![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সবা্ইকে কি ডাক্তার,ইন্জিনিয়ার,বি.সি.এস ক্যাডার,ব্যাংকার, মাল্টিন্যাশনাল বা বহুজাতিক কোম্পানীতে চাকরি করতেই হবে? এর বাইরে কি কোনো জীবন বা চাকরি নেই?সামাজিক পদমর্যাদার মাপকাঠি বা Social Status,এমনকি বিয়ের বর বা কনের ক্ষেএে এ পেশাগুলোকেই যোগ্যতর বলে বিবেচনা করা হয়। সমাজের দৃষ্টিতে এগুলো্ই হল প্রফেশন, বাকিগুলো কিছুই নয়?ব্যক্তিগত প্যাশন(passion) বা স্বকীয়তার কি কোনো্ই মূল্য নেই এ সমাজের কাছে? আমাদের জীবনে আমরা কি হব বা কি করবো,সেটা শুধুমাএ ঠিক করবো আমরাই, সমাজ বা মা-বাবা্ই কেন সেটা ঠিক করে দেবে বা তাদের চাপের কাছে কেন আমরা হার মানবো? বাংলাদেশের সবাই যদি ডাক্তার,ইন্জিনিয়ার,বি.সি.এস ক্যাডার,ব্যাংকার বা মাল্টিন্যাশনাল বা বহুজাতিক কোম্পানীতে চাকরি করতে চা্ইত,তাহলে আমরা ডঃ মোঃ ই্উনুসের মতো নামকরা অর্থনীতিবিদ ও ক্ষুদ্রঋনের প্রবক্তা,ফজলে হাসান আবেদের মতো পৃথিবীর সর্ববৃহৎ এনজিওর(ব্র্যাক) মালিক, এলান খানের মতো পৃথিবীখ্যাত ও্য়েডিং ফটোগ্রাফার,সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার,ফাহিম মাশরুরের মতো উদ্যাক্তা ও প্রযুক্তিবিদ(বি.ডি জবস এর প্রতিস্ঠাতা),স্যামসান এইচ চৌধুরীর মতো নামকরা ব্যবসায়ী(স্কয়ার গ্রুপের প্রতিস্ঠাতা),হূমায়ূন আহমেদের মতো কালজয়ী লেখক পেতাম না।এখন সময় এসেছে 'Out Of Box" চিন্তা করার।প্রথা অনুসরনকারীরা নয়,প্রথা প্রর্বতনকারীরাই অমর হয়। সমাজের নিয়মের বা্ইরে গিয়ে কাজ করা কঠিন,এজন্যই আমরা ঝাঁকে ঝাঁকে নেতা পা্ই না,পাই এক-আধজনকে যারা এগিয়ে থাকেন,সমাজকে বদলে দেন। সিদ্ধান্ত আপনার-পথপ্রর্দশক হবেন, নাকি পালের মধ্যে একটা ভেড়া হয়ে্ই জীবন কাটিয়ে দিবেন?
২| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৯
মহাকাল333 বলেছেন: হা হা ..জাহিদুল ইসলাম ২৭ ভাই, দোয়া করবেন..।যাতে পথপ্রর্দশক হতে পারি
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৫ দুপুর ২:৪২
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভাই আপনি ডি এস এল আর ক্যামেরা গলায় ঝুলাইয়া অমর হন,পথ প্রদর্শক হন।আমরা আপনার পিছে আছি।