![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ই সাধারণ একজন মানুষ। ফেসবুকেঃ https://facebook.com/MahbubHasanM/
ক'দিন আগে ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে অনেকে ইনবক্স এবং কমেন্টে যুক্তি দেখিয়েছিলেন সেক্স সম্পর্কে শিখতে বা জানতে হলে পর্ণের বিকল্প নেই। শুধু তাই নয়, "এখন যৌবন চলছে, এখন পর্ণ না দেখলে কখন দেখব", "তাছাড়া বাংলাদেশের মানুষ সেক্সের ব্যাপারে এখনো অজ্ঞ। পর্ণ দেখা ছাড়া উপায় কি বলুন। আফটার অল কিছু শিখতে তো পারছি" টাইপ ইত্যাদি হাস্যকর যুক্তি দেখিয়ে পর্ণ নামের ভয়াবহ একটি ড্রাগ কে বৈধতা দেবার চেষ্টা অনেকের কাছে ডালভাতের মতই স্বাভাবিক একটা ব্যাপার।
ওদের যুক্তি কে যদি সঠিক ধরে নেই তাহলে আরেকটি প্রশ্ন মনে জাগে, পর্নের উৎপত্তি হবার আগে তাহলে মানুষ কি সেক্সুয়াল ইন্টারকোর্স করে হ্যাপি ছিলনা? যদ্দুর জানি, আগেকার মানুষগুলোর মর্দামী শক্তি এখনকার মানুষদের তুলনায় অনেক উন্নত ছিল। পর্ণ না দেখেও ওরা যখন তখন ইচ্ছেমত শারীরিক আনন্দ উপভোগ করতে পারতো, এ যুগের মানুষদের মত এত "লং লাস্টিং কনডম/স্প্রে বা ভায়াগ্রা টাইপ বটিকার ব্যবহার ওদের করতে হতনা!
এনিওয়ে, আগের কথায় ফিরে আসি।
প্রশ্ন হল, সেক্স সম্পর্কে জানতে বা শিখতে পর্ণ কেন? এসব ব্যাপারে জানতে বা শিখতে হলে ম্যাটেরিয়ালের কোনো অভাব তো এই অন্তর্জালে নেই। সেক্স এডুকেশনের উপরে অনেক লেখা, ভিডিও অন্তর্জালে খুজলেই যেখানে পাওয়া যায় সেখানে শুধু পর্ণের মধ্যেই কেন সীমাবদ্ধ থাকছে আমাদের সেক্স সম্পর্কে জানার চেষ্টা?
তাহলে কি প্রশ্নটা করতে পারিনা-আমরা কি আসলেই শেখার জন্য পর্ণ দেখছি, নাকি আমাদের গোপন লালসা কে বিকৃত উপায়ে চরিতার্থ করার চেষ্টা করছি?
এই আলোচনা আপাতত তোলা থাকুক।
অনেকে প্রশ্ন করতে পারেন, পর্ণ এবং সেক্স এডুকেশনের মধ্যে তফাৎ টা কোথায়? দুটোর মধ্যেই তো ন্যুড ছবি/এ্যাক্ট থাকে।
ভাল প্রশ্ন! আসুন পর্ণ এবং সেক্স এডুকেশনের পার্থক্য বোঝার চেষ্টা করিঃ
যারা পর্ণোগ্রাফি তৈরির সাথে জড়িত, এদের মূল উদ্দেশ্যই হল টাকা কামানো। পর্ণের মধ্যে যেসব ইনফরমেশন/ভিজ্যুয়াল এ্যাক্ট দেখানো হয়, সেগুলোর সাথে বাস্তবের কোনো মিল থাকলো কি থাকলোনা সেটা নিয়ে তাদের কোনো মাথাব্যাথা নেই। পর্ণ নির্মাতারা পর্ণের মাধ্যমে মানুষের মনের গোপন লালসা আর লিপ্সা উস্কে দিয়ে সেক্সুয়ালি স্টিম্যুলেট করে। যেমন টি টেলিভিশনের রেসলিং শো তে করা হয়ঃ "প্লীজ ডোন্ট ট্রাই দিজ এ্যাট হোম"!
পর্ণের মধ্যে ইউজড পুরুষ/মেয়ে গুলোর ফিজিক্যাল স্ট্রাকচার ও বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবের থেকে আলাদা থাকে। হয় প্লাস্টিক সার্জারী নয়ত শারীরিক গঠন বা চেহারা ন্যাচারালিই সুন্দর এমন পুরুষ/মেয়ে দের দিয়েই পর্ণ তৈরি করা হয়ে থাকে। পর্ণের মধ্যে এমন কিছু দেখানো হয় যা মানুষ বাস্তবে সচরাচর দেখেনা।
পর্ণ দেখে মানুষের এমন কিছু এক্সপেরিয়েন্স হয় যার সাথে বাস্তবের যোগসূত্র টা একেবারেই কম। পর্ণোগ্রাফির মাধ্যমে ভালবাসার স্থান টি যৌনলিপ্সার কাছে রিপ্লেস হচ্ছে। তাই যারা নিয়মিত পর্ণ দেখে, তাদের কাছে 'লাভমেকিং' এর চেয়ে 'ফাকিং' টাই বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। ফলে ওদের সেক্সুয়াল ফ্যান্টাসির পাগলা ঘোড়া টার পাগলামীর মাত্রা দিন কে দিন লাগামছাড়া হয়ে কল্পনার তেপান্তরে দিক বিদিক হন্যে হয়ে ছুটতে থাকে। এ ছোটার কোন শেষ থাকেনা।
অন্যদিকে, সেক্স এডুকেশনের মূল উদ্দেশ্য হল সেক্স সম্পর্কীত যাবতীয় জ্ঞান শেখানো। ব্যবসা বা টাকা কামানো টা এখানে মূল উদ্দেশ্য নয়। সেক্স এডুকেশনে যেসব সিনারি বা ভিডিও ব্যবহৃত হয় তা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ। মিথ্যা বা অবাস্তব সেক্সুয়াল ফ্যান্টাসির ব্যবহার এতে থাকেনা।
পর্ণের সাথে সেক্স এডুকেশনের বেসিক এবং মূল পার্থক্য টাই এখানে।
সেক্স এডুকেশন হল আক্ষরিকভাবে যা বলা হচ্ছে তাইই। এ্যাকচুয়াল এ্যাক্ট এ্যাবাউট সেক্স। মানুষের শরীর, প্রজননতন্ত্র, প্রজনন প্রক্রিয়া, যৌনতা, বিভিন্ন যৌনরোগের (এসটিডি-সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ) বিবরণ এবং সেগুলো কিভাবে আমাদের এ্যাফেক্ট করে, বার্থ কন্ট্রোল এবং এর প্রয়োজনীয়তা, বার্থ কন্ট্রোলের বিভিন্ন মেথড... সহ আরো অনেক বিষয় সেক্স এডুকেশনে শেখানো হয়।
আজকাল সেক্স এডুকেশনের মধ্যেও ভেজাল আছে। অনেকে অধিক মুনাফার আশায় বানিজ্যিকভাবে সেন্সরবিহীনভাবে সেক্স এডুকেশনের ভিডিও তৈরি করছে।
তাই খরিদ করিবার পূর্বে থুক্কু! ভেজাল সেক্স এডুকেশনের সাথে পর্ণ কে গুলিয়ে ফেলিবার পূর্বে আবারও ভাবুন!
পোস্ট বড় হয়ে যাবে তাই আপাতত এখানেই শেষ করতে হচ্ছে।
পরবর্তী পর্ব পড়তে নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি পোস্টে চলে যানঃ
পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন যা আপনাকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭
তৌফিক আনজাম বলেছেন: আলোচনা চলুক । পরবর্তী লেখার আসুক
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৫
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
সময় পেলেই লিখে ফেলব...
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৬
রাতুল_শাহ বলেছেন: আরেকটু বড় হলেও সমস্যা ছিলো না। পরবর্তী পোষ্ট পর্ব আকারে দিয়েন তাহলে।
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২০
স্বর্ণমৃগ বলেছেন: রাতুল ভাই, আগে কিছু বড় পোস্ট দেওয়াতে অনেকে পার্ট বাই পার্ট আকারে দিতে বলেছিল। তাই পরিসর টা ছোট রেখেছি...
ওকে
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৯
অপু তানভীর বলেছেন: বাহ ! এই তো !
আস্তে আস্তে সামুতে ফিরে এলে আবার ব্লগটা সচল হবে !
ফেসবুকে আগেই পড়েছি !
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২১
স্বর্ণমৃগ বলেছেন: হাহাহাহাহাহা
ফেরার ইচ্ছেটা সব সময়েই আছে, কিন্তু সময়াভাবে আর হয়ে ওঠেনা!
৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫
ডার্ক ম্যান বলেছেন: Sex is a combination of power and practice.
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪
স্বর্ণমৃগ বলেছেন: ইয়াপ
৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪
আমিনুর রহমান বলেছেন:
আরো বিস্তারিত হলে ভালো হতো ব্রাদার। আরো পোস্ট চাই।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ব্রো। বিস্তারিত লিখতে গেলে অনেক বড় হয়ে যেত তাই পরিসর টা ছোট রেখেছি এবারকার মত।
ইনশাআল্লাহ দিব...
৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১
মীর রেজা হোসাইন শহীদ বলেছেন: আপনি পোস্টটি যেভাবে শুরু করেছেন তা ভালই বলবোে এবং যে সকল যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন তা অত্যন্ত চমৎকার।
সব মিলিয়ে বলা যায় আপনার উপস্থাপনা শৈলীও অনেক ভালো। এই আলোচনার ফলাফল যাই হোক না কেন। যার যে অভ্যাস সে সেখান থেকে ফিরবে বলে মনে হয় না। কারণ মানুষ অভ্যাসের দাসে পরিণত হয়েছে। কিছু লোক ছাড়া।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ভাইজান।
ফেরানো টা আমার কম্ম নয়, আমার কাজ টা জানানো-জানিয়ে যাই।
বাদ বাকি টা উপরওয়ালার ইচ্ছা!
৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১
মীর রেজা হোসাইন শহীদ বলেছেন: আপনি পোস্টটি যেভাবে শুরু করেছেন তা ভালই বলবোে এবং যে সকল যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন তা অত্যন্ত চমৎকার।
সব মিলিয়ে বলা যায় আপনার উপস্থাপনা শৈলীও অনেক ভালো। এই আলোচনার ফলাফল যাই হোক না কেন। যার যে অভ্যাস সে সেখান থেকে ফিরবে বলে মনে হয় না। কারণ মানুষ অভ্যাসের দাসে পরিণত হয়েছে। কিছু লোক ছাড়া।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১
মীর রেজা হোসাইন শহীদ বলেছেন: আপনি পোস্টটি যেভাবে শুরু করেছেন তা ভালই বলবোে এবং যে সকল যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন তা অত্যন্ত চমৎকার।
সব মিলিয়ে বলা যায় আপনার উপস্থাপনা শৈলীও অনেক ভালো। এই আলোচনার ফলাফল যাই হোক না কেন। যার যে অভ্যাস সে সেখান থেকে ফিরবে বলে মনে হয় না। কারণ মানুষ অভ্যাসের দাসে পরিণত হয়েছে। কিছু লোক ছাড়া।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
রাব্বী সৃজন বলেছেন: তৌফিক আনজাম বলেছেন: আলোচনা চলুক । পরবর্তী লেখার আসুক
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
আসবে...
১১| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২০
নাসিফ ওমর বলেছেন: ব্যাপারটা একটু জটিলই মনে হচ্ছে। সেক্স বা যৌন শিক্ষা দিতে গিয়ে পর্ন না শিখলেই হয়।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪
স্বর্ণমৃগ বলেছেন: ইন্টারনেট ব্যবহার করে অথচ পর্ণ ঘাটেনি এমন মানুষের সংখ্যা খুবই কম।
গোপনে পর্ণ নিয়ে ঘাটতে সমস্যা নেই, কিন্তু জানা বা শেখার জন্য প্রকাশ্যে এগুলো নিয়ে আলোচনা করলেই যত সমস্যা...
১২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩
জল কনা বলেছেন:
পোস্ট এর জন্য ++
সময় উপযোগী পোস্ট!
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
১৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট! এবং আমি মনে করি গুরুত্বপূর্ন পোষ্ট! এই বিষয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষের একটি বেহুদা নেতিবাচক ধারনা রয়েছে। ভিতরে তারা সব কিছুই জানে, কিন্তু আপনি প্রকাশ্যে ভালো মন্দ কিছু বলতে যান বা শেয়ার করতে যান, শুরু হয়ে যাবে কিছু আজাইরা চুলকানী ও প্যানপ্যানানি।
এই বিষয়ে আরো লেখার বা আলোচনার অনেক স্কোপ আছে। আপনাকে ধন্যবাদ এই বিষয় নিয়ে লেখার জন্য।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৯
স্বর্ণমৃগ বলেছেন: দারুন বলেছেন ব্রো। সহমত।
এই বিষয়ে আরো সুন্দরভাবে আলোচনার অবকাশ আছে। কিন্তু প্রকাশ্যে পার্টিসিপেট করতে অনেকেই লজ্জা পাচ্ছেন!
১৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৩
বটবৃক্ষ~ বলেছেন:
ওয়াও! ভাইয়া ইজ ব্যাক!!!
আমাদের মত নতুনদের জন্যে সুখবর!!!
এজুকেশনের ছাত্রি হিসেবে যদ্দুর জানি, ভারতে সেক্স এজুকেশন কারিকুলামে আলাদা সাবজেক্ট হিসেবে ইনক্লুডেড, আমাদের সেকেন্ডারি লেভেলের বইতে একটা চ্যাপ্টার দিয়েছে তাতেই অনেক কথা উঠেছে।, তবে হ্যা, পাঠ্যপুস্তকে ইনক্লুড করার ক্ষেত্রে বিষয়গুলোতে আরো যত্নশিল ও দক্ষ হতে হবে।
মুল্যবান পোস্ট
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪১
স্বর্ণমৃগ বলেছেন: সহমত। পাঠ্য পুস্তকে ইনক্লুড করার ক্ষেত্রে নীতি নির্ধারকদের কে যত্নশীল হওয়া এবং দক্ষতা দেখানোর পাশাপাশি রুচিশীলতার পরিচয় ও দিতে হবে।
ধন্যবাদ বটবৃক্ষ!
১৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩০
নিশি মানব বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
সেক্স এডুকেশন আর পর্ণ দুইটা যে দুই জিনিস এইটা জানতাম। তবে আপনার মত চমৎকার বিন্যাসীভাবে জানতামনা।
এ ব্যাপারে আর জানতে চাই। বিস্তারিত জানতে চাই।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ নিশি মানব।
সময় পেলে পরবর্তী পর্ব লিখে ফেলব।
১৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৯
মশক বলেছেন: জানার আছে অনেক কিছু। আরো বিস্তারিত চাই।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৭
স্বর্ণমৃগ বলেছেন: হুম। জানার আসলেই কোনো শেষ নেই।
আসবে...
১৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৫
হেডস্যার বলেছেন:
সাড়া দিলাম.....
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ স্যারজী!
১৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৯
এসব চলবে না..... বলেছেন: খুব সাধারন ও সহজ ভাষায় লিখার জন্য ধন্যবাদ...শুভেচ্ছা নিন।
আরো লিখবেন আশা করি।
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ উৎসাহ দেবার জন্য।
সময় পেলে পরবর্তী পর্ব নিয়ে আসব...
১৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর লিখায় ধন্যবাদ।
প্রয়োজনীয় পোস্ট। চলুক।
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
চলবে...
২০| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভাইজান আপনারে দেখে সত্যি খুব ভাল্লাগলো
ইশ! যদি আবার ফিরে আসতেন সবাই, ব্লগটা আবারো জ্যান্ত হয়ে উঠতো
লেখাটা পড়েছি গত রাতেই ফেবুতে
ভালোলাগা নিরন্তর
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯
স্বর্ণমৃগ বলেছেন: নাসিফ ভাই, অনেক ইচ্ছে করে আগের মত নিয়মিত হতে। কিন্তু একে আগের মত সময় পাইনা, প্লাস পুরনো অনেককেই আর পাইনা।
অনেক ধন্যবাদ!
২১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
শিপু ভাই বলেছেন:
সেক্স এডুকেশনটাকে আমার কখনো জরুরী মনে হয় নাই।
আপনার উদাহরন মতেই বলা যায় যে আমাদের পূর্বপুরুষরা কি এসব শিখছে কোথাও!!!
অঃটঃ ম্যালাদিন পর!!!
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১
স্বর্ণমৃগ বলেছেন: শিপু ভাই, সেক্স এডুকেশন যে জরুরী আমিও কিন্তু সেইটা বলি নাই। জাস্ট যারা সেক্স সম্পর্কে জানা এবং শেখার অজুহাতে পর্ণ দেখে তাদের জন্য পর্ণ দেখার চেয়ে সেক্স এডুকেশন টা বেশি জরুরী এটাই বলতে চেয়েছি আর কি।
...হ! হঠাত আইলাম!
২২| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৫
একজন আরমান বলেছেন:
সমসাময়িক পোষ্টের জন্য ধন্যবাদ হাসান ভাই।
কিন্তু যার চুলকানি যেইখানে। যাদের চুলকানি তারা একটার দোহাই দিয়ে আরেকটা করবেই !
২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২০
স্বর্ণমৃগ বলেছেন: হেহেহেহেহেহে যা কইছেন ভ্রাতা!
২৩| ১১ ই মে, ২০১৪ রাত ৯:২৩
ডি মুন বলেছেন: ++++++
১১ ই মে, ২০১৪ রাত ৯:৩৭
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
২৪| ১১ ই মে, ২০১৪ রাত ৯:২৩
ডি মুন বলেছেন: ++++++
২৫| ১১ ই মে, ২০১৪ রাত ৯:২৯
এইযেদুনিয়া বলেছেন: +++
১১ ই মে, ২০১৪ রাত ৯:৩৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
২৬| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পোষ্টটি পড়ে ভালো লাগলো।
১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ দেশপ্রেমিক।
২৭| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:০১
অগ্নিপাখি বলেছেন: দরকারি পোস্ট।
লেখককে ধন্যবাদ এ বিষয়টি নিয়ে লেখার জন্য যেখানে আমাদের সমাজে "যৌনতা" বিষয়ক আলোচনাকেই "ট্যাবু " হিসেবে বিবেচনা করা হয়।
১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ অগ্নিপাখি।
আমি বিশ্বাস করি, কেউ একজন এগিয়ে আসলে বাকিরাও আসবে।
ভাল থাকুন।
২৮| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
তাসজিদ বলেছেন: পর্ণের মাঝে শুধুই সেক্স আছে। কোন আবেগ নেই। সবটাই শুধু শারীরিক চাহিদা। কিন্তু সেক্স ত শুধু শরীর নয় মনেরও ।
লেখায় +++++++++++
১২ ই মে, ২০১৪ রাত ৮:৫৯
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
ধন্যবাদ আপনাকে।
২৯| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:১৯
অশ্রু হাসান বলেছেন: আমাদের দেশে এই বিষয়ে অনেক শিক্ষিত মানুষরাই অজ্ঞতার পরিচয় দিচ্ছে, আপনার পোস্ট পড়ে সবার ভিতরে একটা সচেতনতা তৈরি হোক এই বিষয়ে সেই আশাই করি
১৪ ই মে, ২০১৪ সকাল ১০:৩৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ অশ্রু হাসান।
৩০| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৮
রুহিন তাসকিন বলেছেন: +
১৫ ই মে, ২০১৪ রাত ১২:২৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
৩১| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:১৮
আবু শাকিল বলেছেন: চেতনা ধরে রাখতে হলে পড়তে হবে
১৫ ই মে, ২০১৪ রাত ১২:২৯
স্বর্ণমৃগ বলেছেন: হাহাহহাহাহাহা! আজকাল তো আবার চেতনা কথাটির নানা রকম অর্থ হয়, কোন টির কথা কইতেছেন ভাইজান!
৩২| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৮
জিসান১২৩ বলেছেন: ভাল লিখেছেন।
১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
৩৩| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:১৫
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এই বদঅভ্যাস থেকে বেরিয়ে আসার উপায় কী?
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৫৫
স্বর্ণমৃগ বলেছেন: অপেক্ষায় থাকুন, একটু সময় করে উঠতে পারলেই ইনশাআল্লাহ লিখব এটা নিয়ে।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬
শাহ আলম বাদশাহ বলেছেন: সুন্দর ও সময়োপযোগী পোস্ট