নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকাল333

আমি আমার দেশ ও মানুষের জন্য কাজ করতে চা্ই।

মহাকাল333 › বিস্তারিত পোস্টঃ

বেকারত্ব এবং বাংলাদেশ

৩০ শে জুন, ২০১৫ রাত ১১:০৬

দেশে কাজ থাকলে কেউ কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে কিংবা মৃত্যু ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দেয় না।বাংলাদেশের চাকরির বাজার এখন অস্থির।লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট আজ বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। হাজার হাজার তরুণ নিজেদের শেষ সম্বলটুকু দালালের হাতে দিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে। কিন্তু আসলেই কি তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে? জীবিকার সন্ধানে বিদেশ পাড়ি দিতে গিয়ে অনেকে সাগরে, মরুভূমিতে বা জঙ্গলে ধুঁকে ধুঁকে মরছে। আর যারা বেঁচে আছে তারা বিভিন্ন দেশে ফেরারি আসামি হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে।হয়তো এক জীবনে তাদের মা-বাবা বা প্রিয় মানুষের মুখটি আর দেখা হবে না।এছাড়া ও বাংলাদেশের প্রচুর শিক্ষিত তরুণ বিশ্বের বিভিন্ন দেশে পেট্রল পাম্প, দোকান এবং বিভিন্ন রেস্টুরেন্টে শত কষ্ট সহ্য করে ও কাজ করে যাচ্ছে।স্বাধীনতার ৪০ বছর পরে ও জাতি হিসেবে আমরা পরাধীন রয়ে গেলাম। দেশের তরুণদের মুখে প্রায়ই শোনা যায়, বাংলাদেশে কোন ভবিষ্যৎ নাই, সুযোগ পেলেই দেশের বাইরে চলে যাব। এখন সরকারের দায়িত্ব দেশে চাকরির বাজার সৃষ্টি করা এবং কর্মসংস্থান বাড়ানো।এজন্য দেশে বিনিয়োগ বাড়াতে হবে এবং অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়াতে হবে। তাহলে ভারত, চীন,জাপান,জার্মানি,আমেরিকা,ইংল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাবে।ফলে বিশ্বের নামকরা কোম্পানিগুলো বাংলাদেশে তাদের কারখানা স্থাপনে উৎসাহী হবে। তাহলে হয়ত দেশের বেকারত্ব কিছুটা হলে ও কমতে পারে। সরকারের অবশ্যই এ বিষয়ে কাজ করা উচিত। সিঙ্গাপুর যদি ‘‘জেলেদের গ্রাম’’ থেকে আজ বিশ্বের সেরা মেগা-সিটি এবং পুঁজি বিনিয়োগের জন্য বিশ্বের সেরা দেশগুলোর একটি হতে পারে, বাংলাদেশ কেন পারবে না????

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ রাত ১১:২২

জেআইসিত্রস বলেছেন: সত্য কথা গুলো সুনতে তিতো লাগে। ধন্যবাদ বাস্তবতা তুলে ধরার জন্য।

১৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৮

মহাকাল333 বলেছেন: ভাই,লেখাটি পড়ার জন্য আপনাকে অস্ংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।শুভকামনা রইল।

২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:১৫

ট্রোল বলেছেন: পুরোপুরি একমত লেখার সাথে।

ব্লগে পাঠক নেই ,এরকম কিছু লেখার অভাবে। শুধু গাদা ভরে লিখলেই তো হবেনা।

বাস্তব ঘটনা নিয়ে কিছু বিশ্লেষণী লেখা পড়তে কার না ভাল লাগে

৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:৪৩

মহাকাল333 বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ, ট্রোল।ভালো থাকুন সবসময়।

৪| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:

সরকারের দা্যিত্ব কি সেটা বুঝার ক্ষমতা নিশ্চয় বুড়ো প্রেসিডেন্ট আবদুল হামিদ, কিংবা ডিজিটালের বকবকের পক্ষে সম্ভব নয়। এখন শিক্ষিতরা অবস্হা বুঝতেছে; বাকী জাক হলো সরকারকে সেগুলো করতে সাহায্য করা, না হয় সরে যেতে বাধ্য করা।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৬

মহাকাল333 বলেছেন: চাঁদগাজী ভাই, যথার্থই বলেছেন। বাংলাদেশের বিভিন্ন আমলের সরকারকে আমরা বারবার বিশ্বাস করেছি এবং বিশ্বাসভঙ্গের যন্ত্রনায় কষ্ট পেয়েছি।
শুভকামনা রইল।ভাল থাকবেন সবসময়।

৫| ০১ লা জুলাই, ২০১৫ রাত ২:৪৮

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: আমাদের দেশের মানুষগুলার কপাল'ই খারাপ। অনেকেই আফসুস করে এই রাস্ট্রে কেন তার জন্ম।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮

মহাকাল333 বলেছেন: জ্বিনল্যান্ডের জ্বিন, দারুন বলেছেন।আসলেই আমাদের দেশের মানুষগুলোর কপাল অনেক খারাপ। মাঝে মাঝে সত্যিই অনেক আফসোস হয়।বেকার থাকা আসলেই অনেক কষ্টকর। চাকরি পাওয়ার জন্য আমাদের যেমন কিছু দায়িত্ব আছে তেমনি সরকারের ও কিছু দায়িত্ব আছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের কোন সরকারই তার দায়িত্ব ঠিকমতো পালন করেনি।
লেখাটি পড়ার জন্য আপনাকে অস্ংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন।

৬| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

বেদনার বালুচরে বলেছেন: সন্ত্রাস আর চাঁদাবাজী, ঘুষ, এসমস্তও বন্দ্ব হতে হবে। হয় সরকারকে নিজে উদ্যোগী হয়ে এসমস্ত কঠোরহস্তে দমন করতে হবে অথবা এজন্য সামাজিক বিরাট এক শক্তিগড়ে উঠতে হবে। কোনটাই অবাস্তব নয়, বরং দু’টোর বাইরে কোন সমাধান নাই। আমাদের আসলে অত্যন্ত কঠোর হতে হবে।

১৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৬

মহাকাল333 বলেছেন: "সরকারকে নিজে উদ্যোগী হয়ে এসমস্ত কঠোরহস্তে দমন করতে হবে অথবা এজন্য সামাজিক বিরাট এক শক্তি গড়ে উঠতে হবে।" -----ভাই, চমৎকার কথা বলেছেন।সহমত। আমাদের নতুন এক বাংলাদেশ চাই যেখানে প্রচুর কর্মসংস্তান থাকবে এবং সন্ত্রাস, চাঁদাবাজী, ঘুষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠবে।আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা বেকারত্ব থেকে মুক্তি পেয়ে ভাল চাকরি করব,ব্যবসা করব এবং দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাব যে যার জায়গা থেকে।ঈদের শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.