নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখবো এবার জগতটাকে...

::::: দেখবো এবার জগতটাকে :::::

সৌম্য

আমি সাঈদ সৌম্য। ঘুরা ঘুরি করতে ভাল্লাগে আমার ব্যাক্তিগত সাইট http://www.shoummo.com/

সৌম্য › বিস্তারিত পোস্টঃ

অগুনিত মেহেরের গল্প।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৮



অগুনিত মেহেরের দিন শুরু হয় এভাবে



বাংলাদেশ মিলিটারী একাডেমীর কঠোর কিন্তু অত্যন্ত আনন্দের দিন গুলো নিয়ে মাসখানেক আগে চির উন্নত মম শীর (মিলিটারী একাডেমীর স্লোগান) সিরিজ করে ব্লগে লিখতে শুরু করেছিলাম। শেষে কিছু ব্যাক্তিগত কারনে প্ল্যানটা ছাড়তে হয়েছিল। সম্পুর্ন অন্য কারনে এই লিখা। এটা ঐ সিরিজের সাথে সম্পর্কিত নয়, আজকে একজনের কথা বলবো, তার নাম মেহের।



মিলিটারী একাডেমীর প্রথম রাতের কথা। ভয়ানক স্বাগতম ডলা চলছে। একাডেমীর গেট দিয়ে ঢোকা মাত্রই সিনিয়রেরা ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাপিয়ে পড়লো। আমি আর জনৈক কোর্সমেট ফাঁকি দিয়ে মুল দল থেকে আলাদা হতে গিয়ে ব্যাপক ডলার সম্মুখিন হলাম। জনৈক মহিলা সিনিয়র আলাদা করে পাঙ্গালো। কিছুক্ষনের মধ্যেই আমরা বার পাচেক বমি করলাম, উলটা হয়ে ঝুলে থাকতে থাকতে অবস্থা শেষ। বর্ষার দিন, পিটি গ্রাউন্ডে লজ্বাবতীর কাঁটা ভালোই ছিল। সারা শরীর থেকে রক্ত ঝরছে। আমার কর্পোরালে স্যাডিস্টিক মানসিকতার জন্যে ব্যাটালিয়ন খ্যাত ছিল। প্রায় অর্ধমাইল ফ্রগ জাম্প দিতে দিতে অবস্থা শেষ। এমন সময় অনেকক্ষন পর উঠে দাড়ানোর অনুমতি মিললো। সাহস করে উঠে দাঁড়িয়ে সিনিয়রের মুখের দিকে তাকিয়ে একটূ ভ্যাবাচেকা খেলাম। একজন সাদা চামড়ার বিদেশী ক্যাডেট। বাংলাদেশ মিলিটারী একাডেমীতে প্রচুর বিদেশী ক্যাডেট আসে জানতাম। এর সাথে আমার প্রথম পরিচয়। তালগাছের মতো লম্বা।শুকনা, চামড়া অনেক বেশী ফ্যাকাশে দেখে মনে হয় রক্ত শুন্যতায় ভুগছে বাদামী চুল, বাদামী পিঙ্গল চোখ। ভু-মধ্যসাগরীয় চেহারা। পরে জানলাম দুর্দান্ত রকমের বেয়াড়া একজন কিন্তু অসম্ভব রকম ফিজিক্যালী টাফ একজন। নাম মেহের। দেশ প্যালেস্টাইন।



একাডেমীতে ফার্স্ট টার্ম আর ফাইন্যাল টার্মের মধ্যে অন্যরকমের খাতির। থার্ড টার্ম মুলত পাঙ্গা পালিশ চালায়, সেকেন্ড টার্মারেরা নিজেরাই থাকে দৌড়ের উপরে। তবে অবসরে তারাও সিনিয়রশীপের প্রাকটিস চালিয়ে নেয়। ফাইন্যাল টার্মের অন্যতম কাজ হচ্ছে এদের হাত থেকে ফার্স্ট টার্মারদের রক্ষা করা। যেমন ধরা গেছে, ডাইনিং রুমে সবাই ক্ষুধার্তের মতো গোগ্রাসে খাচ্ছি, এমন সময় কারো হাত থেকে চামচ খসে পড়ে গেল। কর্পোরাল (একজন থার্ড টার্মার ক্যাডেট) লাফ দিয়ে উঠে সবাইকে তাড়িয়ে নিয়ে আসবে। পুট অন ডাংরি লং বুট, মেক ফল ইন। এমন সময় ফাইন্যাল টার্মার কেউ এসে কর্পোরালকে আলাদা করে নিয়ে কিছু বলে সব ফার্স্ট টার্মারদের সাথে পিলি পিলি গল্প শুরু করে দেবে, কার কার গার্ল ফ্রেন্ড আছে, এই সব। আজকের পাঙ্গা বাদ। মেহের স্যার প্রথমদিকে মোটেও এমন ছিলেন না।



সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পরে সোমালিয়ান রেফুইজিদের মত ডাইনিং রুমে বসেছি, হঠাত করে মেহেরের বিচিত্র আরবিংলিশ (বাংলিশ হলে আরবিংলিশ হবে না কেন?) সেই উচ্চারন বোঝাও দুরহ, ইয়েত ফার্স্ত তার্মারস আই’ভ লস্ট তেন তাকা নিয়ার হোয়াইত ওয়াল। গো এন্দ ফাইন্দ ইত। আমাদের খাওয়া ফেলে ছুটতে হতো কোম্পানী লাইনের পিছে সাদা দেয়ালের দিকে। পাশের পাহাড় থেকে পাহাড় ধ্বসের কাদায় ভর্তি থাকতো। গায়ে কাদা মেখে না ফিরলে আরো ক্যাচাল। বিরক্ত হয়ে একদিন আলী দাঁড়িয়ে বললো, স্যার ফরগেট টেন টাকা, ইটস টু চিপ, উই ক্যান গিভ ফিউ থাউজ্যান্ড বাকস। পুরো ডাইনিং হল পিনপতন নিঃস্তব্ধ। থার্ড টার্মাররাও হচকে গেছে। আমরা ভয়ে শেষ আজকে রাতে ভিগোরাস পাঙ্গা থেকে বাঁচার বুদ্ধি খুজতেছি সবাই। সবাইকে অবাক করে মেহের ঘর ফাটিয়ে হাসতে লাগলো। এরপর থেকে সে আমাদের খুব কাছের জন।



মেহের একাডেমীর টাফেস্ট একজন। সাড়ে ছয়ফিটের মতো উচ্চতা, যেকোন ক্যাডেটের তিনপা দৌড় তার এক পা দৌড়ের মতো। মাইল টেস্ট পয়েন্টে বিশাল একটা বোর্ড আছে, ওয়ান মাইল আর টু মাইলের রেকর্ড হোল্ডারদের নাম সেখানে লিখা থাকে। তুমি কি চ্যালেঞ্জ নিতে পারবে? জিসি মেহের জিসি নাম্বার ব্লা ব্লা, ৪মিনিট ৪৫সেকেন্ডে একমাইল দৌড়ে আসতে পারে। তুমি তাকে হারাতে পারবে? অবশ্য মেহের থাকতে থাকতেই সিলেট ক্যডেটের আরেকজন এই রেকর্ড ফেঙ্গে নিজের নাম বসিয়ে দিল, সেও আমাদের জাহাঙ্গির কোম্পানীর। কিন্তু মেহেরের দুই মাইলের রেকর্ড বহাল ছিল। এখন কি অবস্থা জানি না। এসল্ট কোর্সের রেকর্ডও হঠাত সেই একই ছেলে ভেঙ্গে বসলো। ব্রায়ান লারা কিভাবে হেইডেনের কাছ থেকে রাজকীয় ভাবে নিজের রেকর্ড পুনরুদ্ধার করে ঠিক সেরকম ভাবেই মেহের তার রেকর্ড উদ্ধার করলো ট্রেনিংএর একদম শেষ মুহুর্তে। এসল্ট হচ্ছে বাধা ডিঙ্গানী দৌড়, ঘাড়ে রাইফেল নিয়ে অনেকগুলো বাধা ডিঙ্গিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে শেষে ফায়ারিং রেঞ্জে গিয়ে দশ রাউন্ড গ্রুপিং ফায়ার করা লাগে। যদিও পুরাটাই টিম ভিত্তিক আয়োজন কোন দল আগে যায়, তারপরেও ব্যাক্তিগত রেকর্ড করা সম্ভব। মেহেরের শেষ এসল্টের দিন জাহাঙ্গির কোম্পানীর একই দলে মেহের এবং সীলেট ক্যাডেট কলেজের সেই রেকর্ড ব্রেকার পড়লো। মেহের শুরু করলো অদ্ভুত স্লোলী ভাবে।নাইন ফিট ওয়ালের উপরে অনেকক্ষন বসে থাকলো খামোখা। দলের শেষ ক্যডেটটাকে পার করে দিয়ে হঠাত কি মনে করে শুট লাগালো, পাহাড়ের ওপারে যখন ফায়ার শেষ করলো, ততক্ষনে নিজের রেকর্ড পুনরুদ্ধার করে ফেলেছে।



মেহেরের সাথে অজ্ঞাত কারনে আমার খুব খাতির হলো। আমি দৌড়ে বেশ দুর্বল ছিলাম। রাতে ডিনারের পর কর্পোরালের কাছ থেকে আমাকে ছুটিয়ে এনে ব্যাটালিয়ন চক্করে পাঠাতো। দৌড়ানোর সময় কিভাবে শরীর সামনে ঝুকে রাখতে হয়, হাতের পজিশন, ফুট মুভমেন্ট ছোট ছোট ব্যাপার গুলো কিভাবে শক্তি সংরক্ষন এবং দ্রুত বাতাস কেটে সামনে এগোতে সাহায্য করে খুটি নাটি অনেক হেল্প করতো।



ফিলিস্তিনে বোধহয় বৃষ্টিপাত খুব কম হয়, বর্ষাকাল, আমাদের কাদা আর জঙ্গলে থাকতে থাকতে শরীর চুলকানী শুরু হয়ে যায় দেখে আমরা এই ঋতুটাকে দু-চোখে দেখতে পারতাম না। তাকে দেখতাম বর্ষা আসলেই মহানন্দে কোম্পানী লাইনের সামনে জোর করে দু-চারজনকে নিয়ে ভিজতো। ইয়াসির আরাফাত বাংলাদেশ সফরে এসে সরকারের সাথে একটা চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী প্রায় ৩০/৩৫ জন প্যালেস্টাইনিকে সামরিক প্রশিক্ষনের জন্যে চট্টগ্রামে পাঠানো হয়। কিন্তু প্যালেস্টাইনের রাস্তায় রাস্তায় গেরিলা যুদ্ধ করা এই ছেলেগুলো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেনা। জন্মের পর থেকেই তারা রক্ত দেখছে। প্রতিদিন ঘুম ভেঙ্গে পাখির ডাক নয় শুনে ইজরায়েলের দৈত্যাকার আব্রাহাম ট্যাঙ্ক গুলো তাদের উপত্যকার বসতবাড়ির উপর দিয়ে চালিয়ে যাচ্ছে। বয়স দশ হবার আগেই একে৪৭এর সাথে তাদের পরিচয় হয়।একাডেমীতে একটা গান শুনতাম, আই ডোন্ট ওয়ান্ট মাই টিনেজ কুইন, আই জাস্ট ওয়ান্ট মাই টি-৫৬। টিনেজ কুইনের সাথে পরিচয় হবার সুযোগ পাবার অনেক আগেই বেশিরভাগ কিশোর পঙ্গু হয়ে যায় কিংবা ইজরায়েলী হেলিকপ্টার গান শিপ গুলো ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যায়। স্বাভাবিক ভাবে কনভেনশনাল মিলিটারী ট্রেনিং গ্রহন করার উপযোগী তারা ছিল না। বিশৃংখলা, চেইন অফ কমান্ড ভঙ্গ ইত্যাদি কারনে পররাষ্ট্রনীতির চাপকে অস্বীকার করে মিলিটারী একাডেমী ওদেরকে ছাটাই করতে থাকে। কারন অতিরিক্ত বেয়াড়া আর বিশৃংখল হবার কারনে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটার কাছে এরা মোটেও গ্রহনযোগ্য ছিল না। শেষ পর্যন্ত ৩০জনের মধ্যে মাত্র ৭জন টিকে ছিল। ক্যাম্প ডেভিড চুক্তির থেকে ইয়াসির আরাফাত হয়তো স্বপ্ন দেখেছিলেন একদিন স্বাধীন প্যালেস্টাইন গঠন হবে এবং বাংলাদেশ মিলিটারী একাডেমী থেকে প্রশিক্ষিত এরাই প্রথম প্যালেস্টাইন আর্মির পায়োনিয়ার হবে। বাংলাদেশ মিলিটারী একাডেমী এদের নিয়ে বেশ ঝামেলা পোহাতো। ওদের বেয়ারাপনা আর উচ্ছৃংখলতাই একমাত্র কারন নয়। ভাষা সমস্যাও একটা কারন। এরা ইংরেজীতে অসম্ভব দুর্বল। পড়াশুনার অবস্থা আরো ভয়ঙ্কর। আমাদের পড়াশুনার মাধ্যম ইংরেজী। আর কমিশনের শর্ত হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন করতে হবে। ট্রেনিং অফিসার এবং সিনয়রেরাও কথা বার্তার জন্যে ইংরেজী ব্যাবহার করেন। যুদ্ধ বিদ্ধস্ত ফিলিস্তিনি গেরিলাদের কাছ থেকে আশা করা যায় না তারা ইংরেজীতে ক্যালকুলাস কিংবা পলিটিক্যাল সায়েন্স পড়বে। ট্রেনিং দেবার জন্যে যেই সৈনিক ইন্সট্রাক্টরেরা ছিল তারা এদের পানিশমেন্ট দিতে পারতো না। ধরলেই স্তাফ হামি বঙ্গলা বুঝি না। মহাজ্বালাতন। আরবীজানা সৈনিক পাওয়া অসম্ভব। আমরা বিএসসিতে ম্যান্ডেটরি হিসাবে বাংলা প্রথম এবং দ্বীতিয় পত্র নিতাম। এরা ইংরেজীর পাশে আরবী নিত। সৌভাগ্যবশত একজন এডুকেশন কোরের মেজর বের হলেন যিনি ইসলামিক স্টাডীজএ ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। কিন্তু বেচারা ছাত্র হিসাবে এমন কজনকে পেলেন যাদের মাতৃভাষা আরবী।



ফার্স্ট মিডটার্মের পর ফাইন্যাল টার্ম বাদে সবাই এক সপ্তাহের ছুটিতে বাড়ী যায়। ফাইন্যাল টার্মারদের জন্যে অনেক গিফট নিয়ে আসা দস্তুর। মেহের আমাকে দায়িত্ব দিল তার জন্যে চটি বই নিয়ে আসতে হবে নীলক্ষেত থেকে। কিভাবে কিভাবে জানি সে রসময় গুপ্তের বিশাল ফ্যান হয়ে গেছে (বাংলা বুঝলেও পড়তে পারে না)। ঘটনাটা অদ্ভুত, এক ছেলে যে এক বর্ন বাংলা পড়তে পারে না সে রসময় গুপ্তের ফ্যান। গালা নাইটের দিন ফাইনাল টার্মারেরা জুনিয়র সাজে আর ফার্স্ট টার্মারেরা সিনিয়র সেজে ওদের পানিশমেন্ট দেয়। ফাইন্যাল টার্মারেরা অবশ্য তাদের গায়ে পানির বালতি শেভিং ফোম ইত্যাদি ঢেলে দিতে পারে। গালা নাইট কনসার্টে আইউব বাচ্চুর গানের তালে মেহের, নেমের, আব্দুল্লাহ সাত প্যালেস্টাইনী দেখি গলা ফাটিয়ে গান গাচ্ছিলো, আর বেশী কাতালে উতাল তেব আকাতে। পথে নেমের এবং আব্দুল্লাহ যার যার কোম্পানীর ছেলেদের গায়ে কাস্টার্ড ঢেলে দিছে দেখে সাবধান ছিলাম। রুমে ঢোকার আগে ভালো করে তালা টা পরীক্ষা করে দেখলাম, না সব ঠিকাছে। তালা খুলে ঢুকতে যাবার মুহুর্তে দেখি আমার ড্রেসিং রুমের জানালাটা খোলা। দেরি হয়ে গেল, পালাতে পারলাম না, আমার শেভিং ফোমের ক্যানের পুরোটা আমার মাথায় শেষ করলো মেহের।



মেহের তার পরিবারের সম্পর্কে কিছুই বলতো না। এটুকু জানতাম তার বাড়ি গাজা স্ট্রিপে ছিল এখন কিছু নেই। তার বাবা ছিলেন একজন ডাক্তার। ইমেইল এড্রেস লিখে রেখেছিল। ই-মেইলের জবাবে অনেক কিছু লিখলেও প্যলেস্টাইন সম্পর্কে একটা কথাও ছিল না। ওনার রুমে বিশাল একটা প্যালেস্টাইনী পতাকা ছিল। ইজরায়েলী আর্মির প্রতি তীব্র ঘৃনা লুকাতে পারে নি। পাসিং আউট প্যারেড শেষে সদ্য সেকেন্ড লেফট্যান্টে পরিবর্তিত ক্যাডেটরা যার যার ইউনিফর্ম লাগিয়ে বাড়ি যাচ্ছিলো প্যারেন্টসদের সাথে। প্যালেস্টাইনীদের ট্রেনিং শেষ। এরা ইউনিটে যাবে না, এরা যাবে সরাসরি ব্যাটেল ফিল্ডে। একাডেমী খালি হলেও এদের কয়েকদিন থাকা লাগবে। দুপুরে মেহেরকে দেখলাম আয়োজন করে খাচ্ছে, বাইরের আনন্দ উচ্ছাসে কিছুই এসে যায় না। নিয়ম অনুযায়ী ক্যাডেট ইউনিফর্ম খুলে সেকেন্ড লেফটেন্যান্টের পিপস লাগানো ইস্টবেঙ্গল রেজিমেন্টের ইউনিফর্ম পড়েছে। জানতাম সেটাই তার সাথে শেষ দেখা। বাইরের উতসব ফেলে তার সাথে বেশিক্ষন থাকার ইচ্ছে ছিল না।



ইজরায়েলের মোসাড খুব নামকড়া ইন্টালিজেন্স। বাংলাদেশে সাতজন ছেলে ট্রেনিং শেষ করছে ব্যাপারটা তারা ভালো ভাবেই জানতো। ওদেরকে দু বছরের মধ্যে একাডেমীর বাইরে খুব সাবধানে যাতায়াত করতে হতো। ছুটিতে ঢাকায় এলে এম্বেসীতে থাকতো। মিলিটারী একাডেমীর মতো সুরক্ষিত জায়গায় মোসাডের কিছু করার সম্ভবনা ছিল না। ট্রেনিং শেষে শুনেছি ওরা প্রথমে লেবানন যায়। কিন্তু প্যালেস্টাইনে নামার সাথে সাথে ছয়জন মোসাদের হাতে ধরা পড়ে। প্রচন্ড টর্চার করে ৬জনকেই মেরে ফেলে। আরেকজন পালিয়ে পালিয়ে নিজেকে রক্ষা করে। ৬ মাস পরে সেও ধরা পরে এবং ইজরায়েলীরা গুলি করে ফেলে। সপ্তম জনের নাম মেহের। বাংলাদেশ মিলিটারী একাডেমীর সবকজন প্যালেস্টাইনি ক্যাডেটের মৃত্যুর খবর নিশ্চিত হলে মিলিটারী একাডেমীতে একদিনের শোকদিবস পালিত হয়েছিল।

মন্তব্য ২৫৯ টি রেটিং +২৪২/-৩

মন্তব্য (২৫৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২২

আছহাবুল ইয়ামিন বলেছেন: খুবই অদ্ভুত লাগল। সামরিক ট্রেনিংপ্রাপ্ত হলেই তাকে মেরে ফেলতে হবে???

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৯

সৌম্য বলেছেন: ফিলিস্তিনি তরুন (সামরিক বয়সী হলেই) হওয়াটাই অপরাধ। আর এরাতো প্রথম শ্রেনীর মিলিটারী ট্রেনিং পাওয়া গেরীলা।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

কিছু বলার ভাষা পাচ্ছিনা ।

এই চরম অন্যায়ের বিরুদ্ধে আমাদের অকার্যকর কিছু শব্দের ব্যয়- ই আমাদের অক্ষমতার প্রকাশ ।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫০

সৌম্য বলেছেন: তথাকথিত মুসলিম উম্মাহ, কিংবা মুসলীমসজমের টেন্ডার নিয়ে বসে থাকা দেশগুলো সৈদি আরব, লেবানন মিশর, সবাই মজা দেখছে।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৫

ফারহান দাউদ বলেছেন: এমন একটা পরিণতিরই আশংকা করছিলাম। কি দুর্ভাগ্য এই পৃথিবীর,মানবতার নামে গলা ফাটিয়ে ফেলা মানবাধিকার সংগঠন গুলো এদের নিয়ে কিছুই বলে না,হাজার হাজার ফিলিস্তিনি শিশুর জীবনের কোন দাম নেই। ওদের হয়ে কথা বলতে গেলে আবার এখানে দেখবেন কিছু মহা প্রগতিবাদী এসে বক্তৃতা শোনাচ্ছে,ফিলিস্তিনিদের এই দুর্দশা নাকি তাদের নিজেদের দোষেই,স্বাধীনতার স্বপ্ন বাদ দিয়ে তাদের ইসরাইলের পা চাটা দরকার ছিল।
মেহের এবং সকল শহীদের আত্মার শান্তি হোক।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫

সৌম্য বলেছেন: দাউদ ভাই, সিনিয়র জুনিয়র সত্তেও ওনার সাথে খুব ক্লোজলি মিশেছিলাম। দুর্ভাগ্যবশত তার কোন ছবি আমার কাছে নাই। কিন্তু টিভিতে ইজরায়েলী গণহত্যা দেখলেই মনে পড়ে ভয়ানক লম্বা, ছিপছিপে এক তরুন, বাদামী চোখের কারনে কোন এক্সপ্রেশন ধরা পরে না। ভয়াবহ বেয়াড়া, বিশৃংখল, মিলিটারী একাডেমীতে কনভেনশনাল ওয়ার ফেয়ারের হাজার কাস্টমসে প্রান ওষ্ঠাগত, একজন প্যালেস্টাইনি গেরিলা, আমার খুব প্রিয় একজন সিনিয়র।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩০

লেখাজোকা শামীম বলেছেন: অসাধারণ । ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬

সৌম্য বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩২

আকাশচুরি বলেছেন: +

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৪

খোকন জিও বলেছেন: + প্রিয়তে

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬

সৌম্য বলেছেন: ধন্যবাদ খোকন ভাই।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫

আহসান হাবিব শিমুল বলেছেন: আমি নপুংশক, আমরা নপুংশক, এই পৃথিবীর মানুষেরা নপুংশক, এই সভ্যতা নপুংশক।

সবার চোখের সামনেই যুগযুগ ধরে সংঘটিত হচ্ছে এত বড় নৃশংসতা, অথচ কোন শালাই কিচ্ছু বলে না? ধিক এ সভ্যতা।

এরপর কোন প্যালেস্টাইনি তরুন যদি আত্মঘাতি হামলায় উড়িয়ে দেয় ইসরায়েলি কোন রেস্তোরা, সেটাই হবে ন্যাযুদ্ধ।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭

সৌম্য বলেছেন: যুদ্ধ জিনিসটাই ঘৃনার, ইজরায়েল কিংবা পাকিস্তানের মুলনীতি অনুসারে সব মানুশ সমান নয়। হায় ঈশ্বর, একবিংশ শতাব্দিতেও মানুষ সভ্যতা পেল না।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬

নিবিড় অভ্র বলেছেন: স্যলুট সব ফিলিস্তিনীকে.....

মোসাড সেই কাজই করেছে, যা ৭১ এ পাক বাহিনী করেছিল; হাল ধরতে পারার মত কান্ডারিদের হত্যা করেছে... প্যালেস্টাইনকে অবদমিত করে রাখার জন্য

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮

সৌম্য বলেছেন: পাকিস্তান এবং ইজরায়েল দুটোই ধর্মভিত্তিক রাষ্ট্র। যেখানে সব মানুষ সমান এটাই স্বীকার করা হয় না।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮

মাজেদুল ইসলাম বলেছেন: খুবই খারাপ লাগলো শেষের দিকটা পড়ার পর।ধন্যবাদ এমন একটা ঘটনা আমাদের জানানোর জন্য।

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০২

সৌম্য বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ।

১০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০১

অ্যামাটার বলেছেন: মর্মান্তিক...
কি বলব...ভাষা খুজে পাচ্ছি না...

অফটপিক: সৌম্য ভাই, কত তম লং? আপনার ঐ সিরিজটা পড়া হয় নি, এখনও কি ফোর্সে আছেন?

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৯

সৌম্য বলেছেন: জ্বী না। লিগামেন্ট ছিড়ে বের হয়ে আসছিলাম ট্রেনিং শেষ করার আগে।
৫০ লং। প্যালেস্টাইনিরা ছিল ৪৭ এ।

১১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৪

অ্যামাটার বলেছেন: "সে, নো টু যায়োনিজম"

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১০

সৌম্য বলেছেন: হুম। সিএন এন দেখছেন আজকে? চান্দা তুলতেছে দেখলাম ইজরায়েলীদের রক্ষায়। ইজরায়েলীরা নিজেদের হিযবুল্লাহ দের রকেট হামলা থেকে বাঁচতে আর্মার্ড ট্যাঙ্ক ঢুকায় দিছে। সাবাশ আত্মরক্ষা।

১২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৬

পারভেজ রবিন বলেছেন: +
লেখাটিকে এইমাত্র স্টিকি করা হল। ভাল সিদ্ধান্ত।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৮

আরিফ থেকে আনা বলেছেন: অসম্ভব রকম ভাল লাগল

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১১

সৌম্য বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৯

আনিস সিজার বলেছেন: যুদ্ধ জিনিসটাই ঘৃনা

+ + + + + + +

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১১

সৌম্য বলেছেন: সবধরনের বর্বরতাই ঘৃনার পাত্র।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৯

উন্মোচক বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১০

সাইফুর বলেছেন: স্টিকি করায় অভিনন্দন

প্রিয়তে

১৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১২

সাইফুর বলেছেন: মানবতা নিয়ে বড় বড় বুলি যারা দেয় তাদের নিশ্চুপ দেখে অবাক হই

১৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১২

লেখাজোকা শামীম বলেছেন: পশ্চিমারা এমন ভাব করে যেন ধর্মভিত্তিক রাষ্ট্র বিষয়টা জঘন্য। অথচ ওরাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেবল ইহুদী ধর্মের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র বানাল যাদের নিজস্ব ভূমি নেই। প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে প্যালেস্টাইন তাদের ভূমি।
সম্পূর্ণ ইহুদী ধর্ম গ্রন্থের দেয়া তথ্যের উপর ভিত্তি করে গড়ে উঠল দখল করা জমির উপর ইসরাইল নামক একটি দখলবাজ রাষ্ট্রের। ব্রিটিশরা ছিল প্রথম মদদদাতা, আর এখন আমেরিকা।
পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম রাষ্ট্রের মদদদাতারা বলে তারা নাকি আধুনিক ? অন্যদের ধর্ম মানে মৌলবাদী আর ওদের সেই প্রাগৈতিহাসিক গুহাবাসী ধর্ম আধুনিক। হায় ! পশ্চিমা সভ্যতা !

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৬

সৌম্য বলেছেন: স্বাধীনতার সুফল কিন্তু সবসময় বিশেষ মহল ভোগ করে। আশা করি একদিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু ওদের জাতিস্বত্তা কি হবে? আরব বিশ্ব ধারনাটাই অদ্ভুত লাগে। যেরকম ইহুদি রাষ্ট্র সেরকম ধর্ম দিয়ে জাতির পরিচয় নির্ধারন করাটা বোকামী। আরব, মিশর, লেবানন, আফগানিস্তান, ইরাক, ইরান সবারই আলাদা ঐতিহ্য আর নিজস্ব জাতিস্বত্তা আছে।

১৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৩

ফিউশন ফাইভ বলেছেন: আমার যদি ভুল না হয়, তাহলে ওই সাতজন ফিলিস্তিনী ক্যাডেটের মধ্যে দুজনকে আমি মিলিটারি একাডেমির পাসিং আউটে কাছ থেকে দেখেছিলাম। একজনের চেহারা এখন আমার আবছা আবছা মনে পড়ছে- ফর্সা, বেশ স্মার্ট দেখাচ্ছিল। সে সময় একজন সেনা কর্মকর্তা আমাকে বলেছিলেন, প্রশিক্ষিত ফিলিস্তিনী ক্যাডেটরা প্রথমে বৈরুত যাবে। পরে সেখান থেকে ফিলিস্তিনে ঢুকবে।

ভালো লাগল পড়ে।

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩১

সৌম্য বলেছেন: আপনি ঠিক। ৪৭এর সাথে পাসিং আউট করছিলো টোটাল ৭জন। ৪৭এর ম্যান পাওয়ার বেশি থাকায় সবাই প্যারেডে মিলে নাই। প্রথমে জয়েন করেছিলো ৩০জনের মতো। কিন্তু খুব উচ্ছৃংখল আর কনভেনশনাল ওয়ারফেয়ারের উপযুক্ত না হওয়ায় বাদ পড়তে পড়তে ৭জন ছিল শেষে। হিজবুল্লাহর মদতদাতা লেবানন। বৈরুতে শুনছি ওদের ট্রেনিং ক্যাম্প আর ঘাঁটি আছে।

২০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৩

আহসান হাবিব শিমুল বলেছেন: "দৃষ্টি আকর্ষন"-এ নেয়া সামুর মডুদের ধন্যবাদ।

সা,মুর মডুদের কিছু সিন্ধান্ত সাইবার অ্যাকটিভিজমকে অনুপ্রানিত করে।

২১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৫

অ্যামাটার বলেছেন: তবে ফিলিস্তিনদের এই দুর্দশার জন্য আরব রাজতন্ত্রগুলোর মার্কিন দালালীও সমান দায়ী।

যা হোক, কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ পোষ্টটা স্টিকি করার জন্য।

২২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৬

ফারহান দাউদ বলেছেন: লেখাটা প্রিয়তে গেল।
সা,মুর মডুদের কিছু সিন্ধান্ত সাইবার অ্যাকটিভিজমকে অনুপ্রাণিত করে।

২৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৮

মমতা জাহান বলেছেন:

২৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৯

নোটিশবোর্ড বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ লেখাটির জন্য। একই সাথে আপনাকে অনুরোধ করবো, সম্ভব হলে ছবিটি সরিয়ে অন্য ছবি ব্যবহার করার জন্য। আহত রক্তাক্ত সন্তানকে বহণ করার এ দৃশ্য অনেকের জন্য হয়ত সহনীয় নাও হতে পারে।

শুভ ব্লগিং।

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৪

সৌম্য বলেছেন: হুম। এভাবে ভাবি নাই। সরায় দিচ্ছি

২৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৯

মমতা জাহান বলেছেন: সরি ছবি আডলোড করা শিখতেছিলাম। হঠাৎ অপ্রাসঙ্গিক পড়ে গেছে। সরি।

২৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৫

মাছুম পলাশ বলেছেন: সামহোয়ারে এই প্রথম মন্তব্য করছি। এতটুকু পড়ার পরে মনের অবস্থা যে কি তা বোঝাতে পারবো না। শুধু এতটুকু বলব ইসরাঈল আর কতকাল এই ঘৃণ্য ও নৃসংস হত্যাকান্ড চালাবে। বিশ্ব নেতৃত্বের কি কিছুই করার নেই? মেহের সহ সবার আত্মা শান্তি পাক

২৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৬

পারভেজ বলেছেন: সমাপ্তি পড়ে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকলাম।
শহীদদের জন্য থাকলো শ্রদ্ধা।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৮

অ্যামাটার বলেছেন: @নোটিশবোর্ডের অনুরোধটা ভাল লাগেনি। ইজরাইলের নৃশংসতার চিহ্ন চোখের সামনে থেকে সরিয়ে দিলেই কি তাদের বর্বরতা মুছে যাবে!

২৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৯

একরামুল হক শামীম বলেছেন: কি বলবো বুঝতে পারছি না.....


লেখাটার জন্য আপনাকে ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৭

সৌম্য বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।

৩০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৯

বিবিধ বলেছেন: অসাধারণ। খুবই ভালো লাগলো।

লেখাজোকা শামীম বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম রাষ্ট্রের মদদদাতারা বলে তারা নাকি আধুনিক ? অন্যদের ধর্ম মানে মৌলবাদী আর ওদের সেই প্রাগৈতিহাসিক গুহাবাসী ধর্ম আধুনিক। হায় ! পশ্চিমা সভ্যতা !

একমত।

৩১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: লেখাটার জন্য ধন্যবাদ । মৃত মাছের চোখে অসহায় ভাবে হাতের তালুর রেখায় চেয়ে থাকি ।

৩২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩০

মমতা জাহান বলেছেন:
যারা নিরিহ শিশুদের হত্যা করছে তাদের জন্যে একরাশ ঘৃনা।
ঘৃণা জাতি সংঘের জন্যে। ইসরাইলের জন্যে। আমেরিকার জন্যে । অভিশাপ অন্তর থেকে।

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩১

শেরিফ আল সায়ার বলেছেন: যখন পড়ছিলাম তখনও বুঝতে পারছিলাম হঠাৎ কেনো এই পোষ্টটাকে স্টিকি করা হলো। কর্তৃপক্ষতো শুধু শুধু কোনো পোষ্টকে স্টিকি করে।

একদম শেষ পেরায় এসে থমকে গেলাম।
কিছু কিছু কথা খুব ভাবালো।
যেমন, আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের মতো ওরা মিলিটারী ক্যাম্পে ওরা আসেনি। ওরা তো জন্মের পর থেকে রক্তের বন্যা দেখে দেখে বড় হয়েছে। সত্যিতো এই বাস্তবতাটা ভেবে দেখিনি।
তারপর আমাদের ছেলেরা ট্রেনিং শেষে ঘরে ফিরবে ছুটিতে আর ওরা সরাসরি যাবে যুদ্ধক্ষেত্রে।

বর্তমান বস্তবতায় এখন সেখানে যা চলছে তা এক অমানবিকতা। সারা বিশ্বের হর্তকর্তারা কি করছেন আমি জানি না। দফায় দফায় বিমান হামলায় সেখানকার অগনিত মানুষের রক্ত ঝরছে; কিন্তু পৃথিবীর মানুষের কিছুই করার নাই।

এখন আমার সামনে আমার মা- বোন বসে আছে। মন্তব্য লিখতে লিখতে ঘটনাটা শুনালাম; আমার মতো তারাও স্তম্ভিত।
ধন্যবাদ কি করে দিবো!!

তবে এমন একটি ঘটনা ব্লগে তুলে আনার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।
ভালো থাকবেন সৌম্য ভাই।

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩১

উন্মোচক বলেছেন: লেখক বলেছেন, টিভিতে ইজরায়েলী গণহত্যা দেখলেই মনে পড়ে ভয়ানক লম্বা, ছিপছিপে এক তরুন, বাদামী চোখের কারনে কোন এক্সপ্রেশন ধরা পরে না। ভয়াবহ বেয়াড়া, বিশৃংখল, মিলিটারী একাডেমীতে কনভেনশনাল ওয়ার ফেয়ারের হাজার কাস্টমসে প্রান ওষ্ঠাগত, একজন প্যালেস্টাইনি গেরিলা, আমার খুব প্রিয় একজন সিনিয়র।

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৯

ম্যাভেরিক বলেছেন: সাধারণ ভাষায় অসাধারণ মমতায় লেখা। আজকাল মমতা কম চারপাশে। আর আমি আশা করে যাই, আমার ধারণা যাতে ভুল হয়।

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪১

অমাবশ্যার চাঁদ বলেছেন: খুব কস্ট লাগল।

৩৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৩

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: অসাধারন একটা লেখা। প্রিয়তে। মনটা কেমন যেন করছে........:(

৩৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৭

মজলুমের কন্ঠসর বলেছেন: বয়স দশ হবার আগেই একে৪৭এর সাথে তাদের পরিচয় হয়।

একাডেমীতে একটা গান শুনতাম, আই ডোন্ট ওয়ান্ট মাই টিনেজ কুইন, আই জাস্ট ওয়ান্ট মাই টি-৫৬।
টিনেজ কুইনের সাথে পরিচয় হবার সুযোগ পাবার অনেক আগেই বেশিরভাগ কিশোর পঙ্গু হয়ে যায়।
কিংবা ইজরায়েলী হেলিকপ্টার গান শিপ গুলো ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যায়।

চাপা কষ্টে বুক ভরে গেছে।হায়রে সালার একবিংশ সভ্যতা।

এটাই তাহলে একবিংশ সভ্যতা।

৩৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১১

সিহাব চৌধুরী বলেছেন:
আহা, মেহের আহা !
ইসরায়েল আর মোসাদের জন্য থু থু ...

৪০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১৩

মেহরাব শাহরিয়ার বলেছেন: দু'ফোটা অশ্রু নেমে এল,তাও বুঝে উঠতে পারিনি
এর বেশি কিছু বলতে পারলাম না , পারিও না .........

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩২

সৌম্য বলেছেন: দুর্বল হয়েও বাংলাদেশ সরকার ফিলিস্তিনিদের সাহায্য করছে। আমরা আর কি বা করতে পারি?

৪১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৫

ফারহান দাউদ বলেছেন: একটা পয়েন্টের দিকে চোখ ফিরাই। ইদানিং দেখলাম কতিপয় অতি বুদ্ধিমান অগ্রসর চিন্তাবিদ আর আমেরিকার সুবিধাভোগী দালালগোত্রীয় লোকজন একটা কথা খুব চালু করেছে,যে প্যালেস্টাইনিদের এই দুর্দশার জন্য তারা নিজেরাই দায়ী,ইসরায়েলীদের শক্তি না বুঝে তাদের সাথে লড়তে গিয়েই এই হাল। বরং প্যালেস্টাইনিদের উচিত ইসরায়েলিদের এই শক্তিকে সালাম করে নতমুখে তাদের আধিপত্য মেনে নেয়া,কারণ ইসরায়েল এতই শক্তিশালী যে বোকা ফিলিস্তিনি ছেলেগুলোকে ওরা গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেবে। এদের কথা শুনে মনে পড়লো,মানে যতদূর পড়েছি আরকি,১৯৭১ এও যখন আমাদের মুক্তিবাহিনীর ছেলেরা থ্রি-নট-থ্রি আর স্টেনগান সম্বল করে স্বাধীনতার জন্য সুশিক্ষিত পাকবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল,তখন কিছু মেরুদণ্ডহীন আর গোলাম আযম আর নিজামীর মত দালালরা একই কথা বলেছিল। বলেছিল মুক্তির ছেলেদেরই দোষ,তারাই দেশটায় অরাজকতা আনছে,তারা দুষ্কৃতিকারী,তাদের জন্যই এই দুর্যোগ। ওরা তো মরবেই,সবাইকে মারবে,পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাকিস্তানি আর্মি ওদের পিষে ফেলবে। ইতিহাস কিভাবে যেন ফিরে ফিরে আসে,যেমন ফিরে আসে সুবিধাভোগী মীরজাফররা। ওদের জন্য একটাই কথা,মুক্তিকামী মানুষ যখন স্বাধীনতার জন্য লড়ে,তারা পরিণতির কথা ভেবে লড়েনা,জয়পরাজয়ের কথাও ভাবেনা। জয় হোক ফিলিস্তিনি যোদ্ধাদের,জয় হোক পৃথিবীর সকল স্বাধীনতাকামী যোদ্ধাদের। ইসরায়েল নিপাত যাক,যেমন গিয়েছিল বর্বর পাকবাহিনী।

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৯

সৌম্য বলেছেন: ফিলিস্তিনিদের নিয়ে আরেকটা ইস্যু। আরব বিশ্ব ধর্ম দিয়ে জাতিগত ভাবে পরিচয় দেয়। কিন্তু একজন আরব, একজন মিশরীয়, একজন লেবানিজ অথবা ইরাকী কিংবা ফার্সি, সবারই আলাদা আলাদা জাতিস্বত্তা আছে। আরব বিশ্ব চুপ চাপ খালি দেখেই যাচ্ছে। আমেরিকার বানিজ্য জিয়োনিজ গ্রুপের দখলে। আর আমেরিকাকে চটাতে চায়না আরবরা। সবাই নিজের চামড়া বাঁচায় চলে।

৪২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৫

'লেনিন' বলেছেন: সৌম্য তাহলে লং কোর্স করা? ৫৬তম ব্যাচ কি আপনাদের সাথে দেখা হয়েছে?

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩০

সৌম্য বলেছেন: আমি ৫২ পর্যন্ত পেয়েছিলাম।

৪৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৯

নিঃসঙ্গ বলেছেন: লেখাটার জন্য ধন্যবাদ ।

৪৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৯

একলব্য১৯৭১ বলেছেন: বি এম এর উত্তাল দিনগুলোর কথা মনে করিয়ে দিলেন।অসাধারণ লেখা!

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৭

সৌম্য বলেছেন: বস কত লং?

৪৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৬

মনির হাসান বলেছেন: নিরবতা পালন ছাড়া আর কি করতে পারি আমি ...

৪৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৭

সুশীল সুমন বলেছেন: ইসরায়েল আর মোসাদের জন্য থু থু ...

৪৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০০

নাজিম উদদীন বলেছেন: স্বাধীনতার সৈনিক মেহেরের জীবন বৃথা হতে পারে না।

স্বাধীনতাকামী যেকোন জাতিগোষ্ঠীকে সাহায্যের যে অঙ্গীকার বাংলাদেশ পালন করে যাচ্ছে এটা আসলেই প্রিয় বাংলাদেশের জন্যে আমার মনে শ্রদ্ধা জাগায়।

আচ্ছা আসামের/ সেভেন সিস্টারের কোন মুক্তিকামী সৈন্য কি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং পাচ্ছে?

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২২

সৌম্য বলেছেন: নাহ। ওসব ভারতের অপপ্রচার।

৪৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০৮

নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: খুবই সুন্দর লিখেছেন, খুবই কঠিন বস্তবতা

৪৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১২

একলব্য১৯৭১ বলেছেন: সৌম্য ভাই,আপনার অনুমতি সাপেক্ষে লেখাটির ইংরেজি অনুবাদ করতে চাই।আমার বিদেশী বন্ধুদের জন্য।ওরা জানুক কি করা হচ্ছে মুক্তিকামী প্যালেস্টাইনের সাথে।আমার আইইউটির প্যালেস্টাইনিয়ান বন্ধুরাও জানুক ওদের জন্য এক বুক মমতা নিয়ে বসে থাকা অক্ষম বাংলাদেশিদের অনুভূতির কথা।

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৪

সৌম্য বলেছেন: ফিলিস্তিন কোন স্বার্বভৌম রাষ্ট্র নয়। তাই বাংলাদেশ সরকার তার সাথে সামরিক চুক্তি করতে পারে না। ফিলিস্তিনিদের সাহায্যের ব্যাপারটা সবাই জানে। কিন্তু ব্যাপারটা বিশদ আলোচনা করে না। পররাষ্ট্রনীতি না কি জানি আছে, আমি ঠিক জানি না।

৫০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৫

চাণক্য বলেছেন: ইহাই বাস্তব, এমনি হইত এমনই হইতেছে এমনই হইবে। স্বাভাবিক।

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৫

সৌম্য বলেছেন: কেন হবে? দশমিলিয়ন বছর পরেও কেন মানুষ মানুষকে হত্যা করবে? এমন সব নারী পুরুষকে যাদের সাথে পরিচয় পর্যন্ত নেই।

৫১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৭

কঁাকন বলেছেন: কোন কথা খুঁজে পাচ্ছিনা

ভালো থাকুন

৫২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৩১

ফারহান দাউদ বলেছেন: নাজিমউদ্দিনের মন্তব্যটা খিয়াল কইরা বুঝার চেষ্টা করতাসি। আচ্ছা নাজিমুদ্দিন আসামের ভিতরে কি ভারতীয়রা জেট ফাইটার আর ট্যাংক নিয়া ঢুইকা নিয়মিত শত শত বাচ্চারে খুন করে? আর করলেই কি ইসরায়েলিদের খুনাখুনি জায়েজ হয়া যায়? খুব খিয়াল কইরা।

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৭

সৌম্য বলেছেন: ইনসার্জেন্সি সবদেশেই আছে। মোটামুটি সবদেশে। স্বাধীনতার যুদ্ধ, অস্তিত্ব বাচানোর যুদ্ধ আর বিচ্ছিন্নতাবাদ ভিন্ন জিনিস। তাই না?

৫৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৮

ভাঙ্গা পেন্সিল বলেছেন: অসাধারণ কাহিনী পড়ে মন খারাপ হয়ে গেল

৫৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৩

হুমায়রা হারুন বলেছেন: অসম্ভব সুন্দর একটা লেখার জন্য ধন্যবাদ সৌম্য।

৫৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৫

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

@নাজিম সাহেব
আপনার ভারত প্রীতি আমাকে মুগ্ধ করে । যার জন্য স্পর্শকাতর একটা প্রশ্ন আপনি অত্যন্ত মমতা নিয়ে তুলেছেন ।
প্রশ্নের মুখটা আপনার দিকে ঘুরিয়ে দেই-- অর্থাৎ উত্তরটা আপনার কাছ থেকেই জানাতে চাইছি ।

"আচ্ছা আসামের/ সেভেন সিস্টারের কোন মুক্তিকামী সৈন্য কি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং পাচ্ছে?" -- আপনার কি মনে হয় ? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিশ্চয় এ -বিষয়ে আপনারও একটা ধারণা আছে । সেই ধারণাটা জানতে চাইছি ।

৫৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৪

অচেনা সৈকত বলেছেন: মর্মস্পর্শী লেখা।

৫৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৭

মাহমুদুল হাসান রুবেল বলেছেন: অনেকদিন পর চোখ দিয়ে পানি পড়লো । কিছু লিখতে মন চাচ্ছে না । মানুষ ভাল থাকুক । অনেক ভাল ।

৫৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২১

নূহান বলেছেন: :(

৫৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৪

নিম পাতা বলেছেন: আমরা তো সবাই একই পিতার সন্তান,তাই না

৬০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৬

রাজর্ষী বলেছেন: খুবই ভালো লাগলো

৬১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:২১

রাশেদ বলেছেন: মন খারাপ হওয়া বাস্তব কাহিনী।

৬২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
পড়ার সময় ভাবছিলাম শেষটা যেনো কষ্টের না হয়...যদিও সেই অবশ্যম্ভাবী কষ্টের কথাই পড়তে হলো..........।

ভীষন মন ছোঁয়া..........জীবনের গল্প।
শুভেচ্ছা রইলো সৌম্য।
মেহের এবং ওর সংগীদের আত্মার শান্তি কামনা করছি।

৬৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৮

শফিউল আলম ইমন বলেছেন: মর্মান্তিক। কি বলব বুঝতে পারছিনা। পশ্চিমারা নিজেরা আগ্রাসন চালাচ্ছে আবার ইসরায়েলের আগ্রাসনকে ও সাপোর্ট করে যাচ্ছে। সাধারন হিসেবে প্রতিবাদ আর ঘৃণা করা ছাড়া আর কিছু নাই।
আপনি অসাধারন লিখেছেন।

৬৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৪

মুকুট বলেছেন: ভাষা হারিয়ে ফেললাম, কি বলব!!! সকল মেহেরদের জন্য থাকল সশ্রদ্ধ ছালাম, আগামীর মেহেরটা মুক্ত করুক প্যালেষ্টাইনকে, নিশ্চিহ্ন করে দিক বর্বর ইসরাইলকে। শুভকামনা প্যালেষ্টাইন তোমার জন্য!!!!!!!

৬৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৬

মারুফ আল্লাম বলেছেন: অত্যাচারীদেরও শেষ আছে। আমরা তাকিয়ে আছি সেই শেষটি দেখবার জন্যে।

সভ্যতার মুখোশধারী রাষ্ট্রগুলোর প্রতি শত ধিক!

৬৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৯

পথিক মানিক বলেছেন: চমৎকার উপস্হাপনা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

৬৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৫

ফেরদাউস আল আমিন বলেছেন: ১৯৭৭ সালে বুয়েটেও কিছু ফিলিস্থিনি পড়তে এসেছিল, কিন্তু অধিকাংশ মনে হয় পড়াশুনা শেষ করেনি।

৬৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১২

কেবলা কান্ত বলেছেন: আমি এক বহুজাতিক কোম্পানীতে চাকরি করি। এখানে অনেক সময় আরও বিদেশী সার্ভিস কোম্পানি কন্ট্রাকচুয়াল সার্ভিসে আসে। আবুধাবিভিত্তিক এক কোম্পানি, নাম আল্‌-মানসুরি এমনই এক সার্ভিস কোম্পানি। এই কোম্পানীর এক প্যালেস্টাইনি যুবকের সাথে আমার পরিচয় হয়, নাম তার হোসাম। ওর কাছে শুনলাম বিগত ৪ বছর ধরে ইসরায়েলী অবরোধের কারনে সে তার পরিবারের কাছে যেতে পারছেনা। যোগাযোগের একমাত্র মাধ্যম টেলিফোন। শোনার পর বেশ কিছুক্ষন কোনও কথা খুঁজে পাইনি। শুধু ওর দিকে তাকিয়ে ছিলাম। হোসাম এর দৃষ্টি ভাবলেশহীন, সে হয়তো জ্ঞান হবার পর থেকেই বিচ্ছেদের সাথে বন্ধুত্ব পেতেছে।

৬৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২২

সত্যের মত বদমাশ বলেছেন: আবেগে বাকরুদ্ধ আমি!

৭০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭

বাবুয়া বলেছেন:
সাবলীল বর্ণনায় আর অসাধারণ মমতায় লেখা। আজকাল মমতা কম চারপাশে। স্যালূট মেহের কে, স্যালূট অন্য সব প্যালেস্টাইনী বীর শহীদদের। শুভকামনা প্যালেষ্টাইন তোমার জন্য!!!

আমিও সেভেন্থ লং কোর্সের ক্যাডেট ছিলাম। আপনার লেখা পড়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম বি এম এ'র দিন গুলিতে!

@নাজিমুদ্দীনের মন্তব্যের শেষ প্যারাটা বালখিল্য এবং ঔদ্ধতপূর্ণ! তাকে ধিক্কার জানাচ্ছি-ঐ মন্তব্যের জন্য।

কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ পোষ্টটা স্টিকি করার জন্য।

লেখকের প্রতি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই পোস্টের জন্য।

৭১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৪

আহসানুল কবীর তুহিন বলেছেন: হায়রে দেশ! শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে এই বর্বরতা, পাশাপাশি সোদি কুয়েত অন্যান্য দেশের আমীর রা মাইয়া লৌক নিয়া ব্যস্ত

৭২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯

জেরী বলেছেন: লেখাটা পড়ে ......স্তব্ধ........নির্বাক.....।

ভাইয়াকে ধন্যবাদ অসাধারণ লেখাটার জন্য।

৭৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫১

সাঈফ শেরিফ বলেছেন: অশ্রু, রক্ত, ঘাম ও বারুদের কথকতা শিরোনামে একটা কিছু লিখতে চেয়েছিলাম। কোরবানির রক্ত দেখানোর অপরাধে সুধী সমাজ আজ সরব। কত সন্তান তাদের প্রিয় বাবা মা ভাই বোন কে চোখের সামরে লাশ হতে দেখেছে তার খবর কি কেউ রাখে।


বাঙালি নতুন প্রজন্ম কি জানে কখন মানুষের মাঝে বিপ্লবী রক্ত ঢেউ ফুসে ওঠে, কতটা কষ্ট বুকে ধারণ করলে এক এক জন আত্মঘাতী বোমারু হয়? আমরা বাস্তবতা দেখি দখলদারদের মিডিয়ার দর্পনে যার পুরোটাই বেসামরিক সন্ত্রাসীদের রক্তে মাখা বেয়নট ।

মুক্তিযুদ্ধ ও কারো কারো কাছে সন্ত্রাস, আর সন্ত্রাসী যুদ্ধ কারো কাছে আত্মরক্ষার নির্মম মাধ্যম।

প্রিয় পোস্টে।

৭৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫১

নির্বাসন বলেছেন: আহারে...
যখনি টিভিতে ফিলিস্তিনি কিশোরদের ইস্রায়েলী ট্যাঙ্ক উদ্দেশ্য করে ঢিল ছুড়তে দেখি তখন কেন যেন আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা মনে পড়ে যায়। আসলে আমরা তো এক অর্থে অনেক ভাগ্যবান, ফিলিস্তিনীরা যে জীবন যাপন করছে তা বিবেকবান মানুষের সহ্য করা খুব কঠিন।
কিন্তু বাস্তবতা হলো আমাদের বিবেক আমরা বাধা দিয়ে রেখেছি সাম্রাজ্যবাদীদের কাছে, এ শেকল কবে ছিড়বে, কবে মুক্তি মিলবে মানবতার?

৭৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০১

অক্ষর বলেছেন: মন খারাপ হওয়া লেখা

৭৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৫

অচেনা বাঙালি বলেছেন: অদ্ভুত অসাধারণ অপূর্ব এবং মনখারাপ করা লেখা ও বিষয়।

৭৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৭

প্রচেত্য বলেছেন: অসাধারণ এ লেখার লেখককে প্রথমে ধন্যবাদ জানাই
শ্রদ্ধা থাকল মেহের-এর প্রতি

৭৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭

মাহবুব সুমন বলেছেন: অসহায় রাগে শরীর জ্বলছে।

৭৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩০

রাজামশাই বলেছেন: কেউ কিছু বলে না রে ...

৮০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪০

আবু সালেহ বলেছেন:
ফারহান দাউদ বলেছেন: এমন একটা পরিণতিরই আশংকা করছিলাম। কি দুর্ভাগ্য এই পৃথিবীর,মানবতার নামে গলা ফাটিয়ে ফেলা মানবাধিকার সংগঠন গুলো এদের নিয়ে কিছুই বলে না,হাজার হাজার ফিলিস্তিনি শিশুর জীবনের কোন দাম নেই। ওদের হয়ে কথা বলতে গেলে আবার এখানে দেখবেন কিছু মহা প্রগতিবাদী এসে বক্তৃতা শোনাচ্ছে,ফিলিস্তিনিদের এই দুর্দশা নাকি তাদের নিজেদের দোষেই,স্বাধীনতার স্বপ্ন বাদ দিয়ে তাদের ইসরাইলের পা চাটা দরকার ছিল।
মেহের এবং সকল শহীদের আত্মার শান্তি হোক।

৮১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫০

পদ্মপুকুর বলেছেন: লেখাটা এগিয়ে গিয়ে এমন ভাবে শেষ হয়েছে যে মনে হয় কোন একটা থ্রিলার গল্প....
কিন্তু আসলে চরম বাস্তব।
আমরা যে বয়সে টিনেজ কুইনের স্বপ্ন দেখি, সেসময় তারা দেখে টি ৫৬ এর স্বপ্ন।
আহারে জীবন!!!

৮২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫১

চন্দন বলেছেন: আল্লাহ তাদের জান্নাতবাসী করুন।

৮৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০১

দিগন্ত বলেছেন: জোর যার মুলুক তার ... এই শেষ কথা। ধন্যবাদ লেখার জন্য।

৮৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৯

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: শ্লা এমেনস্টি কই????
কোন দেশ সন্ত্রাসবাদের মোকাবিলায় কতটা কঠিন আইন করেছে তার জন্য কীভাবে টর্চার করা হবে, সেটা ত খুব জানে, কোনো সন্ত্রাসীকে বেত দিলে তারা রে রে করে ওঠে আর যে এত লোক মারা হচ্ছে রাস্ট্রীয় সন্ত্রাসে তারা এখন কই?

মানবাধিকার রেজুলুসনের কী খবর ইউ এন --এ

৮৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৯

সপ্ন বলেছেন: সাঈফ শেরিফ বলেছেন: অশ্রু, রক্ত, ঘাম ও বারুদের কথকতা শিরোনামে একটা কিছু লিখতে চেয়েছিলাম। কোরবানির রক্ত দেখানোর অপরাধে সুধী সমাজ আজ সরব। কত সন্তান তাদের প্রিয় বাবা মা ভাই বোন কে চোখের সামরে লাশ হতে দেখেছে তার খবর কি কেউ রাখে।


বাঙালি নতুন প্রজন্ম কি জানে কখন মানুষের মাঝে বিপ্লবী রক্ত ঢেউ ফুসে ওঠে, কতটা কষ্ট বুকে ধারণ করলে এক এক জন আত্মঘাতী বোমারু হয়? আমরা বাস্তবতা দেখি দখলদারদের মিডিয়ার দর্পনে যার পুরোটাই বেসামরিক সন্ত্রাসীদের রক্তে মাখা বেয়নট ।

মুক্তিযুদ্ধ ও কারো কারো কাছে সন্ত্রাস, আর সন্ত্রাসী যুদ্ধ কারো কাছে আত্মরক্ষার নির্মম মাধ্যম।

প্রিয় পোস্টে। সহমত@সাঈফ শেরিফ । আমি কি বলব বুঝে পাচ্ছিনা। সৌম্য ভাই আপনাকে ধন্যবাদ এই লেখাটি উপহার দেওয়ার জন্য।

৮৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫

বুলবুল আহমেদ পান্না বলেছেন: মন খারাপ হয়ে যায়......


প্রিয়তে রাখলাম।

৮৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২১

মামু বলেছেন:

৮৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪

মামু বলেছেন:

৮৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৫

মইন বলেছেন: চোখ দিয়ে পানি পরে গেল শেষের লাইনটি পড়ে।

প্রিয়তে।

৯০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৭

মন মণষা বলেছেন:

৯১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫১

স্বজন বলেছেন: চোখের পানি ধরে রাখা গেলনা। কিন্ত এভাবে আর কত দিন? এই জুলুমের কি শেষ নেই। মজলুম মানবতার অসহায় আর্তনাদ কবে স্ফুলিংগ হয়ে জালিমের তখতে তাউস জ্বালিয়ে দেবে। কবে হবে সেই দিন, যে দিন এই পৃথিবীতে আর কোন শিশুর রক্ত ঝরবেনা। আর কোন মেহেরকে ট্রেনিং নেয়ার অপরাধে জীবন দিতে হবেনা। নাকি আদৌ সেই দিন আসবে না ?

৯২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৮

নীলসাধু বলেছেন: ধন্যবাদ সৌম্য ।
অসাধারণ মমতায় লেখা এই লেখাটি উপহার দেওয়ার জন্য।
মেহের এবং সকল শহীদের আত্মার শান্তি হোক।

৯৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫২

শিট সুজি বলেছেন: বি এম এ তে আরো বেশি করে ফিলিস্তিনি ক্যাডেট নেওয়া উচিৎ । এবং তাদের উপযোগী প্রশিক্ষন ব্যবস্থা চালু রাখা উচিৎ।

অসাধারন লেখাটির জন্য ধন্যবাদ।

৯৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৪

জেমসবন্ড বলেছেন:
পৃথিবীর মানুষ এই সমস্যার সমাধান করবেনা বলেই আল্লাহ এতে হস্তক্ষেপ করেবেন ।

কুরআন ও হাদিসে বহু বিবরণ আছে ইহুদীদের সাথে মুসলমানদের যুদ্ধ এবং তাদের পরিণতি সম্পর্কে ।

ঈসা (আঃ) নেমে আসবেন তাদের ধ্বংস করার জন্য ।

৯৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৩

চিটি (হামিদা রহমান) বলেছেন: শুরুটা পড়ে আসছিলাম, শেষে এসে এমন খবর পেতে হবে ??
সামরিক ট্রেনিংপ্রাপ্ত হলেই তাকে মেরে ফেলবে.......কি একটা নিয়ম।

এ সময় বিশ্বের নোবেল......মানবদরদীরা কোথায় যায়।

৯৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪

শওকত হোসেন মাসুম বলেছেন: অসাধারণ। সরাসরি প্রিয়তে রাখলাম।

৯৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৮

কে এম তানভীর আহম্মেদ বলেছেন: মর্মান্তিক। এরকম একটি লেখার জন্য আপনাকে ধন্যবাদ, সরাসরি প্রিয়তে।

৯৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৯

শওকত হোসেন মাসুম বলেছেন: সালটা বলবেন।

৯৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৭

এস,আহমেদ বলেছেন:
সত্যি কি নিশ্ঠুর, কি নির্মম।

হায় মানবতা!
অবুঝ শিশুরা যখন অত্যাধুনিক বিমানের বোমা বর্ষনে নিহত হচ্ছে, অসখ্য নারী হচ্ছে কামানের গুলার শিকার, সাধারণ মানুয যখন নির্বিচারে প্রান দিচ্ছে তখন সেই খুনীদের সমর্থন করে তথাকথিত সভ্য সমাজ বলছে "সবারই অধিকার আছে তার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার"

এই অবুঝ শিশুদের রক্ততের হিসাব তোমাকে চুকাতে হবে হে অন্ধ, বধির মানব বিশ্ব।

১০০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৮

মাইবম সাধন বলেছেন: আগে কখনো এমন লেখা পড়িনি। মূলত এতো স্ট্রং লেখা এবং মানবিকতা সম্পন্ন। অনেক লেখায় পড়েছি ফিলিস্তিন-ইসরায়েল নিয়ে কিন্তু আপনার এ লেখাটি সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন আপনার শব্দচয়ন আর ভাষাজ্ঞান। যথেষ্ট ভালো লাগার মতো শব্দ খুব আপন করে নিলো আমাকে।

সাথে এই লেখাটিকে আমার প্রিয় তালিকায় নিয়ে গেলাম।

১০১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৪

কিরিটি রায় বলেছেন: "খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে.. খেলিছ

ভাঙ্গিছ গড়িছ
নিতি নিরজনে আনমনে.. "
----------------------------------------

নির্বাক দীর্ঘশ্বাসে--
ঘৃণা সবার জন্য(আমাকে সহ)
যে নির্লিপ্ততা অন্যায়কে দীর্ঘতর করে এক অসহনীয় মাত্রায় পৌছে দিচ্ছে!!!!

লেখাটিকে আমার প্রিয় তালিকায় নিয়ে গেলাম।

১০২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৯

হুমায়ুন কবির হাকিম বলেছেন: বিজয়ীরা বরাবরই ভগবান এখানেতে পরাজিতরাই পাপী এখানে....নচিকেতা..........

Click This Link

১০৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০

সুন্দর সমর বলেছেন: ইসরাইল ধ্বংস হোক!

চমৎকার এবং হৃদয় ছোয়া লেখা। আবেগহীন ভাবে আবেগের এমন পরিবেশন হেমিংওয়েকে মনে করিয়ে দিচ্ছে। কেবল ধন্যবাদ জানাতে ইচ্ছে না। সম্ভব হলে আপনাকে বাসায় দাওয়াত করে তিন বেলা খাওয়াতাম।

১০৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৩

অারমান বলেছেন: যারা নিরিহ শিশুদের হত্যা করছে তাদের জন্যে জাতিসংঘের জন্যে। ইসরাইলের জন্যে আমেরিকার জন্যে অভিশাপ অন্তর থেকে।

১০৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

অমাবশ্যার চামচিকা বলেছেন: অসাধারণ! এই ঘটনা জানানোর জন্য ধন্যবাদ।

১০৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

ক্যামেরাম্যান বলেছেন: অসাধারণ । ধন্যবাদ।

১০৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১

শামস শামীম বলেছেন: এত আবেগঘন স্টোরী।

ইনকিলাব জিন্দাবাদ। মোসাদ নিপাত যাক।

ইয়াংকি, তোমার হায়েনাদাদের সামলাও।

১০৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

চিলে কোঠার সেপাই বলেছেন:
এরকম লক্ষ লক্ষ মেহের আছে ফিলিস্তিনিদের ঘরে ঘরে... ঈসরাইলি ট্যাংকে পাথরের কনা নিক্ষেপ করে তাদের বয়োঃপ্রাপ্তি ঘটে...।


স্যমুয়েল পি হান্টিংটনের দৃষ্টিতে ফিলিস্তিনিদের প্রতিবাদ "সভ্যতার দ্বন্দ্ব" হতে পারে ;কিন্তু এটা সম্পূর্ণ জাতীয়তাবাদি আন্দোলন।

১০৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

অকাটমুর্খ বলেছেন: ভালো লাগলো...প্রিয়তে

১১০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

মাহিরাহি বলেছেন: এতে হামাসের সন্ত্রাসীরা নিহত হবার পাশাপাশি প্রায় ৪০০ লোকের বেশী মারা গেছেন যার প্রায় এক তৃতীয়াংশ ফিলিস্তিনি শিশু।

গতকাল রিজওয়ান তার একটি পোস্টে এভাবেই লিখেছেন।

দুরের পাখি বলেছেন: ইসরায়েলের অমানবিকতা অস্বীকার করার উপায় নাই । কিন্তু হেজবুল্লাহ হামাসের অনাচারের কারনে ইসরায়েলি নাগরিকের নিরাপত্তার ব্যাপারটাওতো ওদের সামরিক বাহিনীকে দেখতে হয় । নাগরিকের নিরাপত্তা দিতে না পারলে ওরা ট্যাক্স দিয়া সামরিক বাহিনী পুষে কি বৈসা বৈসা বাল ফেলানোর জন্য

পোস্টের মন্তব্যে আবার ওপরের কথা বলেছিলেন দুরের পাখি

কিন্তু আজকের পোস্টটি পড়লে অনেককিছুই ষ্পষ্ট হয়ে গেছে।

ধন্যবাদ পোস্টের জন্য। এ পোস্টটি আমাদের অনেককিছুই বলে দেয়।

১১১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

মাহিরাহি বলেছেন: দু:খিত রিজওয়ান নয় রেজওয়ান হবে

১১২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৩

হাসান শরিফ বলেছেন: অসাধারন লেখা। যদি আমার কোনদিন টাকা হয়, তাহলে আমি এই স্ক্রিপটাকে নিয়ে চলচ্চিত্র বানাবো। ভালো থাকবেন ভাইয়া।

১১৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৪

অ্যালন বলেছেন:
লেখাটার জন্য আপনাকে ধন্যবাদ.. +

১১৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩

ক-খ-গ বলেছেন: অসাধারন লেখা!

১১৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৮

রশীদ বলেছেন:

১১৬| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩

নাঈম বলেছেন: মানুষ এত নিষ্ঠুর হতে পারে?

১১৭| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৪

আরেফিন জিটি বলেছেন: অসাধারন, আপনাকে ধন্যবাদ
প্রিয়তে রাখলাম +

১১৮| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৫

লিপিকার বলেছেন: কিছু বলার ভাষা নেই.....অসাধারণ একটা জীবনগল্প.......প্রিয়তে রেখে দিলাম

১১৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫২

জানজাবিদ বলেছেন: I am speechless!! You are fortunate to stay with such a martyr.

The most impressive thing is ALL of them chose to return to their motherland and took risk on their lives. They could easily take refuse in other countries.

১২০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৩

নুরুন্নবী হাছিব বলেছেন: সত্যিই...অসাধারন...

১২১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৯

অরণ্যচারী বলেছেন: অসাধারন লেখা। প্রিয়তে।

১২২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৯

তিতা করোলা বলেছেন: NOTHING TO SAY 100+

১২৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১১

খলিল মাহমুদ বলেছেন: ভাষা হারিয়ে যায়, এতোটা করুণ।

১২৪| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩০

সুখি মানুষ বলেছেন: লেখাটির শেষাংশ মর্মবিদারী। কিন্তু শত্রুর মুখোশ উন্মোচনে এ ধরনের লেখা বড় একটি ভূমিকা রাখবে।

আপনাকে অশেষ ধন্যবাদ।

আল্লাহ্‌র কাছে ফরিয়াদ তিনি যেন, বিশ্ব নেতৃবৃন্দের সুমতি দিন এবং ফিলিস্তিনকে মুক্ত করে দিন।

১২৫| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭

দ্রোহি বলেছেন: কিছু বলার নেই; কেবল নিজের মাঝে অনুভব করি এক অক্ষম ক্রোধ। মেহেরের মত আরও কত শত তাজা প্রাণ নিহত হয়েছে মোসাদের হাতে তার কোন হিসাব নেই।

আমার একজন বন্ধু ছিল বশীর। সিরিয়ার এক তরুন, নেদারল্যান্ড এ পড়তো। তাকে মোসাদ হত্যা করেছিল শুধুমাত্র তাদের দ্রোন মিসাইল প্রজেক্টের সার্ভার হ্যাক করার প্ল্যান করেছিল বলে। বশীরের সাথে আরও ৬ জন কেও হত্যা করে তারা বিশ্বব্যাপী।

মোসাদের দক্ষতা নিয়ে কোন প্রশ্ন নেই। তারও চেয়ে বড় বিষয়, তারা বিশ্বাসঘাতক তৈরী করে খুব সহজেই। এটাই তাদের শক্তি।

মেহের এবং সকল প্যালেস্টাইনী নিহতের আত্মার শান্তি কমনা করছি।

লেখককে ধন্যবাদ।

১২৬| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০২

সুখী মানুষ বলেছেন: গুছানো লেখা, মন ছুঁয়ে গেল :(

১২৭| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১১

নাফিস ইফতেখার বলেছেন: নির্বাক হয়ে গেলাম........আর কিছু বলার নেই.........আপনাকে ধন্যবাদ জানানোর ভাষাও আমার জানা নেই.........

১২৮| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১২

নাফিস ইফতেখার বলেছেন: প্রিয়তে নিলাম.........ভালো থাকুন.........

১২৯| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৪

ইসানুর বলেছেন:

১৩০| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৪

নকীবুল বারী বলেছেন: পড়লাম.........এবং আবার পড়লাম......
ফিলিস্তিন বিষয়ে কিছু বলার নেই.......শুধু কষ্ট পেয়েই যাই আর বুকে জমে তীব্র ঘৃণা....আর অসহায়ত্ব।
ধন্যবাদ অসাধারণ এই লেখার জন্য.............

১৩১| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২২

শিবলী বলেছেন: নির্বাক হয়ে গেলাম

১৩২| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৭

ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ার মতো লেখা!!! প্লাস দিয়ে বা প্রিয়তে নিয়েও মনে হলো শ্রদ্ধা দেখানোর জন্য অন্য কোন ব্যবস্থা থাকলে আরো ভাল হতো। মেহেরের জন্য আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।

১৩৩| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৬

আনিক বলেছেন: Salam 4m 36 LC

১৩৪| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৯

একলব্য১৯৭১ বলেছেন: সৌম্য ভাই,আমি ৫৩ তে ছিলাম।৩ মাস পর স্বেচ্ছা-অবসর নিয়ে চলে এসেছি মিলিটারি লাইফের সাথে খাপ খায়নি দেখে।৫০ এর রায়হান স্যার ছিলেন আমাদের সার্জেন্ট-অসাধারণ একজন মানুষ।

৪৪/৪৫ এর আমার এক কাজিনের পাসিং আউটের সময় প্যালেস্টাইনি ক্যাডেটদের কয়েকজনের সাথে দেখা হয়েছিল।লম্বা,টকটকে ফরসা চেহারা আর একেবারেই শিশুদের মত কোমল মুখভঙ্গি-আমার কাজিনের রুমে এসে নিঃসংকোচে আমাদের সাথে গল্প করছিল মিষ্টি খেতে খেতে।জিসি আজেম অথবা আজের নামে একজনের কথা মনে আছে-বেশ কিছুক্ষন গল্প করেছিলাম।হয়ত সে এই সাতজনের একজন-এরকম সম্ভাবনা আছে কি??বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আপনার লেখা পড়ার পর যখন সেই ভাসা ভাসা মনে পড়া সরল মুখটার কথা ভাবলাম।

পুনশ্চঃ বস আপনার লেখাটার ইংরেজি অনুবাদ করতে চেয়েছিলাম(অবশ্যই আপনার কপিরাইটের পূর্ণ উল্লেখ সহ)...ইয়ে মানে,দেয়া যায় কি?আর যদি আপনি স্বহস্তে অনুবাদ করেন সেটার এক কপি পেতে পারি কি?

১৩৫| ০৬ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০০

ভাইটামিন বদি বলেছেন: এই যুদ্ধাপরাধীদের এখনই বিচার চাই....প্রমান নষ্ট হওয়ার আগেই...

১৩৬| ০৬ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৪

গরীব বলেছেন: চমৎকার। ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে বেশি বেশি লেখা চাই।

১৩৭| ০৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১১

ক্যানাডিয়ান-মামু বলেছেন: FORMULA:
__________

Bush ≠ Hitler

As, Muslim ≠ Jews

If, Bush = Hitler
then, Muslims = Jews (proved)

Other religions are appeared to be safe now

১৩৮| ০৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৪

নীরজন বলেছেন: আমি............আমি কোন কিছু বলার ভাষা পাইতেছি না.........

মেহেরদের জন্য ভালোবাসা রইলো......

১৩৯| ০৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৯

বিজ্ঞ পোকা বলেছেন: এরকম পোষ্টে আবার লোকে কি করে মাইনাস দেয় বুঝিনা...

১৪০| ০৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৩

দ্বিধা বলেছেন: অসহায় রাগে শরীর জ্বলছে।

১৪১| ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৭

তায়েফ আহমাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সৌম্য।
কালকের প্রথম আলোতে একটা উপসম্পাদকীয় পড়ে সেটাও পাঠালাম।
Click This Link

সবার জন্য। পড়বেন, আশা করি।

১৪২| ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২০

অনার্য তাপস বলেছেন: কষ্টকর এবং বেদনাদায়ক।

১৪৩| ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৯

পাপী বলেছেন: অসাধারণ! এটা যে বাস্তব সত্য তা বিশ্বাস করতে কষ্ট হয়। একটানে পড়ে গেলাম। লেখার জন্য ধন্যবাদ। প্রিয়তে গেল।

১৪৪| ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৭

যুগান্তকারী বলেছেন: সমবেদনা রইল প্যালেস্টাইনিদের জন্য।তবে ওদের দোষগুলান শুধরাইতে বলেন+ওদের মেয়েদের ভালো হতে বলেন।

১৪৫| ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৪

আহসানুল কবীর তুহিন বলেছেন: যুগান্তরী কি কইবার চান ক্লিয়ার করেন।

১৪৬| ০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৮

তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: মেহের ও তার সঙ্গীদের আত্না শান্তি পাক। অসাধারণ লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয়তে নিলাম।

১৪৭| ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭

মাহমুদ... বলেছেন: অসম্ভব সুন্দর লেখা এবং লেখার স্টাইল।
অনেক ধন্যবাদ সৌম্য।
আপনার আরো লেখার অপেক্ষায় রইলাম........

১৪৮| ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০১

অরণ্য আনাম বলেছেন: প্রিতে রাখলাম

পরে পড়ে নেব

১৪৯| ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৭

অমাবশ্যা বলেছেন: যেভাবে দিনে দিনে ফিলিস্তিন দখল হলো (মানচিত্র)

Click This Link

১৫০| ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৩

েপচাইললা বলেছেন: আহসান হাবিব শিমুল বলেছেন: আমি নপুংশক, আমরা নপুংশক, এই পৃথিবীর মানুষেরা নপুংশক, এই সভ্যতা নপুংশক।

সবার চোখের সামনেই যুগযুগ ধরে সংঘটিত হচ্ছে এত বড় নৃশংসতা, অথচ কোন শালাই কিচ্ছু বলে না? ধিক এ সভ্যতা।

এরপর কোন প্যালেস্টাইনি তরুন যদি আত্মঘাতি হামলায় উড়িয়ে দেয় ইসরায়েলি কোন রেস্তোরা, সেটাই হবে ন্যাযুদ্ধ।

সহমত।

ধন্যবাদ, পোস্টের জন্য।

১৫১| ০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

যুগান্তকারী বলেছেন: To আহসানুল কবীর তুহিন vhai Arab country gulote jan taholei bujhben oder mey der koto gun(speacially UAE er Hotelgulate).Ar palestiner cheleder to kas theke dekhsi Beadop+bod+shob dhoroner Akam kukamer jonno potu.2 bosor age to palestiner ek chele hall(room) e tar girl friend nia ashchilo boila University ore dismiss korse.erokom bohut kahini tobe shobai na kisu bhalo ase(khubi alpo).Ekta duita hole kotha chilo kintu beshir bhagoy boder ekshesh.I think you are clear now.

N:B:Bangla lekha hossena(pc problem)

১৫২| ০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: @যুগান্টকারী , তোমার হলে বদমাইশ ফিলিস্তিনিরে দেখছ তার গার্ল ফ্রেন্ড নিয়া রুমে আইছে।
তোমার ওখানে আরো কয়েকটা বদমাইশ ফিলিস্তিনিকে দেখছ তো সব ফিলিস্তিনি বদমাইশ।

এই কয়টারে নিয়া সব গুলারে জাস্টিফাই কর। অনেক গিলুতো তোমার।

আরেকটু গবেষনা কর। নোবেল পুরুসকার পাইতে পার।

১৫৩| ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৬

যুগান্তকারী বলেছেন: ভ্রুক্ষেপিত জ্ঞান amar ghilu nia gobeshona korar apnar dorkar nai.amar montobbo pore dekhen ami shobaike boli nai,tobe ei porjonto probashe onek palestini dekhlam beshir bhagoy bodmaish kisu bhalo lok nai amito tato boli nai.montobbo korar age bhalo kore pora uchit chilo.

১৫৪| ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৪

এখনই সময় বলেছেন: দূর্বল চিত্তের ব্লগারদের নিচের লিংন্কে না যাবার জন্য অনুরোধ করছি।

http://www.israilboykot.com/rezillikleri.php

১৫৫| ০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৮

মুক্ত মানব বলেছেন: মন ছোঁয়া লেখা। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়...।

১৫৬| ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০১

আই আনাম বলেছেন: এরকম একটা পোস্টে মন্তব্য করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সৌম্যকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা পোস্ট দেওয়ার জন্য।

১৫৭| ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৭

রাতুল" বলেছেন: কষ্টের গল্প।

১৫৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২১

সোহায়লা রিদওয়ান বলেছেন: কদিন পরপর ই আমি এই পোস্টটা পড়ি !
স্রেফ মরে যাই।

১৫৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০১

কিরণময়ী বলেছেন: সেই সময়ে লেখাটি পড়ার সুযোগ হয়নি , কিন্তু অনুভুতি ভোতা হয়নি মনে হচ্ছে।টের পাচ্ছি খুব কষ্ট !শেষ প্যারাটি যদি না লিখতে হতো!যদি এভাবে না ঘটতো!

১৬০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৮

অঞ্জন সানি বলেছেন: ভাই ...অসাধারন লাগল ।

১৬১| ০৪ ঠা মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৮

মুক্ত বয়ান বলেছেন: সৌম্য ভাই, অসাধারণ একটা লেখা। এতদিন কেন পড়লাম না। সোজা প্রিয়তে। মনটা খারাপ হয়ে গেল।

১৬২| ২০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:০৮

জনৈক আরাফাত বলেছেন: সোজা প্রিয়তে।!

কিন্তু মাইনাস ও আসে এখানে?! :O

১৬৩| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৯

চিকনমিয়া বলেছেন: ডিং

১৬৪| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৯

চিকনমিয়া বলেছেন: ৩ বলদার এই পুষ্টডা ভালা লাগেনাই, আফসুস

১৬৫| ২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

বাঙ্গাল বলেছেন: অনেক দিন পর কাদলাম

১৬৬| ০২ রা মে, ২০০৯ দুপুর ১২:১৮

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ লেখা।

১৬৭| ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: ঠেলা

১৬৮| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮

জলপাই দেশি বলেছেন: যুদ্ধ জিনিসটাই ঘৃনার, ইজরায়েল কিংবা পাকিস্তানের মুলনীতি অনুসারে সব মানুশ সমান নয়। হায় ঈশ্বর, একবিংশ শতাব্দিতেও মানুষ সভ্যতা পেল না।

- একমত।

১৬৯| ১৮ ই মার্চ, ২০১০ রাত ২:১৭

গরীবের কথা বলেছেন:

আল্লাহ ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশা দূর করে দিন-আমীন।

১৭০| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৫

খালেদ সময় বলেছেন: একদিন ভোর হবে। রাতের আধার কাটবে তবে

১৭১| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩২

রাজসোহান বলেছেন: খালেদ সময় বলেছেন: একদিন ভোর হবে। রাতের আধার কাটবে তবে

১৭২| ০৮ ই জুন, ২০১০ দুপুর ১২:০৪

সজল বস বলেছেন: + ও প্রিয়তে

১৭৩| ০৮ ই জুন, ২০১০ রাত ১০:৩২

নগর-বাউল বলেছেন: খুব ভালো লাগল।

১৭৪| ১০ ই জুলাই, ২০১০ রাত ১:২৮

শেখ আমিনুল ইসলাম বলেছেন: সৌমদা প্রিয়তে নিলাম।
সময় নিয়ে পড়ব।

১৭৫| ০৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৫৭

রুদ্র নীল বলেছেন: সৌম্য ভাই,লেখা খুবি ভাল লাগ্লো।
আপনি মিলিতারি তে ছিলেন আজি জানলাম। +++

১৭৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৪

আরিফ থেকে আনা বলেছেন: ভাল আছি বস।
এরকম লেখা ড্রাফটে রাখলে নতুন পাঠকরা মিস করবে, আনড্রাফট করার জন্য ধন্যবাদ।

১৭৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০১

র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information

১৭৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১৯

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: এই লেখাটা মাঝে মাঝেই পড়ি, শোকেসড, বুকমার্কড। কখনো কমেন্ট করা হয় নাই। কমেন্ট করার ও কিছু খুঁজে পাবার নাই। অদ্ভুত বিষন্ন এক বাস্তবতা।

১৭৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪০

কাউসার রুশো বলেছেন: বিষয়টা জানতাম ই না।

কমেন্ট করার ও কিছু খুঁজে পাবার নাই। অদ্ভুত বিষন্ন এক বাস্তবতা।

১৮০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৯

আসিফ মুভি পাগলা বলেছেন: অসাধারণ !!!
অসাধারণ !!!
অসাধারণ !!!

আর কি বলব ?

১৮১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১০

অনিক আহসান বলেছেন: চমৎকার একটা লেখা..

১৮২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৪

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: অসাধারণ লেখা. অনেক বেশি দেরিতে চোখে পড়ল - ডিসকো বান্দরের একটা পোস্টের লিন্ক ধরে.

অনেক অনেক আগে আমিও বিএমএ-তে ছিলাম, আমরা যাওয়ার আগেও একদল ফিলিস্তিনি বিএমএ-তে ট্রেনিং নিয়েছিল, কমিশন পেয়েছিল কিনা জানা নাই. আমরা দেখিনি, গল্প শুনেছি. এক এডুকেশন কোরের ইন্সট্রাকটর বলেছিলেন, এক পিটি স্টাফ এক ফিলিস্তিনিকে ভার্টিক্যাল রোপ করতে বলেছিলেন, উত্তরে সে বলেছিল, 'স্তাফ, ইউ দু, আই সি' - অর্থাদ্, ডিসিপ্লিন আগেও ভাল ছিল না.

আমাদের সময় মালদ্বীপ ও মালয়েশিয়ান ক্যাডেট ছিল. মালদ্বীপেররা তাদের দেশের প্রথম কমিশন্ড অফিসার হয়েছিল.

পিলখানার স্মৃতি নিয়ে এই ফেব্রুয়ারিতে এমনিতেই মূহ্যমান আছি, বিএমএ থেকে পাস-আউট করা কয়েকজন ক্যাডেটের জন্য এতদিন পরে হঠাত কষ্টরা দলা বেধেঁ গলায় আটকে আছে মনে হচ্ছে. তাদের রুহের মাগফেরাত কামনা করছি, আমিন.

১৮৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৯

অস্থির পৃথিবী বলেছেন: অসাধারণ....

১৮৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৯

মা-নবি০৩ বলেছেন: ডিসকো বান্দরের একটা পোস্টের লিন্ক ধরে চোখে পড়ল

@ যুক্তিপ্রাজ্ঞ আমি ৫১ তে ছিলাম ।ফাস্ট টার্ম শেষে টেসে পড়া রউফিয়ানদের একজন । আপনি সম্ভবত ৫০-৫১-৫২ কোন একটা লঙ কোর্সের

১৮৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩০

নষ্টছেলে বলেছেন: আসিফ মুভি পাগলা বলেছেন: অসাধারণ !!!
অসাধারণ !!!
অসাধারণ !!!

আর কি বলব ?

১৮৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৪

অনিক বলেছেন: অসম্ভব সুন্দর একটা লেখনী। প্রিয়তে রেখে দিলাম।

১৮৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৯

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: @মা-নবি০৩: আমার কোর্সমেটরা কেউ তোমাদের টার্ম/প্লাটুন কমান্ডার ছিল হয়ত, আমার কোর্স তোমাদের কোর্সের অর্ধেকেরও কম. পরিচয় হয়ে ভাল লাগল.

১৮৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৭

ক্যাপ্টেন০৫ বলেছেন: অসাধারণ লাগলো, কিসুই মনে হয় করার নেই আর। ইসরায়েলের হাতে বনদি সবাই। ডানে বামে তাকালেই দেখবেন তারা আছে।

১৮৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৯

অন্ধ দাঁড়কাক বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো

১৯০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩০

শ্রাবন্য বলেছেন: এসব দেখে মন খারাপ হতে হতে এখন আর সহজে কিছু হয় না। কিন্তু সাতজন প্রশিক্ষিতের একই পরিনতি মেনে নিতে পারছি না। এই ফিলিস্তিনীরা কবে যে মুক্তি পাবে!

সুন্দর লিখেছেন, বিশেষ করে ফিনিশিং। প্রিয়তে গেল।

১৯১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫

আইডিয়াল বলেছেন: হতবাক, বিহবল।
সোজা প্রিয়তে।

১৯২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৪

ডিসকো বান্দর বলেছেন: অদ্ভূত ভাই। ভালো লাগলো।

১৯৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৩

ইউনুস খান বলেছেন: কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।

১৯৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৭

নীল ত্রিস্তান বলেছেন: অচেনা মেহেরের জন্য চোখের পানি বাঁধ মানলো না।

:|

১৯৫| ০১ লা মার্চ, ২০১১ রাত ১:৫২

কুন্তল_এ বলেছেন: ডিসকো বান্দর ভাইয়ের পোস্ট লিন্ক ধরে এখানে আসা। অসাধারণ লেখা ... আল্লাহ নিহতদের জান্নাতবাসী করুন।

১৯৬| ০১ লা মার্চ, ২০১১ সকাল ৯:১২

নাআমি বলেছেন: অসাধারন !!


আনেক শুভেচ্ছা সৌম্য।


মেহের আর ওর সংগীদের আত্মার শান্তি প্রার্থনা করছি।

১৯৭| ১০ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১৪

রাষ্ট্রপ্রধান বলেছেন: ঘৃনা আর প্রতিশোধের বইয়ে নতুন পাতা যোগ করলেন , ইসরাইল দেশ, যার সাথে আমার ব্যাক্তিগত-পারিবারিক শত্রুতা ...................... !


মেহের স্যালুট ভাই ................. !

১৯৮| ২১ শে মার্চ, ২০১১ রাত ১২:২৪

রেজওয়ান তানিম বলেছেন: আমি সত্যি মর্মাহত ভাই । জীবন কেন এত নিষ্ঠুর ?? মেহেরের আত্মা শান্তিতে থাক ।

১৯৯| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৮:১৩

আমি তুমি আমরা বলেছেন: মাজেদুল ইসলাম বলেছেন: খুবই খারাপ লাগলো শেষের দিকটা পড়ার পর।ধন্যবাদ এমন একটা ঘটনা আমাদের জানানোর জন্য ।

২০০| ০৫ ই জুন, ২০১১ দুপুর ১:৫৬

আইডিয়াল বলেছেন: মন্তব্য করলাম যেন আবার মন্তব্যর লিস্টে আসে।

আর যেন নতুন ব্লগার রা এইরকম একটি লেখা পড়তে পারে।


মেহেরের আত্মা শান্তিতে থাক ।


লেখক কে আবার ও সালাম।

২০১| ০৬ ই জুন, ২০১১ রাত ৮:৪১

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: এত খারাপ লাগলো শেষটা পড়ে। মেহেরকে আল্লাহ বেহেস্ত নসীব করুক। আমিন

২০২| ০৭ ই জুন, ২০১১ সকাল ১১:৫৭

মো: লুৎফর রহমান সরকার বলেছেন: দুজন ফিলিস্তিনি নৌ-ক্যাডেটের সাথে পরিচিত হয়েছিলাম যখন নৌবাহিনীর একটি জাহাজে করে মংলা পোর্ট থেকে হিরণ পয়েন্টে যাচ্ছিলাম।

আপনার লেখার শেষটুকু পড়ে খুব খারাপ লাগলো। দুজনের সাথেই আমার বেশি খাতির হয়ে গিয়েছিল দুই দিনে। অনেকদিন যোগাযোগ নেই, আগে মাঝে মাঝে মেসেঞ্জারে পেতাম। এখন আর পাই না, দেখি আবার যোগাযোগ করব।

এদের পরিণতিও যেনো সেরকম না হয়।

২০৩| ১৮ ই জুন, ২০১১ দুপুর ১:৩০

অপরাজেয়আমি বলেছেন: বস কি বলব বুজতাসি না। শেষের টুকু পড়ে আমি নিজেই শেষ।

২০৪| ৩০ শে জুন, ২০১১ বিকাল ৪:৩২

শফিক আসাদ বলেছেন: ভাষা খুঁজে পাচ্ছিনা। নিজেকেই কেমন সস্তা লাগে এই সব শুনলে।

২০৫| ০৮ ই জুলাই, ২০১১ সকাল ৭:৫০

অভয়ারোন্য বলেছেন: কষ্ট পেলাম।

২০৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কি প্রতিক্রিয়া দেব ? আমার প্রতিক্রিয়াতে কিই বা আসে যায় ?

২০৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৯

এ হেলাল খান বলেছেন: হায় মানব জাতী!!!!!!

পোষ্টে ++++++++++++++

২০৮| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২৭

জিয়া চৌধুরী বলেছেন: অনেক আগেই পড়া দরকার ছিল।

২০৯| ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১:২২

সৌম্য বলেছেন: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
জনৈক ইন্টারন্যাশনাল চোট্টা, লেখাটার হুবুহুবু ইংরেজী অনুবাদ (লাইন টু লাইন) করে পাকিস্তানী ডিফেন্স ফোরাম নামের একটা ওয়েবসাইটে নিজের নামে চালায়া দিচ্ছে। কেমনটা লাগে। একজন প্রিয় মানুষের মৃত্যুতে শোকগাঁথাও যদি কেউ চুরী করে... একটি দৈনিকের হয়ে একজন প্রিয় ব্লগার এই লেখাটাকে সেখানে প্রকাশ করতে চেয়েছিলেন, একান্ত ব্যাক্তিগত বলে সেখানে দিলাম না। আর কেউ যদি এইভাবে চোট্টামী করে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

২১০| ২৮ শে মে, ২০১২ সকাল ১০:৪৪

সানজিদা হোসেন বলেছেন: আমি ট্রেনিং এর সাথে ছিলাম কিছুদিন। ভাষা নিয়ে খুব বিপদে পড়েছিলাম। এদের কারো কারো মৃত্যুসংবাদও এসেছে কানে।

২১১| ৩০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

ডট কম ০০৯ বলেছেন: meherer jonno khub kharap lagche.

২১২| ০৯ ই জুলাই, ২০১২ রাত ৮:৪৬

ইমাম হাসান রনি বলেছেন: শেয অংশটা পড়ে অনেক খারাপ লাগছিল ।

২১৩| ১২ ই জুলাই, ২০১২ রাত ১:১৭

জিনিয়ো বলেছেন: চোখে পানি এসে গেল ++++++

২১৪| ১৪ ই জুলাই, ২০১২ দুপুর ১:২০

ভাঙ্গা হৃদয় বলেছেন: আমি ৫৭ এর... ভাল লাগলো।

২১৫| ১৪ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৬

ভাঙ্গা হৃদয় বলেছেন: লেখকের অনুমতি চাচ্ছি লেখাটা ইংরেজীতে অনুবাদ করে আমার ফেসবুকে প্রকাশ করার কারন আমার কিছু প্যালেস্টাইন বন্ধু আছে ওদের সাথে শেয়ার করব।

২১৬| ১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২০

অভিমানী পুরুষ বলেছেন: এই লেখাটা ৩ বছর পড়ে পড়লাম। আগে আলসি করে পড়ি নি। মনটা খারাপ হয়ে গেলো।

মেহের বেঁচে থাকুক আপনার স্মৃতিতে। +

২১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১২

ভুং ভাং বলেছেন: অসাধারণ।আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।++++++++++++++++++++

২১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১০:৪৭

আল ইফরান বলেছেন: অসাধারন একটা লেখা ।
পড়তে পড়তে অজান্তেই চোখ আদ্র হয়ে উঠল :( :( :(
মেহের বেচে থাকুক আমাদের হ্রদয়ে, অন্যায়ের বিরুদ্ধে চির-জাগ্রত চেতনার প্রতীক হয়ে ।

২১৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৩

শের শায়রী বলেছেন: মেহের মেহের..................


আপনার লেখা অসাধারন।

২২০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

জেনারেশন সুপারস্টার বলেছেন: আর বেশী কাতালে উতাল তেব আকাতে B-)

মেহেরের পরিণতির জন্য খারাপ লাগল।

২২১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০১

জেনারেশন সুপারস্টার বলেছেন: আর কিছু লেখার থাকলে এসব নিয়ে ঝটপট লিখে ফেলেন ;)

২২২| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:৪১

গ্রীনলাভার বলেছেন: :(

২২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: লিখাটা অনেক আগেই কাঁদিয়েছে, আজকে আবার ও।

২২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: এই পোস্টটি যতবার পড়ি ততবার আপ্লুত হই :( :( :(

২২৫| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৫

শতদ্রু একটি নদী... বলেছেন: ব্লগে পড়া অন্যতম সেরা পোস্ট।

২২৬| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৪

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: বেশ আগের পোষ্ট। অসাধারণ লেখা। মেহের সহ সাতজনের আত্নার মাগফেরাত কামনা করি।

২২৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪

শরাফত বলেছেন: সামু ব্লগের সেরা পোস্ট এটা ।
মেহেররা শহীদ ওরা বেচে গেছে, চলে গেছে মহান প্রতিপালকের কাছে হাসিমুখে।
কিন্তু আমাদের রেখে গেছে কঠিন এক বিচারের মুখোমুখি করে।
কারণ সারা বিশ্বের মুসলিমরা চাইলে ফিলিস্তিন সমস্যার সমাধান মুহুর্তেই করে ফেলা যায় ।

২২৮| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪

শরাফত বলেছেন: সামু ব্লগের সেরা পোস্ট এটা ।
মেহেররা শহীদ ওরা বেচে গেছে, চলে গেছে মহান প্রতিপালকের কাছে হাসিমুখে।
কিন্তু আমাদের রেখে গেছে কঠিন এক বিচারের মুখোমুখি করে।
কারণ সারা বিশ্বের মুসলিমরা চাইলে ফিলিস্তিন সমস্যার সমাধান মুহুর্তেই করে ফেলা যায় ।

২২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১

নতুন নকিব বলেছেন:



ভাল লাগা থাকল।

ফিরে আসুন আবার।

২৩০| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইসরায়েলিরা জানোয়ার।

পোস্ট এ +++++++++++++++++

২৩১| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর গল্প।

২৩২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩১

আরোগ্য বলেছেন: উনাদের মাগফিরাহ কামনা করি।

২৩৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এখানে এসেই এটা পড়েছি অনেক আগে। খুব সম্ভবত তখন আর ব্লগ একাউন্ট ছিল না। অনেক অনেক সমবেদনা ফিলিস্তিনিদের জন্য

২৩৪| ৩০ শে জুন, ২০২১ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: মেহেরসহ সাতজন শহীদ ফিলিস্তিন মুক্তিযোদ্ধার মর্মান্তিক পরিণতির কথা জেনে অত্যন্ত ব্যথিত হ'লাম। আল্লাহ তা'লা ওদের সবাইকে জান্নাত নসীব করুন!

চমৎকার পোস্ট। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.