নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

একটা ডায়েরি

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৯

একটা ডায়েরি চেয়েছিলাম ,সেই কবে !
কিছু লেখব বলে ।
হারিয়ে যাওয়া ঢেউয়ের মত
সময়ের তোড়ে কত না রঙ
কত না বেরঙের সময় হারিয়ে গেলো !
সাক্ষী হল না কাগজ কিংবা কালি ।

আজ ডায়েরি আছে ,পাশে কলম ও
শুধু নেই আমি ,সেই আমি -
যার মন পুলকিত হতো বসন্তের যৌবনে
হেমন্তের স্নিগ্ধ পদচারনা-
তার মনের আঙ্গিনায় স্বপ্ন বুনে দিতো !

শরতের শুভ্র ছোঁয়ায় প্লাবিত জ্যোৎস্না
তাকে উদাসী করে দিত ,
আকাশের সাদা মেঘের ভেলায়
করে তেপান্তরে ভেসে যেত !

বর্ষার রিমঝিম হঠাৎ বৃষ্টিতে
রোমাঞ্চনার অতল প্রেমে হারিয়ে যেতো ,
ষষ্ট ঋতুর ভাঁজে ভাঁজে
অবারিত রঙের মহাপ্লাবনে
হারিয়ে যেতো বানভাসির মত !

প্রকৃতির রূপের প্রেমে,
বৈশাখের কৃষ্ণ চূড়ার ঝিরিঝিরি পাতার মায়ায়
মোমের মত যেতো গলে ,
দুষ্টু বাঁশির সুরে যে হত মাতাল
স্বপ্ন ডানায় ভর করে
ভেসে যেতে যার ছিল না বারণ
আজ তার শৃঙ্খলিত জীবন,
যেনো বুনো হরিণীর বন্দি খাঁচার আবাসন
সব ই আছে ,বেশি -ই আছে
নেই শুধু সেই জীবনের স্বাদ
যেখানে ছিল বাঁধ ভাঙার আওয়াজ !

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৩

JOBAYER Hasan বলেছেন: সত্যিই দারুন

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫১

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ । আমার ব্লগে আপনাকে স্বাগতম । শুভেচ্ছা জানবেন।

২| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৬

মার্কো পোলো বলেছেন:
ডায়েরির পাতায় জমা থাকুক সকল জমানো কথাকলি।
ভাল লাগলো।

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৩

শরতের ছবি বলেছেন:

ধন্যবাদ । আমার ব্লগে আপনাকে স্বাগতম । আপনার প্রথম মন্তব্য পেয়ে ভাল লাগছে । শুভেচ্ছা রইল ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:










বৈশাখের কৃষ্ণ চূড়ার ঝিরিঝিরি পাতার মায়ায়
মোমের মত যেতো গলে ,
দুষ্টু বাঁশির সুরে যে হত মাতাল
স্বপ্ন ডাঙায় ভর করে
ভেসে যেতে যার ছিল না বারণ
আজ তার শৃঙ্খলিত জীবন,



কবিতার ঝিরঝির পাতায় মনে উদাসী হাওয়া! জীবনবেদের পরিবর্তী ঘাটেঘাটে কতই না খেলা কতই না রুপান্তর!

দুর্দান্ত কবিতা!

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩০

শরতের ছবি বলেছেন: আপনার মন্তব্য কতই না ভাল লাগে আমার । তারপরও কোথায় যেন ডানা মেলে হারিয়ে যাওয়া । আবার অবশ্য ফিরেও আসাও হয় ।
তবে আমার হেমন্তের কবিতায় আপনাকে চাইছিলাম । কেমন হল জানবার জন্য । মন্দ হলে বা ত্রুটি পেলেও ধরিয়ে দেবেন আশা করি ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৭

রক্তিম দিগন্ত বলেছেন:
দারুণ কবিতা। ++

০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

শরতের ছবি বলেছেন:


মন্তব্যের উত্তর দিতে দেরী করে ফেললাম --সেজন্য দুঃখিত । কবিতা ভাল লাগলো জেনে খুশি হয়েছি । ধন্যবাদ ভাই দিগন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.