নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকাল333

আমি আমার দেশ ও মানুষের জন্য কাজ করতে চা্ই।

মহাকাল333 › বিস্তারিত পোস্টঃ

মা

১০ ই মে, ২০১৫ দুপুর ২:৫৪

আজ ১০ ই মে।বিশ্ব মা-দিবস। ফেইসবুকে সবার ও্য়াল, নিউজ ফিড, স্ট্যাটাসগুলো ভরে উঠেছে মা-কেন্দ্রিক নানা রকম ছবি ও আবেগময় কথাবার্তা্য়।আমার এক বন্ধু ফে্ইসবুকে লিখেছে,"আমার মা, আমার পৃথিবী",আরেকজন লিখেছে, "মাম,ইউ আর গ্রেট"। আরেক পাবলিক ফে্ইসবুকে রীতিমতো "মা মা" বলো কান্না-কাটি শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের কত জনের মা ফেইসবুক বা ইন্টারনেট ব্যবহার করে?যদি হিসাব করতে যাই, তাহল ১% ও হবে না। তাই, এইসব লেখা অর্থহীন, কারন আমাদের মা রা এইসব দেখছেন না। প্রকৃতপক্ষে অনলাইনে বা ফেইসবুকে মা কে ভালবাসি বলে যতই মুখে খই ফুটাই না কেন, এটা শো অফ(Show Off) ছাড়া আর কিছুই নয়। আমাদের মধ্যে ৯০% ছেলে মেয়েই মা-কে ঘরের কাজে সাহায্য করা দূরে থাক,পানি খেয়ে পানির গ্লাসটা পর্যন্ত ঠিক জায়গায় রাখি না এব্ং মায়ের ঠিকমতো খবর পর্যন্ত নেই না, সারাদিন অনলা্ইন ও ফে্ইসবুকে গার্লফ্রেন্ড ও বন্ধুদের খবর নেই। মা-কে যদি এতই ভালবাসেন তাহলে ফেইসবুকে এইসব মা-কেন্দ্রিক মিথ্যা কাহিনী বাদ দিয়ে মা-কে ঘরের কাজে সাহায্য করুন,তার খবর নিন, তার সাথে সময় কাটান,যে সব কাজ করলে তিনি খুশি হন, সেই সব কাজ করুন,তার কষ্ট দূর করার চেষ্টা করুন।তাহলেই মা-দিবস সা্র্থক হবে।পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালবাসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.