নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে ভেবে অবাক হই-জীবন টা এত সুন্দর কেন!!!

স্বর্ণমৃগ

খুব ই সাধারণ একজন মানুষ। ফেসবুকেঃ https://facebook.com/MahbubHasanM/

স্বর্ণমৃগ › বিস্তারিত পোস্টঃ

কিছু দরকারী ওয়েবসাইট, সংগ্রহে রাখুন-কাজে আসবেইঃ পর্ব-এক

১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:২০





ডেটিং স্পেশালিস্ট



অনেকেই আছে নতুন প্রেমে পড়েছেন বা রিলেশনে জড়িয়েছেন। প্রতিটা রিলেশনেই নানা ধরণের সমস্যা থাকে এবং সেসব সমস্যার সমাধাণের জন্য লাভগুরু টাইপ বন্ধু-বান্ধব বা ব্যক্তির কাছে ছোটেন, তাদের জন্য একটি সাইটের সন্ধান দিচ্ছি।

প্রেম-ভালবাসা-রিলেশন নিয়ে নানা ধরণের অসংখ্য টিপস পাবেন এই সাইট থেকে।



ফ্যাক্টবুক



অনেকেই জানেন পৃথিবীর প্রায় প্রতিটা ঘটনা এবং বিষয়বস্তু সম্পর্কে Central Intelligence Agency (CIA) নজরদারি করে এবং সেগুলো সম্পর্কে তথ্য জমা রাখে, কিন্তু এটা কি জানেন যে এসব তথ্যকোষ থেকে অনেক গুরুত্বপূর্ন তথ্য-ই তারা পাব্লিক করে রেখেছে? অনেক অজানা বিষয় এবং ফ্যাক্ট সম্পর্কে জানা এবং রিসার্চ করার জন্য সিআইএ এর অফিসিয়াল এই সাইট টি হতে পারে আপনার জন্য অফুরন্ত জ্ঞানভান্ডারের উৎস।



হাউ স্টাফ ওয়ার্কস



অনেক বিষয় এবং বস্তু আছে যেগুলো সম্পর্কে আমরা জানতে চেষ্টা করি। এটা কেন হয়-কিভাবে হয়-কারন কি...নানা রকম প্রশ্ন জাগে।

আবার অনেক বিষয় এবং বস্তু আছে যেগুলো সম্পর্কে আমরা জানিনা তাই জানার চেষ্টাও করিনা... এমন অনেক অনেক বিষয় সম্পর্কে জানার জন্য এই ওয়েবসাইট টি হতে পারে আপনার জন্য অমুল্য এক আধার, যা আপনার দৃষ্টিভঙ্গি এবং জানার পরিধি কে পাল্টে দিবে।



মাইন্ড টুলস



অন্তর্জাল জুড়ে অসংখ্য ব্লগ ছড়িয়ে আছে যেখান থেকে অনেক ইউজফুল এবং ইন্টারেস্টিং বিষয় জানতে এবং শিখতে পারবেন, কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য ইউজফুল এমন ব্লগ কয়টি আছে? মাইন্ডটুলস ব্লগটি থেকে আপনি "প্রাক্টিক্যাল ক্যারিয়ার স্কিল" গুলো সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন যা আপনার কর্মক্ষেত্রে প্রয়োগ করে নিজের কর্মদক্ষতা এবং অবস্থান কে আরো উপরে নিয়ে যেতে পারবেন।

এন্ট্রি-মিড লেভেল জব সিকার এবং জব হোল্ডারদের জন্য অনেক হেল্পফুল একটি ব্লগ।



ল্যুমোসিটি



অনেকেই ফেসবুক এবং অনলাইনের বিভিন্ন সাইটে গেম খেলেন। অনেকের পরিবারেও বাচ্চা থাকে যারা অনলাইনে গেম খেলে। কিন্তু বেশিরভাগ গেম ই হয় টাইমপাসিং টাইপের যা থেকে সময় নষ্ট ছাড়া শেখার বা কাজে লাগানোর মত কিছু থাকেনা। এই সাইটে যে গেমগুলো আছে সেগুলো মূলত ব্রেন গেম। শুধু পাজল গেম নয়, হরেক রকম। এই সাইট টিতে গেম খেলার মাধ্যমে আপনার ব্রেন কিভাবে কাজ করে, আপনার ব্রেনের শক্তিশালী এবং দূর্বল দিক, দূর্বল দিক গুলোকে শক্তিশালী করা, স্মৃতিশক্তি কে বাড়ানো, ম্যাথের দূর্বলতা কাটিয়ে ওঠা সহ নানা বিষয়ের উপর ব্রেন কে ট্রেনিং দিতে পারবেন।



আজ এ পর্যন্তই। আবারও সময় পেলে নতুন কিছু দরকারী ওয়েবসাইটের সন্ধান নিয়ে আসব।

মন্তব্য ৪৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৬

আম্মানসুরা বলেছেন: পোস্ট প্রিয়তে।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৬

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ :)

২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৭

সাজিদ কবির বলেছেন: প্রিয়তে নিলাম

১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৩

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ :)

৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

শাকিল ১৭০৫ বলেছেন: প্রিয়তে ফালাই দিলাম ঘেচাং কইরা

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৩

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ শাকিল :)

৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:১২

ব্লকড বলেছেন: কাজের জিনিস :) ভালো লাগা রইল।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৮

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ :)

৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩

উজবুক ইশতি বলেছেন: পোস্ট প্রিয়তে। ধন্যবাদ

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৭

স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ইশতি

৬| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:১০

একজন ঘূণপোকা বলেছেন: লগ ইন করতে বাধ্য হলাম

অনেক কাজে লাগবে।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩১

স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ ঘুণপোকা :)

৭| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আশা করি কাজে লাগবে :)

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

স্বর্ণমৃগ বলেছেন: কাজে লাগলেই সার্থক :)

৮| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:৪২

রাতুল_শাহ বলেছেন: ১ মিনিট দাঁড়ান ভাই, ২ মিনিটের মধ্যে ঘুরে আসছি।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

স্বর্ণমৃগ বলেছেন: হাহাহাহাহহাহ

৯| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম, যাতে দরকারে কাজে লাগাতে পারি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০০

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী :)

১০| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৮

দিবা স্বপ্ন বলেছেন: পোস্টটি শোকেসে রাখলাম এবং অবশ্যই প্লাস দিলাম।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০১

স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ দিবা স্বপ্ন :)

১১| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: থ্যাংকু ।

সাথে নিয়া গেলাম।

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০১

স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১২| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৭

তোফায়েল খান বলেছেন: প্রিয়তে রাখিয়া দিলাম। ভবিষ্যতে দরকার হইলে এইটা দিয়ে কান চুলকাইবো। B-)

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

স্বর্ণমৃগ বলেছেন: লোল! :)

১৩| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৪

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
+++

:)

১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ভাইজান :)

১৪| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:২২

অস্পিসাস প্রেইস বলেছেন: কাজের জিনিস :) ভালো লাগা রইল।

+++

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ :)

১৫| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

হাসান মাহবুব বলেছেন: বালা ফুস্ট। পেলাচ।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ হামা ভাই :)

১৬| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৩:১৯

মামুন হতভাগা বলেছেন: রাখলাম প্রিয়তে
+++++

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :)

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: চ্রম :)

+ +

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৪

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ নিওফাইট :)

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

তারাবেষ্ট বলেছেন: yes , they are good. thenk you.

১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৭

স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৯| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪৫

সুমন জেবা বলেছেন: কাজের জিনিস ..প্রিয়তে ..

১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৭

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ভাইজান

২০| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৮

এম.ডি অভ্র বলেছেন: অনেক ভালো লাগলো......পোষ্ট এর জন্য শুভ কামনা থাকলো....

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ অভ্র

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

রাশেদুজ্জামান তুষারর বলেছেন: :) :) :)

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৮

স্বর্ণমৃগ বলেছেন: :)

২২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

লিযেন বলেছেন: B-) :-&

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৬

স্বর্ণমৃগ বলেছেন: :)

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪

মরুচারী বেদুঈন বলেছেন: জোস.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.