![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ই সাধারণ একজন মানুষ। ফেসবুকেঃ https://facebook.com/MahbubHasanM/
২০১৩ সালে রিলিজ হওয়া মুভিগুলো এক এক করে ডাউনলোড করতে গিয়ে আন্ডাররেটেড হওয়া স্বত্তেও অনেকটা কৌতুহলের বশে ডাউনলোড করে ফেললাম মুভিটা। কারন এই মুভিটার নাম অসাধারণ আরেকটি মুভির সাথে জুড়ে আছে, টম হ্যাংক্স এর "সেভিং প্রাইভেট রায়ান"।
সেই সাথে মুভির ডিরেক্টর ও ফ্যামিলিয়ার ফেস বলা চলে। Fearless এর ডিরেক্টর রনি উ, প্রায় সাত বছর পর তার প্রথম কাজ এই মুভি।
দেখতে বসেই মুভিটা ভাল লেগে গেল। তারপর "সেভিং প্রাইভেট রায়ান" এর মত এটিও প্রিয় মুভির তালিকায় চলে এলো।
চাইনিজ মুভি বলেই হয়তো আন্ডারএস্টিমেট করা হয়েছে, হলিউডি মুভি হলে নিঃসন্দেহে এটি আলোচনায় উঠে আসত এবং রেটিং অনেক উপরে থাকত।
১০২ মিনিট রানটাইমের এই মুভিটি রিলিজ হয়েছে চলতি বছরের এপ্রিলে।
সাম্প্রতিক চাইনিজ মুভিগুলোর প্লটে সাধারণত খুব একটা হেরফের দেখিনা।
গুরু-শিষ্যের রসায়ন, রাজনৈতিক ষড়যন্ত্র, ভ্রাতৃত্ব, ভালবাসা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ... প্রায় প্রতিটি চাইনিজ মুভিতে যেসব মসলা বা উপাদান থাকে, এতেও তাই আছে। ট্রয় এর প্লটের সাথে এটার প্লট ও কিছু ক্ষেত্রে একসূত্রে গাঁথা।
ট্রয় এ যেমন দুইটি জাতি একটি নারীকে কেন্দ্র করে যুদ্ধে লিপ্ত হয়ে হাজার হাজার প্রাণ অকাতরে নষ্ট হয়, এই মুভিতেও তেমনি দুই গোষ্ঠীর হাজারো প্রাণ নষ্টের পেছনে একজন নারী অনুঘটক হিসাবে কাজ করেছে। তবে বাড়তি উপাদান হিসাবে আরো কিছু পাবেন, সেগুলো মুভিতেই দেখে নেবার পরামর্শ দিব।
সংক্ষিপ্ত প্লটঃ মুভির কাহিনী শুরু হয় ন্যারেটিভ ভয়েসে, জেনারেল ইয়েং এবং তার সাত ছেলের সংক্ষিপ্ত পরিচয় ও ইয়েং ফ্যামিলির বর্ণনার মাধ্যমে।
জেনারেল ইয়েং এর ষষ্ঠ ছেলে লর্ড প্যানের মেয়ে প্রিন্সেস চাই এর জন্য তার ভাইয়ের সাথে ফাইটে লিপ্ত হয় এবং এ্যাক্সিডেন্টালি লর্ড প্যানের পুত্র মারা যায়।
এদিকে খবর আসে বহু পুরানো শত্রু খিতান আর্মি শহরের দিকে আসছে। সম্রাটের নির্দেশে জেনারেল ইয়েং এবং লর্ড প্যান খিতান আর্মিকে থামানোর জন্য যুদ্ধে রওনা হন। কিন্তু মাঝপথে পুত্র হত্যার প্রতিশোধ নিতে লর্ড প্যান জেনারেল ইয়েং এর সাথে বিশ্বাসঘাতকতা করে পিছু হটে যান। ফলশ্রুতিতে জেনারেল ইয়েং খিতান আর্মির এ্যামবুশে আটকা পড়েন ওলফ মাউন্টেইনে।
এদিকে জেনারেল ইয়েং এর সাত ছেলে মায়ের কথা অনুযায়ী যুদ্ধসাজে তাদের পিতাকে উদ্ধারের জন্য রওনা হয় ওলফ মাউন্টেইনের উদ্দেশ্যে। ওদিকে খিতান আর্মির নেতৃত্বে থাকা Yelu Yuan জেনারেল ইয়েং এর সাত ছেলের জন্য ফাঁদ পেতে অপেক্ষা করছে। প্রতিজ্ঞা করেছে অতীতের যুদ্ধে জেনারেল ইয়েং এর হাতে পিতৃহত্যার প্রতিশোধ নিতে ইয়েং ফ্যামিলির প্রত্যেক কে নিজ হাতে খুন করবে।
এরপর থেকেই মুভির ক্লাইম্যাক্সের শুরু। অসাধারণ সব ব্যাটল ফাইটিং সিন দেখার সাথে মুভির প্লট গতিময় হয়ে যায় এখান থেকেই...
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৭
স্বর্ণমৃগ বলেছেন: হুম। বিনোদন হিসাবে বরাবর ই মুভিকেই প্রেফার করি।
২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৬
বোকামন বলেছেন:
চাইনিজ মুভি বলেই হয়তো আন্ডারএস্টিমেট করা হয়েছে
হূম !
ভালো একটি মুভি... পোস্টে প্লাস।।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ব্রো
ভাল থাকুন
৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখা দরকার.......এইটাও দেখি নাই।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৩
স্বর্ণমৃগ বলেছেন: আন্ডাররেটেড হওয়াতে অনেকেই দেখেনি। সময় সুযোগ করে দেখে ফেলুন, ভাল্লাগবে আশা করি।
৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মুভি রিভিউটা ভালো লাগল। অচিরেই নামিয়ে দেখা শুরু করব।
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ব্রো
দেখেন, ভাল্লাগবে আশা করি
৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪
সোহাগ সকাল বলেছেন: মাহবুব ভাই না?
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০২
স্বর্ণমৃগ বলেছেন: আরে সোহাগ যে!
ইয়াপ!
৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৪
সানড্যান্স বলেছেন: সুন্দর রিভিউ ভাইয়া!! থ্যানক্স!!!
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ব্রো
ভাল থাকুন
৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০
এহসান সাবির বলেছেন: দেখতে হবে। ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪
স্বর্ণমৃগ বলেছেন: দেখে ফেলুন সময় করে।
ভাল থাকুন
৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৮
chai বলেছেন: রিভিউ ভাল হয়েছে । ২০১৩ সালের কিছু ভাল মুভির নাম দিবেন দিলে ভাল হয় ।
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
নিচের গুলো দেখতে পারেন...
A Good Day To Die Hard (2013)
Fast And Furious 6 (2013)
Man of Steel (2013)
Olympus Has Fallen (2013)
Parker (2013)
Snitch (2013)
The Call (2013)
Side Effects (2013)
Iron.Man.3.2013
Dead Man Down (2013)
৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দেখি নাই।
দেখতে হবে।।
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪১
স্বর্ণমৃগ বলেছেন: সময় করে দেখে ফেলেন দূর্জয় ভাই।
মিস করাটা ঠিক হবেনা...
১০| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪১
আমিনুর রহমান বলেছেন:
ডাইনলোড করে দেখে নিবো !
রিভিউ ভালো হয়েছে +++
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ব্রো
ভাল থাকুন
১১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৫
শাওণ_পাগলা বলেছেন: রিভিউ ভালো হয়েছে। ডাউনলোডে দিয়ে ঘুমাতে গেলাম। আশা করি ভালোই লাগবে।
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন
১২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৭
রেওয়ান বলেছেন: The Great Gatsby(2013)
Epic(2013)
The Last Stand (2013)
Hansel & Gretel-witch Hunters (2013)
Pain & Gain (2013)
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪
স্বর্ণমৃগ বলেছেন: উপরের দুইটা এবং শেষের টা দেখা হয়নি এখনো।
ভাল প্রিন্ট এলেই দেখে ফেলব।
ধন্যবাদ
১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১
রেওয়ান বলেছেন: ভালো প্রিন্ট ই এসেছে...... 1080p
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২
স্বর্ণমৃগ বলেছেন: যাক। ভালই হল।
আজ ডাউনলোড দিব।
১৪| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬
কাফের বলেছেন: চমৎকার রিভিউ ++++
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন
১৫| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০
হাসান মাহবুব বলেছেন: আমি সম্ভবত কোন চিনা মুভি দেখি নাই। এটা দেখে ফেলতে পারি।
+
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩১
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই
দেখে ফেলেন, নিরাশ হবেন না আশা করি
১৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: নামাইতে দিলাম
ধন্যবাদ
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২
স্বর্ণমৃগ বলেছেন: দেখে ফেলুন, আশা করি নিরাশ হতে হবেনা
১৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৮
শাকিল ১৭০৫ বলেছেন: নামিয়ে দেখতে হয় তো !
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৩
স্বর্ণমৃগ বলেছেন: সময় করে দেখে ফেলুন।
ভাল থাকবেন
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৭
বশর সিদ্দিকী বলেছেন: গত পরশু দেখলাম। আপনার সাথে পুরোই একমত। আমাকে খুব ভালো একটা ইনস্পাইরেশ করছে।
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২
স্বৈতী ইসলাম বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল বিনোদন