নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

:-)

সরলতা

...তখন আমায় নাই-বা মনে রাখলে!

সরলতা › বিস্তারিত পোস্টঃ

রক্তমাখা কাটা হাত

২৯ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৯







আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যার মধ্যেই ক্লাসের পড়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। রোজ রোজ রাত জাগতে ভাল লাগেনা। তাছাড়া আম্মু ঢাকার বাইরে গেছেন অফিসের কাজে। আম্মুর অনুপস্থিতিতে লক্ষী মেয়ে হয়ে চলাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু কিভাবে কি হল জানিনা,সারা বিকেল ফেসবুকে গুঁতাগুতি করে যখন পড়ার বই খুললাম তখন বাজে রাত দশটা।



গভীর দীর্ঘশ্বাস ফেলে পড়তে বসেছি,এমন সময় হঠাৎ করে একটা কাক “কা-কা” করে কেমন যেন আর্তচিৎকার করে উঠল। আমি খুব-ই অবাক হলাম। রাতের বেলা কাক ডাকে,তাও আবার এরকম আর্তচিৎকার করে—সেটা এই প্রথম শুনলাম। যাইহোক,ব্যাপারটাকে বেশি পাত্তা না দিয়ে আমি পড়া শুরু করলাম। মাঝে দুই-এক বার কাক ডেকে আমার পড়ার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছিল,কিন্তু গুরুত্ব দেইনি। পড়া শেষ করে ঘড়ির দিকে তাকালাম। এখন ঘুমানো যায়। আড়াইটা বাজে প্রায়। আব্বু মনে হয় ঘুমিয়ে গেছে। প্রচুর ক্ষুধা লেগেছে। আমি পা টিপে টিপে ডাইনিং রুমের দিকে গেলাম। যদি মুড়ি-টুড়ি কিছু বাসায় থাকে তাহলে উদরপূর্তি করা যাবে! ডাইনিং রুমের টেবিলের উপর রাখা টিনটাতে একটা ঝাঁকি দিলাম। ঠন ঠন করে টিনের মধ্যে শব্দ হল। যতটা জোরে হওয়া উচিত,তার থেকে অনেক জোরে। আমি একটু চমকে ঊঠলাম। টিনটা খুলে দেখলাম ফাঁকা। আশ্চর্য তো! এত জোরে শব্দ হ্‌ওয়ার কারণ কি? আমার কেমন যেন ভয় ভয় লাগল। গা ছম-ছমে একটা ভয়।



যেভাবে পা টিপে টিপে ডাইনিং রুমে গেছিলাম,সেভাবেই আমার নিজের রুমে ফিরে আসলাম। নিজের ঘরের দিকে তাকিয়ে বুকের ভেতর ডিপ ডিপ করে শব্দ হতে লাগল। আমার ঘরটা আজকে অন্যরকম লাগছে। অনেক বেশি ঠান্ডা আর নীরব। জানালা দিয়ে বাইরে তাকালাম। চারপাশটা কেমন যেন নিকষ কালো হয়ে আছে। অন্যদিন সাধারণত আশেপাশের ফ্ল্যাটগুলোতে অনেক রাত পর্যন্ত আলো জ্বলে। আজকে সেই আলোর চিহ্নমাত্র নেই। এরকম তো কখনো হ্‌ওয়ার কথা না। ভাল করে আবার বাইরে তাকাতেই দেখি শোঁ শোঁ করে একটা শব্দ হচ্ছে। ঝড় হচ্ছে নাকি? বুঝতে পারছিনা। ঝড় হলে বাতাস থাকার কথা। কিন্তু বাইরে বাতাস নেই। শুধু শব্দ। শব্দটা তীব্র হচ্ছে ক্রমাগত। আমি আর বেশি কিছু চিন্তা না করে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়ে গেলে দুনিয়ার সব ভয় ঠান্ডা। বিছানায় শুয়ে পড়ার পর দেখি আর ঘুম আসেনা। চুপ করে শুয়ে আছি আর কি সব যেন আগামাথাহীন ভাবে ভাবছি। এমন সময় খাটের নীচ থেকে হঠাৎ হিসহিস শব্দ ভেসে এল! আতঙ্কে আমি একেবারে জমে গেলাম। খাটের নীচে উঁকি দেওয়ার চিন্তাটা মাথায় এসেই আবার মিলিয়ে গেল। এই মুহূর্তে খাটের নীচে উঁকি দেওয়ার মানেই নেই। তার চেয়ে ঘুমিয়ে যাওয়াই উত্তম। আমি চোখ বন্ধ করলাম।





কতক্ষণ ঘুমিয়েছি জানিনা,ভয়ংকর গোঙ্গানির শব্দে ঘুম ভেঙ্গে গেল। আমি নিথর হয়ে শুয়ে গোঙ্গানিটার উৎস খোজার চেষ্টা করছি। একবার মনে হচ্ছে খাটের নীচ থেকে শব্দ আসছে,আর একবার মনে হচ্ছে ড্রেসিং টেবিলের কাছ থেকে। এখন যে রাত কয়টা বাজে সেটাও বুঝতে পারছিনা। বাথরুমে যাওয়া দরকার। কিন্তু ভয়ে বিছানা থেকে ঊঠতে ইচ্ছা করছেনা। ভূত-প্রেতে আমার তেমন বিশ্বাস নেই—আমি আসলে ভাবছি,খাটের নীচে চোর-টোর লুকিয়ে আছে কিনা! গোঙ্গানির শব্দ ক্রমাগত বেড়েই চলেছে। আব্বু পাশের রুমে ঘুমাচ্ছে। একবার ভাবলাম আব্বুকে ঘুম থেকে ডেকে তুলি। কিন্তু পরে মনে হল সেটা ঠিক হবেনা। এমনিতেই আব্বুর ব্লাড প্রেসার বেশি থাকে সবসময়। আর তাছাড়া আমি তো ভয়ে বিছানা থেকে নামতেই পারছিনা!



হঠাৎ হাতের মধ্যে কিসের যেন স্পর্শ পেলাম,ধাতব কিছু। জোরে চিৎকার দিতে যাব,এমন সময় বুঝতে পারলাম আমার মোবাইলটা নিয়ে শুয়েছি। ধড়ে প্রাণ ফিরে এল যেন। সাথে সাথে বাটন টিপে মোবাইলের টর্চটা জ্বালালাম। টর্চ দিয়ে দেয়ালে টাঙ্গানো ঘড়িটার দিকে আলো ফেললাম। ঘড়িতে দুইটা চল্লিশ বাজে। এতক্ষণে মাত্র দশ মিনিট পার হয়েছে। আমি মাত্র দশ মিনিট আগে শুয়েছি! সব কিছু কেমন যেন অবিশ্বাস্য লাগে আমার। আমি খুব সাবধানে টর্চের আলো মেঝের দিকে নিলাম। মেঝেতে রক্ত! মেঝেতে জমাট বেঁধে আছে রক্ত!



আমি কান্ডজ্ঞানহীন ভাবে বিছানা থেকে ঊঠে ছুটে গিয়ে রুমের দরজার নবে হাত রাখলাম। প্রচন্ড শক্তি দিয়ে নব ঘুরিয়েও দরজা খুলতে পারছিনা। অথচ আমার স্পষ্ট মনে আছে,ঘুমানোর আগে আমি দরজা খোলা রেখে ঘুমিয়েছি। বিড়বিড় করে সূরা পড়তে পড়তে নিজেকে প্রবোধ দিলাম আসলে হ্যালুসিনেশন হচ্ছে। আমি যা ভাবছি,শুনছি, দেখছি সব মিথ্যা। মনে হয় বেশি বেশি হরর মুভি দেখার ফল। আমি চিৎকার করে আব্বুকে ডাকতে চেষ্টা করলাম। কিন্তু গলা দিয়ে কোন শব্দ বের হলনা।



ঘরের ভেতর জান্তব গোঙ্গানি বেড়েই চলেছে। সাথে কান ফাটানো শোঁ শোঁ শব্দ। আমি কোন কিছু চিন্তা না করেই ঘরের সাথে লাগোয়া বাথরুমে ঢুকে পড়লাম। বাথরুমের লাইট অন করেই দেখি আমার পায়ের পাতা রক্তে মাখামাখি হয়ে আছে! আমি নিজেই বুঝতে পারছিনা আমার জ্ঞান আছে কি নাই? হঠাৎ চোখে পড়ল বাথরুমের এক কোণে বাক্সে রাখা ফার্ষ্ট ইয়ারে পড়ার জন্য কেনা bones গুলোর দিকে। এক কাজিনকে দেব দেখে সেগুলো আর বিক্রি করা হয়নি। কেমন জীবন্ত হয়ে আছে হাড্ডিগুলো! মনে হচ্ছে এক একটা bones জোড়া লেগে কঙ্কাল হয়ে এক্ষুণি ঝাঁপিয়ে পড়বে আমার উপর! আমি যথাসম্ভব চিৎকার করে বাথরুম থেকে বের হয়ে আছড়ে পড়লাম লক হয়ে যাওয়া রুমের দরজার উপর! আব্বুউউউউউ বলে চিৎকার ঢেকে গেল জান্তব অট্টহাসিতে!



পিছনে ঘুরে দেখি ফার্ষ্ট ইয়ারে পড়ার সুবিধার জন্য সবগুলো হাতের আঙ্গুল জোড়া লাগিয়ে বাঁধানো কঙ্কালের হাত ভেসে আসছে আমার দিকে। কব্জির কাছ থেকে নাই হয়ে যাওয়া অংশটুকু থেকে টপটপ করে ঝরছে রক্ত। আমি আরেকবার চিৎকার দেওয়ার আগেই আমার কন্ঠরোধ করে ধরল কঙ্কালের কাটা হাত......



............................................................



রাতের বেলা যে কেউ মেয়েটাকে এক নজর দেখলে ভাববে মেয়েটা ভুল করে মেঝেতেই ঘুমিয়ে গেছে। কিন্তু ভোরের আলো যখন মেয়েটার মুখে এসে পড়বে,তখন সবাই দেখবে মৃতা মেয়েটার ঠান্ডা গলার কাছে কালসিটে পড়া,সেখানে রয়েছে সরু একটা হাতের ছাপ!





উৎসর্গঃ অবশ্য-ই জনপ্রিয় ভৌতিক গল্পকার ব্লগার ত্রিনিত্রি-কে।

মন্তব্য ১৪৯ টি রেটিং +৩৪/-০

মন্তব্য (১৪৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:০৪

মাইশাআক্তার বলেছেন: তোমার পোস্টে আমি এই প্রথম + দিলাম :)

ভালই তো হয়েছে।

২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:১৭

সরলতা বলেছেন: ধন্যবাদ আপু।

প্রথম প্লাসের জন্য আজকে রাতে কঙ্কালের হাত আপনার বাসাতেও আসতে পারে। :-& :-&

২| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:০৫

মাইশাআক্তার বলেছেন: প্রথম + মানে ১ নং +
:)

২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:১৮

সরলতা বলেছেন: :) :)

৩| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:০৯

সাকিন উল আলম ইভান বলেছেন: ইশ ২য় হয়ে গেলাম ।

এখন পড়ি,তবে তুমি আমার পোষ্ট পড় না,আমার সাথে রাগ নাকি ???

২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:১৯

সরলতা বলেছেন: আরে না সাকিন! রাগ করব কেন? পোষ্ট তো পড়ি। তোমার রিসেন্ট দুইটা পোষ্ট-ই পড়েছি।

সাষ্টিয়ান টোকাইদের নিয়ে পোষ্টে লাইক ও দিয়ে এসেছি। কিন্তু কমেন্ট করা হয়নি। :)

৪| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:২০

ছাইরাছ হেলাল বলেছেন:

এ দেখি হ..............র...........রররররর।
আপনি এ ও লেখেন?
ডরামু নাকি?

২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:২৩

সরলতা বলেছেন: আমি লিখতে পারিনা হেলাল ভাই। লেখার অপচেষ্টা করলাম। প্রথম অপচেষ্টা যে খুব জঘন্য হয়েছে বুঝতেই পারছেন। আসলে আমি নিজে হরর মুভি তেমন পছন্দ করিনা। তবে গল্প ভাল লাগে। তাই নিজেই একটা লেখার চেষ্টা করলাম। :)

ডরানোর মত হয়নাই মনে হয়। :(

৫| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:২৫

সাকিন উল আলম ইভান বলেছেন: আজকে এমনিতেই ভুত এফ এম শুনবো তারপর আবার তোমার এই গল্প ,ভয়ে হাত পা পুরো ঠাণ্ডা হয়ে গেলো


তবে আমার একটা প্রশ্ন তোমরা তো এনাটমি করেছ কখন ও কি এরকম কোন weired experience বা paranormal জিনিস দেখেছ??

২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:১৭

সরলতা বলেছেন: হাহাহা। এফএম আমি ও আগে শুনতাম। কিন্তু ভয় লাগে,আর রাত জাগতে হয় দেখে শোনা ছেড়ে দিয়েছি।

আমি এখনো কোন প্যারানরমাল জিনিস দেখিনাই। আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে। তাদের প্যারানরমাল একটিভিটি দেখতে দেখতেই অস্থির থাকি। :P

তবে একবার খুব ভয় পেয়েছিলাম। তখন সেকেন্ড ইয়ারে পড়ি,এনাটমি টার্ম ফাইনালের আগের দিন বডি,ভিসেরা (হার্ট,ব্রেইন,লাংস) এইসব দেখতে যেতে হয়। আমি গেছি একটু দেরি করে,দুপুরের দিকে। গিয়ে দেখি পুরো ডিসেকশন হল ফাঁকা। কেউ নাই। তো আমি বডি দেখে যখন চলে আসছি,তখন মনে পড়ল,আমার এটলাসটা (বই) বডির কাছে রেখে এসেছি ভুলে,হাত ধুয়ে আর আনা হয়নি। বই আনতে আবার গেলাম। তখন ডেড বডির দিকে চোখ পড়তেই গা শিরশির করে উঠল। বডিটা একদম নতুন বের করা হয়েছিল। তেমন কাঁটাছেড়া করা হয়নি।

সেইদিন খুব ভয় পেয়েছিলাম। তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়েছিলাম।

৬| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:৫৩

বড় বিলাই বলেছেন: এই হরর গল্প পড়ে আমারও একটা গল্প মনে পড়ল। ;)

২৯ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৪

সরলতা বলেছেন: পড়েছি আপু! :D

৭| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:০০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভুত আমা দুষমন। /:) X(




তারপরও লেখাটি ভালো লাগলো।

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:০০

সরলতা বলেছেন: াপোনি দুষট লক। রাশেদ ভািকে বিরকট কোরেন। X( X(

=p~ =p~ =p~

লেখা পড়ার জন্য ধন্যবাদ সকাল ভাই।

৮| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার প্লাসটা ৬ষ্ঠ!
কিন্তু ৬০তম হলেই ভালো হতোঃ)

ভালো লাগলো।
বরাবরের মতোই সুন্দর।

ভালো থাকার শুভ কামনা।
হ্যাপি ব্লগিং!

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:০৫

সরলতা বলেছেন: ৬০ তম প্লাস! জীবনে চোখে দেখব কিনা সন্দেহ। :( তাও আবার এই পোষ্টে!

আমার ব্লগিং-এর সেই শুরু থেকেই হ্যাপি ব্লগিং জানিয়ে যাচ্ছেন দূর্জয় ভাই। মারাত্মক আপনার ধৈর্য। আমার এলেবেলে লেখাও আপনি পড়েন এবং ভাল বলেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৯| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:৩১

নুপুরের রিনিঝিনি বলেছেন: এমনিতেই একটা ভুতের স্বপ্ন দেখলাম! তার উপর আবার এখন এই গল্প!
ভয় পেলাম :(

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:০৬

সরলতা বলেছেন: আপনাদের ওখানে তো মনে হয় এখন সকাল আপু! :| :|

১০| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:৩১

ফাইরুজ বলেছেন: এই রাতের বেলায় এমন একটা গল্প পড়লাম। আল্লাহ ভাল জানেন আমার ঘুম আসবে কি না।:((

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:০৭

সরলতা বলেছেন: আপু,ভাল করে রুম দেখে নেন। মেইনলি খাটের নীচ। :-& :-&

১১| ২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:৩৮

আমিনুল ইসলাম বলেছেন: গল্প মজা পেলাম। :D


আমাকেও একা থাকতে হয় রাতে। এমন কিছু না ঘটুক। (সবাই আমিন বলেন :| )

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:১০

সরলতা বলেছেন: হরর গল্প পড়ে তুমি মজা পেলা সজীব? X(( X((

তোমার উপর কঙ্কালের হাতের গজব।

১২| ২৯ শে জুলাই, ২০১১ রাত ১০:১২

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: আমি ভুতের ভয় পাইনা। একেবারেই পাইনা। মাঝে মাঝে রাতে যে গা ছমছম করা অনুভুতি থাকে, এসব আমার খুবই অল্প হয়, যদিও আমি অনেকদিন একা একা কাটিয়েছি। অন্ধকার আমার খারাপ লাগেনা, রুমে একা থাকলে লাইট নিভিয়ে দিয়ে আসি। আলো চোখে লাগলে ঘুমাতেও পারিনা।

তবে গল্পটা ভাললাগলো। ভয় যদিও পাইনি, তবে গল্পটাকে সার্থক বলে মনে হচ্ছে শেষ প্যারার জন্য। কিছু কিছু লাইন অনেকসময় কি করে যেন একটা গল্পের মানেই বদলে দেয়।

ত্রিনিত্রি আপুর গল্পগুলা পড়েও ভয় পাইনি। তবে ওগুলার চেয়ে এই গল্পটা কিন্তু বেশী পরিনত। শিষ্য দেখি গুরুকে ছাড়িয়ে যাচ্ছে। আমা জন্য কি লিখে দিবা??

আমিও ভূতের গল্প লিখতে চাই, তবে মজার বাচ্চা ভূতের গল্প। :) :)

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:১৬

সরলতা বলেছেন: কমেন্ট পড়ার সময় আর একবার চট করে পিছনে চোখ বুলিয়ে নেন স্মৃতির নদী ভাই। হ্যাঁ,ঠিক আপনার পেছনে। ভাল করে দেখুন। গভীর রাতে কে যেন চুপিচুপি আপনার পাশে এসে দাঁড়াল। ঠিক দাঁড়ানো না,কেমন যেন শীতল অনুভূতি আপনার চারপাশে। আপনি ঘুরে তাকাতেই আপনার কাঁধ স্পর্শ করল শীতল শক্ত একটা সাদা হাত....

=p~ =p~ =p~ =p~

আমি জানি,আপনি ভয় পাননি। :) ত্রিনিত্রি আপুকে জীবনেও আমি ছাড়িয়ে যেতে পারবনা। কিংবা চেষ্টাও করিনা। আপুর জন্য সম্মানের জায়গাটা আপুর জায়গাতেই তোলা থাকবে সবসময়। :)

আপনার জন্য একদিন একটা তুইময় কবিতা লিখব। :) তার আগে একটা বাচ্চা ভূতের গল্প লেখেন।

আমার ফেসবুক প্রোফাইলে এখন ক্যাসপারের ছবি দেওয়া। একমাত্র ভূত যাকে আমি ভালোবাসি। :) :) :#>

১৩| ২৯ শে জুলাই, ২০১১ রাত ১০:৩২

নীরব 009 বলেছেন: B:-) B:-) হায়রে সবাই হরর গল্প লেখা শুরু করসে। আমি এবার হরর কবিতা লিখি। :P



৮ম ভাল লাগা দিলাম। আমি ভুত টুত ভালু পাই। =p~

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:৫১

সরলতা বলেছেন: হরর কবিতা! :-* :-* শুরুটা কেমন হইতে পারে?

ভূতের কামড় খাই!
কামড় খেয়ে আমি দৌড় দেই! ;) ;)

৮ম ভাললাগার জন্য ৮ম বার ধইন্যা!

১৪| ২৯ শে জুলাই, ২০১১ রাত ১০:৪৯

আহমেদমিশুক বলেছেন: ভাল হয়েছে

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:৫২

সরলতা বলেছেন: ধন্যবাদ মিশুক। আপনাকে একই সাথে সামুতে এবং আমার ব্লগে স্বাগতম। :)

১৫| ২৯ শে জুলাই, ২০১১ রাত ১১:২৬

সায়েম মুন বলেছেন: হরর মুভি দেখলাম মনে হচ্ছে। ভয়ে হাত পা ঠকাস খটাস করে কাঁপতেছিল :P

গুড রাইটিং!

টর্চ দিয়ে দেয়ালে টাঙ্গানো ঘড়িটার দিকে আলো ফেললাম। ঘড়িতে আড়াইটা বেজে দশ মিনিট। ---এই জায়গায় দুইটা চল্লিশ মিনিট/ দুইটা চল্লিশ করা যেত।

সব কিছু কেমন যেন অবিশ্বাস্য লাগতে লাগে। --এখানেও এট্টু দেইখেন।

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:৫৫

সরলতা বলেছেন: আপনাকে আজকে ভূতে কামড় দিবে কবি! :P

গল্পের ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সায়েম ভাই। ভুল ঠিক করে দিয়েছি। আরো একটা ভুল আছে। কিন্তু কাউরে কমুনা। =p~ =p~

ধন্যবাদ শিশু কবি!

১৬| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:২২

পৃথিলা আফনান বলেছেন: ভয় পাইছি। তোমাকে মাইনাস আপু/। X(( X(( X(( X(( X(( X((









গল্প ভালো হয়েছে।অনেক অনেক ভালো। আমার গল্পটা যেন কবে লিখছ আপু????? :D

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:৫৮

সরলতা বলেছেন: মাইনাস ভালু পাইনা। ভূতের গল্পে মাইনাস দিলে ভুত কিন্তু রাগ করে। X( X(

পিচ্চিদের জন্য দেখি কি গল্প লেখা যায়! :) :)

১৭| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:৩৪

পৃথিলা আফনান বলেছেন: আপু, ক্যাসপারের ছবিওয়ালা আইডিটা দেখেছি। :)



ছোট বেলায় ক্যাসপার দেখতাম খুব। একসময় ক্যাস্পারস্কি কে আমি ভাবতাম বোধ হয় এইটা একটা গেম, ভুতের গেম। :)

৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:৫৯

সরলতা বলেছেন: তুমি তো আমার আইডি জাননা পৃথিলা! তাহলে কিভাবে বুঝলে কোনটা আমার? :-* :-*

ক্যাসপার খুব-ই সুইট একটা ভূত। দেখলেই আদর করতে ইচ্ছা করে। :) :)

১৮| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:০৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: লেখক বলেছেন: াপোনি দুষট লক। রাশেদ ভািকে বিরকট কোরেন।







=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ হাসতে হাসতে কাইত

৩০ শে জুলাই, ২০১১ রাত ১:২২

সরলতা বলেছেন: X(( X(( X(( X((

১৯| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:১৪

সায়েম মুন বলেছেন: এত মনোযোগ দিয়ে পড়ছি যে আজকে ভূত টূত আসতে পারে। তাই ভয়ে এখনো জেগে আছি। কৌটায় বিস্কুট আছে। একটা একটা করে চিবাচ্ছি। ভূত যদি এসেই পড়ে, চকোলেট বিস্কুট দিয়ে বিদায় করবো :P

আর ভূল দিয়া কি হবে। ভূত তো এমনিতেই এসেছিল আপনার গল্পে। B:-/

ইদানীং বেশ হরর মুভি দেখা হচ্ছে মনে হয়। :-*

৩০ শে জুলাই, ২০১১ রাত ১:২৪

সরলতা বলেছেন: হরর মুভি আমি একেবারেই দেখিনা। ভূতের গল্প আগে পড়তাম। এখন কেন জানি বই পড়ার-ই সময় পাইনা। :( :(

আমাকে ভূত মনে করে কিছু চকোলেট দেন কবি। :P

২০| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:২৫

সুপান্থ সুরাহী বলেছেন:
ভুতের গল্প পইড়া...

চারপাশে এখন খালি খুজতাছি... কোথাও ভুত আছে নাকি!!

৩০ শে জুলাই, ২০১১ রাত ১:২৮

সরলতা বলেছেন: খাটের নীচ ভাল করে দেইখেন। আর জানালার পাশের কার্নিশে। :-& :-&

২১| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:২৮

রিয়েল ডেমোন বলেছেন: আমি এগুলা ডরাই :| :|

৩০ শে জুলাই, ২০১১ রাত ১:৩০

সরলতা বলেছেন: ডেমোন ভাই,দেখেন তো আপনার হাতে কোন ফোঁটা ফোঁটা রক্ত লেগে আছে কিনা?!! ভাল করে দেখেন! :| :| হাতে না থাকলে কানের লতিতে দেখেন। :-& :-&

অঃটঃ আগের প্রোপিকটাই ভাল ছিল।

২২| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:২৯

রিয়েল ডেমোন বলেছেন: ভুতের আবার কন্কাল থাকে নাকি =p~ =p~

৩০ শে জুলাই, ২০১১ রাত ১:৩২

সরলতা বলেছেন: ভুতের কঙ্কাল না তো! কংকালের ভুত!

আপনি হাসতেছেন কেন? ামি কিনটু রাশেদ ভািকে বোলে ডিব। X(

২৩| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:৩০

রিয়েল ডেমোন বলেছেন: মাইয়াটারে না মারলে হইতো না ? :(

৩০ শে জুলাই, ২০১১ রাত ১:৩২

সরলতা বলেছেন: মরে গেল! :(

২৪| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:৩৮

একরামুল হক শামীম বলেছেন: বাহ সরলতা হরর গল্প লেখা শুরু করছে :)


এই হরর গল্প দেখে ব্লগের 'হড়ড় গল্প' সম্পর্কিত পুরনো ঘটনা মনে পড়ে গেল। নাফে এনাম নামের একজন খুব নিয়মিত 'হড়ড় গল্প' লেখতো। অবস্থা এমন ছিল আমাদের একটা কমন কমেন্ট ছিল 'আতঙ্কে হাত পা...'। এই কমেন্ট খুব জনপ্রিয়তা পেয়ে যায়। তখন এই কমেন্ট দেখলেই নাফে এনাম ব্লগারদের ব্লক করতো। হা হা হা। :)

৩০ শে জুলাই, ২০১১ রাত ১:৪৪

সরলতা বলেছেন: নাহ। হরর গল্প লেখা শুরু করিনি। আমার সব কিছুই একটা একটা । একটা কবিতা লিখে আর কোন কবিতা লিখতে পারিনি। হরর গল্প্‌ও মনে হয় তাই হবে। শুধু "হড়ড়" না হলেই হল! :D :D

আমার গল্প পড়েও কি "আতঙ্কে হাত পা...?" =p~ =p~

শুভরাত্রি শামীম ভাই।

২৫| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:৪৬

মজারু বলেছেন: ভালো ভুতের গল্পের বা ছবির বৈশিষ্ট হইলো ভুতের গল্পে যে নায়ক বা নায়িকা সে ভয়হীন থাকবো, তার চারপাশটা থাকবো ভয়ের। যে কারনে হিন্দি সিরিয়াল গুলা দেখলে হাসি পায়, সিরিয়াল গুলাতে চিল্লানি দিয়া ডর দেহাইতে চায় অনেকটা কাতু কুতু দিয়া হাসানোর মত! হলিউড ও কম যায়না এভিল ডেড দেইখা আমি হাসতে হাসতে শেষ!অবশ্য ছোটকালে দেখার সময় ডর করতো!

যাই হোক ভুতের গল্প লেখা খুব কঠিন কাম..তয় রাইত অনেক হওয়ার কারনে এইডা পইরাও মনে হইতাছে ইকটু ডরাইতাছি.. :(

৩০ শে জুলাই, ২০১১ রাত ১:৫২

সরলতা বলেছেন: আমার গল্পটা কি কাতুকুতু দিয়ে ভয় পাওয়ানোর মত হইছে? :( :(

হরর মুভি,হিন্দি সিরিয়াল দুটোর কোনটাই দেখিনারে ভাই। তাই আইডিয়া নাই। কমেন্ট ও করতে পারলাম না এ ব্যাপারে।

ভূতের কামড় কিন্তু মারাত্মক জিনিস। :-&

২৬| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:৫০

যাচ্ছে চলে যাক না বলেছেন: পোস্টের নামের সাথে লেখা উচিৎ ছিলো-"দুর্বল হার্টের মানুষদের প্রবেশ নিষেধ"...তাইলেই আর আমার কাছ থেইকা মাইনাস টা খাইতেন না... :P :P :P

৩০ শে জুলাই, ২০১১ রাত ১:৫৬

সরলতা বলেছেন: মাইনাস কি মোবাইল দিয়ে দিলেন নাকি? তাহলে তো চেক করতে হয়! :P :P

ভূত কি আর চলে যাবে! ভুত কিন্তু আজকে আপনার ঘরেই থাকবে। কাজেই সাবধানে ঘুমান।

আমার ব্লগে স্বাগতম যাচ্ছে চলে যাক না! এসেই যখন পড়েছেন,আর যাওয়ার কি দরকার?

শুভরাত্রি। :)

২৭| ৩০ শে জুলাই, ২০১১ রাত ২:০২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: য়াপনি যে ড়াছেত বাইয়ের কাচ তেকে টেরেনিং নিচচেন আমি জানতমনা। বালা বালাইতো ।





ামারে চুখ লাল দেখান ক্যান।

৩০ শে জুলাই, ২০১১ রাত ২:০৫

সরলতা বলেছেন: একদিন রাশেদ ভাইয়ের পোষ্টে গেছিলাম। হাসতে হাসতে শেষ।

আপনারা অযথাই মজা করতে গিয়ে তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর উনি ভুল বানানে বাংলা লিখেই যাচ্ছেন। :)


শুভ রাত্রি।

২৮| ৩০ শে জুলাই, ২০১১ রাত ২:০৮

পৃথিলা আফনান বলেছেন: পলাশ ভাইয়ার লিস্ট থেকে ক্যাসপার কে দেখতে পেয়েছি। :)
তারপর গিয়ে দেখে এসেছি। :D


ভুউউউউত........................... সুইট ভুত। :D

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১৫

সরলতা বলেছেন: তাহলে তো আর পৃথিলা আপুর কাছ থেকে লুকিয়ে থাকা গেলনা। :) :)

২৯| ৩০ শে জুলাই, ২০১১ রাত ২:১৯

একরামুল হক শামীম বলেছেন: শুভ রাত্রি

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১৬

সরলতা বলেছেন: শুভ বিকেল!

৩০| ৩০ শে জুলাই, ২০১১ রাত ২:৪০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এইটা গল্প নাকি!! ভয় পেয়েছি! :|| /:) B:-) :P

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১৭

সরলতা বলেছেন: ইমু দেখে তো মনে হয়না! দুঃখুশ! :(

৩১| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৩:২৪

জাহাজী পোলা বলেছেন:


কেমন আছো বোন??? ভাল???


অনেক দিন পরে আসলাম তোমার ব্লগে :(
পড়াশোনা নিয়া বিজি আজ হটাত তোমার এই লেখাটা চোখে পড়ল-

লেখাটির ব্যাপারে বলি- সাবলিল বর্ণনা। সাবলিল গতি- এটাই একটা গল্পের মূল বিষয়। এই জিনিসটা তোমার গল্পে আছে। :)


একটা জিনিস মনে রাখবা- যে গল্পটা তুমি লিখছ- যে পরিবেশটা তুমি উপস্থাপন করতে চাচ্ছ তা তুমি নিজের হৃদয় দিয়ে অনুভব করবা- তাহলেই হয়ত গল্পটা বড় হবে তবুও নিজের কাছে প্রশান্তি লাগবে।

আর ছোট গল্পের একটা সঙ্গা জানো তো?? " শেষ হইয়াও হইল না শেষ"!!!

এই কংকাল নিয়া আমারও একটা গল্প আছে- নাম রসু খাঁর কংকাল :)


[ বাংলায় এস এস সি এবং এইচ এস সি তে এ গ্রেডের উপ্রে পাই নাই, আমি দিলাম তোমারে জ্ঞান!! বুঝতার্চি আমি অধিক পণ্ডিত হইয়া গেছি!! ] :(

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২১

সরলতা বলেছেন: আমি ভাল আছি জাপো ভাই। ব্লগে তোমার লেখা মিস করি। রাশেদ ভাইকে নিয়ে লেখা বাদ দিয়ে ভাল কিছু হুমায়ুনি লেখা দাও। :) :)

রসু খাঁর গল্পটা মনে হয় আগে পড়েছি। লাষ্টে ফাঁসি হয় বা এরকম। কাহিনী ভুলে গেছি। :( আজকে আবার পড়ব। :) :)

আমার গল্পটা মনে হয় ভাল হয়নাই জাপো ভাইয়া। কারণ আমি যখন লিখছিলাম নিজে তো ভয় পাই-ই-নাই। উলটা গল্পটা লেখার সময় কেন জানি হাসি পাচ্ছিল। একটা মেয়ে চিৎকার করে ভূতের ভয়ে দৌড়াচ্ছে সেটা চিন্তা করে।

একটা জিনিস মনে রাখবা- যে গল্পটা তুমি লিখছ- যে পরিবেশটা তুমি উপস্থাপন করতে চাচ্ছ তা তুমি নিজের হৃদয় দিয়ে অনুভব করবা- তাহলেই হয়ত গল্পটা বড় হবে তবুও নিজের কাছে প্রশান্তি লাগবে।

সুন্দর উপদেশ জাপো ভাই। আমার মনে থাকবে। আর তোমার কাছ থেকে জ্ঞান পেয়ে ধন্নিত বোধ করছি। :) :) :)

ভাল থেক। খুব দ্রুত ব্লগে ফিরে এস।

৩২| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৩:২৭

লাবণ্য ও মেঘমালা বলেছেন: আমি হরর মুভি দেখিনা, পছন্দই করি না, আর আমি ভয় ও পাই না :)
তবে তুমি যেহেতু লিখেছ গল্প তো পড়তেই হবে।
তুমি যতটা ভালো লেখো, পুরোটুকু যেন এই লেখায় ফুটে উঠে নি।
ভালো থেকো ছোট্ট আপু :)

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২৫

সরলতা বলেছেন: আপু,আমিও হরর মুভি ভালু পাইনা। আমি আসলে দেখিইনা।

আমার লেখা পঁচা হইছে শুনে খুব-ই দুঃখ পেলাম। :(( :(( :(( :(( অবশ্য আমার কোন লেখাই আমার ভাল লাগেনা। দুইটা ছাড়া। :(

ঠিকাছে আপু,দোয়া কর যেন এর পরের লেখাটা ভাল লিখতে পারি। :)

৩৩| ৩০ শে জুলাই, ২০১১ দুপুর ১২:১৭

শহিদুল ইসলাম বলেছেন: গল্প ভালা হইছে #:-S #:-S :-*
এইটা পইড়া মন্তব্য কইরেন
View this link

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২৭

সরলতা বলেছেন: আচ্ছা যাচ্ছি। ভয় না পাইলে কিন্তু লিঙ্ক দেওয়ার দায়ে জরিমানা করব। :)

৩৪| ৩০ শে জুলাই, ২০১১ দুপুর ১২:২০

আমিনুল ইসলাম বলেছেন: পিচ্চি থাকতে ভাইয়া এইরকম কতো কঙ্কালের হাত দিয়ে ভয় দেখিয়েছে। :D :D আমি তখন কঙ্কালের আঙ্গুলগুলো চেইন দিয়ে আটকানো দেখে ভাবতাম বাস্তবেই বুঝি মানুষের আঙ্গুল চেইন দিয়ে আটকানো। ;)

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২৮

সরলতা বলেছেন: হাহাহা। আসলেই তো তাই। সব মানুষের হাত-ই শিকলে বাঁধা।

(ব্যাপক ভাবের ইমু)। /:) /:) /:)

৩৫| ৩০ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৪৩

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
হরররররররররর

ভাগ্যভাল লেখাটা দিনে পড়ছি।
রাতে পড়লে খবর ছিল নিশ্চিত।

লেখায় ভাল লাগা।

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩১

সরলতা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার রিয়াদ। :)

৩৬| ৩০ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪০

আরিশ ময়ুখ বলেছেন: ভালও লাগেনি, মানে ভ্য় লাগেনি।

দিনে পড়েছি দেখে মনে হয়

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩৮

সরলতা বলেছেন: :( :( :((

মানুষ বেশি সাহসী হয়ে গেছে। ডাক্তারদের এই এক সমস্যা। কঙ্কাল ভয় পায়না। X(

অঃটঃ আরিশ ভাই,আপনার এবং হামা ভাইয়ের লেখাগুলো আমি খুব সময় নিয়ে উপলদ্ধি করে পড়ি। এই মুহূর্তে সেই সময়টা নাই দেখে আপনার লেখাগুলো পড়া হচ্ছেনা। তবে সাম্প্রতিক সময় নিয়ে একটা লেখা,আর তিনজন পরস্পর বিচ্ছিন্ন মানুষকে এক সূতায় গেঁথে যে গল্পটা লিখেছেন,সেটা খুব ভাল লেগেছে। একটু পড়ার চাপ কমলেই সব লেখা পড়ব এবং বলে আসব কেমন লাগল। :)

তবে আপনার সোজা-সাপ্টা বার্থডে পুষ্টটাই এখন পর্যন্ত আমার প্রিয় পোষ্ট। আমার মত ছোট মানুষের পছন্দও ছোট-খাট,সহজ। :D :D :D

৩৭| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২৫

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: ইশ!! ভুতের হাতগুলা যেন প্লাটিনামের হয়। তাইলে বেচে অনেক টাকা পাবো। :P :P

তুমি আগে তুইময় কবিতা লিখো, এরপর আমি বাচ্চাদের গল্প লিখবো। হালকা জ্বর হইছে, তাই কেবল ঘুমাচ্ছি। জ্বর হলে আমার ঘুমাইতে অনেক মজা লাগে।

আমি ইচ্ছা করলেও ফেবুতে কিচ্ছু দিতে পারিনা, এক বছর আগে বিরক্ত হয়ে ডিএক্টিভেট করার পর আর এক্টিভ করিনাই। ফেবু ভালুনা।

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৫

সরলতা বলেছেন: যারা নাকি অপঘাতে মরে তারা ভূত হয়।

বড়লোক ভূত হইলে প্লাটিনাম দিয়ে হাত বাঁধিয়ে রাখতে পারে। কিন্তু অপঘাতে তো আর বড়লোকেরা মরে না। তাদের বাঁচানোর জন্য কত ওষুধ পত্র। গরীব মানুষগুলো অপঘাতে মরে,খুন হয়,পানিতে ডুবে যায়। তখন তারা ভূত হয়। সেই ভূতের হাত মাটির হয়। (অবশ্য এখন এক টুকরা মাটির ও অনেক দাম স্মৃতির নদী ভাই) /:) /:) /:)

ফেবু আমিও ভালু পাইনা। এক বছর আগে যখন একাউন্ট খুলেছিলাম তখন ভালু পেতাম। এখন আর ভাল লাগেনা। ফেবুতে গেইম খেলি,রান্নাবান্না করি,ফুল-ফল লাগাই। :P

৩৮| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩৮

আত্মমগ্ন আিম বলেছেন: ভয় পাইনি,তবে গল্পের উৎকন্ঠার ছাপটা লেগে গেল মনে...পড়তে গিয়ে মনে হচ্ছিল এই বুঝি কিছু একটা হল...

ভাল হয়েছে।
ভাল থাকবেন।

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৭

সরলতা বলেছেন: অনেক ধন্যবাদ আত্মমগ্ন আমি। :)

৩৯| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪০

খন্ডকাব্য বলেছেন: একটুও ভুই পাই নাই :P :P

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৮

সরলতা বলেছেন: এইটা কোন কথা বললেন? :(

৪০| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৩

পাহাড়ের কান্না বলেছেন: ভূতেরে একটু রিক্যোয়েস্ট কইরেন আমার বাড়িতে আসতে। অনেক দিনের শখ ভূতেরে নিয়া এক রাত ঘুমানোর। :-< :-< |-)

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৫৫

সরলতা বলেছেন: হাহাহা। আপনার কমেন্ট পড়ে "বোতল ভূত" গল্পটার কথা মনে পড়ে গেল। কত্ত আগে পড়েছি। আজকে আবার পড়তে ইচ্ছা করছে।

ভূত নিয়ে ঘুমানোর আইডিয়াটা দারুণ। বেশ ইন্টারেষ্টিং। সবার কাছে একটা করে পোষা ভুত থাকলে খুব কিউট হত। :) :)

৪১| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৫৪

নাদিয়া জামান বলেছেন: হরর গপ্পো ভালু পেলাম :D

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৫৬

সরলতা বলেছেন: আপনার হাসি দেখে মনে হচ্ছে ফান পোষ্ট দিয়েছিলাম। #:-S #:-S

ধন্যবাদ নাদিয়া। :) :)

৪২| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:০২

লিটল হামা বলেছেন: অনেকদিন পর একটা ভুতের গল্প পরলাম। মজা লাগলো :#)

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪১

সরলতা বলেছেন: :( :(

ধন্যবাদ হামা ভাই।

৪৩| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১১

নাদিয়া জামান বলেছেন: ভয়ের ইমো ছিল না তাই ভাবলুম আপনাকে হাসি ই দিয়ে যাই

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪২

সরলতা বলেছেন: ওয়াও! ইমোটা তো অনেক সুইট,আপু! :) :) :!> :!>

৪৪| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১২

নাদিয়া জামান বলেছেন: ইমোটা এত্ত বড় হইলো ক্যন :(

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪৩

সরলতা বলেছেন: সমস্যা নেই। ইমো খুব-ই পছন্দ হয়েছে!

আবার ও ধন্যবাদ ছন্দ কবি। :)

৪৫| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৫:০৯

জিসান শা ইকরাম বলেছেন:
হরর গপ্পো ভালো পাই :)

এটা ভালোই হয়েছে । আরো চাই ।
++

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:০২

সরলতা বলেছেন: ধন্যবাদ আঙ্কেল। :)

৪৬| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৫:১৫

আরিশ ময়ুখ বলেছেন: আরে, ঠিক ঠিক। এটাই কারণ হবে। কঙ্কাল দেইখে মনে হয় ভয় পাই নাই। এমনিতে ভুত আমি খুব ভয় পাই।

ঐ গল্প পড়ছ? বলো নাই তো, তাই ভাবছিলাম ব্যস্ত নাকি।

বার্থডে পোস্ট টা কোনো পোস্ট হইল :|

ভালো লাগ্লেই খুশি, না লাগ্লেও খুশি ;)

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:০৩

সরলতা বলেছেন: :) :) :)

৪৭| ৩০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৬

গ্যাঁড়াকল বলেছেন: রাতের বেলা পড়লে নিশ্চয় বেশী ভয় পেতাম। এখন অল্প একটু পাইছি। :)

ভাল লাগছে পড়ে। আপনে ভাল লিখেন। আরো লিখুন। পড়তে চাই।


অ.ট: ফেবুতেও কি সরলতা নিকে?

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:০৫

সরলতা বলেছেন: ধন্যবাদ গ্যাঁড়াকল।

অঃটঃ নারে ভাই। ফেবুতে আমার একটাই একাউন্ট। সেটা নিজের নামে। ব্লগের সাথে তেমন কোন সম্পর্ক নাই। এমনকি আমি সামুর কোন গ্রুপেও নাই।

ভাল থাকবেন। :)

৪৮| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:১১

ছোট ভাই বলেছেন: অনেক মজা পেলাম আপু। :) :) ভয় পাইনি কিন্তু! ;)

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:০৬

সরলতা বলেছেন: থ্যাঙ্কু পিচ্চি। তুমি ছোট মানুষ,ভূত দেখে ভয় পাওনাই,এটা কেমন হল? :|

৪৯| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:২৬

জুন বলেছেন: আজ কদিন ধরে সমানে অশরীরিদের নিয়ে বিভিন্ন ভয়ংকর স্বপ্ন দেখছি ।
সরলতার ভয়ংকর এই সুন্দর গল্প পড়ে আজ আর আমার ঘুম হবেনা :(

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:০৬

সরলতা বলেছেন: :( :( :(

পড়ার জন্য কৃতজ্ঞতা জুন আপু।

৫০| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৩২

ত্রিনিত্রি বলেছেন: গল্প পড়ে ভালো লাগা ক্লিকানোর আগে উৎসর্গ পড়ে তো টাশকিত হইলাম! :-* :-* :-* ধইন্যা জানানোর ভাষা নাই! :-B :-B :-B


গল্প পড়ে ভয় পাইনি তার কারন হচ্ছে লাইট জ্বালিয়ে আমার বোনের হাউকাউ শুনতে শুনতে পড়া! নতুবা আমার কলিজা যেই সাইজের, এটা পড়ে ভয় পাবো না, এমন বান্দা আমি না!!

অনেকদিন পর হরর গল্প পড়লাম! খুবই ভালো লাগলো। আরো লিখতে থাকো।

স্মৃতির নদী ভাইএর সাথে একমত! আরো লিখে যাও! প্লাস দিয়ে ভরিয়ে দেবার জন্য আমরা সবাই আছি! B-)) B-)) B-))

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:০৮

সরলতা বলেছেন: পলাশ ভাই বলেছেন,অবশ্য-ই জনপ্রিয় ভৌতিক গল্পকার ব্লগার ত্রিনিত্রি-কে।
যিনি এই উৎসর্গ লিপি পড়ার পর, আরেকটি আত্মারাম খাঁচাছাড়ানো ভৌতিক গল্প লিখার ব্যাপারে পাঠকগণের কাছে দায়বদ্ধ হবেন


ভূতের গল্প চাই আপু। :)

৫১| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৯:১০

মাহী ফ্লোরা বলেছেন: তোমার লেখা ভাল লাগে আপু। সব কিছুর প্রথম আছে কিন্তু শেষ যেন না হয় কিছুতেই। ভাল লেখা গুলি তো এভাবেই আসবে।
গল্প ভাল লেগেছে। আর উৎসর্গটাও যথার্থ।

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:০৯

সরলতা বলেছেন: আপু,তোমার পোষ্টগুলো কি এখনো ড্রাফটেড? পোষ্ট ফিরিয়ে এনো আপু।

অনেক থ্যাঙ্কস উৎসাহের জন্য।

৫২| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৫২

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: ওয়াও... দারুন সুন্দর লেখেন তো আপনি :) আপনার জন্য

+++++
আর আপনার বাসায় ভুত পাঠাব B-))

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:১০

সরলতা বলেছেন: ভূতটা আমার খুব-ই পছন্দ হয়েছে। খুব-ই কিউট ভূত।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫৩| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৯

কি নাম দিব বলেছেন: দারুণ লাগলো আপু :)

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:১০

সরলতা বলেছেন: থ্যাঙ্কু কিনাদি। :) :)

৫৪| ৩১ শে জুলাই, ২০১১ রাত ১২:০১

অনিক বলেছেন: দারুন লাগলো। সত্যিই চমৎকার।

ভাল থাকিস। শুভ কামনা রইলো।

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:১১

সরলতা বলেছেন: ধন্যবাদ দাদা। :)

৫৫| ৩১ শে জুলাই, ২০১১ রাত ১:০৬

কথক পলাশ বলেছেন: অনেকদিন আগে একটা হরর গল্প পড়েছিলাম 'পপি'র দক্ষিণ পদ'। একটা কাটা পা নিয়ে লেখা। গা ছম ছম করে উঠেছিলো।
তুমি তো মিয়া আমারেও কাঁপাইয়া ফেললা।
খাটের নিচে উঁকি দিয়া দেইখা নিলাম।
আপাতত একখানা মাকড়শা দেখা যাচ্ছে।

পন্ডিতিঃ 'হরর গল্পে সবই জায়েজ। কোন ভুল নাই। ভয় দেখানোটাই আসল। এবং তুমি সফল। আমেজটা কঠ্‌ঠিন হইছে!

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:১৫

সরলতা বলেছেন: পলাশ ভাই,আজকে আরেকবার ভাল করে দেখেন। আমার মনে হয় ভূত মাকড়সার রূপ নিয়ে খাটের নিচে আছে। মাকড়সার গায়ে রক্তের ফোঁটা আছে কিনা দেখে নিবেন। :P

অঃটঃ আমার কেন জানি মনে হচ্ছে আপনি ভাল লাগা বাটনটাতে ক্লিক করেননি। :(

৫৬| ৩১ শে জুলাই, ২০১১ রাত ১:১০

কথক পলাশ বলেছেন: আরে! উৎসর্গ লিপির কিছু লাইন তো বাদ পড়ে গেছে!
দাঁড়াও লিখে দিচ্ছিঃ

উৎসর্গঃ অবশ্য-ই জনপ্রিয় ভৌতিক গল্পকার ব্লগার ত্রিনিত্রি-কে।
যিনি এই উৎসর্গ লিপি পড়ার পর, আরেকটি আত্মারাম খাঁচাছাড়ানো ভৌতিক গল্প লিখার ব্যাপারে পাঠকগণের কাছে দায়বদ্ধ হবেন।

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:১৬

সরলতা বলেছেন: হাহাহা। ভাল কথা বলেছেন পলাশ ভাই। উৎসর্গটা ঠিক করে দেব।

৫৭| ৩১ শে জুলাই, ২০১১ রাত ২:৩৩

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: ভয় পেলাম





++

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:১৭

সরলতা বলেছেন: আহারে। সরি।

অঃটঃ সিটিজি মানে কি চিটাগং?

৫৮| ৩১ শে জুলাই, ২০১১ সকাল ৮:৩৫

দূরদ্বীপবাসিনী_ বলেছেন: দারুন লিখেছ আপু!

ভালো থেকো। :)

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:১৮

সরলতা বলেছেন: ধন্যবাদ আপু।

৫৯| ৩১ শে জুলাই, ২০১১ সকাল ৮:৫৩

রেজোওয়ানা বলেছেন: আমি ভুতের গল্পের চরম ফ্যান, দারুন লাগলো তোমার গল্পটা তাই। আগাগোড়া সাসপেন্স ধরে রাখতে পেরেছো, এটাই মূল বিষয় বলে আমার কাছে মনে হয় এই ধরণের গল্পের ক্ষেত্রে।
নষ্টকবি ভাইয়ার ভৌতিক গল্প গুলোতে চোখ বুলিয়ো, উনিও চমৎকার লেখেন :)

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:২৩

সরলতা বলেছেন: ধন্যবাদ রেজুপা।

নষ্টকবির ভূতের গল্পগুলো অবশ্য-ই পড়ব। ভূতের গল্প ভাল লাগে। :)

৬০| ৩১ শে জুলাই, ২০১১ রাত ৮:২২

তেরো বলেছেন: আরো ভূতের গল্প চাই। ভয় পাইতে চাই। :D

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:২৩

সরলতা বলেছেন: :D :D

৬১| ৩১ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৫

সমুদ্র কন্যা বলেছেন: বাপরে! ভয়ে তো হাত-পা ঠক ঠকা ঠক শুরু হয়ে গেল। :P :P

সুন্দর হয়েছে গল্পটা লক্ষ্মী মেয়ে। :)

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:৩৭

সরলতা বলেছেন: ধন্যবাদ আপু। :)

৬২| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৫:৪৬

জলমেঘ বলেছেন: বাহ, মজার গল্প তো

০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:০০

সরলতা বলেছেন: :) :)

৬৩| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৮:৪৫

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল সরলতা । সব মিলিয়ে আবহটা মোটামুটি এসেছিল ।

ঘুমের সময় টা আরেকটু বাড়িয়ে দিলে পারতে ।

০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:০৩

সরলতা বলেছেন: আসলে ঘুমের সময় যে বাড়েনি,বা স্থির হয়ে ছিল,অনেকক্ষণ ধরে--এটা বুঝাতে চেয়েছি তানিম ভাই।

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। :) :)

৬৪| ০২ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:০৮

কোন এক অজানা মানুষ বলেছেন: দারুন লাগলো

০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:০৪

সরলতা বলেছেন: ধন্যবাদ অজানা মানুষ। :)

৬৫| ০২ রা আগস্ট, ২০১১ বিকাল ৩:০৫

ত্রাতুল বলেছেন:

আগেই অফলাইন পড়েছি। জানিয়ে গেলাম। ভাল হয়েছে গল্পটা।

০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১২:০২

সরলতা বলেছেন: আপনার থেকে সমালোচনাবিহীন কমেন্ট ভাল লাগেনা। :(

৬৬| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:০৯

ফুল পরী বলেছেন: ওরে বাবা এটাতো দেখি এমন ভয়ের একটা ভূতের গল্প :-& :-&

একটা পরী পরী গল্প লিখো না সরলতা :):)

০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১২:০২

সরলতা বলেছেন: পরী পরী গল্প তো ফুল পরী লিখে! :)

৬৭| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:২৩

কথক পলাশ বলেছেন: হা হা হা!
বুঝলে কি করে!
আমি আসলেই ভালো লাগা বাটনটাতে ক্লিক করিনি! মানে, গল্প পড়তে গিয়ে ভুলে যাই মাঝেমাঝেই।
এখন আর ভুল করিনি।
এইবার থ্যাঙ্কু দেও। B-)) B-)) B-))

০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১২:০৪

সরলতা বলেছেন: কিভাবে বুঝলাম সেটা বলা যাবেনা! B-) B-)

থ্যাঙ্কু পলাশ ভাই,থ্যাঙ্কু! :) :)

৬৮| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:৩৫

পারভেজ আলম বলেছেন: এককালে হরর বেশ পড়তাম। এই আমলে হরর লিখা ভয় পাওয়ানো কঠিন, তাই এখন ভালো হরর সাহিত্য হয়না। সামুতে হরর লেখা দেইখা পুরাটা পড়লাম। কাকের ডাকের সাথে মনে হয় আর্তচিৎকার শব্দটা যায়না। আর ভয় দেখানোর জন্যে অনেক বেশি ইলিমেন্ট ঢুকানো হয়া গেছে, আরেকটু কম হইলে ভালো হইতো। তাও লিখার জন্যে প্লাস।

০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:০৪

সরলতা বলেছেন: ঠিকাছে পারভেজ ভাই,এরপর হরর লিখলে অবশ্য-ই গুছিয়ে লেখার চেষ্টা করব। আমি আসলে হরর মুভি কম দেখি--শুধু একটা চেষ্টা করলাম। :)

আপনি ত্রিনিত্রি আপুর ব্লগেও দুটো হরর পাবেন। আমার ভাল লেগেছিল।

ভাল থাকবেন।

৬৯| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:৩৬

পাগলমন২০১১ বলেছেন: ভুতেরে আমি ডরাই না। একটা পরীর গপপো লিখনা আপু।তারপরও ভাল লাগা।ভাল থাকা হয় যেন সরলতা। :)

০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:০৫

সরলতা বলেছেন: :)

৭০| ০৩ রা আগস্ট, ২০১১ সকাল ১১:৩৯

যোগিনী বলেছেন: চরম হয়েছে

০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:০৫

সরলতা বলেছেন: ধন্যবাদ। :)

৭১| ০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৭

রাষ্ট্রপ্রধান বলেছেন: খিখি খি খিখি B-)) B-)) B-)) B-)) B-))

০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১১:৫৭

সরলতা বলেছেন: :) :)

৭২| ১০ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৫৯

বোবায় বলেছেন: উরেরে ডরাইছি!
:(

১০ ই আগস্ট, ২০১১ রাত ১০:০৪

সরলতা বলেছেন: আপনার প্রোপিক দেখে আমিও ডরাইছি। মাথা দিয়ে আগুন বের হ্‌ওয়ার কারণ কি?

৭৩| ১০ ই আগস্ট, ২০১১ রাত ১০:০৯

পটল বলেছেন: B-) B-) B-)

১০ ই আগস্ট, ২০১১ রাত ১১:১১

সরলতা বলেছেন: ;) ;) ;)

৭৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৭

অভ্রমালা বলেছেন: আমি সাধারণত ভূতের গল্প পড়ে ভয় পায়। অথচ আজ দু'দুটো ভূতের গল্প পড়ে ফেল্লাম লাইট অফ করে জানালার পাশে বসে। এর মধ্যে নিশ্চয় কোন রহস্য আছে। মনে হচ্ছে এখনই কিছু একটা ঘটবে। হায় আল্লাহ! কী হবে? আমি রুমে একা। রুম লক করা। জানালা দিয়ে জোরে বাতাস আসছে। কিছু একটা করেন প্লিজ......

০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ১০:১৩

সরলতা বলেছেন: হাহাহা। মজা পেলাম কমেন্ট পড়ে।

প্রোপিকটা খুব পছন্দ হল অভ্রমালা! মেঘবন্দী!

বহুদিন পর আপনাকে ব্লগে দেখলাম। :)

৭৫| ২০ শে মার্চ, ২০১২ রাত ১০:১২

লেজকাটা বান্দর বলেছেন: ভৌতিক গল্প আমার ভালো লাগে না। আজকাল ভয় লাগে না এসব পড়ে, বিরক্তি ধরে যায়।

২০ শে মে, ২০১২ দুপুর ১২:৫০

সরলতা বলেছেন: আমার ও। ;)

তবে নিথর শ্রাবণ শিহাবের লেখাগুলো অবশ্য-ই পড়ে দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.