|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্বর্ণমৃগ
স্বর্ণমৃগ
	খুব ই সাধারণ একজন মানুষ। ফেসবুকেঃ https://facebook.com/MahbubHasanM/
আগের পর্ব টি যারা মিস করেছেন,  তারা এই লিঙ্ক থেকে  পড়ে আসতে পারেন।
আপডেটঃ
এই পোস্ট টি সরকারের নবনিযুক্ত মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর দৃষ্টিগোচরে এসেছে। নিযুক্ত হবার পর থেকেই উনি তরুণদের জন্য বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। দেখা যাক এই ব্যাপারে উনি কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা। অন্তত আশা করতে ক্ষতির কিছু দেখিনা!

ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে পর্ণ এবং পর্ণগ্রাফির অবস্থান কোথায় সেটা আমরা সবাইই জানি, তাই ওগুলো সম্পর্কে আলোচনা করে সময় নষ্ট করবনা। কারন আমি জানি, কাউকে জ্ঞান বা উপদেশ দিয়ে পর্ণ এবং পর্ণগ্রাফি থেকে বিরত রাখতে পারবনা। 
আমি সাদামাটা ভাবে বিজ্ঞানের দৃষ্টিতে পর্ণ আমাদের ব্রেইন কে কিভাবে ভুল পথে প্রোগ্রাম করে শারীরিক অক্ষমতা সৃষ্টি করছে, কিভাবে আমাদের সোশ্যাল এনগেজমেন্ট কে ব্যহত করছে, আমাদের পারিবারিক জীবনে নানা সমস্যার সৃষ্টি করছে...ইত্যাদি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। 
আমি কোনো সিদ্ধান্তে যাবনা। শরীর আপনার, মন ও আপনার। তাই পোস্ট টি পড়ার পরে আপনি নিজে চিন্তা করবেন এবং সিদ্ধান্ত নিবেন আজকের পর থেকে পর্ণ দেখবেন কিনা। পোস্ট টি পড়া শেষ হলে নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি পরবর্তী পোস্টে চলে যান। 
পর্ণ আসক্তি থেকে মুক্তির উপায়  
নিউরোসাইন্স   বলে, শরীরের মত আমাদের মস্তিস্ক ও যে কোনো অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে।
আমরা যা দেখি, শুনি, করি, শিখি এবং আমাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে আমাদের মস্তিস্ক যে ইনপুট গুলো পায় সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের মস্তিস্কের এই প্যাটার্ন আবার প্রতিনিয়ত বদলাতে থাকে।
ছোটবেলার ধর্মীয় শিক্ষা, পিতা-মাতা এবং শিক্ষকদের কাছ থেকে প্রাপ্ত দর্শন, সামাজিক দায়বদ্ধতা, বন্ধুদের সাথে আড্ডায় উঠে আসা বিভিন্ন টপিক, সেমিনারের গুরু-গম্ভীর আলোচনা, প্রেমিকার সাথে রোমান্টিক কথোপকথন, এমন কি আপনি মনকে শান্ত করার জন্য অথবা টাইমপাস করার জন্য যে বই পড়ছেন, গান শুনছেন বা টিভিতে যে অনুষ্ঠান দেখছেন... এমন প্রতিটা কাজের মাধ্যমে আপনার ব্রেন সেলে নতুন নতুন ডাটা তৈরি হচ্ছে, পাশাপাশি প্রতিটি ডাটার বিপরীতে প্রতিটি ঘটনা বা অভিজ্ঞতা থেকে প্রাপ্ত ইনপুট সমূহের একটা যোগসূত্র ও তৈরি হয়ে যায় আমাদের মস্তিস্কে। যা পরবর্তী তে একই ধরণের সমস্যা/ঘটনা/অভিজ্ঞতার সম্মুখীন হলে আমাদের মস্তিস্ক সেই ডাটা সমূহ এবং ওগুলোর যোগসূত্র এ্যানালাইসিস করে আমাদের চিন্তাশক্তি এবং শরীর কে সে অনুযায়ী কমান্ড দেয় এবং সেভাবেই চালিত করে এবং আমাদের চিন্তাশক্তি এবং শরীর সে অনুযায়ী সাড়া দেয়।
উপরের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা ব্রেনের কার্যপদ্ধতি সম্পর্কে জানলাম। এবার আসুন সামান্য আরেকটু গভীরে যাবার চেষ্টা করি।
অনেকের মনেই হয়ত প্রশ্ন জাগতে পারে এগুলোর সাথে পর্ণগ্রাফির সম্পর্ক কি! ওয়েল, রোগীর চিকিৎসা করতে হলে রোগীর সম্পর্কে জানার চেয়ে রোগ এর সম্পর্কে জানা এবং পড়াশোনা টা জরুরী! 
পর্ণ এবং পর্ণগ্রাফি আমাদের ব্রেন কে কিভাবে ড্যামেজ করছে, এটা স্লো পয়জনের মত আমাদের কিভাবে ক্ষতিসাধণ করছে সেটা জানতে হলে আমাদের মস্তিস্কের কর্মপদ্ধতি সম্পর্কে কিছুটা জানতে হবে।
ব্রেইন কিভাবে নতুন নতুন জিনিস শিখবে এবং মনে রাখবে তা মূলত সাইন্যাপ্টিক প্লাস্টিসিটি  'র উপরে নির্ভর করে।
সাইন্যাপ্টিক প্লাস্টিসিটি হল ব্রেইনের এমন একটি এ্যাবিলিটি যা বিভিন্ন স্মৃতি, ঘটনা এবং অভিজ্ঞতার সাথে সংযুক্ত ডাটার সাথে নিউরনের   (ব্রেইন সেল) যোগাযোগ রক্ষা করা এবং সাড়া দেওয়ার সময় এর গতি এবং সামর্থ্য পরিবর্তন করে। শুধু তাই নয়, এটি আবার নিউরনের সাথে যোগাযোগ রক্ষা করা বা সাড়া দেবার সময় কি পরিমাণ এবং কি ধরণের নিউরোট্রান্সমিটার   (কমিউনিকেশন মলিকিউলস) রিলিজ হবে তার সাথেও সম্পৃক্ত থাকে।
আমাদের ব্রেইনের অনেক গুরুত্বপূর্ণ একটি নিউরোট্রান্সমিটার হল "ডোপামিন  "। ডোপামিনের অনেক কাজ। তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হল, এটি মানুষের আনন্দ এবং সুখের অনুভূতি গুলো বহন করে সেগুলোকে চাহিদা অনুযায়ী আমাদের নিউরন বা ব্রেইন সেলে পাঠিয়ে দেয়। ড্রাগস বা নেশা জাতীয় দ্রব্য এই ডোপামিন কে টার্গেট করেই তৈরি হয়। ড্রাগস আমাদের ডোপামিনার্জিক সিস্টেম কে ফোর্স করে প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ করতে ট্রিগার হিসাবে ব্যবহৃত হয়। ফলে যখন আমরা ড্রাগস বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করি, আমাদের নিউরণ এ অতিরিক্ত ডোপামিন এর উপস্থিতির ফলে স্বাভাবিক অবস্থা থেকে ভিন্ন, অস্থির এবং চরম এক সুখানুভূতি এসে আমাদের আচ্ছন্ন করে। এ অবস্থার সাথে অনেকে 'হাই' হওয়া হিসাবে পরিচিত। তবে এ অবস্থা সাময়িক। ড্রাগসের ধরণ এবং পরিমাণের উপর নির্ভর করে এটি কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা অথবা কয়েক দিন পর্যন্ত ও স্থায়ী হতে পারে। তারপর এই 'হাই' অবস্থা যখন কেটে যায়, তখন রাজ্যের বিষন্নতা, হতাশা আর অবসাদ এসে শরীর আর মনের উপর ভর করে। আমাদের নার্ভ সিস্টেম শরীর এবং মনের উপর এই অতিরিক্ত স্ট্রেস নিতে না পেরে ডোপামিনার্জিক সিস্টেম কে সুড়সুড়ি দিতে থাকে ডোপামিন রিলিজ করার জন্য। কিন্তু গতবার যেহেতু ফোর্স করে ডোপামিন কে রিলিজ করা হয়েছিল, তাই এবার ডোপামিনার্জিক সিস্টেম প্রেমিকার কপট রাগের মত বেশ ভাব ধরে এবং ডোপামিন রিলিজ করতে অস্বীকৃতি জানায়। ফলে নার্ভ সিস্টেমের উপর প্রেশার টা আরো বেড়ে যায়। এ্যাজ আ রেজাল্ট, ড্রাগ গ্রহণকারীর শরীর এবং মনে প্রচন্ড অস্থিরতা এবং জ্বালাবোধ তৈরি হয়। তাই ইচ্ছে না হলেও আবারো ড্রাগসের শরণাপন্ন হতেই হয়। এভাবেই এ্যাডিকশন শুরু হয় এবং এই চাহিদা দিন দিন বাড়তে বাড়তে অসীমে গিয়ে পৌছায়।
প্রশ্ন করতে পারেন, পর্ণ এবং পর্ণগ্রাফির সাথে এর কি সম্পর্ক? 
পর্ণ, পর্ণগ্রাফিক ছবি, লেখা, অডিও সহ যত ধরণের পর্ণ এবং পর্ণগ্রাফিক আইটেম আছে, এগুলো ড্রাগের মতই আমাদের ডোপামিনার্জিক সিস্টেম কে ট্রিগার করে ডোপামিন রিলিজ করার জন্য। ফলে যখন ই আমরা পর্ণ এবং পর্ণগ্রাফিক আইটেমের সংস্পর্শে আসছি, আমাদের ব্রেইনে পর্ণের সাথে ডোপামিনার্জিক সিস্টেমের একটি যোগসূত্র তৈরি হচ্ছে। শুধু তাই নয়, পর্ণের সংস্পর্শে আসার কারনে ডোপামিনার্জিক সিস্টেমের উপর ফোর্স তৈরি হয়ে যে ম্যাসিভ এ্যামাউন্ট ডোপামিন রিলিজ হচ্ছে; তা শর্ট টার্ম মেমরি তে না গিয়ে সরাসরি লং টার্ম মেমরি তে গিয়ে স্টোর হচ্ছে। এ কারনে পর্ণ বা পর্ণগ্রাফিক আইটেম চোখের সামনে থেকে দূর করা হলেও লং টার্ম মেমরি তে তা গেঁথে যাবার কারনে তা ব্যক্তির চাহিদা মত কল্পনা করলেই রিপ্লে মোডে ফিরে আসে। 
ব্যাপার টি আরো ক্লিয়ার হবে যদি স্কুল লাইফের কথা চিন্তা করেন। আমরা পড়া মুখস্ত না হওয়া পর্যন্ত এক নাগাড়ে গ্যা গো গ্যা গো করে পড়তেই থাকতাম যতক্ষণ না সেটা মেমরি তে গেঁথে যাচ্ছে। বারবার পর্ণ দেখলে ঠিক একই ব্যাপার ঘটে। তাই পর্ণ দেখে অভ্যস্ত কেউ যখন বাস্তবে সেক্সুয়াল ইন্টারকোর্সে অংশ নেয়, সামনে সৃষ্টিকর্তার তৈরি অপরুপ দেহবল্লরীর অধিকারী একজন তার সামনে থাকলেও তার আগে থেকেই প্রোগ্রামড করা ব্রেইন সাবকনসাস মাইন্ড কে কমান্ড করে পর্ণে দেখা পুরুষ/নারী এবং তাদের কলাকৌশল গুলো মনের পর্দায় প্লে করতে। চোখে সামনে আর হাতের মুঠোয় অমৃত সুধা থাকার পরও ওদের মন তখনো ফ্যান্টাসির জগতে বিচরণ করতে থাকে এবং পর্ণে দেখা প্রতিটা সিনের সাথে সিনক্রোনাইজ করার চেষ্টা করে, বাস্তবের সাথে সংঘর্ষ টা তাই অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। ফলে সামনে মেঘনা নদীর টলটলে জল থাকতেও এভাবেই লালন জল পিপাসায় বারবার মরে যায়!  
পর্ণগ্রাফি হল রিয়্যাল লাইফ ফ্যান্টাসি। যারা নিয়মিত পর্ণ দেখে, তারা নিশ্চয়ই একই পর্ণ বারবার দেখেনা! প্রথমদিকে সফটকোর পর্ণে চাহিদা মিটলেও কিছুদিন পর চাহিদা এবং রুচি বদলে যায়। তখন প্রয়োজন হয় হার্ডকোর কিছুর। প্রতিদিন মাংস খেলেও এক সময় অরুচি ধরে যায়, তখন কচু শাক আর ডাল ও অমৃত মনে হয়।
শুরুর দিকে নর-নারীর স্বাভাবিক যৌনতা দেখে খায়েশ মিটলেও কিছুদিন পর চাইল্ড পর্ণগ্রাফি, এ্যানিমেটেড পর্ণগ্রাফি, এ্যানিমাল পর্ণগ্রাফি, সিম্যুলেটেড রেপিং সীন, থ্রি-সাম, ফোর-সাম... গে পর্ণ, লেসবিয়ান পর্ণ... এভাবে জ্যামিতিক হারে চাহিদা দিন কে দিন বাড়তেই থাকে এবং সেইসাথে রুচিও অস্বাভাবিকভাবে বদলে যেতে থাকে। কিন্তু সমস্যা হল এই চাহিদা বা রুচি বদলানোর কোনো লিমিট নেই। 
কারন মানুষের মন এক অদ্ভুত বস্তু। ব্রেইন মাঝেমাঝে হ্যাং করলেও বা লোড নিতে অস্বীকৃতি জানালেও মনের চাপ নেওয়ার ক্ষমতা অসীম এবং এর চাহিদাও অপূরণীয়। 
বারবার পর্ণ দেখার কারনে নতুন নতুন নারীর সাথে নতুন ভঙ্গিমা আর কলাকৌশলের সেক্সুয়াল ইন্টারকোর্স দেখতে দেখতে আমাদের ব্রেইন টাও সেভাবে প্রোগ্রামড হয়ে যায়। কিন্তু রিয়েল লাইফে স্বামী/স্ত্রীর কাছে যখন সে পর্ণে দেখা পুরুষ/নারীর মত আকর্ষণীয় ফিগার, সেক্স এ্যাপিল পায়না এবং পর্ণে দেখা নানাপ্রকার কলাকৌশল জীবন সঙ্গী বা সঙ্গীনীর উপর প্রয়োগ করতে পারেনা, তখন ই শুরু হয় বিপত্তি। নিয়মিত পর্ণ এবং পর্ণগ্রাফিক আইটেমের সংস্পর্শে থাকতে থাকতে পুরুষ এবং মেয়ে উভয়ের ই রূচিবোধের অধঃপতন হয়। পর্ণে দেখা এবং পড়া অনৈতিক ও যৌনতা নির্ভর বিকৃত সম্পর্ক গুলোকেই তখন ভালো লাগতে শুরু করে। ফলে যারা নিয়মিত পর্ণের সংস্পর্শে থাকে, তাদের রুচি বিকৃত হয়ে যায়। জীবনের স্বাভাবিক সম্পর্ক গুলোতেও নিজের অজান্তে অবচেতন মনেই বিকৃতি খোঁজে তাদের চোখ। অর্থাৎ রিয়েল লাইফেও তাঁরা পর্ণে দেখা আকর্ষণীয় নায়ক/নায়িকার মত সঙ্গী আশা করে এবং তাঁরা স্বপ্ন দেখে তাদের যৌন জীবনটাও ওদের মতই হবে। তাই ফ্যান্টাসিতে বিভোর হয়ে তাঁরা বাস্তব জীবনের সুখ শান্তি হারায়। তখন রিয়েল লাইফের সাধারণ পুরুষ/নারীদের সংস্পর্শে এসেও তাদের যৌনতা পরিপূর্ণতা পায়না এবং উপভোগ করতে পারেনা। অনেকে সঙ্গী/সঙ্গীনীর কাছে চাহিদা মেটাতে ব্যর্থ হয়ে বিপথে পা বাড়ায়। 
মানুষের মন ফ্যান্টাসি এবং রিয়্যালিটির মধ্যে পার্থক্য ধরতে পারেনা। আপনি যদি স্বপ্ন দেখেন, আপনার মন সেটা বাস্তব হিসাবেই বিশ্বাস করবে। আপনি যখন স্বপ্নে কোনো মেয়ের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে অংশ নিচ্ছেন, আপনার মন তখন ও সেটাকে বাস্তব হিসাবে বিশ্বাস করছে। এই বিশ্বাসের ফলাফল টা কি হয় সেটা আপনারা সবাই জানেন! 
তবে আশার কথা হল, ড্রাগ এ্যাডিক্টদের তুলনায় পর্ণ এ্যাডিক্টদের ফেরার পথ টা বেশ সহজ এবং রিকভার করতে সময়টা তুলনামূলকভাবে অনেক কম লাগে।
ড্রাগ এ্যাডিক্টদের মত শরীর এবং মনের উপর কোনো সাইড ইফেক্ট ব্যতীত পর্ণ এবং পর্ণগ্রাফি যেকোনো সময় পরিত্যাগ করা যায়। যদিও এটার জন্য অনেক ইচ্ছাশক্তির প্রয়োজন, পাশাপাশি নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখা টাও জরুরী।
পর্ণ এবং পর্ণগ্রাফির সাইড ইফেক্টসঃ
--> নিয়মিত পর্ণ দেখার ফলে পুরুষের সেক্সুয়াল অর্গান এক সময় শুধুমাত্র পর্ণ দেখার সময়ই পুরোপুরি ইরেক্ট হয়, কিন্তু বাস্তবে যখন কোনো নারীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে অংশ নেয় তখন সেটা আর সেভাবে সাড়া দেয়না। কারন তার সেক্সুয়াল অর্গান পর্ণের মোহনীয় নারী শরীর, তাদের নানা কলা-কৌশল, আর্টিফিশল সাউন্ড এবং বিহেভিয়ার দেখে দেখে ব্রেইনের সাথে ওগুলোর যোগসূত্র তৈরি হয়ে গেছে। ফলে বাস্তবে এসেও তার এক্সপেক্টেশন যখন পর্ণে দেখা সেই মোহনীয় শরীর, ছলা-কলা, আর্টিফিশল শীৎকার এবং বিহেভিয়ার কে পায়না, তখন তার অনুভূতিতে সেই আনন্দ টা আর জাগেনা। এটাকে বলে ইরেক্টাইল ডিসফাংশন (ED)   । তবে এটা যে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রেই ঘটে তা নয়, মেয়েদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। 
--> অনেক ক্ষেত্রে দেখা যায়, দুজনের একজন হয়ত পর্ণে আসক্ত বা পর্ণ পছন্দ করে কিন্তু আরেকজন পর্ণ মোটেও পছন্দ করেনা বা আগ্রহ পায়না। সেক্ষেত্রে পর্ণ আসক্ত ব্যক্তি দ্বিতীয় জনের কাছে রুচিহীন, হীনমন্য এবং চরিত্রহীন একজন মানুষ হিসাবে পরিচিতি লাভ করে। 
-->মাত্রাতিরিক্ত পর্ণ দেখার ফলে পুরুষদের সাধারণ নারীদের প্রতি বিতৃষ্ণা চলে আসে। ফলে তারা পর্ণে দেখা নায়িকাদের মত আকর্ষনীয় দেহ এবং চেহারা কে বাস্তবের নারীদের সাথে মেলানোর চেষ্টা করে। কিন্তু পর্ণ এ ব্যবহৃত নারীদের সৌন্দর্য্য মূলত প্লাস্টিক সার্জারী, কড়া মেকাপ এবং এডিটিং এর অবদান। তাছাড়া পর্ণে তারা যে শীৎকার ধ্বনি দেয় এবং যে আচরণ গুলো করে সেগুলোও মূলত কৃত্তিম এবং ভিউয়ার কে স্টিম্যুলেট করার উদ্দেশ্যেই ওটা করে তারা। বাস্তবে জীবনে সেগুলোর সাথে মিল না পেয়ে পর্ণ আসক্তরা হতাশ হয়ে পড়ে। ওরা হয়ে পড়ে নিঃসঙ্গ এবং অসুখী। 
--> নানা ধরণের পর্ণ দেখতে দেখতে এক সময় পুরুষ এবং নারী উভয়ের সেক্সুয়াল ইন্টারেস্ট এবং টেস্ট দুটোই চেঞ্জ হয়ে যায়। দেখা গেল পর্ণ দেখার আগে বা পর্ণ দেখার শুরুর দিকে একটা পুরুষ আকর্ষণীয় সৌষ্ঠবের কোনো মেয়েকে দেখলে সেক্সুয়ালি এ্যারাউজড হত, কিন্তু এখন সুপার সেক্সি কোনো মেয়েকে দেখেও তার মধ্যে কোনো ইন্টারেস্ট তৈরি হয়না। কারন তার রুচি এবং স্বাদ বদলে গেছে। সে এখন হয় গে পর্ণের দিকে ঝুকেছে, নয়ত চাইল্ড পর্ণ অথবা এ্যানিমাল পর্ণ...
--> মেয়েদের ক্ষেত্রেও সেইম ব্যাপার টি ঘটে। যে মেয়ে পর্ণ দেখার আগে বা পর্ণ দেখার শুরুর দিকে আকর্ষনীয় কোনো পুরুষ দেখলে সেক্স এ্যাপিল অনুভব করত, এখন সেটা আর হয়না। কারন তার স্বাদ এবং রুচিও বদলে গেছে। স্বাভাবিক সেক্সে এখন তার আগ্রহ তৈরি হয়না। তার এখন লাগবে নতুন স্বাদ, নতুন অভিজ্ঞতা। এভাবেই অনেক লেসবিয়ানের উত্থান শুরু হয়। অনেকে জন্ম থেকেই লেসবিয়ান থাকে, কিন্তু বিকৃত পর্ণ দেখা ও লেসবিয়ান এবং গে রেশিও বাড়ানোর পেছনে বেশি দায়ী। 
-->নিয়মিত পর্ণ দেখলে মাস্টারবেশন ও অভ্যাসে দাঁড়িয়ে যায়। অতিরিক্ত মাস্টারবেশনের ফলে অনেকের স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে যায় এবং পরবর্তীতে যৌন জীবনে নানা ধরণের সমস্যার মুখোমুখি হতে হয়। মাস্টারবেশনের সময় মূলত তাড়াহুড়ো করা হয় বাই চান্স যদি কেউ দেখে ফেলে বা বুঝে ফেলে। এভাবে দ্রুত অর্গাজম প্রাপ্তি থেকে ব্রেইনের মধ্যে প্রোগ্রাম তৈরি হয়ে যায়। ব্রেইন ধরে নেয় এরপর থেকে যখন ই সেক্সুয়াল ইন্টারকোর্সে অংশ নেবে, দ্রুত অর্গাজম দিতে হবে। 
তাই যারা মাত্রাতিরিক্ত মাস্টারবেশনে অভ্যস্ত, পরবর্তীতে কোনো নারীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে অংশ নেবার সময় ব্রেইন তখন তার সেক্সুয়াল অর্গান এবং ফিলিং সে কমান্ড দেয় দ্রুত অর্গাজম প্রাপ্তির জন্য। এর মূল কারন হল আমাদের মাসল মেমরি বা বডি মেমরি। এই বডি মেমরি বা মাসল মেমরি যদি না থাকত তাহলে কেউ ড্রাইভ করতে পারতোনা, গিটার বাজাতে পারতোনা, মার্শাল আর্ট-জুডো-কারাতে এগুলোতে দক্ষতা অর্জন করতে পারতোনা। মাসল মেমরির কারনেই মানুষ চিন্তা করার আগেই দৈহিক অভ্যস্ততার কারনে এগুলো করতে পারে। এটি রিফ্লেক্স এ্যাকশন হিসাবেও পরিচিত। মাস্টারবেশন করতে করতে আমাদের মাসলগুলোও দ্রুত নিঃশেষ হতে হবে এমন একটা টেনশন নিজের ভেতরে অটোম্যাটিক্যালি তৈরি করে নেয় এবং সেই একই প্রেশার স্ত্রীর সাথে মিলনের সময় ও কাজ করে। তবে দ্রুত নিঃশেষ হওয়ার মূল কারন শুধু এই রিফ্লেক্স এ্যাকশন বা বডি মেমরি নয়, আরো একটি বড় সড় কারন আছে। সেটি হল ম্যাডোনা/হোর কমপ্লেক্স   ইস্যু। এই ম্যাডোনা/হোর কমপ্লেক্স ইস্যু নিয়ে লিখতে গেলে আরো একটি নোট লেখা যাবে। 
--> পর্ণ এবং পর্ণগ্রাফি ড্রাগসের মতই ভয়ঙ্কর। ড্রাগ এ্যাডিকশন থেকে মুক্তি পাওয়া যেমন কঠিন, পর্ণ আসক্ত থেকে মুক্তি পাওয়াও তেমনি কঠিন এবং দুরূহ ব্যাপার। পর্ণ আসক্তির কারনে ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হয়, পড়াশোনায় মনোযোগ বসেনা, নিজের প্রতি হীনমন্যতা তৈরি হয়। তাছাড়া রুচিশীল বন্ধু-বান্ধবদের কাছেও এটার কারনে হেয় হতে হয়। পর্ণ যারা দেখে, এদের মোবাইলের মেমরি কার্ড, ল্যাপটপ/কম্পিউটারের হার্ডডিস্কে পর্ণ থাকে। অনেক সময় এগুলো পরিবারের/কাছের মানুষ/বন্ধুদের চোখে পড়ে যায়, ফলে এদের সামনে ব্যক্তি নিজেকে ছোট মনে করে। 
পর্ণের কারনে আরো অনেক অনেক সামাজিক, মানসিক, শারীরিক এবং ব্যক্তিগত সমস্যা তৈরি হয় যা লিখতে গেলে আরো অনেক বড় পরিসর প্রয়োজন হবে। 
 
আমি জানি অনেক সময় নষ্ট করে এবং কষ্ট করে এই পোস্ট লেখার পরও অনেকে এই লেখা গোপনে পড়বে, কিন্তু কমেন্ট বা শেয়ার করবেনা। কারন আমাদের সমাজে ঢাক ঢাক গুড় গুড় স্বভাবের মানুষের সংখ্যা টাই বেশি। উনারা গোপনে লুকিয়ে লুকিয়ে পর্ণ দেখবেন, সানি লিওন এবং নাইলা নাইমের শরীর নিয়ে দিনভর নানা ধরণের মামদোবাজি আলাপ চালাবেন, রাস্তা-ঘাটে-স্কুল-কলেজ-শপিং মলে লুকিয়ে মেয়েদের বুক আর পাছার মাপ নিবেন, সেইটা নিয়ে বন্ধুদের সাথে রসিয়ে রসিয়ে গল্পও জুড়বেন... ওগুলো প্রকাশ্যে করতে কোনো সমস্যা নেই। 
কিন্তু যত সমস্যা হবে দিনের আলোতে জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এসটিডি, এইডস তথা পর্ণের বিরুদ্ধে প্রকাশ্যে আলোচনা চললে। 
ব্যাপার নাহ। কমেন্ট বা শেয়ার না করলেও সমস্যা নেই। এই লেখাটি পড়ে যদি কিছু মানুষের মধ্যেও বোধোদয় আসে, কিছু মানুষের মধ্যেও যদি চিন্তা-ভাবনার খোরাক যোগায়-ওটুকুই আমার জন্য যথেষ্ঠ।
এই ব্লগে যদি সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কেউ থেকে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করছিঃ 
আপত্তিকর কন্টেন্ট থাকার অভিযোগের ভিত্তিতে বছরখানেক আগে সরকারের পক্ষ থেকে ইউটিউব বন্ধ করা হয়েছিল। উদ্যোগ টা ভাল কি মন্দ ছিল সে প্রসঙ্গে যাবনা, আমি শুধু বলতে চাইছি সরকার চাইলে তরুণ সমাজের জন্য কিছু উদ্যোগ নিতে পারে। তারা চাইলে পর্ণ এবং দেশি চটি সাইট গুলো বন্ধ/ব্লক করার ব্যাপারে উদ্যোগ নিতে পারেন, নিম্নমানের সিনেমা হল গুলোতে পর্ণ ছবি দেখানো বন্ধ করতে পারেন... সামাজিক অবক্ষয় এবং নৈতিক মুল্যবোধ হ্রাস রোধের লক্ষ্যে সরকার এবং প্রশাসন চাইলে আরো অনেক কিছুই করতে পারেন। শুধু সদিচ্ছা টা দরকার। কেউ কি এই কথাগুলো সরকারের উপরি মহলের কাছে পৌছে দিবেন? আপনারা নিজ উদ্যোগে সরকারের উপরিমহল এবং বিটিআরসি'র কাছে মেইল করে এই লেখাটির লিঙ্ক দিতে পারেন। বিটিআরসি কে মেইল করতেঃ btrc@ btrc.gov.bd
কাজ না হোক, এ্যাট লিস্ট চেষ্টা করতে ক্ষতি কি!
পরিশেষে, সামহোয়্যার ইন কর্তৃপক্ষ কে অসংখ্য ধন্যবাদ পোস্ট টিকে স্টিকি করার জন্য।
কিভাবে পর্ণ দেখা থেকে বিরত থাকবেন বা পর্ণ এর সংস্পর্শ থেকে মুক্ত হবেন জানতে নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি পোস্টে চলে যান।
পর্ণ আসক্তি থেকে মুক্তির উপায়  
 ৪২৪ টি
    	৪২৪ টি    	 +১১১/-০
    	+১১১/-০  ১১ ই মে, ২০১৪  রাত ৯:৩২
১১ ই মে, ২০১৪  রাত ৯:৩২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
২|  ১১ ই মে, ২০১৪  রাত ৯:৩১
১১ ই মে, ২০১৪  রাত ৯:৩১
গাংচিল ২ বলেছেন: ধন্যবাদ ভাই। খুব ভালো লিখেছেন।
  ১১ ই মে, ২০১৪  রাত ৯:৩২
১১ ই মে, ২০১৪  রাত ৯:৩২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ গাংচিল।
৩|  ১১ ই মে, ২০১৪  রাত ৯:৩৩
১১ ই মে, ২০১৪  রাত ৯:৩৩
দুষ্টু ছেলেটি বলেছেন: এটা কেবলই একটা মানসিক রোগ
লেখা ভাল লেগেছে। শিক্ষণীয় 
+++
  ১১ ই মে, ২০১৪  রাত ৯:৩৬
১১ ই মে, ২০১৪  রাত ৯:৩৬
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
ধন্যবাদ আপনাকে। 
৪|  ১১ ই মে, ২০১৪  রাত ৯:৩৬
১১ ই মে, ২০১৪  রাত ৯:৩৬
ডি মুন বলেছেন: প্রিয়তে নিলাম ++++ 
খুব চমৎকারভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন। 
শুভকামনা রইলো 
  ১১ ই মে, ২০১৪  রাত ৯:৪২
১১ ই মে, ২০১৪  রাত ৯:৪২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ মুন।
আপনার জন্যও শুভকামনা রইলো। 
৫|  ১১ ই মে, ২০১৪  রাত ৯:৩৯
১১ ই মে, ২০১৪  রাত ৯:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
আপনার অসাধারণ লেখাটিতে মন্তব্য করার জন্য আবার লগইন করলাম।
অনেক ধন্যবাদ। একটি সামাজিক দায়িত্ব পালন করছেন আপনি।
আরও লেখা চাই এসম্পর্কে.... 
  ১১ ই মে, ২০১৪  রাত ৯:৪৩
১১ ই মে, ২০১৪  রাত ৯:৪৩
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই 
আবারো লেখার উৎসাহ পেলাম। 
৬|  ১১ ই মে, ২০১৪  রাত ৯:৫৪
১১ ই মে, ২০১৪  রাত ৯:৫৪
িনলয় আহেমদ চৌধুরী বলেছেন: অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ। আমাদের সমাজ ব্যাবস্থাটাই এমন যে সবার মধ্যে ঢাক ঘুর ঘুর ভাবটাই বেশি। ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক শাসন, বাবা-মায়ের স্নেহ মমতা আমাদেরকে বিপথাগামীতা থেকে রক্ষা করে। কিন্তু বর্তমানে আকাশ সংস্কৃতি আর ইন্টারনেট এর যুগে পর্ণো মাত্র একটি ক্লিকের ব্যবধান। এই জন্যে যে কোন পরিবারের প্রত্যেকটি সদস্য একে অন্যের প্রতি যত্নবান হলে যে কোন ধরণের নৈতিকতা বিবর্জিত কার্যক্রমের হাত থেকে রেহাই পেতে পারে। আপনার এই সচেতনতামূলক, তথ্যবহুল ব্লগটি হয়তো যারা পড়বে তাদেরকে কিছুটা হলেও সচেতন হতে সাহায্য করবে। সবাইকে সৃষ্টিকর্তা নৈতিকতা আর আদর্শকে গ্রহণ করার সুযোগ দিন এই আশা করি।
  ১১ ই মে, ২০১৪  রাত ১০:০১
১১ ই মে, ২০১৪  রাত ১০:০১
স্বর্ণমৃগ বলেছেন: চমৎকার একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইজান। 
সহমত। 
৭|  ১১ ই মে, ২০১৪  রাত ১০:০৭
১১ ই মে, ২০১৪  রাত ১০:০৭
পীরবাবা বলেছেন: অসাধারণ লেখা। আপনার সাথে সহমত।   
 
  ১১ ই মে, ২০১৪  রাত ১০:২৫
১১ ই মে, ২০১৪  রাত ১০:২৫
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ পীরবাবা।
লুল ফালান ক্যা!  
 
৮|  ১১ ই মে, ২০১৪  রাত ১০:২১
১১ ই মে, ২০১৪  রাত ১০:২১
িনলয় আহেমদ চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আরও সুন্দর আর সচেতনতামূলক ব্লগ আপনার কাছ থেকে আশা করি। ভাল থাকবেন।
  ১১ ই মে, ২০১৪  রাত ১০:২৫
১১ ই মে, ২০১৪  রাত ১০:২৫
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ব্রো।
চেষ্টা করব... 
৯|  ১১ ই মে, ২০১৪  রাত ১০:২৫
১১ ই মে, ২০১৪  রাত ১০:২৫
ক্লান্ত তীর্থ বলেছেন:  ধন্যবাদ আপনার পোস্টের জন্য!
সমাজের জন্য এই জাতীয় লেখা দরকার!
  ১১ ই মে, ২০১৪  রাত ১০:২৬
১১ ই মে, ২০১৪  রাত ১০:২৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ভাইজান।
সহমত। কিন্তু সবাই এগিয়ে আসলেই সেটা সম্ভব। 
১০|  ১১ ই মে, ২০১৪  রাত ১০:৩২
১১ ই মে, ২০১৪  রাত ১০:৩২
দালাল০০৭০০৭ বলেছেন: ভালই লিখেছেন। :-)
  ১১ ই মে, ২০১৪  রাত ১০:৩৩
১১ ই মে, ২০১৪  রাত ১০:৩৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ  
 
১১|  ১১ ই মে, ২০১৪  রাত ১০:৩৩
১১ ই মে, ২০১৪  রাত ১০:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব সহজ এবং সাবলীল ভাষায় বিষয়টি সম্পর্কে বলেছেন। আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ন এবং সেরা পোষ্ট। সামাজিক এবং ব্যক্তিগত সচেতনতার জন্য এই পোষ্ট খুবই দরকার। পোষ্ট পর্যবেক্ষনে নিলাম। 
 
এই ধরনের পোষ্টে খুব চাই অন্যরা তাদের মনোভাব, অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি শেয়ার করুক। একটি সুন্দর আলোচনা হোক। 
ধন্যবাদ- এই বিষয়ে লেখার জন্য। 
  ১১ ই মে, ২০১৪  রাত ১০:৩৬
১১ ই মে, ২০১৪  রাত ১০:৩৬
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো 
সামাজিক এবং ব্যক্তিগত সচেতনতার জন্যই এত কষ্ট করে লেখা...
ঠিক বলেছেন। পোস্টে যদি সবাই তাদের মনোভাব, অভিজ্ঞতা এবং দৃষ্টভঙ্গি শেয়ার করে, আরো অনেক কিছুই জানা যেত।
১২|  ১১ ই মে, ২০১৪  রাত ১০:৫৮
১১ ই মে, ২০১৪  রাত ১০:৫৮
শোয়াইব আহামাদ বলেছেন: শিক্ষামূলক পোস্ট।অনেক কিছু শিখলাম। ধন্যবাদ.।।।
  ১১ ই মে, ২০১৪  রাত ১১:০৭
১১ ই মে, ২০১৪  রাত ১১:০৭
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইজান
১৩|  ১১ ই মে, ২০১৪  রাত ১১:১৭
১১ ই মে, ২০১৪  রাত ১১:১৭
বটের ফল বলেছেন: প্রিয়তে রাখতে হলো পোষ্টটিকে। দারুন এবং সময়পযোগী একটি পোষ্ট। ++++++++++
  ১১ ই মে, ২০১৪  রাত ১১:১৮
১১ ই মে, ২০১৪  রাত ১১:১৮
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ বটের ফল  
 
১৪|  ১১ ই মে, ২০১৪  রাত ১১:২৪
১১ ই মে, ২০১৪  রাত ১১:২৪
মোমের মানুষ-২ বলেছেন: ধন্যবাদ, পোস্টটি প্রিয়তে নিলাম
  ১১ ই মে, ২০১৪  রাত ১১:৪৩
১১ ই মে, ২০১৪  রাত ১১:৪৩
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ মোমের মানুষ  
 
১৫|  ১২ ই মে, ২০১৪  রাত ১২:৫৩
১২ ই মে, ২০১৪  রাত ১২:৫৩
উড়োজাহাজ বলেছেন: আপনার পর্যবেক্ষণ শক্তির প্রশংসা না করে পারছি না। নিশ্চয় অনেক খাটতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
  ১২ ই মে, ২০১৪  রাত ১:১০
১২ ই মে, ২০১৪  রাত ১:১০
স্বর্ণমৃগ বলেছেন: হ্যা, পোস্টে চেষ্টা করি সঠিক ইনফর্মেশন টা দেবার। না খেটে উপায় কি! 
আপনাকেও ধন্যবাদ উড়োজাহাজ! 
১৬|  ১২ ই মে, ২০১৪  রাত ১:১৬
১২ ই মে, ২০১৪  রাত ১:১৬
বাংলার ঈগল বলেছেন: বর্তমানে আমাদের দেশের প্রচলিত পাঠ্যপুস্তক অনেকাংশে পর্নবান্ধব! 
কিছু আচার অনুষ্ঠান (ফ্যাশন শো/অমক তমুক তারকা নির্বাচন) পর্নগ্রাফি উষ্কে দেওয়ার কাজে লিপ্ত। মোবাইল কোম্পানীর বিজ্ঞাপন / এইডস এর প্র্রচারণা অনেক সময় উষ্কে দিচ্ছে পর্নগ্রাফি! 
সরকার জঙ্গি আশংকায় অনেক ওয়েভ সাইট ব্লক করে রাখে, কিন্তু আজ অব্দি শুনি নাই বা দেখি নাই কোন পর্নগ্রাফি সাইট/চটি সাইট ব্লক করে রাখা হয়েছে! 
এর নেপথ্য কারন কি? 
বরং এটা দেখেছি এয়ারটেল এর টেলিভিশন এ্যাড এ পর্ন সাইট এর বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যা পরে বাতিল হয়েছে! 
সচেতনতা মুলক লেখার জন্য অনেক ধন্যবাদ। আরো ভালো ভালো লেখা লিখুন আর এই ঘুনে ধরা সমাজের মেরামতের জন্য বেশি বেশি কাজ করুন! 
  ১২ ই মে, ২০১৪  রাত ১:২৫
১২ ই মে, ২০১৪  রাত ১:২৫
স্বর্ণমৃগ বলেছেন: অনেক সুন্দর করে দারুন কিছু প্রশ্ন রেখেছেন বাংলার ঈগল।
উত্তর বা কারনগুলো আমরা কমবেশি সবাই জানি। গ্রাস রুট লেভেল থেকেই সচেতনতা তৈরি হোক, তারপর উর্ধ্বমুখী হবেই...
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।
ভাল থাকুন। 
১৭|  ১২ ই মে, ২০১৪  রাত ১:৫৫
১২ ই মে, ২০১৪  রাত ১:৫৫
জাফরুল মবীন বলেছেন: মাদকাসক্তি ও পর্নো এডিকশন-উভয় ক্ষেত্রে আমাদের ব্রেনের বায়োকেমিক্যাল পরিবর্তন প্রায়ই একই।যারা আাসক্ত তারা অতি শক্তিশালী মনোবলের অধিকারী না হলে এককভাবে তাদের পক্ষে এসব অভ্যাস ত্যাগ করা সম্ভব নয়।যেহেতু সারাদেশটাই আজ এতে আক্রান্ত তাই মনোবিজ্ঞানীদের পরামর্শমত স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে সরকারকে।অনেক বেশী দেরী হয়ে গেছে;সমাজ এর চরম মূল্য দিতে শুরু করেছে।এখনই দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও করুণ পরিণতি ভোগ করতে হবে।সচেতনতামূলক পোষ্টটির জন্য লেখককে ধন্যবাদ।
  ১২ ই মে, ২০১৪  রাত ২:৫৫
১২ ই মে, ২০১৪  রাত ২:৫৫
স্বর্ণমৃগ বলেছেন: সুন্দর বলেছেন। সহমত।
আপনাকেও ধন্যবাদ। 
১৮|  ১২ ই মে, ২০১৪  রাত ২:২২
১২ ই মে, ২০১৪  রাত ২:২২
রবিন মিলফোর্ড বলেছেন: 
মূলত সচেতনতাই পারে এই রকম সমস্যা থেকে মানুষকে দূরে রাখতে । 
পুরো বিষয়টিকে খুব সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরেছেন ।পরিশ্রমী পোস্টের জন্য ধন্যবাদ । 
  ১২ ই মে, ২০১৪  রাত ২:৫৬
১২ ই মে, ২০১৪  রাত ২:৫৬
স্বর্ণমৃগ বলেছেন: ঠিক। সচেতনতার বিকল্প নেই।
ধন্যবাদ রবিন  মিলফোর্ড! 
১৯|  ১২ ই মে, ২০১৪  সকাল ৯:১১
১২ ই মে, ২০১৪  সকাল ৯:১১
আজীব ০০৭ বলেছেন: খুব ভালো লিখেছেন।
  ১২ ই মে, ২০১৪  সকাল ১০:২৬
১২ ই মে, ২০১৪  সকাল ১০:২৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আজীব
২০|  ১২ ই মে, ২০১৪  সকাল ৯:২৫
১২ ই মে, ২০১৪  সকাল ৯:২৫
বিপ্লব৫৫ বলেছেন: সচেতনতা মূলক পোস্ট। ধন্যবাদ
  ১২ ই মে, ২০১৪  সকাল ১০:২৬
১২ ই মে, ২০১৪  সকাল ১০:২৬
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ বিপ্লব।
২১|  ১২ ই মে, ২০১৪  সকাল ১০:৩৬
১২ ই মে, ২০১৪  সকাল ১০:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: সরাসরি প্রিয়তে।+++।
  ১২ ই মে, ২০১৪  সকাল ১০:৫৮
১২ ই মে, ২০১৪  সকাল ১০:৫৮
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ দা!  
 
২২|  ১২ ই মে, ২০১৪  সকাল ১০:৫৭
১২ ই মে, ২০১৪  সকাল ১০:৫৭
মোকতার বলেছেন: খুব ভালো একটি পোস্ট চালিয়ে যান।
  ১২ ই মে, ২০১৪  সকাল ১০:৫৯
১২ ই মে, ২০১৪  সকাল ১০:৫৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ভাই।
চালিয়ে যাবার আশা রাখি। 
২৩|  ১২ ই মে, ২০১৪  সকাল ১১:০৭
১২ ই মে, ২০১৪  সকাল ১১:০৭
কাফের বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চমৎকার পরিশ্রমী লেখা
পর্ণ বিষয়ে আমাদের সমাজে যে ভয়বহ অবস্থা 
এই ধরণের সচেতনতা মূলক লেখার প্রয়োজন অনেক বেশী
অনেক ধন্যবাদ ও শুভকামনা চালিয়ে যান
  ১২ ই মে, ২০১৪  দুপুর ১২:০৯
১২ ই মে, ২০১৪  দুপুর ১২:০৯
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
শুভকামনার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন 
২৪|  ১২ ই মে, ২০১৪  সকাল ১১:৩৩
১২ ই মে, ২০১৪  সকাল ১১:৩৩
সত্যের পথে আরিফ বলেছেন: যাযাকাল্লাহ খাইর......।
  ১২ ই মে, ২০১৪  দুপুর ১২:১০
১২ ই মে, ২০১৪  দুপুর ১২:১০
স্বর্ণমৃগ বলেছেন: যাযাকাল্লাহ খাইর  
 
২৫|  ১২ ই মে, ২০১৪  সকাল ১১:৫৫
১২ ই মে, ২০১৪  সকাল ১১:৫৫
জেনারেশন সুপারস্টার বলেছেন: গুড পোস্ট।সচেতন মানুষ আর আপনার বর্ণিত ঢাক ঢাক গুড় গুড় স্বভাবের মানুষের রেশিওটা কমে আসছে ধীরে ধীরে কারণ মানুষ এখন এই লিংক-রেফারেন্সের শুধুমাত্র বাকবিলাসিতার খাতিরেই কিছু একটা বলে দেবে সে সুযোগ নেই।যদিও তাদের সংখ্যা এখনও অনেক বেশী।পোস্টেও ভাল লাগা।
+++
  ১২ ই মে, ২০১৪  দুপুর ১২:১০
১২ ই মে, ২০১৪  দুপুর ১২:১০
স্বর্ণমৃগ বলেছেন: ঠিক বলেছেন। 
অনেক ধন্যবাদ আপনাকে।  
 
২৬|  ১২ ই মে, ২০১৪  দুপুর ১২:১৩
১২ ই মে, ২০১৪  দুপুর ১২:১৩
মুদ্দাকির বলেছেন: খুব ভালো !!
  ১২ ই মে, ২০১৪  দুপুর ১২:২৬
১২ ই মে, ২০১৪  দুপুর ১২:২৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ!
২৭|  ১২ ই মে, ২০১৪  দুপুর ১:৩৮
১২ ই মে, ২০১৪  দুপুর ১:৩৮
রায়ান ঋদ্ধ বলেছেন: একটা সময় খুব ভয়াবহ রকমের এডিক্ট ছিলাম। স্কুল জীবনে দু'তিন বছর এই শুধু নিজে না, বন্ধুদের মধ্যে এমনকি ছোট ভাইদের মধ্যে ছড়ানোর অপরাধও করেছি। অপরাধ স্বিকার করা লজ্জার না। তবে খরাপ লাগাটা এখানে যে হয়তো আমার জন্য অন্য কেউ এডিক্ট হইছে!  পর্ণগ্রাফীর আরেকটা খারাপ দিক হল এডিক্টেডরা হটস্পটের হয়ে দাঁড়ায়। আর বিশেষ করে অল্প বয়সি বা নিউ টীন এজাররা যখন এডিক্ট হয়ে পড়ে, তখন ফলাফল অনেক ভয়াবহ হতে পারে। কৌতুহলে বিপত্তি ডেকে আনতে পারে। এ নিয়ে আরো অনেক কিছু লেখা বাকি আছে।
 পর্ণগ্রাফীর আরেকটা খারাপ দিক হল এডিক্টেডরা হটস্পটের হয়ে দাঁড়ায়। আর বিশেষ করে অল্প বয়সি বা নিউ টীন এজাররা যখন এডিক্ট হয়ে পড়ে, তখন ফলাফল অনেক ভয়াবহ হতে পারে। কৌতুহলে বিপত্তি ডেকে আনতে পারে। এ নিয়ে আরো অনেক কিছু লেখা বাকি আছে।
আশার কথা হল বেরিয়ে আসাটা কঠিন না। খুব সহজে বেরিয়ে আসা যায়। কিন্তু সমস্যা হচ্ছে খুব সহজ পথটা সবাই সহজে পায় না। কিউরিওসিটি বদলে ফেলতে বা বদলে দিতে পারলে আসক্তিটা খুব সহজে চলে যায়। কিন্তু এডিকশনটা ঘটে খুব গোপনে তাই আশেপাশের মানুষ বুঝতে পারে না।
আমি বেঁচে গেছি প্রেমে পড়ে!  তখন আর ওইসব ভালো লাগতো না। অদ্ভুৎ ভাবে হঠাৎ করেই বদলে গেছে সব। আমার রিকোভারীটা সহজে হইছে। কিন্তু সবার ক্ষেত্রে এমনটা হয় না।
 তখন আর ওইসব ভালো লাগতো না। অদ্ভুৎ ভাবে হঠাৎ করেই বদলে গেছে সব। আমার রিকোভারীটা সহজে হইছে। কিন্তু সবার ক্ষেত্রে এমনটা হয় না।
এর জন্য মনে করি নিউ টীন এজারদের থেকে নিয়মিত কাউন্সিলিং, এওয়ারনেস প্রোগ্রাম, ওপিনিওন শেয়ারিং এবং সেক্স ইডুকেশন দেয়া একান্ত জরুরী।
  ১২ ই মে, ২০১৪  দুপুর ১:৪৯
১২ ই মে, ২০১৪  দুপুর ১:৪৯
স্বর্ণমৃগ বলেছেন: চমৎকার একটি মন্তব্য! 
এভাবে যদি সবাই তাদের নিজস্ব মতামত আর দৃষ্টিভঙ্গি গুলো তুলে ধরতো, আলোচনা টা আরো জমতো।
আপনি ঠিকই বলেছেন। বেরিয়ে আসা টা সহজ, কিন্তু সহজ পথটা সবাই সহজে পায়না।
পোস্ট বড় হয়ে যাবে তাই ইচ্ছে করেই অনেক দিক এড়িয়ে গেছি।
আগামী পোস্টে রিকভারি মেথড তুলে ধরার চেষ্টা করব...
ভাল থাকুন  
 
২৮|  ১২ ই মে, ২০১৪  দুপুর ১:৫২
১২ ই মে, ২০১৪  দুপুর ১:৫২
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: জটিল.....
  ১২ ই মে, ২০১৪  দুপুর ২:০০
১২ ই মে, ২০১৪  দুপুর ২:০০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
২৯|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:১৭
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:১৭
নীল ভোমরা বলেছেন: ভাল পোস্ট!
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৬
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ নীল ভোমরা
৩০|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:২৩
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:২৩
আবু সায়েদ বলেছেন: মাদকের ক্ষতি সম্পর্কে সবাইকে সচেতন করলেই হবে না, মাদকের রুট বন্ধ করতে হবে। তেমনি পর্নের রুট ও সাইট বন্ধ করতে হবে। মাদক যেমন ব্যবসা হয়েছে পুলিশ ও সরকার এর, তেমনি পর্ন যেন ব্যাবসা না হয়।
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৮
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৮
স্বর্ণমৃগ বলেছেন: সচেতন করার কাজ টা আমরা করতে পারি, এ্যাকশনে নামা টা প্রশাসনের এখতিয়ারে।
প্রশাসন এবং সরকার যদি এ্যাকশন নেয়, তাহলেই সম্ভব। 
৩১|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৬
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৬
ফিলিংস বলেছেন: বারবার পর্ণ দেখার কারনে নতুন নতুন নারীর সাথে নতুন ভঙ্গিমা আর কলাকৌশলের সেক্সুয়াল ইন্টারকোর্স দেখতে দেখতে আমাদের ব্রেইন টাও সেভাবে প্রোগ্রামড হয়ে যায়। কিন্তু রিয়েল লাইফে স্বামী/স্ত্রীর কাছে যখন সে পর্ণে দেখা পুরুষ/নারীর মত আকর্ষণীয় ফিগার, সেক্স এ্যাপিল পায়না এবং পর্ণে দেখা নানাপ্রকার কলাকৌশল জীবন সঙ্গী বা সঙ্গীনীর উপর প্রয়োগ করতে পারেনা, তখন ই শুরু হয় বিপত্তি। সত্য সত্য সত্য
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৯
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
৩২|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৯
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৯
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: ধন্যবাদ 
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৯
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৯
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ নিলয়  
 
৩৩|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫০
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫০
আল ইফরান বলেছেন: অত্যন্ত চমৎকার এবং সময়পোযোগী লেখা।
মোবাইলে পড়ছিলাম, শুধু এই কমেন্টসটা দেয়ার জন্য পিসিতে লগইন করলাম।
প্রতিনিয়ত সংগ্রাম করছি এই ভয়াবহ আসক্তির বিরুদ্ধে।
ব্যস্ততার মধ্যে থাকলে এই জিনিস মাথায় কোনোভাবেই খেলে না, কিন্তু সমস্যা হয় যখন প্রেসার একটু কম থাকে বা একা থাকি।
যদিও নিজে খুব শক্তভাবে খুব বেশী মানতে পারি না কিন্তু কিছু কিছু জিনিস খুব কাজে দেয়, যেমনঃ
১। খেলাধুলা করা
২। একা একা না থাকা
৩। পর্ণ দেখার সার্কেলে ইনার্ট থাকা
৪। ধর্মীয় গ্রন্থ বেশি বেশি করে পড়া
৫। রাত না জাগা
আর ইন্টারনেট ঘাটলে আরো হাজার রকমের সল্যুশান পাওয়া যাবে। কিন্তু সবার আগে প্রয়োজন আত্নোপলব্ধি।
আমি কতটুকু নেমেছি আর সেই অতিক্রান্ত রাস্তা থেকে ফিরতে পারবো কিনা।
পর্ণের পক্ষে কোনো কথা বলতে চাই না, শুধু এইটাই বলি পুজিবাদ মানুষের যৌন চাহিদাকে কেবলই উস্কে দেয়, আর নিবারণের কোনো স্বাভাবিক পথ খোলা রাখে না।
যার ফলাফল মিলিয়ন ডলারের পারভার্টেড পর্ণ ইন্ডাস্ট্রি আর তাদের কনস্যুমার হিসেবে তরুণ সমাজ।
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:০১
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:০১
স্বর্ণমৃগ বলেছেন: দারুন এবং চমৎকার একটি মন্তব্য। পুরোপুরি সহমত।
সবার আগে প্রয়োজন আত্নোপলব্ধি। 
অনেক ধন্যবাদ আপনাকে। 
ভাল থাকুন। 
৩৪|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫২
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫২
রিফাত ২০১০ বলেছেন: সচেতনতামূলক তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ পোস্টটি সবার শেয়ার করা উচিৎ ।
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:০২
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:০২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ রিফাত।  
 
৩৫|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৯
১২ ই মে, ২০১৪  বিকাল ৩:৫৯
অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: ++++++++++++++++++++++++++++++
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:০২
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:০২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ  
 
৩৬|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৩৩
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৩৩
আ আ খান বলেছেন: খুব চমৎকারভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন।
+++++
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৫৩
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৫৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
৩৭|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৩৮
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৩৮
সাইবার অভিযত্রী বলেছেন: বাসায় ইন্টারনেট রাখা যাবে না!
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৫৪
১২ ই মে, ২০১৪  বিকাল ৪:৫৪
স্বর্ণমৃগ বলেছেন: কেন যাবেনা! মাথাব্যাথার জন্য মাথা কেটে ফেলা টা কি ভাল হবে?  
 
৩৮|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:০১
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:০১
রোহান খান বলেছেন: - ইলুমিনাতী গ্রুপের আরেকটি চাল হলো পর্ন। 
- অসুস্থ্য মানুষিকতা আর ব্যাবহারিক জীবনে এর চল এতটা বর্বর সেটা উপস্হ্যাপন যোগ্য নহে।
- বাংলাদেশে বর্তমান সমাজে (২০০৪-২০১৪) দেশীয় পর্নের উৎপাদন/ ছাত্র/ছাত্রী/ শিক্ষক, মানে নবীন সমাজের মানষিক অবষ্থ্যা কোথায় গিয়ে থেকেছে।
 
- ১৯৯৮ এ ৬.৪ গিগা হার্ড ড্রাইভ ইউজ করতাম। আর এখন বাংলাদেশে যার ঘরেই কম্পুটার আছে মিনিমাল ৫০০ গিগা লাগাইছে। কি করে এত বড় হার্ডডিস্ক দিয়া জানতে মুনচায়।
 
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২০
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
...তবে সবাই ৫০০গিগার হার্ডিতে যে পর্ণ দিয়েই ভর্তি করে তা নয়।
৩৯|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:০১
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:০১
রোহান খান বলেছেন: - ইলুমিনাতী গ্রুপের আরেকটি চাল হলো পর্ন। 
- অসুস্থ্য মানুষিকতা আর ব্যাবহারিক জীবনে এর চল এতটা বর্বর সেটা উপস্হ্যাপন যোগ্য নহে।
- বাংলাদেশে বর্তমান সমাজে (২০০৪-২০১৪) দেশীয় পর্নের উৎপাদন/ ছাত্র/ছাত্রী/ শিক্ষক, মানে নবীন সমাজের মানষিক অবষ্থ্যা কোথায় গিয়ে থেকেছে।
 
- ১৯৯৮ এ ৬.৪ গিগা হার্ড ড্রাইভ ইউজ করতাম। আর এখন বাংলাদেশে যার ঘরেই কম্পুটার আছে মিনিমাল ৫০০ গিগা লাগাইছে। কি করে এত বড় হার্ডডিস্ক দিয়া জানতে মুনচায়।
 
৪০|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:০১
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:০১
কানা দাজ্জাল বলেছেন: কমেন্ট করলাম, শেয়ার-ও করলাম। খুব ভাল লেখা।
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২১
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২১
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪১|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:১১
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:১১
আরন্যক নীলকণ্ঠ বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ লেখা। সবারই পড়া এবং জানা উচিৎ।
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২১
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আরণ্যক।
৪২|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:১১
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অত্যন্ত চমৎকার এবং সময়পোযোগী লেখা। মানুষ মাদকেই শুধু আসক্ত হয়না পর্ণতেও আসক্ত হয়। এই আসক্তি এতই ভয়াবহ যে, আসক্তদের দাম্পত্যজীবন হয়ে উঠে বিষময়। তবে এই আসক্তি থেকে মুক্তি পেতে হলে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে তা যে ধর্মই হোক না কেন। সেই সংগে বিভিন্ন ধরনের বই পড়া, খেলাধুলা করা, সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করা ইত্যাদি ইত্যাদি।
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২২
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২২
স্বর্ণমৃগ বলেছেন: সহমত। মাসকাসক্তির মত পর্ণ আসক্তিও দাম্পত্যজীবন এবং সামাজিক জীবনে নানা সমস্যা ডেকে আনে।
ভাল বলেছেন।
ধন্যবাদ আপনাকে। 
৪৩|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:১৪
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:১৪
একজন ঘূণপোকা বলেছেন: 
অনেক ইনফোরমেটিভ আর উপকারি প্সট। 
অনেক পরিশ্রমী পোস্টে প্লাস দিয়ে গেলাম। 
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২৩
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২৩
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪৪|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২১
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সামুকে ধন্যবাদ স্টিকি করায়।
নইলেতো ফস্কেই গেছিল 
এই সমস্যা প্রকট থেকে প্রকটতর হয়ে পড়ছে। বাবা-মা চাকুরী, ব্যবসার ব্যস্তাতায় সময় দিতে পারছে না। যৌথ পরিবার ভেঙ্গে পড়েছে। ফলে চাচা, ফুফু, খালা দাদা, নানীর কেয়ারিং নেই। একাকীত্ব, কৌতুহল, বয়সের চাহিদা সব মিলিয়ে... এক যৌথ আগ্রাসী আক্রমন!!
পারিবারিক বলয়ে ধর্মের অনুপস্থিতি, আগে সকাল হতো মায়ের কোরআন তেলাওয়াত শুনে- এখন হাতের কড় গুনে ৫টি বাড়ী দেখান যেখানে সকাল হয় মায়ের কোরআন তেলাওয়াতে??? নেই..
তারপর ধার্মিকের ভুল ব্যবহারের কারণে অনেকে ধর্মকেই এড়িয়ে যাবার মেন্টালিটিও ধারণ করা শুরু করেছে- সাথে পূজিবাদ আর ভোগবাদের নিত্য মশলা স্যাটেলাইটের রেন্ডম হিট..... গান, নাটক, সিনেমা, বিজ্ঞাপন...
ত্রাহি মধূসুদন অবস্থা। পালাবে কোথায়? আমমানুষ মনের অজান্তেই ঝুকে পড়ছে-আত্ম ধ্বংসের পথে। 
সামাজিক স্থিতির যে কাজটি সরকার করবে, সাসংকৃতিক যে রুপদেখা জাতিগত আত্ম পরিচয় সৃস্টির যে কাজ, ব্যাক্তি, পরিবার এবং সমাজের যে আউটলাইন একে দেবার কথা- তারাতো কুম্ভকর্ণের ঘুমে বিভোর।
ফলে চলছে সব আপন মনে আপন খেয়ালে..... ....
আপনার পোস্টটি মাইল ফলক হিসাবে কাজ করবে। শুরু হোক তবে এভাবেই....
  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২৮
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:২৮
স্বর্ণমৃগ বলেছেন: ওয়াও! আপনার মন্তব্য টিই আরেকটি পোস্ট হয়ে গেল! 
ধর্মীয় এবং সামাজিক অনুশাসনের বিষয় টি সম্পর্কে কমবেশি সবাইই অবগত আছেন তাই ওদিকে যায়নি। তবে আপনার সাথে একমত।
অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
ভাল থাকুন বিদ্রোহী! 
৪৫|  ১২ ই মে, ২০১৪  বিকাল ৫:৪৯
১২ ই মে, ২০১৪  বিকাল ৫:৪৯
মুহাই বলেছেন: অনেকদিন পর এতবড় পোস্ট একটানে পড়লাম!!!! ++++++++++++++++++
  ১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০৪
১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০৪
স্বর্ণমৃগ বলেছেন: আমি তো ভয় পাচ্ছিলাম এত বড় পোস্ট দেখে সবাই বিরক্তিতে নাক কুঁচকে ফেলে কিনা!
অনেক ধন্যবাদ আপনাকে!  
 
৪৬|  ১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫২
১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫২
কোবিদ বলেছেন: 
মানসিক বিকৃতির নিকৃষ্টতম উপাদান পর্ণোগ্রাফি
এর থেকে পরিত্রাণের জন্য ধর্মীয় অনুশাসন ও 
পারিবারিক মূল্যবোধকে প্রধান্য দিতে হবে।
  ১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৪
১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৪
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
ধন্যবাদ আপনাকে। 
৪৭|  ১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৯
১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৯
সামুস কিং বলেছেন: ভাল লাগা ও প্রিয়তে
  ১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৪
১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
৪৮|  ১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:২৬
১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:২৬
জাতির বোঝা বলেছেন: 
+++++++++++++++++++++++++++++++++++++
  ১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৫
১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৫
স্বর্ণমৃগ বলেছেন: বাহ! প্লাসের বন্যায় ভাসিয়ে দিলেন দেখি!
ধন্যবাদ 
৪৯|  ১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৮
১২ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৮
অরণ্যতা বলেছেন: সঠিক তথ্য জানানো মানুষের বড়ই আভাব। পরিত্রানের উপায় কিন্তু বলেন নাই, বললে অনেকের উপকার হত
  ১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৭
১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৭
স্বর্ণমৃগ বলেছেন: পরবর্তী পোস্টে পরিত্রাণের উপায় নিয়ে লিখব ইনশাআল্লাহ। এই পোস্টে লিখতে গেলে পোস্ট অনেক বড় হয়ে যেত, অনেকে পড়তে বিরক্তিবোধ করতেন।
৫০|  ১২ ই মে, ২০১৪  রাত ৮:১৭
১২ ই মে, ২০১৪  রাত ৮:১৭
সাজিদ উল হক আবির বলেছেন: খুবই দরকারি এবং সময়োপযোগি পোস্ট। আশা করি এভাবে পর্ণগ্রাফি তৈরি রোধের বিরুদ্ধেও একদিন সবাই সোচ্চার হবে। 
ধন্যবাদ আপনাকে, হাসান ভাই।  
  ১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৮
১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৮
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
আপনাকেও ধন্যবাদ আবির  
 
৫১|  ১২ ই মে, ২০১৪  রাত ৮:৪০
১২ ই মে, ২০১৪  রাত ৮:৪০
কান্টি টুটুল বলেছেন: 
সহজ,সুন্দরভাবে লেখাটি তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ।
  ১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৮
১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ভাইজান
৫২|  ১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৭
১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৭
আমিজমিদার বলেছেন: বাংলাদেশের ৮০ পারসেন্ট পোলাপান পর্ণ দেখে, কিন্তু কেউ স্বীকার করে না। শরম পায়।
  ১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৯
১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৯
স্বর্ণমৃগ বলেছেন: স্বীকার করুক বা না করুক, সেটা সমস্যা নয়। সমস্যা হল এটা থেকে মুক্তির উপায় সবাই খোজেনা...
৫৩|  ১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৯
১২ ই মে, ২০১৪  রাত ৮:৫৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: খুবই দরকারি একটা পোস্ট ভাই।  
আপনাকে সাধুবাদ সবরকমের আবারো 
অনেকদিন পরে দুটা পোস্ট পাইলাম আপনার, ভাল্লাগলো  
 
  ১২ ই মে, ২০১৪  রাত ৯:১০
১২ ই মে, ২০১৪  রাত ৯:১০
স্বর্ণমৃগ বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মুনতাসির ভাই। 
আসলে ফেসবুকে স্ট্যাটাস দিতে তো আর চিন্তা ভাবনা করতে হয়না, খাটতে হয়না। ব্লগে লিখতে গেলে একটু সময় নিয়ে লিখতে হয়, প্লাস অটোমেটিক্যালিই ভাল কিছু দেবার একটা দ্বায়বদ্ধতা চলে আসে কেন জানি! সময়াভাবেই আর আসা হয়না তাই...
ভাল থাকুন ব্রো 
৫৪|  ১২ ই মে, ২০১৪  রাত ৯:০৬
১২ ই মে, ২০১৪  রাত ৯:০৬
উমার বলেছেন: অসাধারণ ভাল লাগা জানিয়ে গেলাম । পোস্টে ++++++
  ১২ ই মে, ২০১৪  রাত ৯:১০
১২ ই মে, ২০১৪  রাত ৯:১০
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ উমার  
 
৫৫|  ১২ ই মে, ২০১৪  রাত ৯:২৩
১২ ই মে, ২০১৪  রাত ৯:২৩
নতুন বলেছেন: আমাদের দেশে পন` সাইট ব্লক করা উচিত.... তাহলে সবার কাছে এতো সহজলভ্য হইতো না...
  ১২ ই মে, ২০১৪  রাত ৯:৩২
১২ ই মে, ২০১৪  রাত ৯:৩২
স্বর্ণমৃগ বলেছেন: আমাদের প্রশাসনের দৌড় কেবল ইউটিউব ব্লক করা পর্যন্তই...
৫৬|  ১২ ই মে, ২০১৪  রাত ৯:৫৯
১২ ই মে, ২০১৪  রাত ৯:৫৯
বলো জয় বাংলা বলেছেন: এই রম স্টিকি পোষ্টই ত চাই।
  ১২ ই মে, ২০১৪  রাত ১০:১৪
১২ ই মে, ২০১৪  রাত ১০:১৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ  
 
সামু কর্তৃপক্ষ কেও অসংখ্য ধন্যবাদ পোস্ট টি কে স্টিকি করার জন্য। 
৫৭|  ১২ ই মে, ২০১৪  রাত ১০:০৩
১২ ই মে, ২০১৪  রাত ১০:০৩
মামুন রশিদ বলেছেন: চমৎকার সচেতনতামূলক পোস্ট ।
  ১২ ই মে, ২০১৪  রাত ১০:২০
১২ ই মে, ২০১৪  রাত ১০:২০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
৫৮|  ১২ ই মে, ২০১৪  রাত ১০:৪৭
১২ ই মে, ২০১৪  রাত ১০:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: সচেতন মুলক পোস্টে একরাশ ধন্যবাদ ।।
  ১২ ই মে, ২০১৪  রাত ১০:৫২
১২ ই মে, ২০১৪  রাত ১০:৫২
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ পরিবেশ বন্ধু!
৫৯|  ১২ ই মে, ২০১৪  রাত ১০:৫৪
১২ ই মে, ২০১৪  রাত ১০:৫৪
কসমিক- ট্রাভেলার বলেছেন: 
চমৎকার সময়োপযোগী সচেতনতামূলক পোষ্ট। 
শুভেচ্ছা সতত।
  ১২ ই মে, ২০১৪  রাত ১১:০৬
১২ ই মে, ২০১৪  রাত ১১:০৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ কসমিক-ট্রাভেলার।
ভাল থাকুন 
৬০|  ১২ ই মে, ২০১৪  রাত ১১:১৫
১২ ই মে, ২০১৪  রাত ১১:১৫
আরজু পনি  বলেছেন: 
পর্ণ দেখে এবং বাস্তবে বিভিন্ন জনে তার প্রয়োগের চেষ্টাও করে অনেকেই ।
এক ব্যাচমেটকে জানি যে রিতিমতো হার্ডডিস্কে তার বন্ধু, কলিগ থেকে শুরু করে কম বয়সী বিবাহিতা আত্নীয়াদেরকে মনোরঞ্জনের জন্যে এসব সাপ্লাই দিয়ে একধরনের বিকৃত আনন্দ অনুভব করে ।
এরকম অনেকেই আছে, যারা সমাজে নীরবে বিষ ছড়াচ্ছে ।
এই পোস্টটা পোস্টার আকারে প্রচার হলে খুব ভালো হতো ।
সহজ, সাবলীল করে অসাধারণ লিখেছেন ।
পরিশ্রমের জন্যে সাধুবাদ দিতেই হয় ।
আর জনসচেতনতামূলক পোস্টটির প্রচারে স্টিকি করে সামহোয়্যার কর্তৃপক্ষও সাধুবাদ পাওয়ার কাজ করেছে । 
  ১২ ই মে, ২০১৪  রাত ১১:২৮
১২ ই মে, ২০১৪  রাত ১১:২৮
স্বর্ণমৃগ বলেছেন: আরে পনিপু যে!! 
...জ্বী, ঠিক বলেছেন। সহমত।
আপনার ব্যাচমেটের মত বেশ কয়েকটা বন্ধু আমারও আছে। তবে আশার কথা হল আমার পাল্লায় পড়ে ওদের পর্ণ দেখা গোল্লায় উঠছে। ওরা যেমন নীরবে বিষ ছড়াচ্ছে, আমিও তেমনি ওদের কাছে গিয়ে পর্ণ কেই ওদের কাছে বিষের স্বরুপ দাঁড় করাচ্ছি...
অনেক ধন্যবাদ পনিপু। 
ভাল থাকবেন। 
৬১|  ১২ ই মে, ২০১৪  রাত ১১:৪১
১২ ই মে, ২০১৪  রাত ১১:৪১
নীল জোসনা বলেছেন: এত চমৎকার কাজের জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ।
অসাধারন !
  ১২ ই মে, ২০১৪  রাত ১১:৫৩
১২ ই মে, ২০১৪  রাত ১১:৫৩
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ নীল জোসনা!  
 
৬২|  ১৩ ই মে, ২০১৪  রাত ১২:২২
১৩ ই মে, ২০১৪  রাত ১২:২২
দয়ালু বলেছেন: কিন্তু যত সমস্যা হবে দিনের আলোতে জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এসটিডি, এইডস তথা পর্ণের বিরুদ্ধে প্রকাশ্যে আলোচনা চললে। এই কথাটা দারুন বলেছেন।
  ১৩ ই মে, ২০১৪  রাত ১২:৫৬
১৩ ই মে, ২০১৪  রাত ১২:৫৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ দয়ালু।
৬৩|  ১৩ ই মে, ২০১৪  রাত ১২:৩৫
১৩ ই মে, ২০১৪  রাত ১২:৩৫
রাজা মশাই বলেছেন: একটু চাপাই লিখতে পারতেন ভাই। একে বারে নগদে দিয়েন না। :#>
  ১৩ ই মে, ২০১৪  রাত ১:০৬
১৩ ই মে, ২০১৪  রাত ১:০৬
স্বর্ণমৃগ বলেছেন: আরে রাজামশাই স্বয়ং যে!
...চাপাই লিখতে চাইছিলুম কিন্তু কি করুম কন! স্লিপ অভ কী, কী-বোর্ডের কী গুলা ফইসকা যায়!  
 
৬৪|  ১৩ ই মে, ২০১৪  রাত ১:২৯
১৩ ই মে, ২০১৪  রাত ১:২৯
দি সুফি বলেছেন: অতি দরকারি পোষ্ট। মানুষ এইডি দেখার এত টাইম কই পায়?? আর রুচি হয় কেমনে?   
 
এই বিষয় নিয়ে নির্মিত ডন জন মুভিটায় মোটামুটি ভালোভাবেই এর কিছুটা খারাপ দিক এবং পরিত্রাণ পাবার উপায় ফুটিয়ে তোলা হয়েছে।
  ১৩ ই মে, ২০১৪  রাত ১:৫৬
১৩ ই মে, ২০১৪  রাত ১:৫৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ এবং সহমত।
মুভিটাও দেখেছি। ভাল্লাগছে। 
৬৫|  ১৩ ই মে, ২০১৪  রাত ২:২২
১৩ ই মে, ২০১৪  রাত ২:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি ভাল একটা পোষ্ট ।আশা করি সবার উপকারে আসবে।অন্ধের চোখেও পড়ুক।
  ১৩ ই মে, ২০১৪  সকাল ১০:২৪
১৩ ই মে, ২০১৪  সকাল ১০:২৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ। 
সবার উপকারে আসলেই সার্থক। 
৬৬|  ১৩ ই মে, ২০১৪  ভোর ৬:০৬
১৩ ই মে, ২০১৪  ভোর ৬:০৬
প্রকৌশলী আতিক বলেছেন: ২৯ তম ভাললাগা। খুবই গুরুত্বপুর্ন একটা টপিক নিয়ে আলোচনা করেছেন।
  ১৩ ই মে, ২০১৪  সকাল ১০:২৫
১৩ ই মে, ২০১৪  সকাল ১০:২৫
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আতিক ভাই।
৬৭|  ১৩ ই মে, ২০১৪  সকাল ৭:৩৪
১৩ ই মে, ২০১৪  সকাল ৭:৩৪
ফয়সাল খালাসী বলেছেন: আর দেখমু না >_<
  ১৩ ই মে, ২০১৪  সকাল ১০:২৬
১৩ ই মে, ২০১৪  সকাল ১০:২৬
স্বর্ণমৃগ বলেছেন: গুড! দ্যাট'স দ্য স্পিরিট! 
শুভকামনা রইলো। 
৬৮|  ১৩ ই মে, ২০১৪  সকাল ৭:৪৪
১৩ ই মে, ২০১৪  সকাল ৭:৪৪
আমি গাঙচিল বলেছেন: অসাধারন লিখা । প্রিয়তে । +++++++++++++++++++
  ১৩ ই মে, ২০১৪  সকাল ১০:২৭
১৩ ই মে, ২০১৪  সকাল ১০:২৭
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ গাঙচিল।
৬৯|  ১৩ ই মে, ২০১৪  সকাল ৯:৫৬
১৩ ই মে, ২০১৪  সকাল ৯:৫৬
ফোজাইল ইমন বলেছেন: লিখার মত লিখলেন, যেমন একটা লেখা দেখার পর মনে হল সেইমটাই আশা করে ছিলাম। 
  ১৩ ই মে, ২০১৪  সকাল ১০:২৯
১৩ ই মে, ২০১৪  সকাল ১০:২৯
স্বর্ণমৃগ বলেছেন: লেখার মাধ্যমে কারো প্রত্যাশা পূরণ করতে পেরেছি ভাবতে ভাল্লাগছে।
ধন্যবাদ ফোজাইল ইমন!  
 
৭০|  ১৩ ই মে, ২০১৪  সকাল ১০:০৪
১৩ ই মে, ২০১৪  সকাল ১০:০৪
বিডি আইডল বলেছেন: আপনার পোষ্টের এন্টিতে অনেকগুলো বিষয় আনতে পারতাম। কিন্তু ব্লগের আবহে সেটা প্রাসঙ্গিক হবে না বলে আনলাম না।
এডুকেশন এবং নলেজের কোন বিকল্প নেই। ভালো-খারাপের পার্থক্য চিনতে শুধুমাত্র এটাই সাহায্য করে।
  ১৩ ই মে, ২০১৪  সকাল ১০:৩২
১৩ ই মে, ২০১৪  সকাল ১০:৩২
স্বর্ণমৃগ বলেছেন: বিডি ভাই, একটি বিষয়ের ভাল-খারাপ দুইটি দিক ই থাকে। পর্ণের ভাল দিকের সংখ্যা টা অনেক কম। খারাপ দিকটাই মানুষ কে ভোগাচ্ছে বেশি। 
আপনার শেষের কথাটি অনেকেই বুঝবেনা, এবং সমস্যা টা এখানেই।
পার্থক্য টা সবাই চিনতে পারলে এত কষ্ট করে এত বড় পোস্ট লেখার হয়ত প্রয়োজন হতনা। অনেকে যেমন মেডিটেশন শিখতে গিয়ে জাস্ট ব্রেইনওয়াশড হয়ে চলে আসে, মেডিটেশনের সুফল এজন্যই অনেকে পায়না...
ভাল থাকবেন। 
৭১|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:২৩
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:২৩
সোহাগ সকাল বলেছেন: ম্যালাদিন পর মোবাইল দিয়া ব্লগে ঢুকলাম। স্টিকি পোস্ট দেখি মাহবুব ভাইয়ের! তাও আবার এইরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়ে। আগের পর্ব পড়া হয়নাই বিধায় এইটা এখন পড়লাম না। রাতে দুই পর্ব একসাথে পড়বো।
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫১
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল। 
আশা করি পড়ার পরে আলোচনায় অংশ নিবেন! 
৭২|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:২৫
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:২৫
ইমরান হক সজীব বলেছেন: আমার পিসি হার্ডডিস্ক, মেমরি কার্ড, পেন্ড্রাইভ, ডিভিডি কোন কিছুতেই কোন পর্ণ টর্ণ কখনো থাকে না, কিন্তু দুই একমাস পর পর গুগোল সার্চ দিয়ে পর্ণ দেখা হয়ে যায়   
   
   বাচুম ক্যামতে
  বাচুম ক্যামতে   
   
   
 
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫২
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫২
স্বর্ণমৃগ বলেছেন: লোল! 
আপাতত গুগলের সেইফ সার্চ অপশন টি অন করে রাখতে পারেন।
এটা পরবর্তী পর্বে লেখার আশা রাখি! 
৭৩|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৩
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৩
ভারচুয়াল আমি বলেছেন: শিক্ষণীয়। +++++++++
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৩
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ভারচুয়াল আমি।
৭৪|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৫
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৫
আকিব আরিয়ান বলেছেন: প্লাস
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৩
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
৭৫|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৭
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৭
সৃজনশীলপ্রয়াস বলেছেন: রাসুল্লাহ (সঃ) থেকে একটা হাদীস এরকম যে, 
"যে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সে সমাজে এমন রোগ দেখাদেয়। যা তদের পূর্ববর্তীদের ভিতর ছিলনা, আর তা মৃত্যু পর্যন্ত না নিয়ে ছাড়ে না" 
সহী মুসলীম সহ কয়েকটি হাদিস গ্রন্থে বর্ণনা করা হয়েছে। 
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৪
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আপনাকে হাদিস টি শেয়ার করার জন্য।
৭৬|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৯
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কোবিদ বলেছেন: 
মানসিক বিকৃতির নিকৃষ্টতম উপাদান পর্ণোগ্রাফি
এর থেকে পরিত্রাণের জন্য ধর্মীয় অনুশাসন ও 
পারিবারিক মূল্যবোধকে প্রধান্য দিতে হবে। 
আল্লাহর ভয় (তাক্বওয়া) অন্তরে আনতে পারলে ইনশাল্লাহ সব ধরণের অপরাধ থেকেই বেচে থাকা যাবে। এজন্যই আল্লাহ কুরআনে আল্লাহ ঈমানদারদেকে বলেছেন ঈমান তরতাজা রাখতে। এক্ষেত্রে বাবা মায়ের আরেকটি দায়িত্ব আছে, সেটা হল সঠিক বয়সে সন্তানদের বিয়ের ব্যবস্থা করা। যদি সন্তানকে দ্বীনদার হিসেবে বড় করা যায় আর সঠিক বয়সে বিয়ের ব্যবস্থা করা হয়, গোনাহ থেকে বেচে থাকা অনেক সহজ হবে।
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৬
১৩ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৬
স্বর্ণমৃগ বলেছেন: জ্বী। পুরোপুরি সহমত। প্রত্যেকেই যে যার ধর্মীয় অনুশাসন যদি মেনে চলে, তাহলে এ ধরণের সমস্যা থেকে অতি সহজেই নিজেকে মুক্ত রাখতে পারবে।
ধন্যবাদ জহির ভাই। 
৭৭|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১:২৫
১৩ ই মে, ২০১৪  দুপুর ১:২৫
অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: খুবই ভাল লিখছেন। শুধুমাত্র  আপনার  লেখায় কমেন্ট  করতেই লগিন করছি।
।আমি এই সমস্যা থেকে বের হওয়ার চেষ্টা  করছি,,কিন্তু পারছি না,,,,,,, কি করব  বলতে পারেন
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১:৪৪
১৩ ই মে, ২০১৪  দুপুর ১:৪৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ পথিক।
আপাতত রাতে বা দিনের যে সময় টা বাসাতে একা থাকেন, সে সময়টাতে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারেন। সমস্যা টা কাটিয়ে না ওঠা পর্যন্ত একা সময় কাটানোর চেয়ে বন্ধু-বান্ধবের সাথে বা বাইরে গিয়ে সময় পাস করাটা ভাল। 
সর্বোপরি মন থেকে এই সমস্যার পরিত্রাণ খুজুন, নিশ্চয়ই পারবেন।
আগামী পর্বে পরিত্রাণের উপায় গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব।
শুভকামনা রইলো। 
৭৮|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১:২৯
১৩ ই মে, ২০১৪  দুপুর ১:২৯
ভেঙে চুরমার বলেছেন: লেখক ভাই-কে বলছি, আপনার লেখার শেষাংশে একটি সন্দেহ পোষণ করেছিলেন যে, হয়ত বা আপনার লেখার উপর কোনো কমেন্ট হবে না। কিন্তু বাস্তবতা কী তা নিজেই দেখলেন। ভাই, এখনও বহু ভালো মনের মানুষ আছে, ভালো কাজের মানুষ আছে, তাইতো আমরা এখনও মা-বোন কিংবা মেয়েকে নিয়ে বাইরে বেরুতে পারি। তবে দিন দিন সমাজটা কেমন যেন কলুষিত হয়ে পড়ছে। 
এবার আপনার লেখা প্রসঙ্গে আসি। খুবই চমৎকার এবং সময়োপযোগী একটি পোস্ট। চোখের সামনে অনেক সম্ভাবনাময় তরুণের জীবন নষ্ট হতে দেখেছি ড্রাগ এডিকশনের জন্য। পর্ণোগ্রাফিও ড্রাগ এডিকশনের মতো একটি ভয়ংকর নেশা। আপনার বিশ্লেষণধর্মী লেখা অনেক ভালো লাগলো। আশা করবো এ বিষয়ে আরো বিস্তর লিখবেন। ভালো থাকবেন।
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১:৫৫
১৩ ই মে, ২০১৪  দুপুর ১:৫৫
স্বর্ণমৃগ বলেছেন: আসলে ঠিক সন্দেহ নয়, কিছুটা আক্ষেপের কারনে অমন টি বলেছিলাম...
ইনশাআল্লাহ, সময় পেলে আবারও লিখব।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।
৭৯|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ১:৫২
১৩ ই মে, ২০১৪  দুপুর ১:৫২
রাকীব হাসান বলেছেন: ভেঙে চুরমার বলেছেন: লেখক ভাই-কে বলছি, আপনার লেখার শেষাংশে একটি সন্দেহ পোষণ করেছিলেন যে, হয়ত বা আপনার লেখার উপর কোনো কমেন্ট হবে না। কিন্তু বাস্তবতা কী তা নিজেই দেখলেন। ভাই, এখনও বহু ভালো মনের মানুষ আছে, ভালো কাজের মানুষ আছে, তাইতো আমরা এখনও মা-বোন কিংবা মেয়েকে নিয়ে বাইরে বেরুতে পারি। তবে দিন দিন সমাজটা কেমন যেন কলুষিত হয়ে পড়ছে।
এবার আপনার লেখা প্রসঙ্গে আসি। খুবই চমৎকার এবং সময়োপযোগী একটি পোস্ট। চোখের সামনে অনেক সম্ভাবনাময় তরুণের জীবন নষ্ট হতে দেখেছি ড্রাগ এডিকশনের জন্য। পর্ণোগ্রাফিও ড্রাগ এডিকশনের মতো একটি ভয়ংকর নেশা। আপনার বিশ্লেষণধর্মী লেখা অনেক ভালো লাগলো। আশা করবো এ বিষয়ে আরো বিস্তর লিখবেন। ভালো থাকবেন।
সহমত
৮০|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ২:০৯
১৩ ই মে, ২০১৪  দুপুর ২:০৯
নতুন বলেছেন: আপনার পোস্টে আমাদের দেশে ইন্টেনেটে পণ` সাইট ব্লকের কথাটি যোগ করুন.... সবাই এটা নিয়ে আলচনা শুরু করলে সরকার উদ্দোগ নেবে... 
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ২:৩০
১৩ ই মে, ২০১৪  দুপুর ২:৩০
স্বর্ণমৃগ বলেছেন: পর্ণ সাইট ব্লক নিয়ে এর আগে অনেক আলোচনা ব্লগে হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। মূল কথা হল, সরকারের উপরিমহলের কেউ ব্লগ সচরাচর পড়েনা। তাই আমরা কি নিয়ে আলোচনা করছি এটা তাদের নজরেও যায়না। তবে যেহেতু অনেকে পোস্ট টি এখন দেখছে এবং দেখবে তাই এডিট করে দিচ্ছি।
ধন্যবাদ আপনাকে। 
৮১|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ২:১৪
১৩ ই মে, ২০১৪  দুপুর ২:১৪
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো পোষ্ট। 
তবে পোষ্টে একবার লিখেছেন
তবে আশার কথা হল, ড্রাগ এ্যাডিক্টদের তুলনায় পর্ণ এ্যাডিক্টদের ফেরার পথ টা বেশ সহজ এবং রিকভার করতে সময়টা তুলনামূলকভাবে অনেক কম লাগে।
আবার লিখেছেন
পর্ণ এবং পর্ণগ্রাফি ড্রাগসের মতই ভয়ঙ্কর। ড্রাগ এ্যাডিকশন থেকে মুক্তি পাওয়া যেমন কঠিন, পর্ণ আসক্ত থেকে মুক্তি পাওয়াও তেমনি কঠিন এবং দুরূহ ব্যাপার।  
যাইহোক, আশাকরি সরকার পর্ণ সাইটগুলো নিয়ন্ত্রণ করে এই দেশে প্রবেশের পথ যতটা সম্ভব বন্ধ করার পদক্ষেপ নিবে। 
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ২:৩৩
১৩ ই মে, ২০১৪  দুপুর ২:৩৩
স্বর্ণমৃগ বলেছেন: দুই জায়গাতে দুইভাবে লেখার কারন টা দুই রকম। শেষের পঙক্তির মাধ্যমে পর্ণের ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে চেয়েছি এবং উপরের লাইন টির মাধ্যমে আশার বাণী শুনিয়ে উপসংহার টানতে চেয়েছি!
হুম সরকার যদি এগিয়ে আসে তাহলে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
ধন্যবাদ আপনাকে। 
৮২|  ১৩ ই মে, ২০১৪  দুপুর ২:১৭
১৩ ই মে, ২০১৪  দুপুর ২:১৭
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: পোস্টে ++++ 
খুব ভালো লাগল। একটু হলেও সচেতন হলাম। শেষ বোধ হয় কলেজে পর্ণ দেখতাম। এখন পুরোপুরি মুক্ত না হলেও অন্তত এডিকশনটা নেই।
  ১৩ ই মে, ২০১৪  দুপুর ২:৩৪
১৩ ই মে, ২০১৪  দুপুর ২:৩৪
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো পুরোপুরি মুক্ত হবার।
ভাল থাকুন 
৮৩|  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৩:৩৭
১৩ ই মে, ২০১৪  বিকাল ৩:৩৭
রাজু রহমান বলেছেন: এক কথায় অসাধারণ
  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৮
১৩ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ রাজু।
৮৪|  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৪
১৩ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৪
বাকপ্রবাস বলেছেন: ++++++++++++++++++++++++++
  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৯
১৩ ই মে, ২০১৪  বিকাল ৩:৪৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস!
৮৫|  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৩:৫০
১৩ ই মে, ২০১৪  বিকাল ৩:৫০
বৃষ্টি৪০৪ বলেছেন: সুন্দর পোস্ট। পর্ণের ভয়াবহতা থেকে এখনি আমাদের ভবিষ্যৎকে বের করে আনতে হবে।
  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৪:০৯
১৩ ই মে, ২০১৪  বিকাল ৪:০৯
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
ধন্যবাদ আপনাকে। 
৮৬|  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৪:২৩
১৩ ই মে, ২০১৪  বিকাল ৪:২৩
আথাকরা বলেছেন: হে আমার মেয়ে! হে আমার বোন! তুমি তোমার বোনদেরকে বল, হে বোন! তুমি কি জান পুরুষেরা কেন তোমার কাছে আসতে চায়? কেন তোমাকে নিয়ে ভাবে? কারণ তুমি খুব সুন্দরী এবং যুবতী। সে তোমার সৌন্দর্য্যের পাগল। তাই সে তোমার চারপাশে ঘুরে এবং তোমাকে নিয়েই ভাবে। এখন আমার প্রশ্ন হল, তোমার এই যৌবন ও সৌন্দর্য্য কি চিরকাল থাকবে? দুনিয়াতে কোন জিনিস কি চিরস্থায়ী হয়েছে? শিশুর শৈশব কি শেষ হয় না? সুন্দরীর সৌন্দর্য্য কি আজীবন থাকে?
তোমার বোন যদি বিবাহের মাধ্যমে পরিবার গঠনে আত্মনিয়োগ না করে এবং ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে ইসলামী পারিবারিক জীবনের গন্ডির বাইরে চলে যেতে চায় তাহলে তাকে প্রশ্ন কর, হে বোন! তুমি যখন বৃদ্ধ হবে, যখন তোমার পিঠ ও কোমর বাঁকা হবে এবং দেহের সৌন্দর্য্য বিলীন হবে তখন কে তোমার দায়িত্ব নিবে? তোমার পরিচর্যাই বা করবে কে? তা কি তোমার জানা আছে? যারা তার সেবা করবে, তারা হচ্ছে তার ছেলে-মেয়ে, নাতী-নাত্নী। আর সে রানীর মত সিংহাসনে বসে পরিবারের অন্যদেরকে পরিচালনা করবে। এখন তুমি চিন্তা কর, তুমি কি করবে? বিবাহের মাধ্যমে তুমি কি এক নির্মল শান্তির সংসার রচনা করবে? না ব্যভিচারীনী হয়ে স্বল্প সময় উপভোগ করে তোমার ভবিষ্যৎ জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিবে? স্থায়ী সুখের বিনিময়ে অস্থায়ী সুখ ক্রয় করা কি কোন বুদ্ধিমানের কাজ হবে? যৌবনের সামান্য বিলাসিতা কি শেষকালের করুণ পরিণতির সমান হবে? কখনই হবে না।
ইউরোপ ভ্রমণকারী এক পর্যটক বলেন, আমি বেলজিয়ামের কোন এক শহরের রাস্তার মোড়ে দঁড়িয়েছিলাম। এমন সময় পদচারী পারাপারের জন্য সিগন্যাল খুলে দেয়া হলে দেখলাম একজন বৃদ্ধা রাস্তা পার হতে চাচ্ছে। সে এতই দুর্বল ছিল যে, তার হাত-পা কাঁপছিল। গাড়িগুলো প্রায় তার উপর দিয়ে উঠে যাওয়ার উপক্রম হচ্ছিল। কেউ তার হাত ধরছিল না। আমার সাথের একজন যুবককে মহিলাটির হাত ধরে সাহায্য করতে বললাম। তখন ৪০ বছর যাবৎ বেলজিয়ামে বসবাসকারী আমার এক বন্ধু বললেন, এই মহিলাটি এক সময় এই শহরের অন্যতম সুন্দরী হিসেবে সকলের কাছে পরিচিত ছিল। পুরুষেরা তার উপর দৃষ্টি ফেলার প্রতিযোগিতায় লিপ্ত হত, তার সংষ্পর্শ পেতে পকেটের অর্থ খরচ করত এবং তার সাথে একবার হলেও করমর্দন করার প্রচেষ্টা করত।
এই মহিলাটির যখন যৌবন ও সৌন্দর্য্য চলে গেল, তখন তার হাত ধরে একটু সাহায্য করার জন্য একজন লোকও সে পাচ্ছে না!
এ রকম ঘটনা একটি নয়; শত শত পাওয়া যাবে। হে আমার মেয়ে! হে আমার বোন! তোমার পথহারা বোনদেরকে এ সব কথা বলে উপদেশ দাও, তাদেরকে মর্মান্তিক করুণ পরিণতির কথা শুনাও। ইউরোপ-আমেরিকার যুবতীদের পথ ধরা থেকে তোমার ঈমানদার বোনদেরকে সতর্ক কর এবং রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই তাদের মধ্যে প্রতিষেধক রোপন কর।
  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৪
১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৪
স্বর্ণমৃগ বলেছেন: প্রাসঙ্গিক মন্তব্য কাম্য। 
ধন্যবাদ 
৮৭|  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৪:৪২
১৩ ই মে, ২০১৪  বিকাল ৪:৪২
হারানো পথ বলেছেন: অসাধারন একটি লেখা। ধন্য়্্যবাদ।
  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৬
১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ হারানো পথ।
৮৮|  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:০৪
১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:০৪
বিজ্ঞানী সিমুল বলেছেন: অসাধারণ লেখা। ধন্যবাদ। কিছু জানতে এবং শিখতে পারলাম।
  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৭
১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৭
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ শিমুল।
৮৯|  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৩
১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৩
জানজাবিদ বলেছেন: আমাদের পাঠ্যপুস্তকে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা থাকতে পারে। আমরা পেছন দরজা দিয়ে হাতি চলে গেলেও কিছু বলিনা কিন্তু সামনে একটা চামচিকা দেখলেও চেঁচামেচি করি।
  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৮
১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৮
স্বর্ণমৃগ বলেছেন: দারুন বলেছেন! 
অপ্রয়োজনীয় বিষয়ে আমরা লজ্জা করিনা কিন্তু প্রয়োজনীয় বিষয়ে আমাদের লজ্জা উপচে পড়ে...
ধন্যবাদ জানজাবিদ। 
৯০|  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৫২
১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৫২
আল মামুনুর রশিদ বলেছেন: effective one
  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২২
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
৯১|  ১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৫৭
১৩ ই মে, ২০১৪  বিকাল ৫:৫৭
জিসান আল আহরার বলেছেন: আপনার লেখায় অনুপ্রাণিত হয়ে দীর্ঘ দিনের একটা আশা আজ পূরণ করলাম --> 
পারলে লেখক ভাই আর পাঠক ভাই-বোনদের ঘুরে আসার অনুরোধ করা হলো-->আপনাদের জন্যই পোষ্টটি করা-->>>>>>>>>>>>> Click This Linkপর্ণআসক্তি : এক মারাত্মক রোগ --> এর সমাধানে আনলাম খুব কাজের ওয়েব ফিল্টার-- .> K9WebProtection  
  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
স্বর্ণমৃগ বলেছেন: গুড জব!
পর্ণ আসক্ত অনেকের পিসি আর ল্যাপিতেই এটা সেটাপ করে দিয়েছি...
৯২|  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:১৬
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:১৬
স্পেলবাইন্ডার বলেছেন: চমৎকার ও দরকারী একটি পোস্ট!
  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ স্পেলবাইন্ডার!
৯৩|  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:১৮
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:১৮
জল কনা বলেছেন: ভাইয়া দুটা পর্বই অসাধারণ লিখেছেন! +++++
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম! 
পড়েছে তো অনেকে এতে সন্দেহ নাই! লুকিয়ে হোক আর যে ভাবেই হোক। তারপরও যদি সামান্য চেতনা জাগ্রত হয় যে কি করছে  তারা নিজেদের  সাথে!  
  
  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২৬
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২৬
স্বর্ণমৃগ বলেছেন: হাহাহাহাহাহহা... হ্যা সেটাই! মজার কথা হল, ফেসবুকেও এটা নিয়ে নোট লিখেছিলাম। অনেকেই পড়েছে কিন্তু যারা পড়েছে তাদের অধিকাংশই ইনবক্সে এসে আলোচনা করছে এবং প্রশ্ন করছে এই বিষয়ে কিন্তু পোস্টের কমেন্টে তাদের কেউই আসছেনা! 
নিজেদের হীনমন্যতাবোধ কে যে কবে কাটিয়ে উঠতে পারব আমরা কে জানে।
অনেক ধন্যবাদ জল কনা!  
 
৯৪|  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৬
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৬
জল কনা বলেছেন: নেটে সবচেয়ে সমস্যা হচ্ছে কিছু কিছু সাইট এমনি ভাবে লিঙ্কড হয়ে থাকে একটা খুঁজতে গেলেই অন্যটা চলে আসে! 
যার কারনে কিউরেসিটির কারনে একনজর ঘুরে আসাই হয়!
একটা পর্যায় এটা অভ্যাসে পরিনত হয়ে যায়! 
সবার আগে যেটা দরকার সেটা হল, আত্মউপলব্ধি! নিজের বিবেক-কে আগে সচেতন করে তোলা! এটা যতক্ষণ না হবে ততক্ষণ হাজার উপায় বের করে এনে সামনে রাখলেও লাভ নেই! 
আমিও কিউরেসিটি থেকে যে পর্ণ সাইড কখনো ঘুরি নাই এটা বলব না! কিন্তু কখন জিনিশটার উপর আকর্ষণ  জাগে নাই। আমার কাছে নোংরামি ছাড়া কিছু লাগে নাই এটা! 
আমি সাধু তা বলছি না!  এত ধোয়া তুলসি পাতা হলে, আমার সেই সাইড গুলোতে যাবার কথা না! কিন্তু সেই; নিষিদ্ধ জিনিসের উপর সবাই দুর্বার রকম আকর্ষণ থাকেই, থাকবেই। যত মানা করা হবে ততো সেটাকে এক নজর দেখার ইচ্ছা জাগবেই! 
তার মানে এই নয় যে এর থেকে বের হয়ে আসা যায় না! নিজ থেকে চেষ্টা না করলে কেউ কাউকে বের করে আনতে পারবে না।  
নিজেদের বিবেক গুলোকে আগে জাগ্রত করতে হবে। সমাজের ব্যালেন্স নষ্ট হয়ে যাবার পেছনে পর্ণ আর পর্ণগ্রাফিও এটাও একটা মুখ্য কারন! 
  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৫১
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৫১
স্বর্ণমৃগ বলেছেন: বাহ! চমৎকার ভাবে বলেছেন।
পুরোপুরি সহমত। 
আত্নউপলব্ধি এবং নিজের বিবেক কে জাগ্রত করা ছাড়া এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় খোজা বৃথা।
ধন্যবাদ আপনাকে। 
৯৫|  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৬
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৬
এনামুল রেজা বলেছেন: প্রথমেই সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ এই দরকারি লেখাটিকে স্টিকি করবার জন্য।
মাহবুব হাসান ভাই, পর্ণগ্রাফি আর তার ভয়াবহতা নিয়ে খুবই গুছিয়ে লিখেছেন। অবশ্যই এধরণের লেখা আমাদের সকলের সচেতনতা বাড়াবে..
  ১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৬
১৩ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৬
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাইজান।
কিছু মানুষকে সচেতন করতে পারলেই এ পোস্ট সার্থক। এই সচেতন মানুষ গুলোই আশা করি তাদের আশেপাশের মানুষদের কে সচেতন করবে...
৯৬|  ১৩ ই মে, ২০১৪  রাত ৯:৪১
১৩ ই মে, ২০১৪  রাত ৯:৪১
হঠাৎ  ধুমকেতু বলেছেন: সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়টা নিয়ে অসাধারণ একটা পোস্ট। সবচেয়ে প্রাসঙ্গিক কারন যৌনতা থেকে কেউ মুক্ত নয়। আমাদের সুস্থ আচরণের ভিত অবশ্যই যৌন সুস্থতা। এবং পর্নোগ্রাফিতে যে ভাবে যৌনতা কে উপস্থাপন করা হয় তা ধ্বংস করে দিতে পারে রুচি। উদাহরণ দিই। ধরা যাক একটা তরুণ বা তরুণী বড় হয়েছে পর্নোগ্রাফির অশ্লীল গল্প পড়ে। তারপর তাকে যদি 'হৈমন্তী' বা 'বেঁচে থাকো সর্দিকাশি' বা 'পক্ষী তত্ত্ব' পড়তে দেয়া হয় তাইলে সে রস আস্বাদন করতে পারবে না কারণ নারী বা পুরুষ মানেই তার কাছে স্থূল আকাঙ্ক্ষা পূরণের উপায়। 
  ১৩ ই মে, ২০১৪  রাত ১০:৩৫
১৩ ই মে, ২০১৪  রাত ১০:৩৫
স্বর্ণমৃগ বলেছেন: দারুন বলেছেন ধুমকেতু! পুরোপুরি সহমত আপনার বক্তব্যের সাথে।
অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেবার জন্য  
 
৯৭|  ১৩ ই মে, ২০১৪  রাত ১০:০৬
১৩ ই মে, ২০১৪  রাত ১০:০৬
জোবায়ের বলেছেন: সুন্দর লিখেছেন। প্রিয়তে নিলাম.......
  ১৩ ই মে, ২০১৪  রাত ১০:৪১
১৩ ই মে, ২০১৪  রাত ১০:৪১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ভাইজান
৯৮|  ১৩ ই মে, ২০১৪  রাত ১০:৪৫
১৩ ই মে, ২০১৪  রাত ১০:৪৫
রেওয়ান বলেছেন: ধন্যবাদ আপনাকে, অসাধারন
  ১৩ ই মে, ২০১৪  রাত ১১:৪১
১৩ ই মে, ২০১৪  রাত ১১:৪১
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইজান
৯৯|  ১৩ ই মে, ২০১৪  রাত ১১:১৯
১৩ ই মে, ২০১৪  রাত ১১:১৯
জিসান আল আহরার বলেছেন: ধন্যবাদ ভাই , আসলে আজকের এই যুগে পরিবার, সমাজ এ স্বাভাবিক ভাবে বাস করা খুবই কঠিন হয়ে উঠছে, যেই ছোট ভাইকে আপনি স্নেহ দিয়ে মানুষ করার কথা ভাবতে চাচ্ছেন সে হয়তো শুধুমাত্র সামান্য অবসরে বিপথে যাবার টিকেট কাটছে, করছে নিজেকে সমাজের বোঝা, বাবা মার একমাত্র ভরসার স্থল হয়তো হয়ে উঠছে অকর্মন্য , সে বেড়ে উঠছে বিকৃত মানষিকতা নিয়ে ,তাকে একটা সুন্দর সমাজ দেবার দ্বায়িত্ব তো আমাদেরই , আমরা এই সুন্দর সজীব সময় যেন তাদের দিতে পারি সেই ভবিষ্যতকেই তাদের উপহার দিতে হবে ।
  ১৩ ই মে, ২০১৪  রাত ১১:৪২
১৩ ই মে, ২০১৪  রাত ১১:৪২
স্বর্ণমৃগ বলেছেন: চমৎকার ভাবে বলেছেন ভাই। সহমত পোষণ করছি আপনার সাথে।
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য। 
১০০|  ১৩ ই মে, ২০১৪  রাত ১১:২১
১৩ ই মে, ২০১৪  রাত ১১:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এই প্রজন্ম বাঁচুক হেসে খেলে------কিন্তু আর নয় মাদক --- আর নয় পূর্ণগ্রাফি------- ওহ্ আর নয়-----  বর্তমান প্রজন্মকে আর ভবিষ্যত প্রজন্মকে বাঁচতে হবে ----বাঁচাতে হবে------আমাদেরই এগিয়ে আসতে হবে --------       " আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে----"
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গঠণমূলক একটি পোস্ট শেয়ার করার জন্য -------
  ১৩ ই মে, ২০১৪  রাত ১১:৪৪
১৩ ই মে, ২০১৪  রাত ১১:৪৪
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ লায়লা আপু, সুন্দর একটি মন্তব্যের জন্য।
১০১|  ১৩ ই মে, ২০১৪  রাত ১১:৩৬
১৩ ই মে, ২০১৪  রাত ১১:৩৬
জিসান আল আহরার বলেছেন: কিছুটা চেষ্টা করেছি এই সমস্যার সমাধানের , আত্মউদ্যোগ এর চেয়ে বড় কোন সমাধান নেই তবে পরিবার বা বন্ধুমহল থেকে যদি কেউ সাহায্য করতে চান তবে এই পদ্ধতি ফলো করতে পারেন ->>>>>>>>>>>>>>
পর্ণআসক্তি : এক মারাত্মক রোগ --> এর সমাধানে আনলাম খুব কাজের ওয়েব ফিল্টার-- .> K9WebProtection (রিপোষ্ট)
১০২|  ১৩ ই মে, ২০১৪  রাত ১১:৩৮
১৩ ই মে, ২০১৪  রাত ১১:৩৮
মেকগাইভার বলেছেন: কোন লিংক নাই?
  ১৪ ই মে, ২০১৪  রাত ১:৪০
১৪ ই মে, ২০১৪  রাত ১:৪০
স্বর্ণমৃগ বলেছেন: কিসের লিঙ্ক?
১০৩|  ১৪ ই মে, ২০১৪  রাত ১২:২৯
১৪ ই মে, ২০১৪  রাত ১২:২৯
এহসান সাবির বলেছেন: দারুন এবং সময়পযোগী একটি পোষ্ট।
++++++++++
আগেই পড়েছিলাম। কমেন্ট করতে দেরি হল ভাইয়া।
  ১৪ ই মে, ২০১৪  রাত ১:৪০
১৪ ই মে, ২০১৪  রাত ১:৪০
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সাব্বির।
১০৪|  ১৪ ই মে, ২০১৪  রাত ১২:৩৫
১৪ ই মে, ২০১৪  রাত ১২:৩৫
স্বপ্নছায়া বলেছেন: আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ন এবং সেরা পোষ্ট।
  ১৪ ই মে, ২০১৪  রাত ১:৪১
১৪ ই মে, ২০১৪  রাত ১:৪১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ স্বপ্নছায়া
১০৫|  ১৪ ই মে, ২০১৪  রাত ১২:৩৬
১৪ ই মে, ২০১৪  রাত ১২:৩৬
স্বপ্নছায়া বলেছেন: আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ন এবং সেরা পোষ্ট।
১০৬|  ১৪ ই মে, ২০১৪  রাত ১২:৫০
১৪ ই মে, ২০১৪  রাত ১২:৫০
গোবর গণেশ বলেছেন: পর্ণগ্রাফি আমি দেখেছি, বেশ কয়েকবার। কদাচিৎ কেউ কেউ বাদে সবাই দেখেছে। এটা মানসিকতার উপর মারাত্নক খারাপ প্রভাব তৈরি করে। আজে বাজে চিন্তা মাথায় আসতে শুরু করে। বিষয়টা বুঝার পর বাদ দিয়েছি। আর দেখিনা।
  ১৪ ই মে, ২০১৪  রাত ১:৪২
১৪ ই মে, ২০১৪  রাত ১:৪২
স্বর্ণমৃগ বলেছেন: সহমত। 
ধন্যবাদ মন্তব্যের জন্য। 
১০৭|  ১৪ ই মে, ২০১৪  রাত ১২:৫৯
১৪ ই মে, ২০১৪  রাত ১২:৫৯
জল কনা বলেছেন: আমার ১৩ বছরের ভাতিজার জন্য নেটে, সেইফ সার্চ দিয়ে রেখেছি! 
মজিলা + গুগল তাতেও কি কাজ হচ্ছে??? হচ্ছে না!   
 
কিছু করার নাই। আমাদের সময় নেট কি জিনিশ সেটা চিনতে বুঝতে অনেক সময় পার হয়ে গেছিল! অনেকে আমরা এই জিনিশ এই বয়সে চোখেও দেখি নাই! এখনকার ছেলেমেয়েরা আমাদের থেকে ৫-৬ কদম আগে চলে। স্কুলের প্রজেক্ট থেকে শুরু করে নানা কাজ ধরায় দেয় টিচাররা! তো ব্যাবহার না করতে দিয়ে উপায় নাই। আর এর মাঝে অনেকে বাচ্চা এই সব এর মধ্যে ইনভোল্ভ হয়ে যাচ্ছে! 
অনেক চিন্তা ভাবনা করে কম্পিউটারটা মাঝের রুমে রেখেছি। যেখানে সবার আনা গোনা আছে, কিছু করার আগে ৩ বার ভাববে।   যাতে উল্টা পাল্টা ওয়েব এ গেলে যেন একটু সর্তক করে দিতে পারি!
  যাতে উল্টা পাল্টা ওয়েব এ গেলে যেন একটু সর্তক করে দিতে পারি! 
তারপরও দেখা যায় কিছু গেইম এর সাইড এ গেলেই আছে এমন এমন জিনিশ। পিচ্চি মা তো পারে না আমার কম্পিউটার তুলে আছাড় মারতে!  :-&   ( আমার কি দোষ) 
এইভাবে আসলে নজরদারী করা যায় না! যতক্ষণ না তাদের মাঝে মূল্যবোধটুকু তৈরি করে দেয়া যায়। আস্তে আস্তে তারা নিজেরাও বুঝবে কি ঠিক আর বেঠিক! 
আমাদের বড়দের  আসলে ছোটদের ক্ষেত্রে  এর থেকে বেশি কিছু করার নাই। ফ্যামিলি বন্ডিং গুলো একটা ব্যাপার!
সেক্স এডুকেশন এককালে, আমাদের দেশে দরকার না হলেও, এখন দরকার!  আর বাচ্চাদের গুড টাচ আর ব্যাড টাচ এর মধ্যের পার্থক্য করানো শিখানো উচিত! 
না শেখানোর জন্যই অনেক সময় ছোটরা ডাইভারড হয়ে হয়ে যখন  টিনেএজ লেভেল এ উঠে! অনেকটা কিউরোসিটি নিয়ে আগায়! এরপর এরা আসক্ত হয়ে যায়!
বড়রা লোলনিনেস আর ওভার কিউরোসিটি থেকে এই পর্ণগ্রাফীর সাথে অনেকে জড়ায় পড়েন! অনেকে বের হতে চেয়েও পারে না। এর জন্য অল্টারনিক অপশন খোঁজেন। এখন এক ব্যাধি দূর করতে গিয়ে আরেক ব্যাধিতে পড়ে গেলে তো সমস্যার সমাধান হলও না!  
  :#>  :#>  :#> 
অনেক হাবিজাবি কথা  বলে ফেলেছি  :!>
 
ভাইয়া ফেসবুকে আপনার আইডি খুঁজে পেলাম না! আপত্তি না থাকলে কি লিঙ্ক দেয়া যাবে!
  ১৪ ই মে, ২০১৪  রাত ১:৪৬
১৪ ই মে, ২০১৪  রাত ১:৪৬
স্বর্ণমৃগ বলেছেন: বাহ! দারুন গুছিয়ে বলেছেন তো! কম্পিউটার মাঝের রুমে রেখে অনেক বুদ্ধির পরিচয় দিয়েছেন! তবে সব সময় আসলেই গাইড করা সম্ভব হয়না। ওদের মধ্যে মুল্যবোধ টা তৈরি করে দিতে পারলে অনেকটা নিশ্চিত থাকা যায়।
আবারো সহমত পোষণ করছি।
আপত্তির কিছু দেখিনা।
এটা আমার ফেসবুক আইডির লিঙ্কঃ
http://www.facebook.com/shornomrigo
১০৮|  ১৪ ই মে, ২০১৪  রাত ১:৩১
১৪ ই মে, ২০১৪  রাত ১:৩১
পদ্মা_েমঘনা বলেছেন: ++++++
  ১৪ ই মে, ২০১৪  রাত ১:৪৭
১৪ ই মে, ২০১৪  রাত ১:৪৭
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
১০৯|  ১৪ ই মে, ২০১৪  ভোর ৪:০১
১৪ ই মে, ২০১৪  ভোর ৪:০১
শুভ্র৯৫রকস বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++
  ১৪ ই মে, ২০১৪  সকাল ১০:০৫
১৪ ই মে, ২০১৪  সকাল ১০:০৫
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
১১০|  ১৪ ই মে, ২০১৪  ভোর ৪:০২
১৪ ই মে, ২০১৪  ভোর ৪:০২
শুভ্র৯৫রকস বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++
১১১|  ১৪ ই মে, ২০১৪  সকাল ৮:৩০
১৪ ই মে, ২০১৪  সকাল ৮:৩০
চঞ্চল বালী বলেছেন: অসাধারণ একটি কাজ করেছেন। আমি যেটুকু যোগ করবো সেটি হচ্ছে, ধর্মীয় অনুশাসনের দিকে ফিরে আসতে হবে। কোনো ধর্মই পর্নোকে প্রশ্রয় দেয় না। তাই প্রত্যেকে যদি তার ধর্মের নির্দেশ পালন করে মৃত্যু পরবর্তী জীবনে সুখে থাকার আশা করে তাকে 'ওই প্রচণ্ড মানসিক শক্তি' অর্জন করে পর্নোগ্রাফি ত্যাগ করতেই হবে। আপনি যে মানসিক শক্তির কথা বলেছেন, ধর্মীয় অনুশাসন সেই মানসিক শক্তি যোগাতে সাহায্য করতে পারে
... আর আশা করছি বাংলাদেশ সরকার আপনার আহ্বানে সাড়া দিয়ে পর্নোগ্রাফিক কন্টেন্টের সব সাইট বন্ধ করার পদক্ষেপ নেবে।
  ১৪ ই মে, ২০১৪  সকাল ১০:০৭
১৪ ই মে, ২০১৪  সকাল ১০:০৭
স্বর্ণমৃগ বলেছেন: ভাল বলেছেন। সহমত পোষণ করছি আপনার সাথে।
...যদি সরকারের উর্ধতন মহলের কারো চোখে পড়ে এবং তারা যদি সদয় হন!
ধন্যবাদ আপনাকে। 
১১২|  ১৪ ই মে, ২০১৪  সকাল ৯:২৬
১৪ ই মে, ২০১৪  সকাল ৯:২৬
সোহানী বলেছেন: অসংখ্য ধন্যবাদ এমন একটি সময়োপযোগী লিখার জন্য। তবে আমার মতে সরকারের উদ্যোগটা অনেক বেশী জরুরী। কারন যেসব হিন্দি/বাংলা ছবি দেখছে আমাদের সন্তানেরা বা যেসব বিলবোর্ড রাস্তায় রাস্তায় দেখছে বা বলবো সস্তায় মোবাইল ইর্ন্টানেট চালাচ্ছে, এর জন্য দরকার সরকারী পর্যায়ে নজরদারী। 
আমি আমার বাচ্চাকে কতক্ষন পাহাড়া দিব? ওর হাতের কাছে নিষিদ্ধ জিনিস সহজলভ্য হলে আবশ্যই সে উকিঁ দেবে। তাই তার সহজলভ্যতাই বন্ধ করতে হবে সবার আগে।
  ১৪ ই মে, ২০১৪  সকাল ১০:১০
১৪ ই মে, ২০১৪  সকাল ১০:১০
স্বর্ণমৃগ বলেছেন: ঠিক বলেছেন। আমরা এ বিষয়ে মানুষ কে সচেতন করার জন্য প্রাথমিক উদ্যোগ টা নিতে পারি কিন্তু আসল কাজটা সরকার কে করতে হবে।
ধন্যবাদ আলোচনায় অংশ নেবার জন্য। 
১১৩|  ১৪ ই মে, ২০১৪  সকাল ১০:২৫
১৪ ই মে, ২০১৪  সকাল ১০:২৫
রাবেয়া রব্বানি বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটার সাইড এফেক্টগুলো তাদের জানা উচিত যারা এর অধিক আসক্ত। অনেকে হয়তো জানেন না। কামনা করি এই মহামারী অসুস্থতা থেকে যব সমাজ মুক্তি পাক। ব্যাপারটার চর্চার পক্ষে থাকার কোন যুক্তিই নেই একটা অশুভ অসুখই মনে হতো তবু এতটা ডিটেইলস জানিনি। আশা করি পোষ্টটা তাদের কাজে লাগবে যারা এই সমস্যায় আক্রান্ত।
  ১৪ ই মে, ২০১৪  সকাল ১০:৪১
১৪ ই মে, ২০১৪  সকাল ১০:৪১
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেবার জন্য। 
১১৪|  ১৪ ই মে, ২০১৪  সকাল ১০:৩৫
১৪ ই মে, ২০১৪  সকাল ১০:৩৫
অশ্রু হাসান বলেছেন: আপনার ব্যাখ্যা মারদাঙ্গা, জবাব নেই ভাই আপনার লেখার, আমাদের ভিতর থেকেই নিজেকে সচেতন করে সামাজিক সচেতনতার দিকে এগুতে হবে।
  ১৪ ই মে, ২০১৪  সকাল ১০:৪২
১৪ ই মে, ২০১৪  সকাল ১০:৪২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ অশ্রু হাসান।
সহমত। আমাদের ভেতর থেকে সচেতনতা জরুরী। তবে এই মূহুর্তে বেশি জরুরী সরকারের পদক্ষেপ নেবার। 
১১৫|  ১৪ ই মে, ২০১৪  সকাল ১১:০২
১৪ ই মে, ২০১৪  সকাল ১১:০২
এইচ. ইমরান বলেছেন: অতিরিক্ত মাস্টারবেশনের ফলে অনেকের স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে যায় এবং পরবর্তীতে যৌন জীবনে নানা ধরণের সমস্যার মুখোমুখি হতে হয়।
মাস্টারবেশনের কারণে যে ক্ষতি গুলো হয় তা রিকভারি করা কি সম্ভব ?
সে জন্য কি কি করতে হবে?
আপনার মন্তব্য জন্য অপেক্ষা করছি।
  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:১৬
১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:১৬
স্বর্ণমৃগ বলেছেন: লেখক বলেছেন: হ্যা সম্ভব। বিশেষ কিছুই করতে হবেনা। সুস্থ্য জীবন-যাপন, খেলা-ধুলা-ব্যায়ামের পাশাপাশি পুষ্টি সম্মত খাবার গ্রহণ করাটাই যথেষ্ট রিকভারির জন্য।
তবে রিকভারি মেথড ব্যক্তি কি ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছে তার উপর নির্ভর করবে। 
১১৬|  ১৪ ই মে, ২০১৪  সকাল ১১:৫৩
১৪ ই মে, ২০১৪  সকাল ১১:৫৩
শেরজা তপন বলেছেন: পর্ব দুটোই পড়লাম- নিঃসন্দেহে ভাল লিখেছেন। এই রকম লেখা আরো লিখুন...অপেক্ষায় রইলাম পরের লেখার জন্য।
  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:০১
১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:০১
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান। 
ইনশাআল্লাহ সময় পেলেই লিখব। 
ভাল থাকুন। 
১১৭|  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:০৭
১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:০৭
এইচ. ইমরান বলেছেন: মাস্টারবেশন সম্পর্কে ১০০% ছেলের মধ্যে ৯৯% ছেলের ধারনা অনেক কম। এবং এই সম্পর্কে অনেকের ভূল ধারনাও আছে।
তাই, এই বিষয়ে বিস্তারিত একটা পোস্ট আপনার কাছ থেকে আশা করছি।
পর্ণ সাইট বন্ধের জন্য উপজেলা পর্যায়ে একটি করে সংগঠন থাকতে পারে।
এভাবে যদি সারা দেশে আমরা শক্তিশালি সংগঠন গড়ে তুলতে পারি তাহলে পর্ণ সাইট বন্ধ করাতে সরকারকে বাধ্য করতে পারবো।
শুধু ব্লগিং করে হয়তো কয়েক হাজার লোক জানতে বা বুঝতে পারবে কিন্তু যদি আমার উপজেলা পর্যায়ে কিছু করতে পারি তাহলে হয়তো বড় ধরণের কোন পরির্বন আনতে পারবো।
এই সব করতে আপনাদের মতো ব্যক্তিদের উদ্যোগ নিতে হবে।
আওয়ামী লীগের যদি বাস্তহারা দল থাকতে পারে তাহলে আমরা কেন পারবো না সমাজের জন্য দরকারী এমন একটি সংগঠন তৈরী করতে।
আমার তো আজ থেকেই এই বিষয়ে কাজ করতে ইচ্ছে করছে।
  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:২০
১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:২০
স্বর্ণমৃগ বলেছেন: ঠিক বলেছেন। মাস্টারবেশন সম্পর্কে অনেক প্রচলিত ভুল ধারণা আছে।
সংগঠন করতে সমস্যা দেখিনা, সমস্যা হল সংগঠনের শুরুতে অনেকে আগ্রহ প্রকাশ করবে কিন্তু কিছুদিন পরেই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে।
আপনার উৎসাহ দেখে ভরসা পাচ্ছি।
অনেক ধন্যবাদ আপনাকে। 
১১৮|  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৬
১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৬
ভবঘুরে ঈগল বলেছেন: আপনি খুব ভালো লিখেছেন । অবশ্যই এটি আমাদের সবার সচেতনতা বাড়াবে ।
  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৮
১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:৫৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ভবঘুরে ঈগল।
সচেতনতা বাড়াতে পোস্ট কারো কাজে আসলেই সার্থক। 
১১৯|  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:৪২
১৪ ই মে, ২০১৪  দুপুর ১২:৪২
ওমর এন সোহান বলেছেন: তথ্যবহুল একটা পোস্ট। অনেক কিছুই জানতে ইচ্ছে করে, জানা হয়ে ওঠেনা। কোনো বিষয়ে বিশদ জানতে হলে প্রচুর বই/অনলাইনে ঘাটাঘাটি করতে হয় ।
আপনি একটা পোস্টেই সুন্দর করে গুছিয়ে অনেক তথ্য দিলেন । 
ক'জন পড়লো, ক'জন শেয়ার দিল -তারচেয়ে বড় বিষয় আমি উপকৃত হয়েছি কি-না। আমার মনে হয় আমি উপকৃত হব ।
প্রতিটা লাইন মনযোগ দিয়ে পড়েছি,  ভাল লিখেছেন ।
  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১:০২
১৪ ই মে, ২০১৪  দুপুর ১:০২
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। 
ঠিকই বলেছেন, ওগুলোর চেয়ে বড় বিষয় হল কেউ উপকৃত হচ্ছে কিনা।
আপনার উপকারে আসবে জেনে উৎসাহ পেলাম।
ভাল থাকুন। 
১২০|  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১:০০
১৪ ই মে, ২০১৪  দুপুর ১:০০
মেলা বলেছেন: প্রয়োজনীয় একটি পোষ্ট, আশা করছি সরকারের দৃষ্টি আষর্ণে সক্ষম হবে। বিষয়টি বর্তমানে বড় এক সমস্যা হিসিবে দেখা দিয়েছে। ইভটিজিংয়ের একটা বড় ইন্ধনদাতা পর্ণগ্রাফি। পর্ণগ্রিাফি বন্ধ করতে পারলে ইভটিজসহ ধষর্ণ ব্যাপক হারে হ্রাস পাবে বলে আমি আশাবাদী। তচে তবে হিন্দি সিরিয়ালেগুলোর কথা ভুলে গেলে চলবে না। কিন্তু কথা হচ্ছে আমাগো কথা কে শোনে। উপমহাদেশের বাইরে ভাল কোন আইডিয়ার মূল্য দেয়া হয় বাট উপমহাদেশে যারা কর্মকর্তা শুধু তারাই আইডিয়া দি দেনেওয়ালা। বাকিরা সব আহম্মক। আপনাকে ধন্যবাদ কষ্ট করে সুন্দর, প্রয়োজনীয় ও সময়োপযোগী লেখার জন্য। “চেষ্টা করা আমাদের দািয়ত্ব ফলাফল আল্লাহর হাতে”
  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১:০৭
১৪ ই মে, ২০১৪  দুপুর ১:০৭
স্বর্ণমৃগ বলেছেন: সহমত। শুধু ইভটিজিং ই নয়, ওমেন এবং চাইল্ড ট্রাফিকিং এর মূল ইন্ধনদাতা হিসাবেও পর্ণগ্রাফি এগিয়ে।
ধন্যবাদ আপনার মতামতের জন্য। 
১২১|  ১৪ ই মে, ২০১৪  দুপুর ১:৫৬
১৪ ই মে, ২০১৪  দুপুর ১:৫৬
তিক্ত বলেছেন: khubi dhonnobad vai, ami onekdin por blog a dhuke erokom ekta lekha pabo vabtei pari nai, kisu mone korben na ami dirgho din blog na use korate bangla type prai vule gesi.
ami hall a thakar somoy oneker pc theke porn delete korsi, tokhon tara amake sick bolto , kintu eta je ekhon societyr ekta badhi hoye gese ta bolar opekka rakhena.
amar seshakol bondhurao asha kori bujhte pare je ami sick chilam na.
ami mone kori porn somporke sobaike socheton kora uchit eta ekhon school college er selepele der kase aro beshi spread hoyeche.ami mone kori aids er jonno je rokom procharona hoy etar jonno procharona dorkar.
je ba jara  eto sundor blog porechen tara jodi kono organization korar ichha thake porn spread rodh korar jonno ( eta jokes hishebe niben na) tahole ekhoni etar upojukto somoy, karon keu kokhono ek somoy kolponao koreni je aids birodhi procharona songghaton thakbe .
eta niye seriously vabar somoy chole asche, amra ekhon narider breast cancer ba period niye openly kotha boli, sochetonota create kori, tv te advertisement o hoy ja 10-15 years age  somvob chilo na , tai porn er birudhe keno ekhoni procharona noy?
abaro many thanks স্বর্ণমৃগ vai.amader uddog nitei hobe.
  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:০১
১৪ ই মে, ২০১৪  রাত ৯:০১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ তিক্ত। বাংলিশে পড়তে যদিও কষ্ট হয় কিন্তু আপনিও যেহেতু কষ্ট করে কমেন্ট করেছেন তাই পড়লাম। আপনার চিন্তাধারা এবং উৎসাহ ভাল লাগলো।
তবে এভাবে উদ্যোগ নিয়ে লাভ হবে কিনা সেটা আগে ভাবতে হবে। 
আবারও ধন্যবাদ আপনাকে। 
১২২|  ১৪ ই মে, ২০১৪  বিকাল ৩:০৪
১৪ ই মে, ২০১৪  বিকাল ৩:০৪
তিক্ত বলেছেন: dear vai, apanake osonko dhonnbad eto sundor lekhar jonno.  ami onekdin por blog a dhuke erokom lekha pabo ta kokhoni vabte pati ni. kisu mone korben na ami onekdin blog na lekhate bangla lekha prai vhule gesi.
amar hall a thakte ekta opobad chilo, ami amar onek bondhur pc theke porn delete korsi , tokhon amar bodhu bandhob amake bolto ami bikrito moner and sick type er. kintu apnar erokom ekta blog porle ekhon amar bondhura bujte parbe ami asolei sick silam kina.ami amar bondhu bandhobder mail korbo apnar lekhata.
ekhon amar kotha holo je apnar aei oshadharon lekho ta ki blog er moddei simaboddo thakbe? ami apnar lekha ta gotokal rate porsi, ebong ami goto rate ghumanor ageo chinta korsi ebong aj office theke eseo chinta korsi je porn er biruddhe procharonar jonno kono organization kora jai kina?please vai eta jokes hishebe niben na.ami nije dhakar baire thaki , zilla te zilla te ghurte hoy, oneke vabben eta ami ekhon parbona bolei tulchi,kintu erokom uddog nile ami je korei hok aei organization ke somoy debo ebong amar bishash amar moto onekei debe.
amra ki kokhono kolpona korechi ekhon theke 10-15 years purbe aids, breast cancer,meyeder period niye kotha bolbe, sochetonota hobe? tahole porn er biruddhe keno na? amar boyosh 28 bosor, amra porn dekha suru korsi 18-19 boyosh theke, kintu ekhon kar sele pelera dekeh 12-13 boyosh theke, bap ma ra bujhteo pare na pola mobile a ki kore saradin? amar bap mae bojhna ami computer ba mobile ki kori?
tai amader er biruddhe kisu kora uchit,honorable minister lekhata dekhsen shune khubi valo laglo, ami bnp minded holeo unar dristi akorshon korchi. amader er biruddhe procharona kortei hobe, aei vai er blog theke shuru.  er shothik procharona hole er ill effect gulo sobar samne ashbe, karon onek bap maa janei na porn ki jinish?
vai apnake abaro many thanks etro sundor lekha lekhar jonno.emon kono uddog hole amake obossoy kindly janaben,ami internet kom use kori,amar facebook account o nei,ami mail majhe majhe check kori. [email protected] , please brother amar comment ta onno vabe niben na, ami ashabadi porn er biruddhe aro boro kisu hobe.
  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:০২
১৪ ই মে, ২০১৪  রাত ৯:০২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ তিক্ত।
সহমত পোষণ করছি আপনার সাথে।
১২৩|  ১৪ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২০
১৪ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২০
রোকসানা লেইস বলেছেন: জীবনের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত বিষয়কে একদম দরজা বন্ধ করে তালা দিয়ে রাখাটাই আমাদের মজ্জাগত সামাজিক স্বভাব। সঠিক এবং খোলাখুলি ভাবে আলোচনা না করে, সহজ বিষয়টাকে রহস্যময় আকর্ষনিয় করা হয় আরো বেশী। খুব সুন্দর আলোচনা করেছেন।  
শিক্ষার মাধ্যম্যে, ছোটবেলা থেকে কৌতুহল নয় বরং সঠিক পরিচর্চার বিষয়ে শিক্ষা দেয়া উচিত। 
এই বিকৃতিকে ভিত্তি করে কিছুদিন আগে "উতল অপেক্ষা" নামে একটা গল্প পোষ্ট করেছিলাম। 
  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:০৩
১৪ ই মে, ২০১৪  রাত ৯:০৩
স্বর্ণমৃগ বলেছেন: ভাল বলেছেন আপু। সহমত।
১২৪|  ১৪ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫১
১৪ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৫১
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এখানে যারা ভালো ভালো মন্তব্য করে যাচ্ছেন, আমি নিশ্চিত তারা যথেস্ট পরিমান পর্ন দেখে অভ্যস্ত। প্রচুর দেখেছেন, কৌতুহল মিটিয়েছেন, তারপর এখন পর্নের বিরুদ্ধে বলছেন। আমিও তার ব্যাতিক্রম না। পর্ন খুবই খারাপ জিনিস, এগুলো না দেখাই ভালো।
  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:০৪
১৪ ই মে, ২০১৪  রাত ৯:০৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
১২৫|  ১৪ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:০১
১৪ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:০১
ইসতিয়াক অয়ন বলেছেন: কঠিন-কঠিন সব কথা সহজে গুছিয়ে বলে ফেলার কৃতিত্ব অবশ্যই আপনার পাওনা । খুব শ্রমসাধ্য এবং দরকারী পোস্ট !
  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:০৫
১৪ ই মে, ২০১৪  রাত ৯:০৫
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ভাইজান! 
অনেকের কাজে আসছে দেখে শ্রম টাকে সার্থক মনে হচ্ছে। 
১২৬|  ১৪ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৮
১৪ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৮
আমি ইহতিব বলেছেন: দারুন একটা কাজ করেছেন ভাইয়া। পরে এসে আবার মন্তব্য করবো।
  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:০৬
১৪ ই মে, ২০১৪  রাত ৯:০৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ইহতিব। অলরাইট!
১২৭|  ১৪ ই মে, ২০১৪  রাত ৮:০২
১৪ ই মে, ২০১৪  রাত ৮:০২
সজল৯৫ বলেছেন: প্রিয়তে নিয়েছি। অনেক ধন্যবাদ লেখককে যুগান্তকারী পোষ্টের জন্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা আমাদের ভাবতে হবে আর তাই নিজের সচেতনতার সাথে সাথে একটি সুন্দর সমাজ গঠনের প্রয়াস চালাতে হবে।
অনেক যৌক্তিক পোস্ট তাই আবারো ধন্যবাদ...........
১২৮|  ১৪ ই মে, ২০১৪  রাত ৮:০৩
১৪ ই মে, ২০১৪  রাত ৮:০৩
সজল৯৫ বলেছেন: প্রিয়তে নিয়েছি। অনেক ধন্যবাদ লেখককে যুগান্তকারী পোষ্টের জন্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা আমাদের ভাবতে হবে আর তাই নিজের সচেতনতার সাথে সাথে একটি সুন্দর সমাজ গঠনের প্রয়াস চালাতে হবে।
অনেক যৌক্তিক পোস্ট তাই আবারো ধন্যবাদ...........
  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:০৬
১৪ ই মে, ২০১৪  রাত ৯:০৬
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
আপনাকেও ধন্যবাদ সজল! 
১২৯|  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:১১
১৪ ই মে, ২০১৪  রাত ৯:১১
শেখ কামাল হোসেন মুকুল বলেছেন: I like this post
Thanx for this informative writting which aware us
১৩০|  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:১২
১৪ ই মে, ২০১৪  রাত ৯:১২
শেখ কামাল হোসেন মুকুল বলেছেন: I like this post
Thanx for this informative writting
  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:৪৭
১৪ ই মে, ২০১৪  রাত ৯:৪৭
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৩১|  ১৪ ই মে, ২০১৪  রাত ৯:৫৮
১৪ ই মে, ২০১৪  রাত ৯:৫৮
সাজিদ এহসান বলেছেন: স্টিকি করার মত পোস্ট নয় ...
  ১৪ ই মে, ২০১৪  রাত ১০:০৪
১৪ ই মে, ২০১৪  রাত ১০:০৪
স্বর্ণমৃগ বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ। 
সামহোয়্যার কর্তৃপক্ষ স্টিকি করার উপযুক্ত ভেবেছেন বিধায় করেছেন, এখানে আমার কোনো হাত নেই।  
 
আপনাকে হতাশ করার জন্য দুঃখিত! 
১৩২|  ১৫ ই মে, ২০১৪  রাত ১২:০২
১৫ ই মে, ২০১৪  রাত ১২:০২
ডারক্জাসটিস বলেছেন: ভালো ডেলিভারি! তারাতারি এই কু অভ্যাস হতে বাচার উপায় জানাবেন।
  ১৫ ই মে, ২০১৪  রাত ১২:০৮
১৫ ই মে, ২০১৪  রাত ১২:০৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
ইনশাআল্লাহ চেষ্টা করব। 
১৩৩|  ১৫ ই মে, ২০১৪  রাত ১২:২৫
১৫ ই মে, ২০১৪  রাত ১২:২৫
আবু শাকিল বলেছেন: সেক্স এডুকেশন ।ইহা পাঠ্য পুস্তক অন্তভূর্ক্ত রাখার দাবি জানাচ্ছি ।
  ১৫ ই মে, ২০১৪  রাত ১২:২৯
১৫ ই মে, ২০১৪  রাত ১২:২৯
স্বর্ণমৃগ বলেছেন: অন্তত বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা জরুরী বলেই মনে হচ্ছে।
১৩৪|  ১৫ ই মে, ২০১৪  রাত ১২:৫৩
১৫ ই মে, ২০১৪  রাত ১২:৫৩
*কুনোব্যাঙ* বলেছেন: আপডেট দেখে ভালো লাগলো। আশা করা যায় বৃহত্তর কল্যাণে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পর্ণ সাইটগুলো নিয়ন্ত্রণে সরকার এবং বিটিআরসি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে। এবং একই সাথে কারো সেলফোনে পর্ণ পাওয়া গেলে একটি সাময়িক শাস্তি বা জরিমানার ব্যবস্থা করলে পর্ণগ্রাফির ভয়াবহ আগ্রাসন কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে বলে মনেহয়। 
  ১৫ ই মে, ২০১৪  রাত ১:১০
১৫ ই মে, ২০১৪  রাত ১:১০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ। 
আমরা আশাতেই বুক বাধি। দেখা যাক কি হয়। 
১৩৫|  ১৫ ই মে, ২০১৪  রাত ১:০১
১৫ ই মে, ২০১৪  রাত ১:০১
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার 
  ১৫ ই মে, ২০১৪  রাত ১:১১
১৫ ই মে, ২০১৪  রাত ১:১১
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ  
 
১৩৬|  ১৫ ই মে, ২০১৪  রাত ১:৫২
১৫ ই মে, ২০১৪  রাত ১:৫২
মোহাম্মদ নাবিল বলেছেন: দেশ বিদেশ এর সকল নিউজ পেতে পড়ুন
বিডিভিউ২৪.কম  
১৩৭|  ১৫ ই মে, ২০১৪  রাত ২:১০
১৫ ই মে, ২০১৪  রাত ২:১০
শফিউল শামু বলেছেন: ভাল লাগলো। অনেক কিছুই জানতে পারলাম। অসাধারণ এ পোস্টের জন্য ধন্যবাদ।
  ১৫ ই মে, ২০১৪  সকাল ১০:১৮
১৫ ই মে, ২০১৪  সকাল ১০:১৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ শফিউল শামু।
১৩৮|  ১৫ ই মে, ২০১৪  রাত ২:৪৫
১৫ ই মে, ২০১৪  রাত ২:৪৫
কল্পনার রাজা বলেছেন: 

  ১৫ ই মে, ২০১৪  সকাল ১০:১৯
১৫ ই মে, ২০১৪  সকাল ১০:১৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ  
 
১৩৯|  ১৫ ই মে, ২০১৪  রাত ৩:৫৩
১৫ ই মে, ২০১৪  রাত ৩:৫৩
বিদ্রহীসূত বলেছেন: এই লেখার প্রশংসার জন্য যে ভাষাজ্ঞান থাকা দরকার তা আমার নেই। শুধু এটুকু বলব সাংঘাতিক উপভোগ করেছি লেখাটি। আমি জানি না কতজন পর্ণ দেখা ছাড়বে লেখাটি পড়ে, তবে আমি যদি পর্ণ দেখতাম তবে লেখাটি পড়ে হয় তো ছেড়ে দিতাম।
প্রতিটা লাইন, প্রতিটা শব্দ আমাকে নতুন কিছু শিখিয়েছে। দারুন লেখা। এমন লেখা আরও চাই।
  ১৫ ই মে, ২০১৪  সকাল ১০:২০
১৫ ই মে, ২০১৪  সকাল ১০:২০
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আবারো লেখার উৎসাহ পাই এ ধরণের এ্যাপ্রিসিয়েশন পেলে।
ভাল থাকুন। 
১৪০|  ১৫ ই মে, ২০১৪  সকাল ৮:১৫
১৫ ই মে, ২০১৪  সকাল ৮:১৫
মেহদী১০ বলেছেন: আমি সামুতে আর তেমন কারও লেখা পড়ি না বললেই চলে.....আমার ফেনোটিক ফন্টে লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে বলে সামুতে নতুন ব্লগ লিখুন অপসনে সব সময় থাকি শুধু বাংলা লেখার জন্য ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট লেখার জন্য.....কারও পোস্ট আর তেমন পড়া হয় না ।
আসলে পড়তে ভাল লাগে না ।
কেননা আগের মত ভাল লেখা সামুতে আর কেউ লিখতে চায় না বা সময় দিতে চায় না সব ফেসবুক কেন্দ্রিক সেলিব্রেটি হওয়ার চিন্তা ।
যাই হোক ।
আমি নিজেও আসলে এই পর্নে আসক্ত ।
এর মুল কারন হিসাবে আমার মনে হয় আমার একাকিত্ব ।
লেখাধুলা করা সুবিধা বা আমার বন্ধু বান্ধবী নেই এটাই আমার মনে হয় প্রধান কারন । যদিও পরিবারের সাথে থাকি তাও নিজের একটা রুম থাকায় অন্য কেউ তেমন ইন্টারফেয়ার করে না ।
আসলে সারাদিন রাত ইন্টারনেটে পরে থাকাও একটা প্রধান কারন । নিজের অজান্তাতেই কিংবা ব্রাউজ করতে করতে এমন কিছু আসে তখন পর্ন দেখতে উৎসাহ চলে আসে ।
লেখাটা পরে ভাল লাগল । হয়ত স্টিকি না করলে দেখাও হতো না । আসলে এটা থেকে মুক্তির অন্যতম একটা উপায় মেডিটেশন হতে পারে আমার মতে । মানসিক শক্তি বাড়াতে বেশ ফল পেয়েছি আমি ।
আমি আগেও ভেবেছি এসব থেকে দুরে থাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করব কিন্তু সেটা আর প্রয়োগ করা হয় নি ।
এখন এসব প্রয়োগ করার চেস্টা করতেই হবে । দুরে থাকতে হবে ।
  ১৫ ই মে, ২০১৪  সকাল ১০:২২
১৫ ই মে, ২০১৪  সকাল ১০:২২
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ মেহেদি এত কষ্ট করে মন্তব্যের জন্য।
দারুন কিছু পয়েন্ট নোট করেছেন আপনি। সহমত।
ভাল থাকুন। 
১৪১|  ১৫ ই মে, ২০১৪  সকাল ৯:১৫
১৫ ই মে, ২০১৪  সকাল ৯:১৫
ইরান তুরান বলেছেন: আপনি দেশের জন্য দায়িত্ব পালন করলেন ভাই। ভাল থাকুন । আরো ভাল লিখুন ।
  ১৫ ই মে, ২০১৪  সকাল ১০:২২
১৫ ই মে, ২০১৪  সকাল ১০:২২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ ইরান তুরান।
আপনিও ভাল থাকুন। 
১৪২|  ১৫ ই মে, ২০১৪  সকাল ১১:১০
১৫ ই মে, ২০১৪  সকাল ১১:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: দূর্দান্ত পোস্ট! প্রিয়তে, বেশ কিছু কথা যোগ করার ছিল, আপাতত আপনাকে সাধুবাদ!
  ১৫ ই মে, ২০১৪  সকাল ১১:৪৯
১৫ ই মে, ২০১৪  সকাল ১১:৪৯
স্বর্ণমৃগ বলেছেন: হ্যা, আসলেই আরো অনেক কিছু বাদ পড়ে গেছে। কিন্তু যেটুকু এ্যাড করেছি পোস্টের কলেবর তাতেই অনেক বড় হয়ে গেছে তাই ইচ্ছে থাকলেও অনেক কিছুই বাদ দিতে হয়েছে।
ধন্যবাদ আপনাকে। 
১৪৩|  ১৫ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৩
১৫ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৩
*অর্জুন* বলেছেন: বেশ লাগলো। অনেক গুলো শুভকামনা রেখে দিলাম। তবে শর্ত হলো, লেখা ছাড়তে পারবেন না।   
   
   
 
  ১৫ ই মে, ২০১৪  দুপুর ১:৫৯
১৫ ই মে, ২০১৪  দুপুর ১:৫৯
স্বর্ণমৃগ বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ অচিনতনীয়। 
...চেষ্টা করব কন্টিন্যু করার। 
১৪৪|  ১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:০০
১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:০০
আমি ইহতিব বলেছেন: আবার এলাম ভাইয়া। গতকাল বাসায় গিয়ে আমার স্বামীকে সাথে নিয়ে আবার পড়লাম আপনার লেখা। সেও মুগ্ধ। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক। 
Save the Children এর সহযোগীতায় ওরা একটা সেমিনারের আয়োজন করতে যাচ্ছে বিভিন্ন স্কুল ও কলেজের ছেলেদের জন্য। সেমিনারে Adolescent Psychology নিয়ে বা ঐ সময়ে শারীরিক পরিবর্তনের ফলে মানসিক যেসব পরিবর্তন ঘটে তা নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য আলোচনা করা হবে। ওখানে আপনার এই লেখার বিষয়বস্তু নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে ঐ বয়সের ছেলেদের জন্য ভালো উপকারী হবে। তাই আমাদের একটা অনুরোধ ছিলো আপনার কাছে যদি এই লেখাটাই একটু এডিট করে ঐ বয়সী ছেলেদের বোঝার উপযোগী করে আমাদের দিতেন তাহলে  ওদের সচেতনতা সৃষ্টিতে এটি ব্যবহার করা যেতো। 
লেখা পাঠাতে পারেন এখানে - [email protected]
আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকলাম। 
  ১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:২৩
১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:২৩
স্বর্ণমৃগ বলেছেন: সেইভ দ্য চিলড্রেন এর সেমিনার এ এই লেখা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দুঃখিত, সময় স্বল্পতার কারনে আমি অপারগ। এডিট টা আপনাদের কেই করে নিতে হবে। 
ভাল থাকুন। 
১৪৫|  ১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:১৭
১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:১৭
জিসান১২৩ বলেছেন: ভাল লিখেছেন। অনেক কিছু জানলাম সচেতনতা বৃদ্ধি তে কাজে দিবে
১৪৬|  ১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:১৮
১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:১৮
জিসান১২৩ বলেছেন: ভাল লিখেছেন। অনেক কিছু জানলাম সচেতনতা বৃদ্ধি তে কাজে দিবে
১৪৭|  ১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:২২
১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:২২
জিসান১২৩ বলেছেন: ভাল লিখেছেন। অনেক কিছু জানলাম সচেতনতা বৃদ্ধি তে কাজে দিবে
  ১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:২৪
১৫ ই মে, ২০১৪  বিকাল ৫:২৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ জিসান।
১৪৮|  ১৫ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০০
১৫ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০০
ফা হিম বলেছেন: 
অনেক কিছু জানা হল। সামু কর্তীপক্ষকে ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ একটি পোস্ট কে স্টিকি করার জন্য। 
ইন্টারনেটের আনাচে কানাচে এই "বিষাক্ত" জিনিসটি যেভাবে ছড়িয়ে গেছে তা সত্যি আশংকাজনক। এ থেকে রক্ষা পেতে হলে সামাজিক সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। সেক্ষেত্রে এ পোস্টটা বেশ কাজে দিবে।
  ১৫ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০৯
১৫ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:০৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
১৪৯|  ১৫ ই মে, ২০১৪  রাত ৯:৩৫
১৫ ই মে, ২০১৪  রাত ৯:৩৫
বেনিইয়ামিন সিয়াম বলেছেন: ভালই বলছেন
১৫০|  ১৫ ই মে, ২০১৪  রাত ৯:৩৫
১৫ ই মে, ২০১৪  রাত ৯:৩৫
বেনিইয়ামিন সিয়াম বলেছেন: ভালই বলছেন
১৫১|  ১৫ ই মে, ২০১৪  রাত ৯:৩৭
১৫ ই মে, ২০১৪  রাত ৯:৩৭
বেনিইয়ামিন সিয়াম বলেছেন: ভালই বলছেন
  ১৫ ই মে, ২০১৪  রাত ১০:০৩
১৫ ই মে, ২০১৪  রাত ১০:০৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
১৫২|  ১৫ ই মে, ২০১৪  রাত ১০:৪১
১৫ ই মে, ২০১৪  রাত ১০:৪১
মিজভী বাপ্পা বলেছেন: এক বাক্যে অনবদ্য হয়েছে দাদা  ।আগে নিজের বিবেককে জাগ্রত করা দরকার। কারণ নিজের বিবেক বোধ জাগ্রত হলেই এসব থেকে নিজেকেই দূরে রাখা সম্ভব।
 ।আগে নিজের বিবেককে জাগ্রত করা দরকার। কারণ নিজের বিবেক বোধ জাগ্রত হলেই এসব থেকে নিজেকেই দূরে রাখা সম্ভব।
১৫৩|  ১৫ ই মে, ২০১৪  রাত ১০:৪১
১৫ ই মে, ২০১৪  রাত ১০:৪১
মিজভী বাপ্পা বলেছেন: এক বাক্যে অনবদ্য হয়েছে দাদা  ।আগে নিজের বিবেককে জাগ্রত করা দরকার। কারণ নিজের বিবেক বোধ জাগ্রত হলেই এসব থেকে নিজেকেই দূরে রাখা সম্ভব।
 ।আগে নিজের বিবেককে জাগ্রত করা দরকার। কারণ নিজের বিবেক বোধ জাগ্রত হলেই এসব থেকে নিজেকেই দূরে রাখা সম্ভব।
  ১৫ ই মে, ২০১৪  রাত ১১:২৭
১৫ ই মে, ২০১৪  রাত ১১:২৭
স্বর্ণমৃগ বলেছেন: সহমত। 
ধন্যবাদ আপনাকে  
 
১৫৪|  ১৫ ই মে, ২০১৪  রাত ১০:৪৯
১৫ ই মে, ২০১৪  রাত ১০:৪৯
এনাটমি বলেছেন: ভাল লেখা । খুব ভাল লেগেছে । আসলেই পর্ণ আসক্তি খুবই খারাপ একটি বিষয় । একটি বাজে ইফেক্ট । এর ফলে মানুষের চারিত্রিক যেমন ক্ষতি হয়, তেমনি মানসিক এবং শারিরিক ক্ষতিও হতে পারে ।
  ১৫ ই মে, ২০১৪  রাত ১১:২৮
১৫ ই মে, ২০১৪  রাত ১১:২৮
স্বর্ণমৃগ বলেছেন: হুম সেটাই।
ধন্যবাদ এনাটমি 
১৫৫|  ১৬ ই মে, ২০১৪  রাত ১২:১২
১৬ ই মে, ২০১৪  রাত ১২:১২
কালের সময় বলেছেন: ভাই কিছু মনে করবেন না আপনার লেখাটা পরে এত খুশি হোলাম একটি স্লোগান না দিয়ে পারলাম না
বাংলাদেশের সকল সাধারন সমাজ সেবক ভাইয়েরা 
এক হও আমরা তোমার সাথে ।
ভাই অনেক ধন্যবাদ আপনার লেখায় আমার মনে হয় আমারমত করে আমরা সবাই  সহমত  ।
  ১৬ ই মে, ২০১৪  রাত ১:২৪
১৬ ই মে, ২০১৪  রাত ১:২৪
স্বর্ণমৃগ বলেছেন: স্লোগান ভাল হয়েছে।
ধন্যবাদ 
১৫৬|  ১৬ ই মে, ২০১৪  রাত ১২:৪৯
১৬ ই মে, ২০১৪  রাত ১২:৪৯
দি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বলেছেন: হায় হায় । কি শুনিলাম । এখনি utorrent uninstall দিতেছি
  ১৬ ই মে, ২০১৪  রাত ১:২৪
১৬ ই মে, ২০১৪  রাত ১:২৪
স্বর্ণমৃগ বলেছেন: হাহাহাহাহহা
মাথাব্যাথার কারনে এখন মাথা-ই কেটে ফেলে দিবেন! ভাল! 
১৫৭|  ১৬ ই মে, ২০১৪  রাত ১২:৫৬
১৬ ই মে, ২০১৪  রাত ১২:৫৬
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: @এইচ. ইমরান 
View this link  
১৫৮|  ১৬ ই মে, ২০১৪  রাত ১:১১
১৬ ই মে, ২০১৪  রাত ১:১১
গরম কফি বলেছেন: দারুন লিখেছেন ।
  ১৬ ই মে, ২০১৪  রাত ১:২৫
১৬ ই মে, ২০১৪  রাত ১:২৫
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ গরম কফি
১৫৯|  ১৬ ই মে, ২০১৪  রাত ১:২৭
১৬ ই মে, ২০১৪  রাত ১:২৭
আশাফ আনিস বলেছেন: পরবর্তীতে কিভাবে পর্ণ দেখা থেকে বিরত থাকবেন বা পর্ণ এর সংস্পর্শ থেকে মুক্ত হবেন তার উপরে লিখব
অপেক্ষায় রইলাম 
  ১৬ ই মে, ২০১৪  রাত ২:৪৩
১৬ ই মে, ২০১৪  রাত ২:৪৩
স্বর্ণমৃগ বলেছেন: ইনশাআল্লাহ সময় পেলেই লিখে ফেলব।
১৬০|  ১৬ ই মে, ২০১৪  সকাল ৮:২৪
১৬ ই মে, ২০১৪  সকাল ৮:২৪
মামুন নজরুল ইসলাম বলেছেন: খুবই দরকারী পোষ্ট।
১৬১|  ১৬ ই মে, ২০১৪  সকাল ৮:৪০
১৬ ই মে, ২০১৪  সকাল ৮:৪০
মোস্তফা কামাল  পলাশ বলেছেন: গবেষনামূলক ও তথ্য সমৃদ্ধ জন গুরুত্বপূর্ন পোষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ এই রকম একটা পোষ্ট লিখবার জন্য। 
সরকারের জন্য বসে না থেকে আমাদের নিজেদেরকেও এগিয়ে আসতে হবে এই সমস্যটি সমাধান করার জন্য। তথ্য-প্রযুক্তির প্রাপ্যতা যত বেশি হবে এই সম্যটা বৃদ্ধি পাবার সম্ভাবনা ততই বেশি হবে। সুতরাং পরিবার না হউক নিজেদের বন্ধু-বান্ধবদের মাঝে এই তথ্য গুলো এখনই পৌছাতে হবে। 
    
  ১৬ ই মে, ২০১৪  সকাল ৯:৩২
১৬ ই মে, ২০১৪  সকাল ৯:৩২
স্বর্ণমৃগ বলেছেন: সহমত।
ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পরামর্শের জন্য।
১৬২|  ১৬ ই মে, ২০১৪  সকাল ৯:৩৯
১৬ ই মে, ২০১৪  সকাল ৯:৩৯
না পারভীন বলেছেন: পারিবারিক অশান্তির জন্য পর্ণ দায়ী। পর্ণ আর বাস্তব জীবন এককাতারে ফেলতে গিয়ে সুখ খুঁজতে অসামাজিক কাজে জড়িয়ে পড়ে অনেকে
আরেক টা সমস্যা হল মোবাইলের মেমোরি কার্ডে করে খুব সহজেই দোকান থেকে কিনতে পাওয়া যায়। বাচ্চারাই এর মূল ক্রেতা।
ইন্ডিয়ান চটি সাইটগুলোর মূল ভিজিটর এ এদেশের লাল সবুজ পতাকা থাকে।এগুলো বেশ হতাশাজনক।
পোস্ট খুব সুন্দর হয়েছে।  পোস্ট স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ। 
  ১৬ ই মে, ২০১৪  সকাল ১০:২৯
১৬ ই মে, ২০১৪  সকাল ১০:২৯
স্বর্ণমৃগ বলেছেন: সহমত আপু। মোবাইলের মেমরি কার্ডে যারা এসব কন্টেন্ট সাপ্লাই করে এমন প্রতিটা দোকান সার্চ করে শাস্তির আওতায় আনা উচিৎ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, মানুষের লজ্জা শরম এতটাই কমে গেছে যে, এমন অনেক দোকান থেকে দাড়িওয়ালা হুজুর এবং মেয়ে/মহিলাদের কেও এসব কন্টেন্ট নিতে দেখেছি...
ধন্যবাদ আলোচনায় অংশ নেবার জন্য। 
১৬৩|  ১৬ ই মে, ২০১৪  সকাল ১০:৫৫
১৬ ই মে, ২০১৪  সকাল ১০:৫৫
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ব্লগের সত্যিকারের স্বার্থকতা বোধ করি এখানেই। এই কিছুদিন আগেও "আজাইরা ব্লগের" ব্যাপারে একটা পোষ্ট দিয়েছিলাম, অনেকটা মনের ক্ষেদে (পরে ডিলিট করে দিয়েছি)।  কিছু কিছু ক্ষেত্রে ব্লগ দারুন অবদান রাখতে পারে আমাদের সমাজ গঠনে, নীতি নৈতিকতা, মানবিকতা, শিষ্টাচার, অথবা চরিত্র গঠনে। যেমন আপনার এই পোষ্ট। এর জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করার কোন মানে হয় না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের দায়িত্ব এ ধরনের লেখাগুলোকে যে যেভাবে পারি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিয়ে লেখককে সহযোগীতা করা। 
    চালিয়ে যান আপনি আপনার কলম/কীবোর্ড, আছি আপনার সাথে। 
  ১৬ ই মে, ২০১৪  দুপুর ২:৪১
১৬ ই মে, ২০১৪  দুপুর ২:৪১
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই! উৎসাহ টা অনেক অনেক বাড়িয়ে দিলেন আপনি। 
এখন বুকে সাহস ও পাচ্ছি।
কৃতজ্ঞতা রইলো।
ভাল থাকুন। 
১৬৪|  ১৬ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৪
১৬ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৪
আবদুল আউয়াল চৌধুরী বলেছেন: চমৎকার পোস্ট, লেখককে অনেক ধন্যবাদ এমন একটা বিষয়ে লেখার জন্য  
 
  ১৬ ই মে, ২০১৪  দুপুর ২:৪১
১৬ ই মে, ২০১৪  দুপুর ২:৪১
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ  
 
১৬৫|  ১৬ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৬
১৬ ই মে, ২০১৪  দুপুর ১২:৪৬
সিহাব সুমন বলেছেন: অনেক ভালো লিখেছেন। ধন্যবাদ অাপনাকে।
  ১৬ ই মে, ২০১৪  দুপুর ২:৪২
১৬ ই মে, ২০১৪  দুপুর ২:৪২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ সিহাব সুমন।
১৬৬|  ১৬ ই মে, ২০১৪  রাত ৯:৪২
১৬ ই মে, ২০১৪  রাত ৯:৪২
আশিক বার্ড বলেছেন: ভালো লিখেছেন।
  ১৭ ই মে, ২০১৪  রাত ১২:১৬
১৭ ই মে, ২০১৪  রাত ১২:১৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আশিক বার্ড
১৬৭|  ১৬ ই মে, ২০১৪  রাত ১০:১৮
১৬ ই মে, ২০১৪  রাত ১০:১৮
জ্যোস্নার ফুল বলেছেন: বছর দুয়েক আগে এই সামুতেই একটা পোষ্টে এক ব্লগার পর্ন প্রতিকারের উপায় জানতে চেয়েছিল। কয়েকজন সুশীল ব্লগার মন্তব্য করেছিল পর্নোগ্রাফিতে ক্ষতির কিছু নেই, একজন বলেছিল, পর্ন নাকি ধর্ষনের পরিমান কমিয়ে দিয়েছে। হাহাহাহ।। 
এনিওয়ে, লেখাটি অনেকের উপকারে আসবে, এবং অনেকেই মন দিয়ে পড়বে, কারন পর্ন হচ্ছে এমন এক কি ওয়ার্ড, যেটা দেখলেই মানুষ এর ভেতরে ঢুকে যাবে।   
  
অনেক ভালো, বিশ্লেষন ধর্মি এবং সময়উপযোগী লেখা। 
লেখকের সামাজিক দায়িত্ববোধকে শ্রদ্ধা। 
  ১৭ ই মে, ২০১৪  রাত ১২:১৯
১৭ ই মে, ২০১৪  রাত ১২:১৯
স্বর্ণমৃগ বলেছেন: হাহাহাহাহাহাহ 
অনেকক্ষণ ধরে হাসলাম আপনার মন্তব্য পড়ে!
অনেক ধন্যবাদ আপনাকে। এ্যাপ্রিসিয়েটেড।  
 
১৬৮|  ১৬ ই মে, ২০১৪  রাত ১০:৩৪
১৬ ই মে, ২০১৪  রাত ১০:৩৪
আমিনেই বলেছেন: চমৎকার প্রতিষেধক একটি লিখা। সমস্যা হল, কয়জন এটি পড়ছে? যারা পড়ছে, তাদের মধ্যে অনেকেরই পরিবর্তনে আপনার লিখা কাজ করবে। আর যারা আপনার এই লিখা পড়ার পরিবর্তে তাদের সেলফোনের অপারেটরদের 'উপহার' দেয়া ফ্রি মেগাবাইটগুলো আরও অনেক গুনে 'আকর্ষণীয়' ও 'মূল্যবান' পর্ণতে 'বিনিয়োগ' করছে, তাদের কি হবে?
কিছুদিন আগে একটা মাইক্রো এসডি মেমোরি কার্ড কেনার সময় দোকানীকে বললাম এর দাম কমছে না কেন। তিনি উত্তর দিলেন, গার্মেন্টস কর্মীদের অস্বাভাবিক চাহিদার কারণে এই পণ্যটি এখন ছোট ব্যবসার মুনাফা অনেক বাড়িয়ে দিয়েছে। তাই দাম স্ট্যাটিক হয়ে আছে। কেন এই চাহিদা? ইঙ্গিতপূর্ণ উত্তরে বোঝা গেল গান/ভিডিওর সাথে পর্ণর প্রসারে এই ছোট্ট মেমোরি কার্ড 'লোডেড' অবস্থায় দেদারসে বিক্রি হচ্ছে।
আমি পরখ করে দেখিনি, কিন্তু ছোটখাট প্রয়োজনে যখনই কোন মোবাইল এক্সেসরিজ এর দোকানে গিয়েছি, আমি দেখেছি কাস্টমারের বিপরীতে মুখ করা মনিটরে একজন বা দুজন তরুণ দোকানের ছেলে পাশাপাশি বসে হা করে মিউট করা কোন ভিডিও দেখছে। আমি ৯০% নিশ্চিত, এই তরুণরা এসব দোকানে 'উন্নত প্রযুক্তির' সুযোগে পর্ণ দেখছে।
আগে এক্স রেটেড মুভির ভিডিও ক্যাসেট সংগ্রহ করতে রীতিমত সাহস লাগত। বন্ধুদের মধ্যে একজন দুজনের এই 'সাহস' থাকত। কপি করবার জটিলতার কারণে এগুলো সুলভও ছিল না। কিন্তু এক্স রেটেড ভিএইচএস বিদায় নিয়েছে ঠিকই কিন্তু গিগা-টেরা ক্যাপাসিটির নখের সমান এইটুকুন একটি কার্ডে বা বড়জোর একটি সিগারেট প্যাকেটের চেয়ে সামান্য বড় একটি বাক্সে কপি হয়ে ঘুরে বেড়াচ্ছে হাজারগুণ বেশি পাপ আর বিকৃত রুচির
মারাত্নক ব্যাধি - পর্ণ।
এ থেকে আমাদের দেশের তরুণ সমাজকে পরিত্রাণ দিতে হলে লাগবে সরকার থেকে কঠোরতম ব্যবস্থা। কিন্তু ফেনসিডিল, ইয়াবা, ভারতীয় সিরিয়ালের মত এখানেও কি মনে করছেন ভাগ বাটোয়ারার ব্যাপারটা নেই? আমি শিওর আছে। তা না হলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশে পর্ণের সহজলভ্যতা ও প্রসার এত ভয়ংকর হতে পারে না। রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা নিলেই পর্ণের প্রভাব অনেকাংশে কমে আসবে। আর এজন্য কাউকে ভোটব্যাংক খোয়াতেও হবে না। 
খুব বেশি আশাবাদী নই, তবে মনের কোনায় একটা আলো মিটমিট করে জ্বলছে। অনুকূল হাওয়া পেলে তা বহ্নিশিখায় পরিণত হতে কতক্ষন?
আপনাকে ধন্যবাদ, অভিনন্দন ও অভিবাদন।
  ১৭ ই মে, ২০১৪  রাত ১২:৩৭
১৭ ই মে, ২০১৪  রাত ১২:৩৭
স্বর্ণমৃগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইজান! দারুন দারুন কিছু বিষয়ে পয়েন্ট আউট করেছেন আপনি।
পুরোপুরি সহমত। 
আপনার মন্তব্য বেশ ভাবাচ্ছে পড়ার পর থেকে।
কৃতজ্ঞতা!
ভাল থাকবেন। 
১৬৯|  ১৬ ই মে, ২০১৪  রাত ১১:২৫
১৬ ই মে, ২০১৪  রাত ১১:২৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: দারুণ গঠনমূলক আর তথ্যসমৃদ্ধ লেখা 
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্যে   
   
 
  ১৭ ই মে, ২০১৪  রাত ১২:৩৯
১৭ ই মে, ২০১৪  রাত ১২:৩৯
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে  
 
১৭০|  ১৬ ই মে, ২০১৪  রাত ১১:৪৪
১৬ ই মে, ২০১৪  রাত ১১:৪৪
নক্ষত্রচারী বলেছেন: খুব সুন্দর এবং যুক্তিসম্পন্ন ভাবে খুঁটিনাটি জিনিসগুলো তুলে ধরেছেন । 
আজকাল বিভিন্ন আনরেটেড মুভি আর টিভি সিরিজের কল্যাণে পর্ণোগ্রাফি বেশ কমন হয়ে উঠেছে । 
ভিজিটিং ওয়েব সাইটেগুলোর মধ্যে ৭০% আয়ই হয় এসব পর্ণোগ্রাফিক ওয়েব সাইটগুলো থেকে । দিন দিন এসব সাইটের মালিকেরা কিংবা পুঞ্জিভূত একদল অসাধু ব্যবসায়ীরা পুঁজি বানাচ্ছে । আরেকদিকে বিভিন্ন যৌন উত্তেজক ঔষধ কোম্পানি প্রলোভন দেখিয়ে তাদের প্রোডাক্টের প্রচার সম্প্রসার করছে আর ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ভিক্টিমরা । দারুণ যোগসূত্র!!     
  ১৭ ই মে, ২০১৪  রাত ১২:৪২
১৭ ই মে, ২০১৪  রাত ১২:৪২
স্বর্ণমৃগ বলেছেন: ভাল বলেছেন! সহমত।
অনেক ধন্যবাদ আপনাকে  
 
১৭১|  ১৭ ই মে, ২০১৪  রাত ১২:০২
১৭ ই মে, ২০১৪  রাত ১২:০২
হাটু ভাঙ্গা দ বলেছেন: আমি বিটিআরসি তে ইমেইল করেছি আরও করবো..। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । আপনার সাথে যোগাযোগ করতে চাই  এটা আমার ইমেইল [email protected]
 এটা আমার ইমেইল [email protected]
  ১৭ ই মে, ২০১৪  রাত ১২:৪৩
১৭ ই মে, ২০১৪  রাত ১২:৪৩
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ মেইল করার জন্য 
আপনি মেইল করতে পারেন আমাকেঃ [email protected]
১৭২|  ১৭ ই মে, ২০১৪  রাত ১২:০৯
১৭ ই মে, ২০১৪  রাত ১২:০৯
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: @এইচ. ইমরান 
ভালোবাসার জৈবিক বিজ্ঞানঃহস্ত কর্ম(নিজ হাতে করা ভুল)  
১৭৩|  ১৭ ই মে, ২০১৪  রাত ১:২০
১৭ ই মে, ২০১৪  রাত ১:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
চমৎকার।
জরুরী একটি বিষয় যা কিনা স্পর্শকাতর ও, লেখায় আনার জন্য।
মঙ্গল হোক।। 
  ১৭ ই মে, ২০১৪  রাত ১:৪১
১৭ ই মে, ২০১৪  রাত ১:৪১
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই। 
ব্লগে খুব একা একা লাগতেছিল পুরানো কাউকে না পাওয়াতে, এই অনুভূতি টা কিছুটা ঘুচলো আপনাকে পেয়ে।
ভাল থাকুন 
১৭৪|  ১৭ ই মে, ২০১৪  রাত ২:৫০
১৭ ই মে, ২০১৪  রাত ২:৫০
আমিই মানুষ বলেছেন: পর্নগ্রাফী একটা ব্যবসা এখন। এ ব্যবসায়ের মাশল এখন মানুষ। তবে এর বিরুদ্ধে সচ্চার নয় তেমন। আমরা নতুন এক আন্দোলন পর্নগ্রাফীর বিরুদ্ধে। তবে রাষ্ট্রযন্ত্রকে এগিয়ে আসতে হবে সবার আগে।
  ১৭ ই মে, ২০১৪  সকাল ৯:২৮
১৭ ই মে, ২০১৪  সকাল ৯:২৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৭৫|  ১৭ ই মে, ২০১৪  ভোর ৪:৩২
১৭ ই মে, ২০১৪  ভোর ৪:৩২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: একেবারে হট পোস্ট হৈছে.........  কৈসা পিলাস।
 কৈসা পিলাস।
  ১৭ ই মে, ২০১৪  সকাল ৯:২৮
১৭ ই মে, ২০১৪  সকাল ৯:২৮
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই 
১৭৬|  ১৭ ই মে, ২০১৪  ভোর ৬:২০
১৭ ই মে, ২০১৪  ভোর ৬:২০
জাহিদ ১৯৯ বলেছেন: পর্ণগ্রাফি নিয়ে বেশ উপকারী একটা লেখা লিখেছেন। পর্ণগ্রাফি দেখা একজন মানুষকে যদি বোঝানো সম্ভব হয়, পর্ণগ্রাফি তাকে
সামাজিক অবস্থান থেকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, অপরাধী আর ড্রাগিস্ট বানিয়ে দিচ্ছে তাহলে বোধকরি অনেকটা কাজ হয়ে যায়।
বিশেষ করে গ্রামের বাজারগুলোতে পর্ণগ্রাফি নিয়ে রমরমা বাণিজ্য চলছে, এটা রোধ করতে পারলে অনেক সামাজিক, মানবিক গর্হিত কাজ রোধ করা সম্ভব। 
  ১৭ ই মে, ২০১৪  সকাল ৯:২৯
১৭ ই মে, ২০১৪  সকাল ৯:২৯
স্বর্ণমৃগ বলেছেন: ঠিক বলেছেন জাহিদ। সহমত।
ধন্যবাদ আপনাকে। 
১৭৭|  ১৭ ই মে, ২০১৪  সকাল ১১:০৭
১৭ ই মে, ২০১৪  সকাল ১১:০৭
মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ বলেছেন: ধন্যবাদ
  ১৭ ই মে, ২০১৪  দুপুর ১২:৩১
১৭ ই মে, ২০১৪  দুপুর ১২:৩১
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৭৮|  ১৭ ই মে, ২০১৪  দুপুর ২:২১
১৭ ই মে, ২০১৪  দুপুর ২:২১
রেজওয়ান26 বলেছেন: আপনি পর্ণগ্রাফির কুফল সম্পর্কে খুব ভাল লিখেছেন । এর সাথে পতিতালয় গুলোর কুফল বললে আরো ভাল হতো ।
  ১৮ ই মে, ২০১৪  রাত ১২:০৮
১৮ ই মে, ২০১৪  রাত ১২:০৮
স্বর্ণমৃগ বলেছেন: এটা নিয়ে লিখে যে ঝাল পোহাচ্ছি রে ভাই! পতিতালয়ের কুফল নিয়া লিখলে তো আর এই দেশে জায়গা হবেনা!!
১৭৯|  ১৮ ই মে, ২০১৪  রাত ১২:২৬
১৮ ই মে, ২০১৪  রাত ১২:২৬
সাধারণমানুষ বলেছেন: বহুদিন পরে সামুতে লগইন করলাম . ... খুবই ভালো পোস্ট। কেউই সাধু নাহ সো এি ব্যাপার গুলা নিয়ে যত আলোচনা হবে ততই বেটার। 
  ১৮ ই মে, ২০১৪  রাত ১২:৪৪
১৮ ই মে, ২০১৪  রাত ১২:৪৪
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ সাধারণ মানুষ।
১৮০|  ১৮ ই মে, ২০১৪  রাত ২:০১
১৮ ই মে, ২০১৪  রাত ২:০১
দুরন্ত কাজী বলেছেন: ধন্যবাদ
  ১৮ ই মে, ২০১৪  সকাল ১১:৪৩
১৮ ই মে, ২০১৪  সকাল ১১:৪৩
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ দুরন্ত
১৮১|  ১৮ ই মে, ২০১৪  রাত ২:২৫
১৮ ই মে, ২০১৪  রাত ২:২৫
দুরন্ত কাজী বলেছেন: অনেক কিছু জানলাম, অন্তর থেকে লেখককে ধন্যবাদ। শেয়ার করে দিচ্ছি ফেসবুকময়...
  ১৮ ই মে, ২০১৪  সকাল ১১:৪৪
১৮ ই মে, ২০১৪  সকাল ১১:৪৪
স্বর্ণমৃগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দুরন্ত  
 
১৮২|  ১৮ ই মে, ২০১৪  সকাল ১০:৩৫
১৮ ই মে, ২০১৪  সকাল ১০:৩৫
শরৎ চৌধুরী বলেছেন: Click This Link
গুরুত্বপূর্ণ একাট রিলেভেন্ট পোষ্ট।
  ১৮ ই মে, ২০১৪  সকাল ১১:৪৮
১৮ ই মে, ২০১৪  সকাল ১১:৪৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ শরৎ দা। আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট। লিংকের জন্য আবারো ধন্যবাদ।
১৮৩|  ১৮ ই মে, ২০১৪  সকাল ১১:৩০
১৮ ই মে, ২০১৪  সকাল ১১:৩০
সময়ের ডানায় বলেছেন: পর্ণ আসক্তির ভয়াবহতা তুলে ধরে প্রাসঙ্গিক বিষয়ে অসাধারন সচেতনামূলক লেখাটি প্রিয়তে রাখলাম।
ধন্যবাদ।
  ১৮ ই মে, ২০১৪  সকাল ১১:৪৯
১৮ ই মে, ২০১৪  সকাল ১১:৪৯
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!
১৮৪|  ১৮ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:১৬
১৮ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:১৬
একজন নিরপেক্ষ-নিষ্ঠাবান দেশপ্রেমিক বলেছেন: খুব চমৎকারভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন , আসলেই পর্ণ ফ্লিম মানুষিক রুগীরাই দেখে , যারা সভাবত সভাবিক মানুষ না , কারণ আমার মতে কোন সভাবিক মানুষ পর্ণ দেখে না   
 
  ১৮ ই মে, ২০১৪  রাত ৯:৫৫
১৮ ই মে, ২০১৪  রাত ৯:৫৫
স্বর্ণমৃগ বলেছেন: ঠিক বলেছেন! সহমত।  
 
১৮৫|  ১৮ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৯
১৮ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৯
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এখন. বদভ্যাস দূর করার উপায় নিয়ে আরো একটু লেখেন।
  ১৮ ই মে, ২০১৪  রাত ৯:৫৬
১৮ ই মে, ২০১৪  রাত ৯:৫৬
স্বর্ণমৃগ বলেছেন: ইনশাআল্লাহ লিখব।
১৮৬|  ১৯ শে মে, ২০১৪  রাত ৩:০১
১৯ শে মে, ২০১৪  রাত ৩:০১
শিপন মোল্লা  বলেছেন:  চমৎকার সচেতন মূলক পোস্ট। ধন্যবাদ লিখককে পাশাপাশি পোস্টটি স্টিকি করার জন্যে সামহোয়্যার কর্তৃপক্ষও  অনেক ধন্যবাদ। 
  ১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০১
১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০১
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৮৭|  ১৯ শে মে, ২০১৪  সকাল ১০:৪৬
১৯ শে মে, ২০১৪  সকাল ১০:৪৬
ত্রিভুজ বলেছেন: প্রচন্ড সময়োপযোগী পোস্ট। স্যলুট মাহবুব ভাই।
  ১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০১
১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০১
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ ত্রিভুজ ভাই।
১৮৮|  ১৯ শে মে, ২০১৪  সকাল ১১:২৮
১৯ শে মে, ২০১৪  সকাল ১১:২৮
মাঘের নীল আকাশ বলেছেন: পোস্টে +++
  ১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০২
১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
১৮৯|  ১৯ শে মে, ২০১৪  দুপুর ১২:১৮
১৯ শে মে, ২০১৪  দুপুর ১২:১৮
বহুব্রীহি বলেছেন: পরের পর্বটি পড়ার আগ্রহ জাগল। এব্যাপারটা আগে থেকেই জানি। তবে যে কোন এডিকশান ত্যাগ করা খুব কষ্টকর।
  ১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০৩
১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ বহুব্রীহি।
ইনশাআল্লাহ সময় পেলেই পরবর্তী পর্ব লিখে ফেলব। 
১৯০|  ১৯ শে মে, ২০১৪  দুপুর ১:২২
১৯ শে মে, ২০১৪  দুপুর ১:২২
প্রফেসর ফারহান বলেছেন: চমৎকার, খুবই ভাল লেখা
  ১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০৩
১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ প্রফেসর ফারহান।
১৯১|  ১৯ শে মে, ২০১৪  দুপুর ২:২০
১৯ শে মে, ২০১৪  দুপুর ২:২০
সুদিপ বসু রায় বলেছেন: সুন্দর।
১৯২|  ১৯ শে মে, ২০১৪  দুপুর ২:২২
১৯ শে মে, ২০১৪  দুপুর ২:২২
সুদিপ বসু রায় বলেছেন: ইনফরমেটিভ।
  ১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০৪
১৯ শে মে, ২০১৪  বিকাল ৩:০৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
১৯৩|  ১৯ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২০
১৯ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৬:২০
দি ভয়েস বলেছেন: চমৎকার বলেছেন । পোস্টের জন্য ধন্যবাদ ।
  ০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫২
০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ দি ভয়েস
১৯৪|  ১৯ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৭:১৬
১৯ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৭:১৬
শিপু ভাই বলেছেন: 
অনেক অনেকদিন পর একটা পোস্ট পড়ে ব্লগিং এর সেই আগের স্বাদটা পেলাম।
সুপার্ব পোস্ট!!!
প্রিয়তে!!!
++++++++++++++
  ১৯ শে মে, ২০১৪  রাত ১১:৪৬
১৯ শে মে, ২০১৪  রাত ১১:৪৬
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ শিপু ভাই! 
ভাল থাকবেন 
১৯৫|  ১৯ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৭:২৩
১৯ শে মে, ২০১৪  সন্ধ্যা  ৭:২৩
সামুস কিং বলেছেন: +++
  ১৯ শে মে, ২০১৪  রাত ১১:৪৭
১৯ শে মে, ২০১৪  রাত ১১:৪৭
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
১৯৬|  ২০ শে মে, ২০১৪  রাত ১২:০৪
২০ শে মে, ২০১৪  রাত ১২:০৪
অচেনা হিমালয় বলেছেন: শিক্ষামূলক পোস্ট। চমৎকার লিখেছেন। +++
  ২০ শে মে, ২০১৪  রাত ১২:৩০
২০ শে মে, ২০১৪  রাত ১২:৩০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ হিমালয়!
১৯৭|  ২০ শে মে, ২০১৪  রাত ১২:০৭
২০ শে মে, ২০১৪  রাত ১২:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন: 
চমৎকার পোস্ট!!! 
 ইদানিং কালে পর্ণ স্টারদের কে যেভাবে চলচিত্রে নিয়ে আসা হচ্ছে ভবিষ্যতে এটা ভয়াবহ রুপ নিবে নিশ্চিত। ঐদিন আমার কিছু বান্ধবী ও ছোট বোনের সাথে মানিকগঞ্জ গিয়েছিলাম। বাসে সকলের মুখে সানী লিয়নের বারবি ডল গানের তুমুল প্রশংসা শুনলাম। 
আশাকরি সরকার পর্ণ সাইটগুলো নিয়ন্ত্রণে আনবে। 
  ২০ শে মে, ২০১৪  রাত ১২:৩১
২০ শে মে, ২০১৪  রাত ১২:৩১
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ শোভন।
দেখা যাক... 
১৯৮|  ২০ শে মে, ২০১৪  রাত ১২:২৩
২০ শে মে, ২০১৪  রাত ১২:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি সরকার পর্ণোগ্রাফির সাইট গুলো নিয়ন্ত্রনের ব্যাপারে পদক্ষেপ নিবে ! চমৎকার সচেতনতা মূলক পোষ্ট !
  ২০ শে মে, ২০১৪  রাত ১২:৩২
২০ শে মে, ২০১৪  রাত ১২:৩২
স্বর্ণমৃগ বলেছেন: হুম আশা করতে করতেই আমাদের জীবন চলে...
ধন্যবাদ অভি! 
১৯৯|  ২৩ শে মে, ২০১৪  সকাল ১১:৫০
২৩ শে মে, ২০১৪  সকাল ১১:৫০
জাহিদ  হাসান বলেছেন: পর্ণ বন্ধে কাউকেই কখনো উদ্যেগ নিতে দেখিনি !বাংলাদেশ সরকার , বিআরটিসি কিংবা সাইবার অপরাধ দমন - কেউই কখনো জোরদার ভাবে পর্ণ বন্ধে নামেনি ।এখন সোস্যাল মিডিয়াও চটি আর পর্ণতে ভরে গেছে ! দেখার কেউই নাই ।
  ২৩ শে মে, ২০১৪  দুপুর ২:১৮
২৩ শে মে, ২০১৪  দুপুর ২:১৮
স্বর্ণমৃগ বলেছেন: সেটাই। সর্ষের মধ্যেই ভূত থাকলে ভূত ছাড়াবে টা কে!
২০০|  ১৬ ই জুন, ২০১৪  সকাল ৯:৫৪
১৬ ই জুন, ২০১৪  সকাল ৯:৫৪
ভালো মেয়ে ১ বলেছেন: amazing!
  ০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫১
০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
২০১|  ১৬ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১১
১৬ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১১
অতৃপ্ত অনুভূতি ! বলেছেন: ধন্যবাদ এরকম একটা পেস্ট এর জন্য। আমি আজই পরলাম তাই কমেন্ট টাও দেরীতে হলো ।............. ভালো থাকবেন।
  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:০৮
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:০৮
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ!
২০২|  ১৯ শে জুলাই, ২০১৪  দুপুর ১২:০৪
১৯ শে জুলাই, ২০১৪  দুপুর ১২:০৪
জুঁহি বলেছেন: দারুন লিখেছেন ।
  ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:০৯
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:০৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
২০৩|  ১৯ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:০৯
১৯ শে অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:০৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: বেশ তথ্য বহুল পোষ্ট।
পোষ্টে +++
  ০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫১
০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫১
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
২০৪|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৭:৪০
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৭:৪০
চাদের জোসনা বলেছেন: সুন্দর লিখেছেন। ইসলাম এ জন্যই দৃষ্টিকেই হেফাযত করতে বলেছেন। আপনার নোট এর উপকারীতা বর্ণনা মাত্র। ধন্যবাদ। 
'কোন নারীর সাথে সেক্স ইন্টারকোর্স' এভাবে না লিখে 'বৈধ পার্টনার বা স্ত্রীর সাথে' এভাবে লিখলে আরো সুন্দর হতো। 
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:০৬
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:০৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ চাঁদের জোসনা
২০৫|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:৩৬
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:৩৬
বেদূইনপথিক বলেছেন: ধন্যবাদ! দাদা, অনেক কিছু জানলাম।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:০৭
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:০৭
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২০৬|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৩
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৩
কালমেঘ বলেছেন: অসাধারণ লিখা। অনেকদিন ধরেই এই ধরনের লিখা খুজছিলাম।
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:০৮
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:০৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ কালমেঘ!
২০৭|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০০
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০০
সোনালী সূর্য বলেছেন: osadharon lekha  (y)
 (y)
  ০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৩
০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ সোনালী সূর্য
২০৮|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৩১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৩১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: গুরুত্বপূর্ন একটা বিষয়ে তথ্যপূর্ণ দরকারী পোষ্ট , অনেক ধন্যবাদ।
২০৯|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৩৯
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন একটা পোষ্ট। তথ্যবহুল এবং বর্তমান সময়ে প্রেক্ষিতে খুব দরকারী । শেয়ার দিলাম। ধন্যবাদ।
  ১৬ ই অক্টোবর, ২০১৬  রাত ১০:৪৮
১৬ ই অক্টোবর, ২০১৬  রাত ১০:৪৮
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু
২১০|  ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৪১
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৪১
বাহাদুর বাপ্পী বলেছেন: ভাল লিখেছেন, এই পোস্ট টি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর দৃষ্টিগোচরে এসেছে তাই কমেন্ট টা করলাম, 
উনারা এত কিছু ব্লক করে এডাল্ড সাইট গুলা কেন ব্লক করে না জানতে ইচ্ছা হয়। 
এছাড়াও  সরকারি সাইট কেন নুড সাইটের প্রোমোট করে? উদাহরন সরুপ  http://www.drr.gov.bd/
১টা নুড সাইট আর তিনটা শপের প্রোমোট করতে উনাদের কি লজ্জা হয় না?
আপনাকে ধ্ন্যবাদ পোস্টির জন্য। 
  ১৬ ই অক্টোবর, ২০১৬  রাত ১০:৫০
১৬ ই অক্টোবর, ২০১৬  রাত ১০:৫০
স্বর্ণমৃগ বলেছেন: সেটা উনারাই ভাল বলতে পারবেন...
আপনাকেও ধন্যবাদ।
২১১|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১:৪০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১:৪০
আসিফ করিম শিমুল বলেছেন: অনেক ভালো লাগলো। শিক্ষণীয় একিট পোস্ট।
  ০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৩
০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
২১২|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:১৫
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:১৫
দ্যা আহমেদ মামুন বলেছেন: আমেরিকার পর্ন রাজত্বের কারণ হিন্দু ধর্ম শাস্ত্র কামসূত্র থেকে।
ওখানকার মন্দিরের থেকে এক্স দুনিয়ার কম্পজিশনকে শৈল্পিক রূপ বিবেচনা করা হয়। এবং ঐসব মন্দিরের মূর্তিকে পর্ণের আদি দলিল বলা হয়। ভরত এই বিষয়ে ভালো বুঝে। তবে তাদের আক্ষেপ আছে যে তারা পর্নকে শেল্পিক রূপ দিয়েছে আর টাকা কামাচ্ছে আমেরিকা! আফসোস ইন্ডিয়া!
ভরতের জনপ্রিয় নায়িকার সানি লিয়নের আগমন পর্ণ থেকে।
আর কিছুদিন আগে সোনম কাপুর বলেছেন এই দেশ থেকেই কামসূত্রের বিস্তার। বতশায়ন ভারতের গর্ব।
  ০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৪
০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৪
স্বর্ণমৃগ বলেছেন: এটা ভিন্ন আলাপ...
২১৩|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪২
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪২
সুপ্ত শিপন বলেছেন: চমৎকার তথ্যবহুল একটি লেখা। বলার ধরনটি ও সুন্দর। এক টানে পুরোটা পড়লাম।
  ০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৫
০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৫
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ সুপ্ত শিপন
২১৪|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:২৯
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:২৯
পুতুল আলতাব বলেছেন: অসাধারন! সত্যি শিক্ষামূলক পোস্ট ও মন্তব্য।
  ০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৬
০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৬
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
২১৫|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:২১
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:২১
নয়া তারেক বলেছেন: দেখা stop করুম....
  ০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৭
০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৭
স্বর্ণমৃগ বলেছেন: আশা করি এতদিনে পেরেছেন।
২১৬|  ১৭ ই মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৮
১৭ ই মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৮
হারুন মোঃ শাহেদ বিন নঈম বলেছেন: খুবই ভালো লিখেছেন। ভালো বলছি এই কারণে যে এগুলো বিজ্ঞান সম্মত। আমি মনোবিজ্ঞানে খুবই আগ্রহী কিন্তু কিছুই জানিনা। শুধু এইসব বিষয়ের অ আ ক খ পড়েছি। লেখাটা যেন আরও অনেকে পড়তে পারে এই জন্য আমি শেয়ার করছি।
ভবিষ্যতে আরও লিখেবন আশা করি।
  ০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৮
০২ রা জুন, ২০২১  সকাল ১০:৫৮
স্বর্ণমৃগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২১৭|  ২০ শে মার্চ, ২০১৫  দুপুর ১২:৪৩
২০ শে মার্চ, ২০১৫  দুপুর ১২:৪৩
শিশু বিড়াল বলেছেন: চমৎকার লেখা। তবে আমি একটা জিনিস জানতে চাইব। পুরুষদের জন্য পর্ণ ক্ষতিকর তা যেভাবে বিস্তারিত ব্যাখ্যা করলেন, মেয়েদের জন্য ঠিক কীভাবে এটি ক্ষতিকর টা যদি ব্যাখ্যা করতেন, ভাল হত। 
শুভকামনা রইল। 
  ০২ রা জুন, ২০২১  সকাল ১১:০১
০২ রা জুন, ২০২১  সকাল ১১:০১
স্বর্ণমৃগ বলেছেন: পুরুষ ও নারী, উভয়ের জন্যই পর্ণ ক্ষতিকর। মেয়েদের ক্ষেত্রে ইরেক্টাইল ডিসফাংশান হয়না, তবে যৌনাবেগ, আগ্রহ ও শারীরিক উত্তেজনা অনেক কমে যায়। অনেকের ক্ষেত্রে একেবারেই থাকেনা। বাকিটা বুঝে নিন।
২১৮|  ২০ শে মার্চ, ২০১৫  দুপুর ১:০৯
২০ শে মার্চ, ২০১৫  দুপুর ১:০৯
এনামুল রেজা বলেছেন: গুড পোস্ট। পর্ণের সবচে বড় ক্ষতি, ওটা রিয়েল লাইফের সেক্সের উপর ভয়ানক বিপরীতমুখী প্রভাব ফেলে। 
আর আসক্তি ধ্বংস করে মনের উদ্দীপনা শক্তিকে, যে মন কোনো কার্য্যকর চিন্তায় বিজি থাকতে পারতো, দিনের পর দিন সে হয়ে পড়ে অসাড়।
  ০২ রা জুন, ২০২১  সকাল ১১:০২
০২ রা জুন, ২০২১  সকাল ১১:০২
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ এবং সহমত।
২১৯|  ২১ শে মার্চ, ২০১৫  সকাল ১০:২৪
২১ শে মার্চ, ২০১৫  সকাল ১০:২৪
গোধুলী০৩ বলেছেন: ধন্যবাদ। চমৎকার একটি লিখা পড়লা্ম। প্রচারে থাকব।
  ০২ রা জুন, ২০২১  সকাল ১১:০৩
০২ রা জুন, ২০২১  সকাল ১১:০৩
স্বর্ণমৃগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২২০|  ২৪ শে মার্চ, ২০১৫  রাত ২:০৫
২৪ শে মার্চ, ২০১৫  রাত ২:০৫
বেনামে ব্লগাই বলেছেন: লেখার সাথে প্রাসংগিক একটা মুভির লিংক  দিতে চাই। ডাউনলোড লিংক না  IMDB লিংক। 
খুবই গোছানো লেখা।
২২১|  ১০ ই এপ্রিল, ২০১৫  রাত ১:০৫
১০ ই এপ্রিল, ২০১৫  রাত ১:০৫
আবদুর রব শরীফ বলেছেন: অসম্ভব ভালো পোস্ট ৷
২২২|  ১০ ই এপ্রিল, ২০১৫  রাত ১:৩৬
১০ ই এপ্রিল, ২০১৫  রাত ১:৩৬
সানজিদা আয়েশা সিফা বলেছেন:    লেখাটি সত্যিই অত্যন্ত প্রয়োজনীয় । ইন্টার নেটের সহজলভ্যতায় পর্ণ আজ সবার  হাতের মুঠোয় । কিন্তু এর পরিণামে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে । 
তরুণ সমাজ যেন বই , সুস্থ বিনোদন এবং খেলা ধুলা চর্চায় উৎসাহী থাকে সে বিষয়ে আমাদের সবাইকেই সচেতন হতে হবে । 
 লেখককে ধন্যবাদ এত চমৎকার একটি বিষয় সবার সামনে তুলে আনার জন্য । 
 
২২৩|  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:১৭
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:১৭
আল ইফরান বলেছেন: লেখাটা প্রায় সাড়ে তিন বছরের পুরনো কিন্তু এখনো প্রতিদিন নির্বাচিত পাতায় থাকার মত পোস্ট।
সামাজিক এস্টাবলিশমেন্টের চক্রে পড়ে যাওয়া অবাধ্য যৌবনের সাময়িক সুখের হাতছানি আর সেই সাথে ট্র্যাডিশনাল নৈতিক মূল্যবোধের দ্বান্দ্বিকতায় হারিয়ে যাওয়া নাবিকের মত মানুষগুলোর জন্য ক্ষীণ আশার আলো হিসেবে প্রিয় পোস্টের তালিকায় এখনো উকি দেয় প্রতিনিয়ত।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৪  রাত ৯:২৮
১১ ই মে, ২০১৪  রাত ৯:২৮
এইযেদুনিয়া বলেছেন: +++