নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখবো এবার জগতটাকে...

::::: দেখবো এবার জগতটাকে :::::

সৌম্য

আমি সাঈদ সৌম্য। ঘুরা ঘুরি করতে ভাল্লাগে আমার ব্যাক্তিগত সাইট http://www.shoummo.com/

সৌম্য › বিস্তারিত পোস্টঃ

ঃঃঃ বিউটি বোর্ডিং ঃঃঃ

২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩২



গতকাল দুপুরের খাবারটা খেয়েছি বিউটি বোর্ডীং এ।

নাম শুনেছিলাম অনেক। আগে একবার এক নজরে দেখেছিলাম ও। ষাটের দশকে কবি সাহিত্যিক কিংবা বাংগালী জাতীয়তাবোধ জন্ম নিচ্ছিলো যখন যেই সব প্রবাদ পুরুষদের হাত ধরে, তাদের সবার মিলন মেলা ছিল বিউটি বোর্ডিং।





(বিউটি বোর্ডিং প্রাঙ্গনে)



বাহাদুর শাহ পার্ক থেকে একটূ এগিয়ে বাংলাবাজারের বই পাড়ার ভিতরের দিকে একটা খুব প্রাচিন স্টাইলের বাড়ির সামনে বিউটী বোর্ডিং। গেট থেকে ঢুকেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা উঠান। বিশাল একটা গাছের ছায়ার সাজানো গোছানো পরিপাটি একটা বাগান। বাগানের ভিতরে কবি শামসুর রাহমানের প্রতিষ্ঠিত একটা স্মৃতি স্তম্ভ। এক পাশে অফিস ঘর। আরেক পাশে খাবার ঘর ভিতরে থাকার জায়গা। এখানেও বাধানো একটা উঠান আরেক দিকে সার বেধে ঘর গুলো। সীট ভাড়া ১২০টাকা।



(গ্যাস বাতী)







খাবার ঘরটা লম্বা, পরিষ্কার পরিচ্ছন্ন। লম্বা লম্বি অনেক গুলো টেবিল পাতা, প্রত্যেকটাতে ২টা করে চেয়ার। খাবার থালা বাটী, গ্লাস সব কিছুই আগের কার ডিজাইনের। যদিও একটা বেসিন আছে এবং সেখানেই একবার হাত ধুয়ে আসছি তার পরেও দোকানের ছেলেটা প্লেটে হাত ধুতে বললো। প্লেটে হাত ধুয়েই ভাত খেতে বসলাম। খাওয়ার আয়োজন বিভুতীভুষনের আদর্শ হিন্দু হোটেলের কথা মনে করায় দেয়।







সমর দাস এবং তার ছোট ভাইএর সাথে কথা হলো। আমরা বড় দল নিয়ে আসছি। ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন। বিল্ডিংটা কত বছর জিজ্ঞেস করতেই বললেন তার জন্মের অনেক অনেক আগে তৈরি এটা নিশ্চিত। তিন ডিজিটের বয়স হবে শিওর। কিন্তু ব্যাবসাটার বয়স ৫০ বছরের বেশী। একজন হিন্দু জমিদারের সম্পত্তি ছিল এটা আগে। কলকাতা থেকে তার বাবা এবং তার ভাই এসে বিউটি বোর্ডিং প্রতিষ্ঠা করেন। উনার স্ত্রীর নামানুসারে বিউটি বোর্ডীং, প্রহলাদ চন্দ্র একাত্তর সালে পাকিস্তানী আর্মির হাতে নিহত হলে দুই পুত্র হাল ধরেন। সমর দাশের কথা, উনার কোন উচ্চাশা নেই। তাই ৫০ বছর আগেও বিউটি বোর্ডিং এর যেই চেহারা ছিল আজও তেমন আছে। উতসাহের সাথে আমাদের দেখালেন বঙ্গবন্ধু ৬০এর দশকের উত্তাল দিন গুলোতে তাঁর অনুসারীদের নিয়ে কোথায় বসতেন কিংবা কি খেতে পছন্দ করতেন। শামসুর রাহমান, সামসুল হক কিংবা আসাদ চৌধুরী কোন কবির প্রিয় মেন্যু কি সবই তার মুখস্থ।









বিউটি বোর্ডিং এর দেয়াল লাগানো লাল ইটের অতি প্রাচিন ডিজাইনের দালানটাও ঐতিহ্যের স্মারক হিসাবে সংরক্ষনের দাবী রাখে কিন্তু ওটা একধরনের পুলিশ ব্যারাক। দালানটার বয়স হয়েছে অনেক, ব্যারাক হিসাবে প্রানের ঝুকি নিয়ে ব্যাবহার না করে প্রাচিন ঢাকার ঐতিহ্য হিসাবে সংরক্ষন করলেই পুলিশ ডিপার্টমেন্ট বুদ্ধিমত্তার পরিচয় দেবে।



একটা বই পড়েছিলাম, জেমস হিলটনের দি লস্ট হরাইজন। কাশগড়ের গভীরে এক অচেনা ভ্যালীতে এক রহস্যময় তিব্বতি গুম্ফা শাংরি লা, সময় যেখানে স্থির। বিশ্বযুদ্ধে অসুস্থ রাজনীতিবীদদের আচরন পৃথীবীকেও অসুস্থ করে তুলছে, শাংরি লা তখন এখনো অচেনা সময়ে বসে আছে, এগিয়ে যাচ্ছে নিজের উদ্দেশ্যের দিকে। বাইরে ২০০৮ হলেও বিউটি বোর্ডিং এর ভিতরে এখনও পঞ্চাশ কিংবা ষাটের দশক যেন আটকে আছে।

মন্তব্য ৪২ টি রেটিং +১৫/-১

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯

টিপু বলেছেন: আমিও দু একবার গিয়েছিলাম বিউটি বোর্ডিং এ।অনেক বিখ্যাত ব্যক্তির স্মৃতির সাথে জড়িয়ে আছে এর নাম।

২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১৮

সৌম্য বলেছেন: বিখ্যাত ব্যাক্তির স্পর্ষ ছাড়াও সবচেয়ে বড় ব্যাপার লাগছে অনন্য পরিবেশন স্টাইল আর ঐতিহ্যের লালন

২| ২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩

বিডি আইডল বলেছেন: যাওয়া হয়নি কখনও...

পোষ্টে ++

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২১

সৌম্য বলেছেন: কলা খাইতে খাইতে যাবেন প্রবলেম কি???
আচ্ছা অন্য প্রসঙ্গে বলি, বছর পাঁচেক আগেও পুরান ঢাকার সদর ঘাট, বাংলাবাজার এরিয়াতে ছাদে ছাদে প্রচুর হনুমান দেখা যেত। এখন একটাও নাই। দুই বছর আগেও আমি রায়ের বাজার বদ্ধ ভুমির পিছের নদীটাতে শুশুক দেখছি এখন নদীটাই নাই। গতবছর মীরপুর বাধে পল্লবীর পিছে নদীতে শুশুক দেখেছিলাম। এবছরে যাওয়া হয়নি ওদিকে। তবে গতকালকে সোয়ারী ঘাটে ২টা শুশুক দেখলাম

৩| ২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০০

মনির হাসান বলেছেন: ... নাম শুনেছি অনেক কখন'ও যাওয়া হয়নি .... তবে যাব একদিন ...

... এরকম স্থাপনা গুলো খুব শীঘ্রই সংরক্ষনের আওতায় আসা উচিত ।

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২২

সৌম্য বলেছেন: আরেহ মনীর ভাই। শরীর ভালো তো। আছেন কেমন?

৪| ২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৩

আকাশনীল বলেছেন: চমৎকার +++

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২২

সৌম্য বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৯

ইমন জুবায়ের বলেছেন: +

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩

সৌম্য বলেছেন: থ্যাঙ্কু

৬| ২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১০

বেতাল বলেছেন: আমি পুরান ঢাকারই ছেলে। অনেকবার গেছি। এবং প্রতিবারই ইমপ্রেস হয়েছি।

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩

সৌম্য বলেছেন: বাহ।

৭| ২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২০

আকাশচুরি বলেছেন: ++++

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪

সৌম্য বলেছেন: প্রিয় গায়কের ছবি দেখালেন। আপনাকেও প্লাস।

৮| ২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮

মুহিব বলেছেন: অনেক ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭

সৌম্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৯| ২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

চাঙ্কু বলেছেন: যাওয়া হয় নাই । অনেক নাম শুনেছিলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ তথ্য & বর্ননার জন্য ।

২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৪

সৌম্য বলেছেন: থ্যাঙ্কু চাঙ্কু ভাই।

১০| ২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯

মাহমুদ৬৯ বলেছেন:
ধন্যবাদ। +

একটা অনুরোধ করছি। আমরা যারা ঢা.বি ছাত্র ছিলাম প্রায় খেতে যেতাম নাজিম উদ্দিন রোডের বিখ্যাত "হোটেল নিরব" এ। তাই আপনাকে অনুরোধ করছি "হোটেল নিরব" নিয়ে একটা পোস্ট দেয়ার জন্য।

২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৬

সৌম্য বলেছেন: গত সপ্তাহে গেছিলাম নিরব হোটেলে, কঠিন খাওয়া খাইছিলাম।

১১| ২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭

তানজু রাহমান বলেছেন: খুবই ভালো লাগলো পড়ে সৌম্য ভাই। এই জন্যেই বলি আপনার লেখা ভালো লাগে! এরকম জায়গা গুলোর ঠিকমতো সংরক্ষন করা উচিৎ বলে আমার সবসময়ই মনে হয়। বিশেষ করে পুরান ঢাকার।
দেশের বাইরে থাকি। এখন মনে হচ্ছে দেশে ফিরে একবার যেন অন্তত যেতে পারি।

২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৭

সৌম্য বলেছেন: যাওয়ার সময় আমারে নিয়া যাবেন। কি কি খাওয়াচ্ছেন???

১২| ২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১

মামু বলেছেন:
আনেক নাম ছুনচি, দেকি নাই
পুরান মালের ছাতে পরিচয় করানুর জন্য


ধন্যাপাতা

২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৩

সৌম্য বলেছেন: ধন্যবাদ ভাগি না।
ছুদু নাম হুনলেই হুইবো, যাওন লাগবো ন???

ধনেপাতা এবং গুল মরিচ লবঙ্গ

১৩| ২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯

জেরী বলেছেন: আপনার এই পোস্ট গুলো পড়ে ভালো লাগে.........সরাসরি যেতে না পারি কিন্তু লেখা পড়ে মনে হয় চলে গেছি........।

২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২১

সৌম্য বলেছেন: ধন্যবাদ। সরাসরি যাবেন। সমস্যা কি? যাবার আগে আমাকেও নিয়া যাইয়েন। আর হেভী খাওয়া দাওয়া করাইয়েন।

১৪| ২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৩

পারভেজ বলেছেন: খুব ভালো লাগলো। ইচ্ছে তো কতই করে যেতে।
পোস্ট টা অনন্য হয়েছে।

২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৫

সৌম্য বলেছেন: চলেন যাই। দাম কম। ঐতিহ্যবাহী একটা জায়গা। রান্না ভালো এবং সবচেয়ে বড় কথা এখানে হসপিটালিটি চমতকার। কবে খাওয়াইবেন???

১৫| ২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৫

নাজনীন খলিল বলেছেন:
আমাদের লোভ জাগিয়ে দিলেন। এখন আপনি খাওয়ান একদিন।

খাওয়ার জন্য আগাম শুভেচ্ছা।

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

সৌম্য বলেছেন: নাজনীন আপু, অবশ্যই নিয়ে যাব এবং খাওয়াবো। কিন্তু বিলটা দিয়ে দিয়েন। টেনশন কইরেন না। প্রাইস বেশী না।
তবে হাজারীবাগ, রায়ের বাজার এবং পুরো পুরান ঢাকা, এই জায়গা গুলো ঢুকলেই আমি উত্তর দক্ষিন হারায় ফেলি।

১৬| ২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৩

কালপুরুষ বলেছেন: অনেক পুরোনো ইতিহাসের সাক্ষী এই বিউটি বোর্ডিং। কবি, শিল্পী, সাহিত্যিকদের আড্ডাখানা ছিল একসময়। কোলকাতার অনেক নাট্যশিল্পী এখানে উঠতেন। সেই সময় লালকুঠির মঞ্চে নাটক মঞ্চস্থ হতো।

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৫

সৌম্য বলেছেন: ইনফর্মেশনের জন্যে ধন্যবাদ। বিউটি বোর্ডিং নিয়া একটা টিভি ডকুমেন্টারি দেখছিলাম। শামসুর রাহমান আল মাহমুদ এরকম প্রবাদ পুরুষদের ইন্টারভিউ ছিল

১৭| ২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৩

বিবেক সত্যি বলেছেন: দারুন একটা পোষ্ট ... যাবো একদিন .. ++

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

সৌম্য বলেছেন: চলেন যাই

১৮| ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৮

যীশূ বলেছেন: কৌতুহল ছিলো। পড়ে ভালো লাগলো।

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৪

সৌম্য বলেছেন: ধন্যবাদ যীশু ভাই,

১৯| ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৫

লাল দরজা বলেছেন: ভালো লাগছে। স্পেশাল কেউ ঢাকায় বেড়াতে এলে এক দিন লাঞ্চ করতে যাওয়া যাবে। আইডিয়াটা এখনই পপ করল আপনার পোষ্টটি পড়ে। সে কারনে বিশেষ ধন্যবাদ;)

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০

সৌম্য বলেছেন: আমি যতদুর জানি সুনীল গঙ্গোপাধ্যায় এখন ফরিদপুরে, ঢাকায় তো আসবেন। আর শীর্ষেন্দু একটা নাটকের জন্যে ঢাকায় এসেছেন। পরশু দিন ঢাকায় ছিলেন।এখন কি অবস্থা জানি না।

২০| ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১

ফরিদ বলেছেন: বহু আগের কথা, আমিও দেখেছিলাম ইতিহাসের আটকে থাকা সময়কে

Click This Link

২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১০

সৌম্য বলেছেন: হুম। স্বভাবতই বাড়ির প্রথম মালিক জমিদার সাহেব সম্পর্কে সমর দাস কিংবা তার ভাই কিছুই বলেন নি। আপনার লিখা থেকে জানতে পারলাম। ধন্যবাদ ফরিদ ভাই।

২১| ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫১

ফারহান দাউদ বলেছেন: হুম।

২২| ৩১ শে মে, ২০০৯ সকাল ১০:৪২

কৌশিক বলেছেন: জানতে হলে যাইতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.