিং করিনা এবং মানুষের জন্য ও করিনা, আমি নিজের মনের তাগিদে ব্লগিং করি।
আমি যা লিখেছি, প্রতিটা অক্ষর সত্য।
ভাল থাকুন।

৭৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

ইলুসন বলেছেন: এখানে দুটি ব্যাপার হতে পারে।

১। হয় এটা পুরোটাই বানানো কাহিনী।

২। তা নাহলে মেয়ে এখন ভয়ে সব কিছু অস্বীকার করছে। আমরা ইউল্যাবের কাহিনীর সময়েও দেখেছিলাম তারা নিজের পিঠ বাচাতে চাইছিল। এখানেও একই রকম হচ্ছে নাকি কে জানে!

যাইহোক র‍্যাগিং এর বিরুদ্ধে সব বিশ্ববিদ্যালয়ে ব্যাবস্থা নেয়া হোক। সিনিয়রদের উচিত জুনিয়রদের সাথে আপন বড় ভাই/বোনের মত আচরণ করা।

৭৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

দ্য ইমোশনাল বলেছেন: বানোয়াট তথ্যে পরিপূর্ণ এই পোষ্টটি সরিয়ে ফেলা হোক। আপনার কথিত উক্ত মেয়েটি এখনো হলেই ওঠেনি।
এ বিষয়ে যথেষ্ট প্রমান আছে। এই পোষ্টটি আপনার বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের মানহানি করার ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমান হিসেবে ব্যবহৃত হতে পারে। আপনার শুভাকাঙ্খী হিসেবে বললাম। শোনা না শোনা আপনার ব্যাপার।

৭৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাবসাবে মনে হৈতাছে আপনারে ফাসিঁ না দিলে এদের কইলজা ঠান্ডা হৈবোনা।

৭৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

নষ্ট ছেলে বলেছেন: জাবি তাহার ঐতিহ্য রক্ষার স্বার্থে ঘটনা ধামাচাপা দিতে সফল হইয়াছে। এই পোস্ট এখন ভ্যালুলেস। পোস্ট ডিলিট মারিতে পারেন।
The End.

৭৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

দ্য ইমোশনাল বলেছেন: চেয়ারম্যান সাব, আমি মাহবুব লেখক কে ব্লেম দিচ্ছিনা। তিনি যে কাজটা করেছেন, সঠিক করেছেন। তার জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম। তিনি কেবল একটা আবেগময় মেসেজের মানবিক আবেদনে সাড়া দিয়েছিলেন। উনি আসলে পরিস্থিতির স্বীকার
তার ভাল চাই বলেই কথাটা বললাম। ভেতরের অনেক কিছুই বলতে পারছিনা বলে দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.