![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে ভাল মানুষের দাম নেই। দুর্নীতি করুন,ঘুষ নেবেন এবং ঘুষ দেবেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের তোষামোদ করুন,অধস্তনদের সাথে দুর্ব্যবহার করুন,মেয়েদের সাথে ফ্লাট(flirt) করুন,ভুলেও মানুষকে সাহায্য করবেন না,স্বার্থপর হোন, মানুষকে ঠকানোর নিত্যনতুন উপায় বের করুন,মিথ্যা কথা বলাটাকে অভ্যাসে পরিণত করুন, রাজনীতি করুন এবং ক্ষমতার দাপট দেখান,অফিসে কাজ না করে অফিস পলিটিক্সে ব্যস্ত থাকুন,সবসময় অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গে খান, চাপাবাজি করুন এবং হোমড়া চোমড়া ভাব দেখান। দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলাদেশে এইসব কাজ করতে পারলে চাকরি, ব্যবসাসহ সমাজের যেকোন সেক্টরে আপনি সফল হতে পারবেন।
২| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭
মহাকাল333 বলেছেন: নতুন ভাই, সহমত। আমি ও তাই বিশ্বাস করি একদিন সব কিছুই বদলাবে এবং সত্যের জয় হবে। কিন্তু দেশের প্রতিটি ক্ষেত্তে যখন অযোগ্য,দুর্নীতিপরায়ন ও চরিএহীন মানুষদের পুরস্কৃত হতে দেখি, তখন আসলেই মাঝে মাঝে বিশ্বাস হারিয়ে ফেলি। শুভকামনা রইল। ভাল থাকবেন।
৩| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:০৭
মহান অতন্দ্র বলেছেন: আসলেই এগুলো খুব ভাবায়। কবে সমাধান হবে, আমাদের চোখ খুলবে কে জানে!
৪| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৫
মহাকাল333 বলেছেন: মহান অতন্দ্র,আপনার সাথে একমত।এই মুহুর্তে সমস্যা সমাধানের কোন সম্ভাবনা দেখছি না। মাঝে মাঝে মনে হয়, এমন তো হওয়ার কথা ছিল না। আমাদের সমাজে ভাল মানুষের মূল্যায়ন নেই বললেই চলে।
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৫ রাত ২:০৬
নতুন বলেছেন: দুনিয়া কখনো নস্টদের দখলে যায়না।
আপাতো ভাবে মনে হয় কিন্তু শেষে সত্যেরই জয় হয়।
দূনিতি/মাদক/ভন্ডামী সব স্টেজই এখনকার উন্নত দেশগুলি পার হয়েছে। আমরাও হচ্ছি...
আমাদের দেশেও দূনিতি কমে আসবে।
সময় লাগবে।.