![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আনন্দে ধূলি মাখিলাম
খুশিতে ধরিলাম জল
হরষে ছুঁইলাম সরিষার ফুল
অতপর টুপটুপ শিশিরে ডুবিয়া গেলাম !
হঠাৎ রৌদ্দুরে জেগে ওঠিলাম ...
দিনমান রোদের সাথে হাসিয়া গেলাম
চারিধারে হাসির খবর ছড়িয়ে গেল
খবর শুনিয়া সব প্রজাপতি এলো
তাহারাও হাসিয়া আমায় ডানায় চড়ালো
উড়িয়া উড়িয়া সবে ফুল বনে গেল ...!
আমি নৈশব্দে ফুলের পরাগে ঘুমিয়ে ছিলাম
অজুতকাল ঘুমিয়ে আমি আজি জাগিলাম ...
আমি মানুষ নাকি ফুল ...
নাকি নদীর কূলকুল
সব ভুলিয়া গেলাম !
ঘাস নাকি শিশির তাহাও মনে নাই
ভাবিতেছি , আমি কোন মুলুকে যাই ?
ফুলের পরাগে তাই নিয়েছি যে ঠাই
সারাদিন ফুলে ফুলে ভ্রমরাকে পাই !
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১
শরতের ছবি বলেছেন: সেতো আমায় ভুলবে না । ঠিক খুজিয়া লইবে ।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: ভুলে যাওয়া একটা রোগ।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
শরতের ছবি বলেছেন: কোন কোন রোগ জীবনের জন্য ভাল !
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দ৷ হয়েছে৷ আপি
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
শরতের ছবি বলেছেন: ধন্যবাদ সিস্টা !
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
যোখার সারনায়েভ বলেছেন: জীবন হোক মঙ্গলময়, শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩
মাহের ইসলাম বলেছেন: সবই ভুলে গেলে কাছের মানুষ মন খারাপ করবে না ?