নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকাল333

আমি আমার দেশ ও মানুষের জন্য কাজ করতে চা্ই।

মহাকাল333 › বিস্তারিত পোস্টঃ

আমি জানতাম তুমি আসবে( I knew You Would come)

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১:২৮

ছেলেবেলার দুই বন্ধু হ্যারি ও বিল এক সঙ্গে স্কুল কলেজের পড়া শেষ করার পর এক সঙ্গে সৈন্যদলে যোগ দিল। যুদ্ধ শুরু হোল, ওরা দু’জনে একই সঙ্গে লড়াই করছিল। একদিন তাদের ইউনিট অতর্কিত আক্রমনের মুখে পড়ল। অন্ধকারে চারিদিকে বুলেট বৃষ্টি।এমন সময় অন্ধকার ভেদ করে একটি স্বর শোনা গেল, “হ্যারি, আমাকে সাহায্য কর।’’ এটি হ্যারির ছেলেবেলার বন্ধু বিলের গলা। হ্যারি বিলকে সাহায্য করার জন্য ক্যাপ্টেনের অনুমতি চাইল,কিন্তু ক্যাপ্টেন অনুমতি দিল না। ক্যাপ্টেন বলল, “না, আমি তোমাকে যেতে দিতে পারি না,কারণ আমাদের লোক কমে গেছে। তাছাড়া বিলের গলা শুনে মনে হচ্ছে ও বাঁচবে না”। অন্ধকারে আবার শোনা গেল, “হ্যারি, আমাকে বাঁচাও।” শেষ পর্যন্ত থাকতে না পেরে হ্যারি ক্যাপ্টেনকে বলল, “ক্যাপ্টেন, ও আমার ছেলেবেলার বন্ধু, আমাকে ওকে সাহায্য করতেই হবে।” ক্যাপ্টেন অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিলে হ্যারি বুকে হেঁটে অন্ধকারে বিলের কাছে পৌঁছাল এবং টেনে তাকে ট্রেঞ্চে নিয়ে এল। বিল কিন্তু মারা গেল।ক্যাপ্টেন রাগ করে বলল, “বলেছিলাম না, বিল মারা যাবে, তুমিও মারা যেতে পারতে এবং আমার একজন লোক কমে যেত। কাজটা ঠিক হয়নি।” হ্যারি বলল, “ক্যাপ্টেন,আমি কিন্তু ঠিকই করেছি। আমি যখন ওর কাছে পৌঁছালাম,বিল বেঁচে ছিল, এবং ওর শেষ কথা ছিল, হ্যারি, আমি জানতাম তুমি আসবে।”
পারস্পরিক সুসম্পর্ক সহজে পাওয়া যায় না,একবার যদি তা তৈরি হয় তবে তা লালন করা উচিত। প্রায়ই বলা হয়, তোমার স্বপ্ন সফল করার জন্য সচেষ্ট হও। কিন্তু অপরের ক্ষতি করে তুমি তোমার স্বপ্ন সফল করতে পারবে না। যারা বিবেকবোধ শূন্য তারাই তা করতে পারে। আমাদের পরিবার, বন্ধু এবং যারা আমাদের ভালোবাসে ও আমাদের উপর নির্ভর করে তাদের জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হয়।

সংগৃহিত- YOU CAN WIN- শিব খেরা

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.